My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Monday , December 09/2024
Assalamu Alaikum, today I am sharing a new post with you, wishing everyone well. I hope you will like this post of mine today. I am constantly posting new, new posts to you, sometimes I post photography. Sometimes I do travel posts, sometimes I try to share general writing posts with you. When I share the lifestyle posts, if I come into the subject of weaving industry in Sirajganj, then maybe at the end I tell you that one day I will show you the historical weaving factory of Sirajganj. So those who follow my posts regularly may be aware of this. Today in the afternoon me and one of my close brother Rabiul were visiting Sirajganj to see what things are good here and I was taking a little personal experience about the livelihood of the people here. Just then Rabiul Bhai introduced me to an acquaintance of his and took me to his cloth factory.
আসসালামু আলাইকুম, সবার সুস্থতা কামনা করে আজকে আমি আমার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করছি।আশা করি আমার আজকের এই পোস্টটি আপনাদের বেশ ভালোই লাগবে। আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন,নতুন পোস্ট করে থাকি কখনো ফটোগ্রাফি পোস্ট করি। কখনো ট্রাভেল পোস্ট করি কখনো রিসিউ,করি এছাড়া জেনারেল রাইটিং এর মত পোস্টগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমি যখন লাইফ স্টাইল পোস্ট গুলো শেয়ার করি তখন আমি যদি সিরাজগঞ্জে তাঁত শিল্পের বিষয়টা ভিতরে চলে আসে তখন হয়তোবা আপনাদের শেষ পর্যায়ে বলে থাকি যে একদিন সময় করে আপনাদেরকে সিরাজগঞ্জের ঐতিহাসিক তাঁত শিল্পের ফ্যাক্টরি ভ্রমণ করিয়ে দেখাবো। তো আমার পোস্টগুলো যারা নিয়মিত ফলো করেন তারা হয়তো এই বিষয়টি সম্পর্কে অবগত থাকবেন। আজকে বিকেল বেলায় আমি এবং আমার একটা কাছের ভাই রবিউল দুজনে মিলে সিরাজগঞ্জের ঘুরে দেখছিলাম যে এখানে কোন কোন জিনিস গুলো ভালো হয়ে থাকে এবং এখানকার মানুষের জীবিকা পরিচিতি ইত্যাদি সম্পর্কে একটু ব্যক্তিগত এক্সপেরিয়েন্স নিচ্ছিলাম। ঠিক তখনই রবিউল ভাই ওনার পরিচিত একজনের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিল এবং ওনার কাপড়ের ফ্যাক্টরিতে আমাকে নিয়ে গেল।
In fact, I told Rabiul Bhai earlier about this factory that such weaving industry has a lot of influence in Sirajganj and many people are dependent on it, so I want to blog about this. If you can, please introduce me to the factory of weaving industry. I will get to know you a little and visit his factory and bring some personal experience. So that day came today, first I met him he was asking where I am from I said my home is far away I am a student of Matsya Diploma Institute. As soon as he introduced me as a diploma student, he saw me with his own eyes and went to his factory and showed me around. The place was very beautiful and the environment was pleasant. First, when we first entered there, we saw a few flower plants.
আসলে এই তাদের ফ্যাক্টরি সম্পর্কে আমি রবিউল ভাইকে আগেই বলে রেখেছিলাম যে সিরাজগঞ্জেতে এমন তাঁতের শিল্পের অনেক প্রভাব রয়েছে এবং এটির উপরে অনেক মানুষ নির্ভরশীল তো এই সম্পর্কে আমি একটা ব্লগ করতে চাই আপনি যদি পারেন তাহলে আপনার পরিচিত কোন একজন তাঁত শিল্পের ফ্যাক্টরিয়ালার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েন তাহলে আপনার সঙ্গে একটু পরিচিত হয়ে উনার ফ্যাক্টরিতে ঘুরে আসবো এবং কিছু ব্যক্তিগত এক্সপেরিয়েন্স নিয়ে আসব। তো সেদিনটা আজকে চলে আসলো, প্রথমে উনার সঙ্গে পরিচয় হলাম উনি জিজ্ঞেস করছিলেন আমি কোথা থেকে এসেছি আমি বললাম আমার বাসা অনেক দূরে আমি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট একজন ছাত্র। তোর ডিপ্লোমার স্টুডেন্ট পরিচয় দেওয়ার মাত্র উনি যেন আমাকে কেমন একটা আপন চোখে দেখলেন এবং উনার ফ্যাক্টরিটা নিজে গিয়ে আমাকে ঘুরিয়ে দেখালেন। জায়গাটি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ ছিল প্রথমে ওখানে প্রথমে ঢুকেই কয়েকটা ফুল গাছ চোখে পড়ল খুব সুন্দর করে বিভিন্ন জাতের ফুল গাছ আশেপাশে লাগিয়ে পরিবেশটাকে সাজিয়ে রাখা হয়েছে।
So as soon as I entered the factory, I heard loud noises, some people were making clothes, some were cutting the cloth with scissors, and some were keeping the yarn in one place. In fact we don't have that much influence of handloom industry due to which I was completely unfamiliar with these things, so today I know about this subject and I feel very good about myself and I am getting a lot of peace by sharing it with you. Unfortunate but a very important industry for us because a big financial system of Bangladesh is passing on this industry. You may know that Bangladesh earns a large amount of foreign exchange every year by importing and exporting these textiles. This is a very big thing for us. But I noticed one thing that maybe the place has not been cleaned for a long time because there were many kinds of spiders hanging in the place. Being inside is difficult.
তো ফ্যাক্টরির ভিতর ঢুকতেই কানের টকটক শব্দ আসতে শুরু করল ওখানে মানুষ কেউ কাপড় তৈরি করছে কেউ কাপড় কেচি দিয়ে কাটতেছে আবার কেউ সুতা এক জায়গায় গুছিয়ে রাখছে তো ওখানে গিয়ে মোটামুটি এই দৃশ্যগুলো চোখে পড়ল। আসলে আমাদের ওদিকে তাঁত শিল্পের তেমন একটা প্রভাব নেই যার কারণে এই বিষয়গুলো সম্পর্কে আমি একেবারেই অপরিচিত ছিলাম তো আজকে এই বিষয়ে সম্পর্কে জানতে পারি নিজের কাছেও বেশ ভালো লাগছে আর আপনাদের কাছে শেয়ার করেও অনেক বেশি প্রশান্তি পাচ্ছি। তাচ্ছিল্য কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা শিল্প কারন এই শিল্পের উপরেই বাংলাদেশের একটা বড় ফাইন্যান্সিয়াল সিস্টেম অতিবাহিত হচ্ছে। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে বাংলাদেশ প্রতিবছরই এই তাঁত শিল্পের পোশাকগুলো আমদানি রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। তবে একটা বিষয় লক্ষ্য করলাম যে হয়তো বা দীর্ঘদিন ধরে জায়গাটি পরিষ্কার করা হয় নাই কারণ জায়গাটাতে অনেক ধরনের মাকড়সার ঝুল ছিল। ভিতরে থাকাটাই মুশকিল।
This will be a bit difficult to do especially for those who have breathing problems. But since these artists are in high demand in the market, I realized that they are always at work, what is happening in the outside world, they don't have an office because what I heard from the people around them is that they come around nine in the morning and once in the afternoon. There is no rest, they work after noon and go home from night, ie they work about 80% of the day. And we all know that the more hardworking the nation is, the better the nation is, but the wages of those who work hard are much less. However, people from various professions are involved here and due to the lack of jobs in Bangladesh, a large number of people work in this garment sector and earn their living from it. And we all know that no one is too small to work, the more he works, the more he will improve in his life.
বিশেষ করে যাদের শ্বাসকষ্ট সমস্যা রয়েছে তাদের জন্য এই কাজটা করার একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তবে বাজারে যেহেতু এই শিল্পীর অনেক বেশি চাহিদা রয়েছে তাই বুঝতে পারলাম যে এরা সব সময় কাজের মধ্যেই থাকে বাইরের দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে তেমন কোন এদের অফিস থাকে না কারণ আশপাশের মানুষের কাছ থেকে যা আর শুনতে পেলাম সেটা হচ্ছে এরা সকাল নয়টার দিকে আসে এবং দুপুরে একবার রেস্ট নেই আবার দুপুরের পরে কাজে বসে এবং রাত থেকে বাড়িতে যাই অর্থাৎ দিনের প্রায় 80% সময় এরা কাজ করে। আর আমরা সবাই জানি যে যে জাতি যত পরিশ্রম সে জাতি তত উন্নত তবে এনারা যত পরিশ্রম করে সেই অনুযায়ীদের পারিশ্রমিক তুলনামূলক অনেকটাই কম। তবে বিভিন্ন পেশার মানুষ এখানে জড়িত রয়েছে এবং বাংলাদেশের কাজের অভাব থাকার কারণে এই গার্মেন্ট সেক্টরে বেশি বিপুল পরিমাণের মানুষ কাজ করে থাকে এবং এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আর আমরা সবাই জানি যে কোন কাজে ছোট না যে যত কাজ করবে সে তার জীবনে তত বেশি উন্নত করবে।
But at the end it was a good experience and I got to know about many types of yarns and how this business is done by exporting and importing. Honestly what I understood is that it is possible to earn good profit in this business but the investment here is very big then you can do well from here. And since it is a business, there is a fear of loss because if a business only has profit, then that business is not considered halal from the point of view of Islam. Because it is natural that there will be both profit and loss in business. So now I understand that there is a possibility of about 75% profit and the remaining 25 percent is a possibility of loss, but in most cases those who trade make a profit. If they do not face any physical damage especially if they avoid sudden machine breakdown or any power problem they can earn a good amount of profit in a month.
তবে শেষে বেশ ভালো এক্সপেরিয়েন্স হল এবং অনেক ধরনের সুতা সম্পর্কে জানতে পারলাম এবং কিভাবে এই বিজনেসটা করা হয় এক্সপোর্ট করা হয় ইমপোর্ট করা হয় সে সম্পর্কেও মোটামুটি একটু ধারণা পেয়েছি। সত্যি বলতে যা বুঝতে পারলাম যে এই ব্যবসাতে বেশ ভালই মুনাফা অর্জন করা সম্ভব তবে এখানে ইনভেস্টমেন্ট অনেক বড় হওয়া প্রয়োজন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর যেহেতু এটা ব্যবসা তাই লস এর একটা আশঙ্কা থেকেই যাই কারণ যদি কোন ব্যবসাতে শুধু লাভ হয় তাহলে সেই ব্যবসাটা ইসলামের দিক থেকে হালাল ভাবে দেখা হয় না। কারণ ব্যবসাতে লাভ এবং লস দুইটাই থাকবে এটাই স্বাভাবিক। তো এবার সাথে বুঝতে পারলাম প্রায় ৭৫% লাভ হবার সম্ভাবনা রয়েছে এবং বাকি ২৫ পার্সেন্ট লস হওয়া সম্ভবনা রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে যারাই ব্যবসা করেন তারা লাভবান হয়। তারা যদি কোন ফিজিক্যাল ক্ষতিস সম্মুখীন না হয় বিশেষ করে হঠাৎ মেশিন নষ্ট হয়ে যাওয়া বা বিদ্যুতের কোন সমস্যা হওয়া এ বিষয়গুলো তারা এড়িয়ে চললে মাসে সে একটা ভালো পরিমাণ মুনাফা তারা অর্জন করতে পারে।
So after a lot of wandering around, I managed to pick up these express pieces today and I feel pretty good about sharing them with you. In fact we should always turn to business because 95% of the richest people in the world were businessmen. So we understand that there is a huge financial system working behind the business so we should rush in and do something ourselves. Thank you all for staying by my side for enjoying this little blog. I will appear again with a new post. Until then, everyone stay healthy. God bless you.
তো মোটামুটি অনেক এখন ঘোরাঘুরি করার পরে এই এক্সপ্রেস টুকুই আজকে নিতে পেরেছি এবং আপনাদের কাছে এগুলো শেয়ার করতে পেরে আমার নিজের কাছেও বেশ ভালো লাগছে। আসলে আমাদের সবসময় ব্যবসার দিকে ঝুকে যাওয়া উচিত কারণ পৃথিবীতে যত ধনী ব্যক্তি রয়েছে তারা প্রায় ৯৫% ব্যবসায়ী ছিল। তাই আমরা বুঝতে পারছি যে ব্যবসার পিছনে অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম কাজ করছে তাই আমাদেরকে এই দিকে ধাবিত হওয়া উচিত এবং নিজেই কিছু করা উচিত।। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থেকে আমার ছোট্ট এই ব্লডটা উপভোগ করার জন্য আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.