My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Tuesday , January 07/2025
Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।
Friends, I am here again with a brand new post. Today, through this post of mine, I am going to present some new photography to you. Today in the evening there was a small fair in our area. I spent a lot of time there. In fact, who does not like photography? I think you can feel a different kind of peace in your mind by doing photography and today I am here with you again with a new photography post, but let's not talk more, friends, let's see my today's photographs.
বন্ধুরা আপনাদের মাঝে আবারও নতুন একটি ব্র্যান্ড নিউ পোস্ট নিয়ে হাজির হলাম । আজকে আমার এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের মাঝে আবার নতুন কিছু ফটোগ্রাফি উপহার দিতে যাচ্ছি। আজকে সন্ধ্যাবেলায় আমাদের এলাকাতে ছোট্ট একটা মেলা হয়েছিল সেখানে আমি অনেক সুন্দর সময় কাটিয়েছি ওই সময়কার ফটোগ্রাফি গুলো সহ আরো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি ,আমি আশা করি আজকের এই ফটোগ্রাফি পোস্টটা অনেক ইন্টারেস্টিং হবে। আসলে ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে বলুন ? আমার মনে হয় ফটোগ্রাফি করলে মনের ভেতরে অন্যরকম একটা শান্তি অনুভব করা যায় আর আজকে আমি তারই প্রেক্ষাপটে আপনাদের মাঝে আবার নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি তবে চলুন বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না দেখে আসি আমার আজকের ফটোগ্রাফি গুলো।
When the fair was going on, I saw this swing being set up there, it might be called Nagardona. When it was spinning, it seemed like it was spinning wildly inside the head, so I didn't climb it anymore.
যখন মেলা হচ্ছিল তখন দেখছিলাম এই দোলনাটি ওখানে স্থাপন করা হচ্ছিল এটিকে হয়তো বা নাগরদোনা বলে থাকে। যখন এটাকে ঘোরাচ্ছিল দেখেই যেন মাথার ভিতরে বনবন করে ঘুরছিল যাই হোক ওই জন্য আর এটাতে ওঠা হয়নি।
This brother was making and selling chatapti. I love to eat fast food. So I ate a plate of chatapti first while going to meet. An interesting thing is that the chatpot was served with a small amount of meat and boiled egg which made it more tasty to eat. Chatpot is one of the most popular street food of our country. At any fair or festival, the smell and taste of chatap attracts everyone. Recently at a fair, I met a chatap seller whose chatap had a different and wonderful taste. Chatap usually consists of lentils, potatoes, various spices and pickles. But this vendor has given its agility a slightly different form. He was adding a small amount of meat and boiled eggs to each plate. It not only enhanced the taste but also gave a new experience. The combination of meat and egg with the chatop was such that the taste increased with every bite. Although there were many dishes at the fair, this chatop was my favourite. The perfect combination of spices, meat, and sour water mesmerized me so much that I couldn't get enough of one plate. Chatapti is not just food, it is a part of our heritage. So tasting such creative agility is a different kind of blissful experience.
এই ভাইয়াটি চটপটি তৈরি করে বিক্রয় করছিল। আমি চটপটি খেতে বেশ ভালোবাসি। তাই মেলাতে গিয়ে প্রথমেই এক প্লেট চটপটি খেয়েছিলাম। একটা মজার বিষয় হচ্ছে চটপটিতে সামান্য পরিমাণ মাংস এবং সিদ্ধ ডিম দিচ্ছিল যার জন্য খেতে আরো বেশি টেস্ট লাগছিল।চটপটি আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। যে কোনো মেলায় বা উৎসবে চটপটির গন্ধ আর স্বাদ যেন সবাইকে টেনে আনে। সম্প্রতি এক মেলায় গিয়ে আমি এমন এক চটপটি বিক্রেতার সাথে পরিচিত হই, যার চটপটির স্বাদ ছিল ভিন্ন এবং দারুণ।চটপটিতে সাধারণত মসুর ডাল, আলু, বিভিন্ন মশলা আর টকজল থাকে। তবে এই বিক্রেতা তার চটপটিকে একটু ভিন্ন রূপ দিয়েছেন। তিনি প্রতিটি প্লেটে সামান্য পরিমাণ মাংস আর সিদ্ধ ডিম যোগ করছিলেন। এটি শুধু স্বাদই বাড়ায়নি, বরং একটি নতুন অভিজ্ঞতাও দিয়েছে। চটপটির সাথে মাংস আর ডিমের সংমিশ্রণ এমনই ছিল যে, প্রতিটি কামড়ে টেস্ট আরও বাড়ছিল।মেলায় অনেক খাবার থাকলেও, এই চটপটিই ছিল আমার প্রিয়। এর মসলা, মাংস, আর টকজলের পারফেক্ট কম্বিনেশন আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে, এক প্লেট খেয়ে মন ভরেনি। চটপটি শুধু খাবার নয়, এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাই এমন সৃজনশীল চটপটির স্বাদ নেয়া যেন এক অন্যরকম আনন্দের অভিজ্ঞতা।
I saw this uncle making and selling shrimp paste. Prawn chop is very good to eat but due to excessive oil frying it sometimes irritates inside the stomach. Prawn chop is one of the favorite dishes of Bengalis. This golden crispy dish is full of flavor of prawns. Just as the smell of oil frying in roadside stalls attracts passers-by, the prawn chops also catch everyone's eye. Especially when an uncle makes and sells them with skillful hands, it becomes more attractive. However, this delicacy also has some health implications. Frying in excess oil increases the amount of saturated fat in the chops, which can cause digestive problems. Many people experience heartburn after consuming it. For this reason, many people try to satisfy themselves by eating a limited amount of chops. If you want to eat shrimp chops in a healthy way, you can try to make them at home. Frying in less oil or cooking in an air fryer will be less harmful. However, sometimes the joy of eating roadside chops is different. All together prawn chop is not only a dish but also a part of Bengali tradition. That's why I didn't eat a lot of shrimp that day.
এই আঙ্কেলকে দেখছিলাম চিংড়ির চাপ তৈরি করে বিক্রি করছিল। চিংড়ির চপ খেতে বেশ ভালোই লাগে কিন্তু অতিরিক্ত তেলেভাজার ফলে এটি খেলে মাঝেমধ্যে পেটের ভিতরে জ্বালা করে।চিংড়ির চপ বাঙালির প্রিয় খাবারগুলোর একটি। সোনালি রঙের খাস্তা এই খাবারটি স্রেফ চিংড়ির স্বাদে ভরপুর। রাস্তার পাশের দোকানে তেলেভাজার গন্ধ যেমন পথচারীদের আকর্ষণ করে, তেমনি চিংড়ির চপও সবার দৃষ্টি কাড়ে। বিশেষ করে যখন কোনো আঙ্কেল দক্ষ হাতে এগুলো বানিয়ে বিক্রি করেন, তখন তা যেন আরও আকর্ষণীয় হয়ে ওঠে।তবে এই সুস্বাদু খাবারটির কিছু স্বাস্থ্যগত প্রভাবও রয়েছে। অতিরিক্ত তেলে ভাজার কারণে চপের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, যা হজমে সমস্যা তৈরি করতে পারে। অনেকের ক্ষেত্রে এটি খাওয়ার পর পেটের ভিতরে জ্বালাপোড়া হয়। এই কারণে অনেকেই সীমিত পরিমাণে চপ খেয়ে তৃপ্তি মেটানোর চেষ্টা করেন।স্বাস্থ্যকর উপায়ে চিংড়ির চপ খেতে চাইলে বাড়িতে বানানোর চেষ্টা করা যেতে পারে। কম তেলে ভাজা বা এয়ার ফ্রায়ারে বানালে এটি তুলনামূলক কম ক্ষতিকর হবে। তবু, মাঝেমধ্যে রাস্তার পাশে চপ খাওয়ার আনন্দ অন্যরকম। সবকিছু মিলে চিংড়ির চপ শুধুমাত্র একটি খাবার নয়, এটি বাঙালির ঐতিহ্যের অংশ। ওই জন্য আর ঐদিন চিংড়ির চাপ বেশি একটা খাওয়া হয়নি।
On one side of the fair, hot, hot chickpeas were being fried and sold. During this winter it is very good to eat hot chickpeas, so I went to the chickpeas shop and told my uncle to give me 20 rupees chickpeas. Because I like to eat chickpeas and it is very beneficial for health. And eating hot chickpeas is more fun. If you like chickpeas like me, then definitely comment.
মেলার একপাশে গরম ,গরম ছোলা ভেজে বিক্রয় করা হচ্ছিল। এই শীতের সময় গরম ছোলা ভাজা খেতে বেশ ভালোই লাগে ওই জন্য ছোলা ভাজার দোকানের কাছে গিয়ে মামাকে বললাম আমাকে ২০ টাকার ছোলা ভাজা দাও।কারণ ছোলা খেতে আমার অনেক ভালো লাগে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর গরম গরম ছোলা খেতে তো আরো বেশি মজা লাগে। আমার মত যদি আপনারাও ছোলা পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
Meanwhile, many of you may have recognized this as the Batabi lemon flower. In fact, this lemon variety may be exotic because it is much larger than the native lemon, however the lemon had a very fragrant flower.
এদিকে দেখে হয়তোবা আপনারা অনেকেই চিনতে পেরেছেন এটি হচ্ছে বাতাবি লেবুর ফুল। আসলে এই লেবুর জাতটি হয়তোবা বিদেশী হতে পারে কেননা এটি দেশি লেবুর চেয়ে অনেক বড় হয়ে থাকে যাই হোক লেবুটির অনেক সুগন্ধী একটি ফুল ছিল।
The lemon you see is a very kind lemon. This is an advanced type of lemon. It looked pretty and the lemon was big in size and overall it was a good quality lemon. You may all know that lemons contain a lot of vitamin C which is very beneficial for our body. Batabi lemon is one of our natural resources which is unique not only in taste but also in quality. It is known as an improved variety of lemon and looks quite large, attractive and bright. The external beauty and quality of Batabi lemon has made it an important ingredient in our diet.
Lemons are rich in vitamin C which helps in boosting our immune system. It helps relieve colds and coughs and acts as an antioxidant in the body. Batabi lemon juice aids in digestion and is also very beneficial for the skin. It keeps the skin bright and fresh. Also, Batabi lemon helps in removing harmful toxins from the body, which plays a major role in keeping us healthy. If the cultivation of Batabi lemon is increased, it can be important not only for health but also economically. Therefore, we should encourage the cultivation of such improved varieties of lemon and make everyone aware of its benefits. A good quality Batabi lemon is not just a fruit, it is a reliable part of our healthy life.
আপনারা যে লেবুটা দেখতে পাচ্ছেন এটি অনেক ভালো মনের একটি লেবু। এটি হচ্ছে উন্নত জাতের লেবু। এটি দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিলো এবং লেবুটি সাইজেও অনেক বড় সব মিলিয়ে ভালো মানের একটি বাতাবি লেবু এটি।আপনারা হয়তোবা সবাই জানেন যে লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বাতাবি লেবু আমাদের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে একটি যা শুধুমাত্র স্বাদেই নয়, গুণেও অনন্য। এটি উন্নত জাতের লেবু হিসেবে পরিচিত এবং দেখতে বেশ বড়, আকর্ষণীয় এবং উজ্জ্বল। বাতাবি লেবুর বাহ্যিক সৌন্দর্য ও গুণগত মান আমাদের খাদ্যতালিকায় এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্থান করে নিয়েছে।
লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এটি সর্দি-কাশি থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। বাতাবি লেবুর রস হজমে সহায়ক এবং ত্বকের জন্যও অত্যন্ত উপকারী। এটি ত্বককে উজ্জ্বল এবং সতেজ রাখে। এছাড়াও, বাতাবি লেবু শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে, যা আমাদের সুস্থ রাখতে বড় ভূমিকা রাখে।বাতাবি লেবুর চাষ বৃদ্ধি পেলে এটি কেবল স্বাস্থ্য রক্ষা নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে। তাই, আমাদের উচিত এ ধরনের উন্নত জাতের লেবু চাষে উৎসাহী হওয়া এবং এর উপকারিতা সম্পর্কে সবাইকে সচেতন করা। একটি ভালো মানের বাতাবি লেবু শুধু একটি ফল নয়, এটি আমাদের সুস্থ জীবনের একটি নির্ভরযোগ্য অংশ।
This is the latest photography. This is another flower photography of Batabi Lemon. Actually this flower looked a little different. So I tried to describe photography differently. In fact, the aroma of fresh lemon flowers is very beautiful. I like the flower very much. May you all be well and pray for me. May I share some more good posts with you in the coming days.
এটি হচ্ছে সর্বশেষ ফটোগ্রাফি। এটি হচ্ছে বাতাবি লেবুর আরো একটি ফুলের ফটোগ্রাফি। আসলে এই ফুলটি দেখতে একটু অন্যরকম লাগছিল। তাই ফটোগ্রাফিটি আলাদাভাবে বর্ণনা করার চেষ্টা করলাম। আসলে বাতাবি লেবুর ফুলের সুবাস অনেক সুন্দর হয়ে থাকে। খুব ভালো লেগেছে ফুলটি আমার কাছে।আপনারা সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনের দিনগুলো আরো ভালো কিছু পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.