My favorite random photography ever.

in blurt-1787181 •  4 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Wednesday , January 14/2025

FunPic_20250114_214731964.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography.

I love to enjoy the natural scenery. Especially when the sun dips in the west in the afternoon, the scenery around the area is very beautiful. And enjoying them brings much peace. Due to the advancement of technology, today almost every people has a smartphone in their hand, and with the smartphone in their hand, it is very easy to capture the surrounding scenes on camera. But it has become a hobby of many people, actually photography is a hobby of people. Because by doing photography, one can easily blend with nature and one can appreciate the beauty of nature very closely. Today in the evening I went to many unknown places for the purpose of photography. But my main aim was to photograph new things in nature, however after trying for a long time I managed to do some photography and I got a lot of experience from here. Especially today, I saw the moment of giving fish food in the pond and I talked a lot with the fish farmer about the fish. Actually when the fish farmer gave his fish food. Then it seemed as if the fish would rise up, the scene was really beautiful. Anyway, without further ado, let's see today's photographs.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।

প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে আমার বেশ ভালই লাগে। বিশেষ করে যখন বিকেল বেলায় সূর্য পশ্চিম দিকে ঢলে যায়, তখন আশেপাশের পরিবেশের দৃশ্যগুলো দেখতে অনেক মনোরম মনে হয়। এবং এগুলো উপভোগ করে অনেক শান্তি পাওয়া যায়। টেকনোলজির উন্নতির কারণে আজকে আমাদের প্রায় প্রতিটি জনগণের হাতে, হাতে স্মার্টফোন রয়েছে এবং হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই আশেপাশের দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করা যায়। তবে এটি আবার অনেকের শখ হয়ে দাঁড়িয়েছে, আসলে ফটোগ্রাফি করে মানুষের শখ হওয়ারই বিষয়। কেননা ফটোগ্রাফি করার মাধ্যমে প্রকৃতির সঙ্গে খুব সহজেই মিশে যাওয়া যায় এবং প্রকৃতির সৌন্দর্যকে অনেক কাছে থেকে নিজের মতো করে উপলব্ধি করা যায়। আজকে সন্ধ্যা বেলায় ফটোগ্রাফি করার উদ্দেশ্যে অজানা অনেক জায়গাতে গিয়েছিলাম। তবে আমার মূল উদ্দেশ্য ছিল প্রকৃতির নিত্য নতুন জিনিস গুলোর ফটোগ্রাফি করা ,যাইহোক অনেকক্ষণ চেষ্টা করার পরে কিছু ফটোগ্রাফি করতে পেরেছি এবং এখান থেকে আমার অনেক অভিজ্ঞতাও হয়েছে। বিশেষ করে আজকে পুকুরে মাছের খাবার দেওয়ার মুহূর্তটি চোখে পড়ল এবং ওই মাছ চাষীর সঙ্গে অনেক কথাও বলেছি মাছগুলোকে নিয়ে। আসলে যখন মাছ চাষি তার মাছের খাবার দিয়েছিল। তখন মনে হচ্ছিল যেন মাছ উপরে উঠে আসবে, ওই দৃশ্যটা আসলেই চমৎকার ছিল। যাই হোক আর কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের ফটোগ্রাফি গুলো।

IMG-20241221-41.3617.jpeg

These are pangas food. Many people call them feed food. In fact, even in this one food, there are all the ingredients for the good health of fish, as a result of which the fish will grow up very quickly if fed this food, but lately the price of this fish food has increased a lot, so the entrepreneurs are in trouble. Importance of feed or food in pangas fish farming. immense This special food contains all the necessary elements for the nutrition and good health of the fish. Formulated with protein, fat, carbohydrates, vitamins, and minerals, this feed ensures rapid growth of fish. In order to be profitable in fish farming, the use of high quality feed is essential. However, the price of pangus fish feed has increased significantly in recent times. The main reason for this is the increase in the cost of raw materials used in feed preparation. As a result fish farmers are facing problems to continue farming due to high prices. The effect of this is seen in increasing the cost of fish production, which affects the price of fish in the market. In this situation, fish farmers should look at alternative solutions. An attempt can be made to make feed in its own way from local ingredients. Also, through government support and training, it is possible to control feed prices and make fish farming sustainable. The importance of feed management in the future development of pangas fish farming is therefore immense.

এগুলো হচ্ছে পাঙ্গাস মাছের খাবার। এগুলোকে অনেকে ফিড খাবার বলে থাকেন আসলে এই এক খাবারের মধ্যেও মাছের সুস্বাস্থ্য হওয়ার সকল উপাদান গুলো বিদ্যমান যার ফলে এই খাবারটি খাওয়ালে মাছ খুব দ্রুতই বড় হয়ে যায় তবে ইদানিং এই মাছের খাবারের দাম বেশ বেড়েছে তাই উদ্যোক্তারা পেরেশানির মধ্যেই রয়েছেন।পাঙ্গাস মাছ চাষে ফিড বা খাবারের গুরুত্ব অপরিসীম। এই বিশেষ খাবারে মাছের পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সকল উপাদান বিদ্যমান থাকে। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, এবং মিনারেলের সমন্বয়ে তৈরি এই ফিড মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। মাছ চাষে লাভবান হতে হলে উন্নতমানের ফিড ব্যবহার অপরিহার্য।তবে সাম্প্রতিক সময়ে পাঙ্গাস মাছের ফিডের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিড প্রস্তুতিতে ব্যবহৃত কাঁচামালের মূল্যবৃদ্ধি এর প্রধান কারণ। ফলে মাছ চাষিরা উচ্চমূল্যের কারণে চাষাবাদ চালিয়ে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর প্রভাব মাছ উৎপাদনের খরচ বৃদ্ধিতে দেখা যাচ্ছে, যা বাজারে মাছের দামের ওপর প্রভাব ফেলছে।এ অবস্থায়, মাছ চাষিদের উচিত বিকল্প সমাধানের দিকে নজর দেওয়া। স্থানীয় উপাদান থেকে নিজস্ব পদ্ধতিতে ফিড তৈরির চেষ্টা করা যেতে পারে। এছাড়া সরকারি সহায়তা এবং প্রশিক্ষণের মাধ্যমে ফিডের দাম নিয়ন্ত্রণ এবং মাছ চাষকে টেকসই করা সম্ভব। পাঙ্গাস মাছ চাষের ভবিষ্যৎ উন্নয়নে ফিড ব্যবস্থাপনার গুরুত্ব তাই অপরিসীম।

IMG-20241221-41.3616.jpeg

This is when the pangus fish pond. I took a photograph of the moment when the fish were fed to share with you, while feeding the fish seemed to rise up and the size of each fish was very well understood. Pangus fish farming is a popular and profitable sector in Bangladesh. A pangas fish pond feeding moment had a great experience recently. A photo was taken to frame the special moment of the experience. The whole pond came alive during the feeding. The fish were rushing towards the food so fast that it seemed as if they would jump over the water. During this time it was possible to observe the size, color and movement of the fish very well. Small and large fishes of different sizes were trying to collect food together, which is truly an unprecedented sight. These moments are not only a joy for the fish farmers, but also the result of their hard work. Monitoring the proper growth and health of the fish becomes much easier at this time. Such pictures are not only for retaining memories but also help in future planning and improvement. This image of pangus fish farming is an inspiration for fish farmers as well as it can be a source of encouragement for those who want to start fish farming.

এটি হচ্ছে পাঙ্গাস মাছের পুকুর যখন । যখন মাছগুলোকে খাবার খাওয়ানো হয়েছিল তখনকার মুহূর্তের একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে তুলেছিলাম ,খাবার দেওয়ার সময় মনে হচ্ছিল মাছগুলো যেন উপরে উঠে আসবে এবং প্রত্যেকটা মাছ কেমন সাইজ তখন তা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল।পাঙ্গাস মাছ চাষ বাংলাদেশের একটি জনপ্রিয় ও লাভজনক খাত। সম্প্রতি একটি পাঙ্গাস মাছের পুকুরে খাবার খাওয়ানোর মুহূর্তে দারুণ একটি অভিজ্ঞতা হয়েছিল। সেই অভিজ্ঞতার বিশেষ মুহূর্তটি ফ্রেমবন্দি করতে তোলা হয়েছিল একটি ছবি।খাবার দেওয়ার সময় পুরো পুকুর যেন জীবন্ত হয়ে ওঠে। মাছগুলো খাবারের দিকে ছুটে আসছিল এতটাই জোরে যে মনে হচ্ছিল, তারা যেন পানির উপর লাফিয়ে উঠবে। এ সময় মাছের আকার, রঙ এবং চলাচল খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছিল। ছোট-বড় নানা সাইজের মাছ একসঙ্গে খাবার সংগ্রহের চেষ্টা করছিল, যা সত্যিই এক অভূতপূর্ব দৃশ্য।এই মুহূর্তগুলো মাছ চাষিদের জন্য শুধু আনন্দের নয়, তাদের পরিশ্রমের ফলাফলও। মাছের সঠিক বৃদ্ধি ও স্বাস্থ্য পর্যবেক্ষণ করা এ সময় অনেক সহজ হয়ে যায়। এ ধরনের ছবি শুধু স্মৃতি ধরে রাখার জন্য নয়, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নতির দিকেও সাহায্য করে।পাঙ্গাস মাছ চাষের এই চিত্রটি মাছ চাষিদের জন্য যেমন অনুপ্রেরণার, তেমনি যারা নতুন করে মাছ চাষ শুরু করতে চান, তাদের জন্যও এটি উৎসাহের কারণ হতে পারে।

IMG-20241221-41.3615.jpeg

This is a type of grass like lipia grass, I saw the grass plant wrapped in lipia grass and it looked pretty so I thought I would take a photo. I was very intrigued by this plant as it looked very much like a pot plant.

এটি হচ্ছে লিপিয়া ঘাসের মতো এক ধরনের ঘাস, ঘাস গাছটি দেখলাম লিপিয়া ঘাসের মধ্যে জড়িয়ে রয়েছে এবং দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল তাই ভাবলাম একটা ফটোগ্রাফি করি । এই গাছটিকে দেখতে অনেকটা পটপটি গাছের মতো দেখাচ্ছিল ওই জন্য এটি দেখে আমি অনেক আকর্ষিত হয়েছিলাম।

IMG-20241221-41.3614.jpeg

This is the rind of the gourd plant. Gourd is one of my favorite vegetables. I like to eat it, but the rind of the gourd plant can be eaten as a vegetable. My mom cooked the greens of the gourd plant a long time ago and I enjoyed eating it, you can eat it if you want.

এটি হচ্ছে লাউ গাছের কুশি, লাউ আমার অনেক পছন্দের একটি সবজি এটি খেতে আমি খুবই পছন্দ করি তবে লাউ গাছের কুশই কিন্তু শাক হিসেবে খাওয়া যায় । আমার আম্মু অনেক আগে লাউ গাছের শাক রান্না করে দিয়েছিলেন তখন খেয়ে বেশ মজা পেয়েছিলাম, আপনারা চাইলে খেতে পারেন।

IMG-20241221-41.3613.jpeg

This tree should be recognized at a glance because this tree is seen more or less in all our areas, but when I am describing it, I have to say that the name of this tree is Pakra tree. This tree seems very strange to me because the tree has been cut so much that it is almost impossible to talk about this tree.

এই গাছটিকে দেখে এক নজরেই চিনে যাওয়ার কথা কেননা এই গাছটি আমাদের সকল এলাকাতেই কমবেশি দেখা যায় তবুও যখন বর্ণনা দিচ্ছি তখন তো বলতেই হয় এই গাছটির নাম হচ্ছে পাকড়া গাছ। এই গাছটি দেখতে আমার কাছে অনেক অদ্ভুত মনে হয় কেননা গাছটির গায়ে এত পরিমান কাটা যে এই গাছে কথাটা প্রায় অসম্ভব।

IMG-20241221-41.3612.jpeg

This is the sunset photography. Actually, when I left for home after taking the photography, the sun had set a lot towards the west and the scene was very beautiful that's why I shared the sunset photography with you.

এটি হচ্ছে সূর্য ডোবার ফটোগ্রাফি আসলে যখন ফটোগ্রাফি করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তখন সূর্যটা পশ্চিম দিকে অনেকটাই ঢোলে হলে গিয়েছিল এবং তখনকার দৃশ্যটা বেশ মনোরম ছিল ওই জন্য সূর্য ঢলে যাওয়ার ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20241221-41.3611.jpeg

This is the last photograph, this photograph is a bud of Germania plant, in fact, Germania has many beautiful flowers, it is usually in damp places, but it can also be seen in ponds or canals. The flowers of Germany are very beautiful and also the German calli are very beautiful.

এটি হচ্ছে লাস্ট ফটোগ্রাফি, এই ফটোগ্রাফি টা হচ্ছে জার্মানি গাছের কলি, আসলে জার্মানির অনেক সুন্দর ফুল হয়ে থাকে এটি সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গাতে হয়ে থাকে তবে পুকুর অথবা খাল বিলেও এই জার্মানি দেখা যায়। এ জার্মানির ফুল দেখতে বেশ সুন্দর হয়ে থাকে সেই সাথে জার্মানি কলি গুলোও অনেক সুন্দর।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord