বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি

in blurt-1787181 •  21 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Wednesday , November 27/2024

FunPic_20241127_121714380.jpg

Assalamu Alaikum how are you all I hope everyone is very well I am very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am back with a new post. Let's get started. Tell me who does not like photography? Photography feels like one's soul connects with nature and I doubt that the peace of experiencing this beautiful moment can be found anywhere else in the world. We all know that flowers are the symbol of beauty. It can be any flower, one, one person's one, one kind of flower choice. As I like most sunflowers, red roses, and marigolds, marigolds are also one of my favorite flowers. Maybe like me or many people like many kinds of flowers. If you have any favorite flowers, you can comment. Flower photography has not been done for a long time, so I thought I would do some flower photography today. So I took the mobile phone in my hand and went to do photography.

I have tried to share total 07 flower photography with you today. There are many flowers planted outside our campus and I tried to select some flowers and present them to you. First of all, it is good to say that I do not know the names of some of the flower photographs that I am sharing today, if you know, you can comment. Then I can be a little ignorant about it. Anyway, let's see what photography I did today.....!

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমি আপনার দোয়া ও মহান আল্লাহতালার রহমতে অনেক ভাল আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। চলুন শুরু করা যাক। ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে বলুন ? ফটোগ্রাফি করার সময় মনে হয় নিজের আত্মাটা প্রকৃতির সঙ্গে জড়িয়ে যায় আর এই সুন্দর মুহূর্ত অনুভব করার মধ্য যে শান্তি রয়েছে এটা পৃথিবীর অন্যান্য জায়গায় খুঁজে পাওয়া যাবে কিনা এ বিষয়ে আমি সত্যি সন্ধিহান। আমরা সবাই জানি ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতিক। সেটা যে কোন ফুল হতে পারে, এক, এক জনের এক, এক রকম ফুল পছন্দ। যেমন আমি সবচেয়ে বেশি পছন্দ করি সূর্যমুখী, লাল গোলাপ, এবং রজনীগন্ধা এছাড়াও গাঁদা ফুলও আমার অনেক পছন্দের একটা ফুল। আমার মত হয়তো বা অনেকেরই অনেক রকম ফুল পছন্দ হতে পারে। আপনাদের যদি কোন ফেভারিট ফুল থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। অনেকদিন ফুলের ফটোগ্রাফি করা হয় না তাই ভাবলাম আজকে কিছু ফুলের ফটোগ্রাফি করি।তাই হাতে থাকা মোবাইলটা নিয়ে চলে গেলাম ফটোগ্রাফি করার উদ্দেশ্যে।

আমি আজকে আপনাদের মাঝে টোটাল ০৭ টি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের ক্যাম্পাসের বাইরে প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে সেখান থেকে কিছু ফুল বাছাই করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। প্রথমেই বলে রাখা ভালো আমি আজকে যেই ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করছি এর ভিতর কয়েকটি ফুলের নাম আমার ঠিক জানা নেই, আপনারা যদি জেনে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে এ বিষয়ে আমিও সামান্য কিছু অজ্ঞ হতে পারব। যাইহোক চলুন তাহলে দেখে আসি আজকে আমি কি , কি ফটোগ্রাফি করলাম ‌.....!

IMG_20201130_1531854196011.jpeg

The first flower you see is red, a very beautiful flower. This flower is usually seen everywhere if you go to a park. But till today I did not know the name of this flower. If you know the name of this flower, you can comment.

প্রথমেই যেই ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন লাল বর্ণের, খুব সুন্দর একটি ফুল। এই ফুলটি সচরাচর যদি কোন পার্কে যাওয়া যায় সবখানেই ফুলটির দেখা মেলে । তবে আজ পর্যন্ত এই ফুলের নাম কি এটা জানতে পারলাম না। আপনারা যদি এই ফুলটির নাম কেউ জেনে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করে যেতে পারেন।

IMG_20201130_1531854196012.jpeg

The second flower that you see is the sunflower. Due to the age of the flower, it has dried up and it is now possible to produce seeds from this dried flower. Although I have shared the photography of the sunflower flower, the photography of its seeds is not so visible, so I thought I would share it with you.

দ্বিতীয় নম্বর যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটির নাম হচ্ছে সূর্যমুখী ফুল। ফুলটির বয়স বেশি হওয়ার কারণে এটি শুকিয়ে গেছে এবং মোটামুটি এখন এই শুখানো ফুল থেকে বীজ উৎপাদন করা সম্ভব। সূর্যমুখী ফুল এর ফটোগ্রাফি শেয়ার করলেও এর বীজ এর ফটোগ্রাফি তেমন একটা দেখা যায় না তাই ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করি।

IMG_20201130_1531854196013.jpeg

You may have recognized this flower at a glance, the name of this flower is morag flower. The petals of this flower are very wide and there are many types of fibers with small, small, small, small fibers with this flower, due to which it is not only beautiful to look at, but also very soothing to touch. But one special aspect is that this flower does not have a good name.

এই ফুলটি হয়তোবা আপনারা এক নজরেই চিনে গেছেন, এই ফুলটির নাম হচ্ছে মরগ ফুল। এই ফুলের পাপড়ি গুলো বেশ বিস্তৃত থাকে এবং ছোট, ছোট গুটি, গুটি অনেক ধরনের ফাইবার এই ফুলের সঙ্গে থাকে যার কারণে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি এটা হাতে নিয়েও বেশ প্রশান্তি পাওয়া যায়। তবে একটা বিশেষ দিক হচ্ছে এই ফুলের তেমন একটা সুভাষ নেই।

IMG_20201130_1531854196014.jpeg

This sunflower flower is about to come of age. But this is the youngest sunflower I have ever seen. When I took the photographs of the flower it was midday so it was leaning towards the sun. Still, these flowers looked pretty good.Sunflower flower is a wonderful creation of nature, which always fascinates the mind. The main feature of this flower is that it raises its head towards the sun, which gives a unique message towards life. But the sunflower that I saw today, although it was quite old, it was the youngest sunflower in the place. It was noon when the photography was done, and the flower was leaning towards the sun in the strong sunlight. Its petals were reflecting the golden glow of the sun. Although the flower was not very fresh, its beauty was still intact. The posture of sunflowers leaning towards the sun made me feel that nature has arranged its creations in such a beautiful order. While doing photography, I felt that these flowers are important not only to look at, but also to understand the depth of nature. The color, texture and relationship of the flowers with the light is truly eye-catching. Spending time amidst such beauty and capturing those moments on camera is a unique experience. Sunflowers teach us how to face the light, even in the face of life's adversities.

এই সূর্যমুখী ফুলটার ও বয়স প্রায় হয়ে এসেছে। তবে আমার দেখা ঐখানকার এটি হচ্ছে সবচেয়ে অল্প বয়সী সূর্যমুখী ফুল। আমি যখন ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম তখন দুপুর বেলা ছিল যার কারণে এটি সূর্যের দিকে হেলে ছিল। তবুও মোটামুটি এই ফুল গুলো দেখতে বেশ ভালই লাগছিল।সূর্যমুখী ফুল প্রকৃতির একটি অসাধারণ সৃষ্টি, যা সবসময়ই মনকে মুগ্ধ করে। এই ফুলটির প্রধান বৈশিষ্ট্য হলো সূর্যের দিকে তার মাথা তুলে থাকা, যা জীবনের প্রতি এক অনন্য বার্তা দেয়। তবে আজ যে সূর্যমুখী ফুলটি দেখলাম, সেটি বয়সে বেশ পুরোনো হলেও, এটি ছিল ঐ স্থানের সবচেয়ে অল্পবয়সী সূর্যমুখী।ফটোগ্রাফি করার সময় দুপুর বেলা ছিল, আর সূর্যের তীব্র আলোতে ফুলটি সূর্যের দিকে হেলে ছিল। এর পাপড়িগুলোতে যেন সূর্যের সোনালি আভা প্রতিফলিত হচ্ছিল। ফুলটি খুব সতেজ না হলেও তার সৌন্দর্য এখনও ছিল অটুট। সূর্যমুখী ফুলের এই সূর্যের প্রতি ঝুঁকে থাকা ভঙ্গি দেখে মনে হলো প্রকৃতি তার সৃষ্টিকে কী অপূর্ব নিয়মে সাজিয়েছে।ফটোগ্রাফি করার সময় আমি অনুভব করছিলাম যে এই ফুলগুলো শুধু দেখতেই নয়, বরং প্রকৃতির গভীরতাকে উপলব্ধি করার জন্যও গুরুত্বপূর্ণ। ফুলগুলোর রঙ, গঠন এবং আলোর সঙ্গে তাদের সম্পর্ক সত্যিই চোখধাঁধানো।এমন সৌন্দর্যের মাঝে সময় কাটানো এবং সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখা এক অনন্য অভিজ্ঞতা। সূর্যমুখী ফুল আমাদের শিখিয়ে দেয় কীভাবে আলোর দিকে মুখ তুলে থাকতে হয়, জীবনের প্রতিকূলতায়ও।

IMG_20201130_153185419601.jpeg

This is the flower of the pepper plant. We usually eat chili as a spice. But if you look closely, you will see that the flowers of the pepper plant are also very beautiful. Especially when the chillies are in small, young stage i.e. just transitioning from flower to fruit at this time anyone will be fascinated by their appearance. Pepper plant is a very important plant in our daily life. Chilli is widely used as a spice all over the world. But many of us do not know that the flowers of the pepper plant are also a symbol of the extraordinary beauty of nature. As beautiful as these small white or light greenish flowers are, they are the first stage of the pepper plant's harvest.
When the pepper plant flowers, the whole plant becomes a kind of decoration. Especially in the morning when the sunlight falls on the flowers, they sparkle like pearls. The process of transformation from flowers to small green chillies is a wonderful sight. Chili is more attractive when it is green, small and fresh. This form of chili plant gives a silent message of nature's beauty. Those who love to garden, can enjoy the beauty of its flowers and fruits by planting pepper trees. This flower is not only beautiful but also brings the message of future fruit coming. We should all pay attention to these small yet beautiful aspects of nature. If the sight of pepper plant flowers gives us peace even for a moment, it can make us forget the tiredness of life. So we should be grateful to the pepper plant not only for its fruit or spice but also for its beauty. These flowers and fruits remind us of our deep connection with nature.

এটি হচ্ছে মরিচ গাছের ফুল। আমরা সাধারণত মসলা হিসেবে মরিচ খেয়ে থাকি। তবে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখে থাকেন তাহলে দেখবেন যে মরিচ গাছের ফুল গুলোও দেখতে বেশ চমৎকার হয়ে থাকে। বিশেষ করে যখন মরিচ গুলো ছোট , ছোট অবস্থায় থাকে অর্থাৎ কেবল ফুল থেকে ফলে রূপান্তর হচ্ছে এই সময় এর রূপ দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে।মরিচ গাছ আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদ। মসলা হিসেবে মরিচের ব্যবহার সারাবিশ্বেই বহুল প্রচলিত। তবে আমরা অনেকেই জানি না যে মরিচ গাছের ফুলগুলোও প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্যের প্রতীক। ছোট্ট সাদা বা হালকা সবুজাভ রঙের এই ফুলগুলো যেমন দেখতে সুন্দর, তেমনি এগুলো মরিচ গাছের ফলনের প্রথম ধাপ।
মরিচ গাছ যখন ফুল ফোটে, তখন পুরো গাছটি একধরনের শোভা পায়। বিশেষ করে সকালে যখন সূর্যের আলো ফুলের ওপর পড়ে, তখন এগুলো যেন মুক্তার মতো ঝলমল করে। ফুল থেকে ছোট ছোট কাঁচা মরিচে রূপান্তরের প্রক্রিয়া একটি চমৎকার দৃশ্য। কাঁচা মরিচ যখন সবুজ, ছোট্ট এবং তাজা থাকে, তখন তা আরও বেশি আকর্ষণীয় লাগে।মরিচ গাছের এই রূপ প্রকৃতির সৌন্দর্যের এক নীরব বার্তা দেয়। যারা বাগান করতে পছন্দ করেন, তারা মরিচ গাছ লাগিয়ে এর ফুল এবং ফলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এ ফুল শুধু সৌন্দর্য নয়, এটি ভবিষ্যৎ ফলের আগমনী বার্তাও নিয়ে আসে।আমাদের প্রত্যেকের উচিত প্রকৃতির এই ক্ষুদ্র অথচ সুন্দর দিকগুলোতে মনোযোগ দেওয়া। মরিচ গাছের ফুল দেখে যদি এক মুহূর্তের জন্যও প্রশান্তি আসে, তবে তা আমাদের জীবনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। তাই শুধু ফল বা মসলার জন্য নয়, সৌন্দর্যের জন্যও মরিচ গাছের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এই ফুল ও ফল আমাদের জীবনের সঙ্গে প্রকৃতির গভীর সংযোগের কথা স্মরণ করিয়ে দেয়।

IMG_20201130_1531854196016.jpeg

As I told you at the beginning of the post that I don't know the names of some flowers, I also don't know the name of this beautiful yellow flower that you can see. But I was really impressed by its beauty. The flower looks like a tapa flower. But because of the yellow I think it will be very pleasing to anyone's eyes.

পোস্টের প্রথমে আমি যেমন আপনাদের বলেছিলাম যে কিছু, কিছু ফুলের নাম হয়তোবা আমি জানিনা, ঠিক তেমনিভাবে এই যে হলুদ সুন্দরী ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটিরও নাম আমার ঠিক জানা নেই। তবে এর সৌন্দর্য দেখে সত্যি আমি অনেক মুগ্ধ হয়েছি। ফুলটি দেখতে অনেকটা টাপা ফুলের মত। তবে হলুদ হওয়ার কারণে যে কারো চোখে এটি অনেক ভালো লাগবে বলে আমার মনে হয়।

IMG_20201130_1531854196017.jpeg

It is a cut flower. It is usually found in areas where grass grows. If we talk about the size of the flower, it is quite small. I took my mobile very close and photographed this flower. Which makes it look a little, a little bigger.However, until today I will see you again in a new post, inshallah, until then everyone stay healthy and stay well.

এটি একটি কাটা জাতীয় গাছের ফুল। এটি সচরাচর যেখানে ঘাস জন্মায় ওই জায়গায় এই কাটা জাতীয় গাছ গুলো দেখা যায়। ফুলটির যদি সাইজের কথা বলি তাহলে বেশ ছোট । আমার মোবাইল অনেক কাছে নিয়ে গিয়ে এই ফুলের ফটোগ্রাফিটা করেছিলাম। যার কারণে একটু , একটু বড় দেখাচ্ছে।যাইহোক আজকে এ পর্যন্তই আবারও নতুন কোন পোস্টে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ‌, ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!