Random photography of Watermelon, Hanuman, Dates, Ripe Papaya and Katla fish.

in blurt-1787181 •  last month 

FunPic_20241103_204627164.jpg

Assalamu Alaikum, you all accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I get time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. But due to the intense heat of the sun and extreme heat, I cannot go outside for photography. So I tried to capture the beautiful scenery around my house with my mobile phone camera. Dear friends, today I have shared with you my favorite random photography. I have done all my photography today from my home village. I have tried to present to you by photographing the beautiful scenery. I don't know how beautiful my photographs are today. However, I hope you will like my favorite random photographs.

আসসালামু আলাইকুম,আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। কিন্তু বর্তমান সময়ের সূর্যের প্রখর তাপ এবং প্রচন্ড গরমের কারণে বাইরে ফটোগ্রাফি করার জন্য বের হতে পারছি না। তাই চেষ্টা করেছি নিজের বাড়ির আশপাশের সুন্দর সুন্দর দৃশ্যে গুলো মোবাইল ফোনের ক্যামেরা বন্দী করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমার আজকের সবগুলো ফটোগ্রাফি করেছি আমার নিজ গ্রাম থেকে। আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আপনাদের নিকট উপস্থাপন করতে। জানি না কতটুকু সুন্দর হয়েছে আমার আজকের ফটোগ্রাফি গুলো। তারপরেও আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।

IMG_20241003_16.jpeg

This is watermelon fruit photography. A seller came to our village market to sell so many watermelon fruits. But his watermelon fruits were not being sold due to selling at 60 taka per kg. It is very nice to eat such ripe juicy watermelon fruit in the current hot weather. Watermelon is a delicious and nutritious summer fruit, which helps to keep the body cool and fresh. It contains about 90% water, which helps to replenish the body's water deficit and keeps the body hydrated on hot days. Watermelon is rich in vitamin A, C, potassium and antioxidants, which boost the body's immune system and keep the skin glowing. Watermelon's antioxidant component called lycopene is beneficial for the heart. It reduces the risk of heart disease and helps control blood pressure. Citrulline, an amino acid in watermelon, improves blood circulation and reduces muscle fatigue. Hence, watermelon is ideal to keep the body fresh during hot summers. Watermelon is also effective for weight loss, as it is low in calories and contains natural sugars. As a result, it tastes sweet but can be eaten as a healthy alternative. Watermelon can be eaten in juice, salad, or sliced, which keeps the body cool and fulfills the nutritional needs. Eating watermelon regularly increases the body's energy and plays an important role in improving overall health.

এটা হচ্ছে তরমুজ ফলের ফটোগ্রাফি। একজন বিক্রেতা আমাদের গ্রামের হাটে এতোগুলো তরমুজ ফল বিক্রয় করতে এসেছিল। কিন্তু ষাট টাকা কেজি বিক্রয় করার কারণে তার তরমুজ ফলগুলো বিক্রয় হচ্ছিল না। বর্তমান সময়ের প্রচন্ড গরমের মাঝে এরকম পাকা রসালো তরমুজ ফল খেতে খুবই ভালো লাগে।তরমুজ গ্রীষ্মকালীন একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল, যা শরীরকে শীতল ও সতেজ রাখতে সাহায্য করে। এতে প্রায় ৯০% পানি থাকে, যা শরীরের পানির অভাব পূরণে সহায়ক এবং গরমের দিনে শরীরকে হাইড্রেটেড রাখে। তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে উজ্জ্বল রাখে।তরমুজের লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হৃদযন্ত্রের জন্য উপকারী। এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। তরমুজে থাকা সাইট্রুলিন নামক অ্যামিনো অ্যাসিড রক্ত সঞ্চালন উন্নত করে এবং পেশির ক্লান্তি কমায়। তাই, গরমের সময় শরীরকে সতেজ রাখতে তরমুজ আদর্শ।তরমুজ ওজন কমানোর জন্যও কার্যকর, কারণ এতে ক্যালোরি কম এবং প্রাকৃতিক শর্করা থাকে। ফলে এটি মিষ্টি স্বাদের হলেও স্বাস্থ্যকর বিকল্প হিসেবে খাওয়া যায়। তরমুজের রস, সালাদ, বা টুকরো করে খাওয়া যায়, যা শরীরকে ঠান্ডা রাখে এবং পুষ্টির চাহিদা পূরণ করে। নিয়মিত তরমুজ খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং এটি সার্বিক স্বাস্থ্য উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

IMG_20241003_15.jpeg

This is a photograph of Hanuman. I noticed that Hanuman comes to our village every year in the month of Baisakh during paddy harvesting. Elderly sages of our society say that whenever Hanuman comes, the paddy yield in the field increases. I don't know how true that is. But every year in the month of Boishakh it is nice to see such a Hanuman animal. Hanuman or Hanuman is an interesting and playful animal, which moves in different poses, making it an excellent subject for photography. Hanuman photography requires patience and proper timing. If you capture the natural behavior of these animals in the forest or park, the pictures become more alive and interesting. Their expressions and eye language are of special importance during photography. Just like the enigmatic look on Hanuman's face, their body posture or tail movement add movement and life to the photography. Generally morning or late afternoon light is ideal for photography, as the light intensity is low and the shadow effect is better. It is important to maintain a safe distance when photographing Hanumans, as they can be fickle and sometimes aggressive. Besides, they should be photographed without disrupting their normal behavior, so that their lifestyle can be accurately portrayed. Such pictures can be helpful in increasing people's empathy and awareness towards animals.

এটা হচ্ছে একটি হনুমানের ফটোগ্রাফি। আমি খেয়াল করে দেখেছি যে প্রত্যেক বছর বৈশাখ মাসে ধান কাটার সময় হনুমানের আগমন ঘটে আমাদের গ্রামে। আমাদের সমাজের বয়স্ক মুরুব্বিরা বলে থাকে যেইবার হনুমানের আগমন ঘটে সেইবার নাকি মাঠে ধানের ফলন অধিক হয়। কথাটা কতটুকু সত্য আমার জানা নেই। তবে প্রত্যেক বছর বৈশাখ মাসে এরকম হনুমান প্রাণীটি দেখতে বেশ ভালই লাগে।হুনুমান বা হনুমান একটি আকর্ষণীয় ও চঞ্চল প্রাণী, যা বিভিন্ন ভঙ্গিমায় সঞ্চারণ করে, ফলে এটি ফটোগ্রাফির জন্য এক চমৎকার বিষয়বস্তু। হুনুমানের ফটোগ্রাফি করতে চাইলে ধৈর্য এবং সঠিক সময়ের প্রয়োজন। বন বা পার্কে এই প্রাণীদের স্বাভাবিক আচরণ ক্যামেরায় ধরতে পারলে, ছবিগুলো আরও জীবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে।ফটোগ্রাফির সময় তাদের অভিব্যক্তি ও চোখের ভাষা বিশেষ গুরুত্ব বহন করে। হুনুমানের মুখে যেমন রহস্যময় চাহনি থাকে, তেমনই তাদের শরীরের ভঙ্গিমা বা লেজের নড়াচড়া ফটোগ্রাফিতে গতি ও প্রাণ যোগ করে। সাধারণত ভোর বা বিকেলের আলো ফটোগ্রাফির জন্য আদর্শ, কারণ তখন আলোর তীব্রতা কম থাকে এবং ছায়ার প্রভাবও ভালোভাবে ফুটে ওঠে।হুনুমানের ফটোগ্রাফি করার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি, কারণ তারা চঞ্চল ও কখনো কখনো আক্রমণাত্মক হতে পারে। এছাড়া, তাদের স্বাভাবিক আচরণে ব্যাঘাত না ঘটিয়ে ছবি তোলা উচিত, যাতে তাদের জীবনধারা সঠিকভাবে ফুটে ওঠে। এই ধরনের ছবি প্রাণীদের প্রতি মানুষের সহানুভূতি ও সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে।

IMG_20241003_14.jpeg

This is the photography of ripe papaya fruit. I left this papaya fruit on the tree to ripen and eat it during the month of fasting. But that pape fruit is ripe now. This papaya fruit ripened on our tree was very sweet to eat. At the same time the ripe papaya was rich in honey juice. I have saved all the seeds of ripe papaya because of the good variety of papaya. So that the seeds can be sown to produce papaya seedlings. Ripe papaya photography is a creative and interesting subject, as its bright colors and shapes add a different dimension to the frame. Ripe papayas are usually yellow or orange in color and have a layer of black seeds on the inside, which creates a nice contrast in pictures. Choosing the right lighting and right angle is important when photographing ripe papayas, as the color of papayas becomes brighter and more attractive in natural sunlight. Soft morning or afternoon light works best when photographing papayas. During this time the light is soft and gentle, which brings out the natural color and texture of the fruit beautifully. Cutting a ripe papaya and photographing its insides makes the photo more interesting, as the mixture of black seeds and orange color creates a nice balance in the image. Also, the background should be important for papaya photography. Photographs taken against a clear or natural background enhance the beauty of the fruit. Such images increase people's interest in healthy and natural lifestyle and also inspire creativity.

এটা হচ্ছে পাকা পেঁপে ফলের ফটোগ্রাফি। এই পেঁপে ফলটি রোজার মাসে পাকিয়ে খাবো বলে গাছে রেখে দিয়েছিলাম। কিন্তু সেই পেপে ফলটি পেকেছে এখন। আমাদের গাছের গাছ পাকা এই পেঁপে ফলটি খেতে অসাধারণ মিষ্টি লেগেছিল। একই সাথে পাকা পেঁপেটি ছিল প্রচুর পরিমাণে মধুর রসে পরিপূর্ণ। বেশ ভাল জাতের পেঁপে বিধায় পাকা পেঁপের সমস্ত বীজগুলো সংরক্ষণ করে রেখেছি। যাতে বীজগুলো বপন করে পেঁপের চারা উৎপাদন করা সম্ভব হয়।পাকা পেঁপের ফটোগ্রাফি একটি সৃজনশীল ও আকর্ষণীয় বিষয়বস্তু, কারণ এর উজ্জ্বল রঙ ও আকৃতি ফ্রেমে ভিন্ন মাত্রা যোগ করে। সাধারণত পাকা পেঁপে হলুদ বা কমলা রঙের হয় এবং এর ভিতরের অংশে কালো বীজের একটি স্তর থাকে, যা ছবিতে চমৎকার কনট্রাস্ট তৈরি করে। পাকা পেঁপের ছবি তোলার সময় প্রকৃত আলো ও সঠিক কোণ নির্বাচন গুরুত্বপূর্ণ, কারণ সূর্যের প্রাকৃতিক আলোতে পেঁপের রঙ আরও উজ্জ্বল ও আকর্ষণীয় হয়ে ওঠে।পেঁপের ফটোগ্রাফি করতে চাইলে সকালে বা বিকেলের নরম আলো সবচেয়ে ভালো কাজ করে। এই সময়ে আলো নরম ও কোমল থাকে, যা ফলের প্রাকৃতিক রঙ ও টেক্সচার সুন্দরভাবে ফুটিয়ে তোলে। পাকা পেঁপে কেটে তার ভিতরের অংশের ছবি তুললে ছবিটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ কালো বীজ ও কমলা রঙের মিশ্রণ ছবিতে চমৎকার ভারসাম্য সৃষ্টি করে।এছাড়া, পেঁপের ফটোগ্রাফির জন্য ব্যাকগ্রাউন্ডকেও গুরুত্ব দেওয়া উচিত। একটি পরিষ্কার বা প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ডে তোলা ছবি ফলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এই ধরনের ছবি স্বাস্থ্যকর ও প্রাকৃতিক জীবনধারার প্রতি মানুষের আগ্রহ বাড়ায় এবং সৃজনশীলতার দিক থেকেও অনুপ্রাণিত করে।

IMG_20241003_13.jpeg

This is palm fruit photography. With the middle of Baisakh month, the date palm fruits of indigenous species have started to ripen. When the ripe date palm fruits are ripe, the native date palm fruits are very sweet to eat. Palm trees and their palm photography captures the beauty of nature. The long, green leaves and trunk of the date palm tree, with the bunches of dates hanging from it, are an interesting photographic subject. Focusing palm photography allows the camera to capture the height of the tree and the overhanging palm fronds, which brings depth and beauty to the image. Soft morning or afternoon light makes the natural colors of palm trees and dates brighter and more vibrant, so photographing at this time Image quality is much better. Using a wide-angle lens to capture close-up views of the palms brings out the height of the trees and the foliage of the palms beautifully. The texture and structure of the date palm can be seen very clearly when photographed up close. In photography, placing the palm fronds against the background creates an interesting contrast in the image. Such images not only highlight the beauty of nature but also increase people's interest in the agricultural and economic importance of palm trees. Palm photography inspires to be close to nature and is also unique in terms of beauty and creativity.

এটা হচ্ছে খেজুর ফলের ফটোগ্রাফি। বৈশাখ মাসের মাঝামাঝি হওয়ার সাথে সাথে দেশীয় প্রজাতির খেজুর ফল গুলো পরিপুষ্ট হতে শুরু করেছে। পরিপুষ্ট খেজুর ফলগুলো যখন পেকে যায় তখন দেশীয় এরকম খেজুর ফলগুলো খেতে বেশ মিষ্টি লাগে।খেজুর গাছ ও এর খেজুরের ফটোগ্রাফি প্রকৃতির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। খেজুর গাছের লম্বা, সবুজ পাতা ও কাণ্ড, আর তাতে ঝুলন্ত খেজুরের থোকা একটি আকর্ষণীয় ফটোগ্রাফিক বিষয়বস্তু। খেজুরের ফটোগ্রাফিতে ফোকাস করার সময় গাছের উচ্চতা ও এর ওপর ঝুলে থাকা খেজুরের থোকাগুলোকে ক্যামেরায় ধারণ করা যায়, যা ছবিতে গভীরতা ও নান্দনিকতা নিয়ে আসে।সকাল বা বিকেলের নরম আলো খেজুর গাছ ও খেজুরের প্রাকৃতিক রঙ আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে, তাই এই সময়ে ফটোগ্রাফি করলে ছবির গুণমান অনেক ভালো হয়। খেজুরের নিকটস্থ দৃশ্য ধারণের জন্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করলে গাছের উচ্চতা ও খেজুরের পত্রবিন্যাস সুন্দরভাবে ফুটে ওঠে। কাছ থেকে ছবি তুললে খেজুরের টেক্সচার ও গঠন খুব স্পষ্টভাবে দেখা যায়।ফটোগ্রাফিতে খেজুরের থোকাগুলোকে ব্যাকগ্রাউন্ডের বিপরীতে তুলে ধরলে ছবিতে আকর্ষণীয় কনট্রাস্ট তৈরি হয়। এই ধরনের ছবি শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে না বরং খেজুর গাছের কৃষিজ ও অর্থনৈতিক গুরুত্বের প্রতিও মানুষের আগ্রহ বাড়ায়। খেজুরের ফটোগ্রাফি প্রকৃতির সান্নিধ্যে থাকার অনুপ্রেরণা দেয় এবং সৌন্দর্য ও সৃজনশীলতার দিক থেকেও অনন্য।

IMG_20241003_12.jpeg

This is a photography of three mangoes in a bunch. It is a native species of mango. These mangoes are just as sour when eaten raw, but slightly less sour when ripe. So we make mango pickle with these species of mangoes and prefer to eat mango dal cooked.

এটা হচ্ছে একটি থোকায় তিনটি আমের ফটোগ্রাফি। এটা দেশীয় প্রজাতির আম। এই আমগুলো কাঁচা অবস্থায় খেতে যেমন টক লাগে ঠিক তেমনই পেকে গেলেও খেতে কিছুটা কম টক লাগে। তাই আমরা এই প্রজাতির আমগুলো দিয়ে আমের আচার তৈরি করি এবং আম ডাল রান্না করে খেতে বেশি পছন্দ করি।

IMG_20241003_11.jpeg

This is a photography of my pond cuttlefish. This fish has been in my pond for about two years. But the Katla fish was not as thick as I expected it to be. In fact, due to the high density of fish in my pond, the cuttlefish could not fatten as desired. But the fish was very tasty. And everyone in my family loves to eat such Katla fish. Surely you also like to eat Katla fish.

এটা হচ্ছে আমার পুকুরের কাতলা মাছের ফটোগ্রাফি। এই মাছটি আমার পুকুরে প্রায় দুই বছর ছিল। কিন্তু কাতলা মাছটি যতটা মোটা হওয়ার আশা করেছিলাম ঠিক সেইরকম মোটা হয়নি। আসলে আমার পুকুরে মাছের ঘনত্বের পরিমাণ বেশি থাকার কারণে কাতলা মাছটি কাঙ্খিতভাবে মোটা হতে পারিনি। তবে মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু লেগেছিল। আর এরকম কাতলা মাছ খেতে আমার পরিবারের সকলে অত্যন্ত পছন্দ করে। নিশ্চয়ই আপনারাও কাতলা মাছ খেতে পছন্দ করেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord