Assalamu Alaikum you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Most of the areas of our Bangladesh have been devastated by Cyclone Rimal. In particular, most people's houses were destroyed and trees were uprooted. Besides, there are reports of death of some people. All in all, due to the impact of Cyclone Rimal, our country has suffered an irreparable loss. We all hope that the great creator does not give such a natural calamity to our country. However, from the night of 26th May to the whole day of 27th May, Cyclone Rimal brought stormy winds to our area along with moderate rainfall. Due to the impact of this cyclone, there has been a lot of damage in our area, I will share a post with you in the future. Anyway, let's get to the main discussion.
আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ঘূর্ণিঝড় রিমালের আঘাতে আমাদের বাংলাদেশের প্রায় অধিকাংশ এলাকা লন্ডভন্ড হয়েছে। বিশেষ করে অধিকাংশ মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে এবং গাছপালা উপড়ে গেছে। পাশাপাশি কিছু মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমাদের দেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। মহান সৃষ্টিকর্তা যেন এরকম প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে না দেয় এমনটাই আমরা সকলেই প্রত্যাশা করি। যাহোক গত ২৬ শে মে রাত্রি থেকে ২৭ শে মে সারাদিন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমাদের এলাকায় ঝড়ো হাওয়া বয়ে গেছে এবং সাথে সাথে মাঝারি আকারে বৃষ্টিপাতও হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের এলাকায় বেশ ক্ষতি হয়েছে, সেটা নিয়ে আমি আগামীতে আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করবো। যাহোক এবার মূল আলোচনায় যাওয়া যাক।
During the first month, cyclones appear as a major threat to the coastal region of Bangladesh. At this time, a low pressure formed in the Bay of Bengal and it turned into a cyclone, which can hit different parts of the country, including the southern part of Bangladesh. Cyclones cause strong winds, heavy rains, and rising sea levels, resulting in inundation of coastal areas and extensive damage. Cyclones during the first month cause extensive damage to homes, agriculture, and property. In particular, people in villages located near rivers and seas are the most affected by the effects of cyclones. Many times the flood causes the agricultural land and houses to be submerged under water. Fishing and waterways are also closed due to cyclones, which affects the livelihood of people in these areas. However, to reduce the damage caused by cyclones, governments and various organizations take measures such as early warning, safe shelters and relief supplies. It is important to increase the awareness and preparedness of all in dealing with natural disasters, so that damage can be minimized and loss of life can be prevented during disasters. In fact, the moment of my childhood when the cyclone started in the month of Jaishta came back to me. As soon as the storm started, I started wondering when I would go under the mango tree and pick the mangoes. I prepared to come out to pick mangoes at night. But at first the wife forbade. But who heard about the wife. The sweet childhood feeling of picking mangoes was completely gone in me, so the wife's words seemed to me absolutely insignificant. So I prepared myself with a pot in my hand, just when I was going out to pick mangoes, my wife called my father and told me everything. Abba started complaining when he heard about going to pick mangoes at night. Abba started saying, "The wind is blowing, now if the branch of the mango tree breaks and falls on the head, there will be danger." After listening to my father, I did not go out to pick mangoes at night.
জৈষ্ঠ মাসে ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য একটি বড় বিপদ হিসেবে দেখা দেয়। এ সময় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন অংশে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে প্রচণ্ড ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায়, ফলে উপকূলীয় এলাকা প্লাবিত হয় ও ব্যাপক ক্ষতি হয়।জৈষ্ঠ মাসে ঘূর্ণিঝড়ের সময় ঘরবাড়ি, কৃষি, এবং সম্পদের বিপুল ক্ষতি হয়। বিশেষ করে, নদী এবং সাগরের কাছাকাছি অবস্থিত গ্রামগুলোর মানুষ ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় জলোচ্ছ্বাসের ফলে পানির নিচে তলিয়ে যায় চাষের জমি এবং ঘরবাড়ি। ঘূর্ণিঝড়ের কারণে মাছ ধরা এবং নৌপথের কাজও বন্ধ থাকে, যা এসব এলাকার মানুষের জীবিকা প্রভাবিত করে।তবে বর্তমানে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমানোর জন্য সরকার ও বিভিন্ন সংগঠন আগাম সতর্কবার্তা, নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং ত্রাণ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সকলের সচেতনতা ও প্রস্তুতি আরও বাড়ানো জরুরি, যাতে দুর্যোগের সময় ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় এবং প্রাণহানি রোধ করা সম্ভব হয়।আসলে জ্যৈষ্ঠ মাসে যখন ঘূর্ণিঝড় শুরু হয় তখন আমার শৈশবের মুহূর্তটি যেন আমার ভিতরে পুনরায় ফিরে আসে। ঝড় শুরু হওয়ার সাথে সাথে মনে আনচান শুরু হয়ে যায় কখন আম গাছ তলায় গিয়ে আম কুড়াবো। রাত্রে বেলায় আম কুড়ানোর জন্য বাইরে আসার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু প্রথমে বউ নিষেধ করলো। কিন্তু কে শুনে বউয়ের কথা। আম কুড়ানোর সেই শৈশবের মধুর অনুভূতি আমার মাঝে পুরোপুরি চলে এসেছিল, তাই বউয়ের কথা একেবারেই তুচ্ছ মনে হয়েছিল আমার কাছে। তাই নিজেকে প্রস্তুত করে একটি গামলা হাতে নিয়ে যখন আম কুড়োতে বের হব ঠিক তখনই বউ একটু কৌশল করে আমার আব্বাকে ডেকে সব কথা বলে দিল। রাত্রে বেলায় আম কুড়াতে যাওয়ার কথা শুনেই তো আব্বা বকাবকি শুরু করলো। আব্বা বলতে লাগলেন, "ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, এখন যদি আম গাছের ডাল ভেঙে মাথার উপরে পড়ে তাহলে বিপদ হয়ে যাবে।" আব্বার কথা শুনে রাত্রে বেলায় আর আম কুড়াতে বের হলাম না।
Iceberg mangoes are a major problem in storms, especially when storms cause unripe and ripe mangoes on the tree to fall prematurely to the ground. Himsagar mango is one of the best and tastiest mango varieties of Bangladesh. However, due to strong winds during storms, many mangoes fall from the trees, causing economic loss to the farmers. Storm-fallen mangoes are often damaged by injury, making them unsuitable for marketing and often selling at a lower price. Storm-fallen glacier mangoes often present storage problems, as damaged mangoes rot quickly. Some farmers make pickles, juices, or other foods from these mangoes to prevent them from spoiling. However, this increases costs and labor, resulting in lower profits. To avoid storm damage, many farmers build nets or baskets around mango trees, so that the mangoes do not fall directly to the ground.
The use of more modern agricultural technology and appropriate preparation are needed to combat this problem. Increasing government support and agricultural insurance to protect farmers from losses during storms would make them more financially secure.
However, I started sleeping with some kind of anger on my wife. Then I woke up in the morning and quickly went under the mango tree. At that time there was still a strong storm. When I went under the mango tree, I saw a lot of mangoes lying around the mango tree. Not only that, a thick branch of a mango tree has been broken. In fact, due to the severe impact of the cyclone, no one came to collect mangoes in any Amtala. Due to which, each mango tree had a lot of mangoes under it. I first went under our Fazli mango tree and picked the Fazli mangoes first.
হিমসাগর আম ঝড়ে পড়া একটি বড় সমস্যার কারণ, বিশেষ করে যখন ঝড়ের কারণে গাছে থাকা কাঁচা ও পাকা আম অকালেই মাটিতে পড়ে যায়। হিমসাগর আম বাংলাদেশের অন্যতম সেরা এবং সুস্বাদু জাতের আম। তবে ঝড়ের সময় প্রচণ্ড বাতাসের কারণে গাছ থেকে প্রচুর আম পড়ে যায়, যা কৃষকদের জন্য অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঝড়ে পড়ে যাওয়া আমগুলো প্রায়ই আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, ফলে বাজারজাত করার জন্য তা উপযুক্ত থাকে না এবং অনেক সময়ই কম দামে বিক্রি করতে হয়।ঝড়ে পড়ে যাওয়া হিমসাগর আমগুলো অনেক সময় সংরক্ষণে সমস্যার সম্মুখীন হয়, কারণ আঘাতপ্রাপ্ত আম দ্রুত পচে যায়। কিছু কৃষক এই আম থেকে আচার, জুস, বা অন্যান্য খাদ্য তৈরি করেন, যাতে তা নষ্ট না হয়। তবে এতে খরচ ও শ্রম বেড়ে যায়, ফলে মুনাফা কমে যায়। ঝড়ের ক্ষতি এড়াতে অনেক কৃষক আমের গাছের আশেপাশে নেট বা ঝুড়ির মতো ব্যবস্থা তৈরি করেন, যাতে আম মাটিতে সরাসরি না পড়ে।
এই সমস্যা মোকাবিলায় আরও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উপযুক্ত প্রস্তুতির প্রয়োজন। ঝড়ের সময় কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে সরকারি সহায়তা ও কৃষি বীমা সুবিধা বাড়ানো গেলে তারা অর্থনৈতিকভাবে আরও সুরক্ষিত থাকতে পারবেন।যাহোক বউয়ের উপর এক প্রকার রাগ করেই ঘুমাতে শুরু করলাম। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে খুব দ্রুত আম গাছ তলায় চলে গেলাম। ঠিক তখনও বেশ জোরালো ভাবেই ঘূর্ণিঝড় হচ্ছিল। আম গাছ তলায় গিয়েই দেখি আম গাছের আশেপাশে অসংখ্য পরিমাণে আম পড়ে রয়েছে। শুধু তাই নয়, একটি আম গাছের মোটা একটি ডাল পর্যন্ত ভেঙে পড়ে আছে। আসলে ঘূর্ণিঝড়ের মারাত্মক প্রভাবে কোন মানুষই কোন আমতলায় আম কুড়াতে এসেছিল না। যার কারনে প্রতিটি আমগাছ তলায় অসংখ্য পরিমাণে আম পড়েছিল। আমি প্রথমে আমাদের ফজলি আমগাছ তলায় গেছিলাম এবং ফজলি আমগুলো প্রথমে কুড়িয়ে নিয়েছিলাম।
Fazli mangoes became a pot. Then I quickly left the mangoes in the house. Now before going under another mango tree, Fazli looked under the mango tree and saw that three or four more mangoes had fallen. In fact, the storm has not stopped, the cyclone is still going on and the fall of mangoes is also going on. Now I went under the other three mango trees and saw the same situation. A large number of mangoes are scattered under the mango trees. Mangoes were collected under three mango trees and there was about a sack of mangoes. In the end, I couldn't carry the sack anymore and bring it home. Again I took the mangoes out of the bag and put them in the pots and loaded the pots and brought the mangoes home. Falling of Fazli mangoes during storms is a big shock to farmers, especially in areas where mangoes are grown as a major cash crop. Fazli mango is famous for its size, sweetness and taste. But due to strong winds during storms or cyclones, unripe and ripe mangoes fall from the trees, resulting in heavy economic losses to the farmers. Storm-fallen mangoes are often damaged, which causes them to rot quickly and cannot be sold in the market at the right price. Fazli mangoes that fall after storms are often damaged, causing storage problems. Many farmers use them to make pickles, jellies or juices as an alternative to damaged mangoes. But it adds extra cost and effort, resulting in limited income. Also, if the storm-damaged mangoes cannot be sold quickly, they perish, which further increases the loss. Farmers are adopting various methods to reduce this loss, such as using nets under the trees or taking advance insurance benefits. However, greater use of government support and agricultural insurance is needed to protect against losses from natural disasters such as storms. In this way the farmers can be protected from storm damage to some extent.
ফজলি আমগুলোই হয়ে গেল এক গামলা পরিমাণ। তারপর খুব দ্রুত আমগুলো ঘরে রেখে আসলাম। এবার অন্য আম গাছ তলায় যাওয়ার পূর্বে ফজলি আম গাছ তলায় তাকাতেই দেখলাম যে, আরো তিন চারটা আম পড়ে গেছে। আসলে ঝড় তো বন্ধ হয়নি, ঘূর্ণিঝড়ও চলমান রয়েছে এবং আম পড়াও চলমান রয়েছে। এবার অন্য তিনটা আম গাছ তলায় গিয়ে দেখি সেই একই অবস্থা। অসংখ্য পরিমাণে আম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আম গাছ তলায়। তিনটে আম গাছ তলায় আম কুড়িয়ে প্রায় এক বস্তা পরিমাণ আম হয়ে গেল। শেষ পর্যন্ত আর বস্তা টেনে বাড়িতে নিয়ে আসতে পারলাম না। পুনরায় বস্তার ভিতর থেকে আম বের করে গামলায় রাখলাম এবং গামলা বোঝাই করে আম বাড়িতে নিয়ে আসলাম।ঝড়ে ফজলি আমের ঝরে পড়া কৃষকদের জন্য একটি বড় ধাক্কা, বিশেষত যেসব এলাকায় এই আম প্রধান অর্থকরী ফসল হিসেবে চাষ করা হয়। ফজলি আমের খ্যাতি তার আকার, মিষ্টতা এবং স্বাদের জন্য। কিন্তু ঝড় বা ঘূর্ণিঝড়ের সময় প্রচণ্ড বাতাসের কারণে গাছ থেকে কাঁচা ও পাকা আম পড়ে যায়, ফলে কৃষকরা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। ঝড়ে পড়া আমগুলো প্রায়ই আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে তা দ্রুত পচে যায় এবং বাজারে সঠিক দামে বিক্রি সম্ভব হয় না।ঝড়ের পর পড়ে থাকা ফজলি আম অনেক সময় ক্ষতিগ্রস্ত হওয়ায় সংরক্ষণে সমস্যা হয়। আঘাতপ্রাপ্ত আমগুলোর বিকল্প ব্যবহারের জন্য অনেক কৃষক এগুলো দিয়ে আচার, জেলি বা জুস তৈরি করেন। তবে এতে বাড়তি খরচ ও পরিশ্রম যুক্ত হয়, ফলে আয় সীমিত থাকে। এছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্ত আমগুলোর দ্রুত বিক্রি করতে না পারলে তা নষ্ট হয়ে যায়, যা ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দেয়।কৃষকেরা এই ক্ষতি কমাতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন, যেমন গাছের নিচে নেট ব্যবহার বা আগাম বীমা সুবিধা গ্রহণ। তবে ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির হাত থেকে বাঁচাতে সরকারি সহায়তা এবং কৃষি বীমার ব্যাপকতর ব্যবহার প্রয়োজন। এভাবে কৃষকেরা ঝড়ের ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারেন।
The moment of picking mangoes on the day of the cyclone yesterday was a record of my life. Because before that I picked mangoes after the storm stopped. But this is the first time in my life that I saw a whole day of storm and picked mangoes all day. Sometimes I picked mangoes with a towel on my head, and sometimes I picked mangoes with my drunken head. However, I could not use the umbrella yesterday. Because the wind speed was very high. And using an umbrella in such a wind is totally inappropriate. However, I feel like picking mangoes on a stormy day brings back that moment of my childhood. Even for a moment, I can fully feel the excitement of childhood, the joy of picking mangoes. So I never want to miss the moment of picking mangoes on a stormy day.
গতকাল ঘূর্ণিঝড়ের দিন আম কুড়ানোর মুহূর্তটি ছিল আমার জীবনের একটি রেকর্ড। কারণ এর পূর্বে আম কুড়িয়েছিলাম ঝড় থেমে যাওয়ার পর। কিন্তু আমার জীবনে এই প্রথমবার দেখলাম সারাটা দিন ঝড় হতে এবং সারাটা দিনই আম কুড়ালাম। কখনো গামছা মাথায় দিয়ে আম কুড়ালাম, আবার কখনো মাতাল মাথায় দিয়ে আম কুড়ালাম। তবে ছাতার ব্যবহারটা গতকাল একেবারেই করতে পারিনি। কারণ বাতাসের গতিবেগ খুবই বেশি ছিল। আর এরকম বাতাসে ছাতা ব্যবহার একেবারেই অনুপযুক্ত। যাহোক, আমার কাছে মনে হয় এরকম ঝড়ের দিনে আম কুড়ানোর মুহূর্তে আমি আমার সেই শৈশবের মুহূর্তটুকু যেন ফিরে পাই। কিছুক্ষণের জন্য হলেও শৈশবের সেই প্রাণ চঞ্চলতা, শৈশবের সেই আম কুড়ানোর আনন্দটা আমি শতভাগ অনুভব করতে পারি। তাই ঝড়ের দিনে আম কুড়ানোর মুহূর্তটি আমি কোনভাবেই মিস করতে চাই না।
While picking mangoes under the mango tree yesterday, a mango lightly touched my ear and fell to the ground. If I had hit my body directly, I would have been hurt to some degree. But with God's eternal blessing, it did not happen. But we should be more aware when picking mangoes during storms. But at the moment of going to the orchard and picking mangoes, the matter of taking care of oneself is no longer in mind. However, I thoroughly enjoyed picking mangoes during the storm yesterday. And such a day-long storm and a sweet memory of picking mangoes all day remained in my life. That I will never forget. Maybe if I live in the future, I will be able to tell about this day in the form of stories to the next generation.
গতকাল আম গাছ তলায় আম কুড়ানোর সময় একটি আম আমার কান হালকা স্পর্শ করে মাটিতে পড়ে। যদি আমাটি সরাসরি আমার শরীরে এসে লাগতো তাহলে কিছুটা হলেও আমি আঘাতপ্রাপ্ত হতাম। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ দোয়ায় তেমনটা হয়নি। তবে ঝড়ের সময় আম কুড়ানোর ক্ষেত্রে আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। কিন্তু আমতলায় গিয়ে আম কুড়ানোর মুহূর্তে নিজেরদের সাবধানে রাখার বিষয়টি আর মাথায় থাকে না। যাহোক গতকাল ঝড়ের মুহূর্তে আম কুড়ানোর মুহূর্তটি বেশ ভালোভাবে উপভোগ করেছি। আর এরকম সারা দিনব্যাপী ঝড় এবং সারাদিন আম কুড়ানোর একটি মধুর স্মৃতি আমার জীবনে হয়ে থাকলো। যেটা কখনোই আমি ভুলতে পারবো না। হয়তো ভবিষ্যতে বেঁচে থাকলে আগামী প্রজন্মের নিকট এই দিনের কথা গল্প আকারে বলতে পারবো।