Cool dining experience and random photography this year.

in blurt-1787181 •  14 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Saturday , January 04/2025

FunPic_20250104_202443278.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

IMG-20241221-406.jpeg

Friends, I welcome you all to a brand new post. Today I am going to share some of my cool eating experiences this year. In fact, it seems that this winter is almost over. February may be a bit colder, and then it will come again by the end of March. hot This time our place is very cold in this place as if it is always covered with fog even now I am still inside the room but still put a sheet on because I feel very cold inside the room. Now let's talk about the experience of eating kul among you. In fact, I like to eat kul since childhood. There are many types of kul available in our area like

  1. Sweet Cool
  2. Desi clan
  3. Apple cool
  4. Coconut Cool
    Also many types of pickles are available in our area. And they are really delicious to eat and if we come to the root tree. Almost every tree now has full buds. The trees are falling for the cool. I am sharing a small part of the picture with you.

বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্র্যান্ড নিউ পোস্টে আবার স্বাগতম জানাচ্ছি আজকে আমি আমার এই বছরে কুল খাওয়ার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আসলে দেখতে ,দেখতে এই শীতকালটা প্রায় চলে যাওয়ার মুখে এইতো ফেব্রুয়ারি মাস টা হয়তোবা একটু শীত থাকবে তারপর থেকে মার্চ মাসের শেষের দিকেই আবার চলে আসবে গরম। এবার আমাদের এই জায়গাটিতে শীত বেশ ভালই পড়েছে চারিদিকে যেন কুয়াশায় সবসময় ঢেকে থাকতো এমনকি এখনো আমি রুমের ভিতর রয়েছি তবুও গায়ে চাদর দেওয়া কেননা রুমের ভিতরেও বেশ ঠান্ডা অনুভব করছি। এবার আপনাদের মাঝে কুল খাওয়ার অভিজ্ঞতা নিয়ে কিছু আলোচনা করি আসলে কুল আমি ছোটবেলা থেকেই খেতে অনেক পছন্দ করি আমাদের এলাকাতে অনেক ধরনের কুল পাওয়া যায় যেমন
১) মিষ্টি কুল
২) দেশি কুল
৩) আপেল কুল
৪) নারিকেল কুল
এছাড়াও টক জাতীয় অনেক ধরনের কুল আমাদের এলাকাতে পাওয়া যায়। আর এগুলো খেতে সত্যি অনেক সুস্বাদু হয়ে থাকে এবং যদি কূল গাছের কথায় আসি। প্রত্যেকটা গাছেই প্রায় এবার ভরপুর কূল এসেছে। কুলের জন্য গাছগুলো যেন নয়ে পড়েছে। যার ছোট্ট একটা অংশ ছবি আপনাদের মাঝে শেয়ার করছি।

IMG-20241221-405.jpeg

This is a very low branch of this tree. You can see that there are not many roots on this branch and there are no leaves because this tree is within the reach of those who have small children. I used to eat kul pedre especially we used to take a special masala prepared from home including salt dry chili powder and different masala leaves in a very nice way. I used to take special masala to eat this kool, then my friends could kool together and then bring them all to one place and clean them well and eat with that special masala then it was quite fun. As far as I can remember from my childhood, we had a kul tree which was very sour to eat, so we didn't eat that kul, but in the house of Hamidul brothers, there was a big kul tree in our neighboring house. There was not much cut in that kul tree so I could easily climb up and eat kul for fun.

এই কুল গাছের এটি হচ্ছে অনেক নিচের একটি ডাল আপনারা দেখতে পাচ্ছেন এই ডালে নিচের দিকে অনেক জায়গাাতিক তেমন কূল নাই আবার পাতাও নাই কারণ যারা ছোট বাচ্চা রয়েছে তাদের হাতের নাগালে এই কুল গাছটি হওয়ায় নিচের কুলগুলো তারা খুব আনন্দের সাথেই পেড়ে পেড়ে খাই ছোটবেলায় আমরাও এভাবেই বন্ধুদের সঙ্গে কুল পেড়ে খেতাম বিশেষ করে আমরা একটি বিশেষ মসলা বাসা থেকে তৈরি করে নিয়ে যেতাম যার মধ্যেও লবণ শুকনো মরিচ গুঁড়া এবং বিভিন্ন রকম মসলা পাতি দিয়ে খুবই চমৎকার ভাবে একটি স্পেশাল মশলা নিয়ে যেতাম এই কুল খাওয়ার জন্য তখন বন্ধুরা মিলে একসঙ্গে কুল পারতাম তারপরে সবগুলো এক জায়গায় নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ওই বিশেষ মসলা দিয়ে খেতাম তখন বেশ মজাই লাগতো। আমার ছোটবেলার কথা যতদূর মনে পড়ে আমাদের একটা কুল গাছ ছিল যেটা খেতে বেজায় টক তাই তেমন একটা ওই কুল খাওয়া হতো না কিন্তু আমাদের পাশের বাসায় হামিদুল ভাইয়াদের বাসায় একটা বড় কুল গাছ ছিল ওই কুল গাছের কুলগুলো খেতে যেমন মিষ্টি তেমনি গাছে ওঠাও সোজা। ওই কুল গাছটিতে তেমন একটা কাটা ছিল না তাই খুব সহজে উঠে যেতে পারতাম এবং মজা করে কুল খেতাম।

IMG-20241221-401.jpeg

This is the flower of the mustard plant. There are many mustard plants in our area, it looked very beautiful so I took a photograph. The flowers of mustard plants add a special beauty to the nature of our rural Bengal. The yellow flowers of the mustard plant spread a golden sheet across the field. Mustard crop has been very good in our area this year, and due to that, the whole field has created a mesmerizing scene. Looking at the mustard field is mind-blowing. The gentle swaying of mustard flowers in the soft breeze brings peace to the mind. To enjoy this natural beauty I spend some time in the field and do a photography. Capturing those moments on camera is a small expression of my love for nature.
Mustard plant is not only beauty but also important for our economy. It is in great demand in the production of mustard oil and shell. But more than that, mustard fields create an atmosphere of peace in our environment. It brings people closer to nature and helps relieve mental fatigue. The beauty of such mustard fields reminds us, how pleasant and soothing the proximity of nature can be. This experience will be remembered for life.

এটি হচ্ছে সরিষা গাছের ফুল। আমাদের এলাকাতে এবার অনেক সরিষা গাছ হয়েছে, এটা দেখতে অনেক সুন্দর লাগছিল তাই একটা ফটোগ্রাফি করেছি।সরিষা গাছের ফুল আমাদের গ্রামবাংলার প্রকৃতিতে এক বিশেষ সৌন্দর্য যোগ করে। সরিষা গাছের হলুদ ফুল মাঠজুড়ে যেন সোনার চাদর বিছিয়ে রাখে। এবছর আমাদের এলাকায় সরিষার আবাদ খুব ভালো হয়েছে, এবং সেই সুবাদে পুরো ক্ষেতজুড়ে মনোমুগ্ধকর এক দৃশ্যের সৃষ্টি হয়েছে।সরিষার ক্ষেতের দিকে তাকালে মন ভরে ওঠে। নরম বাতাসে সরিষার ফুলের মৃদু দোলন মনে প্রশান্তি এনে দেয়। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমি কিছু সময় ধরে মাঠে কাটাই এবং একটি ফটোগ্রাফি করি। সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করা যেন প্রকৃতির প্রতি আমার ভালোবাসার এক ক্ষুদ্র প্রকাশ।
সরিষা গাছ শুধু সৌন্দর্য নয়, এটি আমাদের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। সরিষার তেল এবং খোল উৎপাদনে এর চাহিদা প্রচুর। কিন্তু তার চেয়েও বড় বিষয়, সরিষার ক্ষেত আমাদের পরিবেশে এক শান্তির আবহ সৃষ্টি করে। এটি মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে এবং মনের ক্লান্তি দূর করতে সহায়তা করে।এমন সরিষার ক্ষেতের সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সান্নিধ্য কতটা আনন্দদায়ক এবং প্রশান্তিদায়ক হতে পারে। এই অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে।

IMG-20241221-403.jpeg

These are ripe mustard seeds, these mustard seeds were cut and left on the side of the road, maybe after a while it was taken for harvesting. Anyway, I was coming to the road so I took a photograph. One of the most indelible forms of the rural nature of Bengal is the mustard field. After the mustard crop is harvested, it is cut and kept on the road side. I was fascinated by just such a scene. The dark yellow color of the mustard glistened like gold in the sunlight. Maybe after a while the farmers would take this mustard for threshing, but at that moment the scene was absolutely heartwarming. The confluence of village life and nature created a dreamy feeling. A pile of mustard was lying on the side of the road, and I was walking along the small path beside it. That scene left a lasting impression on me. This is a sign of the inseparable relationship of man with nature. This mustard field is not only a source of food crops, but it is part of the economy and life of the village. Oil is made from mustard, which is used in every household. The pile of mustard on the side of the road is like a reflection of the simple beauty of village life. So to capture such a mesmerizing moment I do photography. This form of nature reminds us again and again, of the need to go back to our roots.

এগুলো হচ্ছে পাকা সরিষা, এই সরিষা গুলো কেটে রাস্তার পাশে রেখে দেওয়া হয়েছিল হয়তোবা কিছুক্ষণ পরেই এটি ঝাড়ার জন্য নিয়ে যেত যাই হোক আমি রাস্তার আসছিলাম তাই একটি ফটোগ্রাফি করেছি ।বাংলার গ্রামীণ প্রকৃতির অন্যতম অনিন্দ্য রূপ হলো সরিষার ক্ষেত। সরিষা ফসল পাকার পর তা কেটে রাস্তার পাশে রাখা হয়। ঠিক এমনই একটি দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই। সরিষার গাঢ় হলুদ রঙ, সূর্যের আলোয় সোনার মতো ঝলমল করছিল। হয়তো কিছুক্ষণ পরই কৃষকরা এই সরিষা ঝাড়ার জন্য নিয়ে যাবে, কিন্তু সেই মুহূর্তে দৃশ্যটি ছিল একেবারে হৃদয়স্পর্শী।গ্রামের জীবন আর প্রকৃতির সঙ্গম যেন এক স্বপ্নিল অনুভূতি সৃষ্টি করেছিল। সরিষার স্তুপ রাস্তার পাশে পড়ে ছিল, আর তার পাশে ছোট্ট মেঠোপথ দিয়ে আমি হাঁটছিলাম। সেই দৃশ্যটি আমার মনে চিরস্থায়ী ছাপ ফেলে দেয়। এ যেন প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের এক নিদর্শন।এই সরিষার ক্ষেত শুধু খাদ্য শস্যের উৎস নয়, বরং এটি গ্রামের অর্থনীতি এবং জীবনের অংশ। সরিষা থেকে তেল তৈরি হয়, যা প্রতিটি ঘরে ব্যবহৃত হয়। রাস্তার পাশে রাখা সরিষার স্তুপটি যেন গ্রাম্য জীবনের সরল সৌন্দর্যের প্রতিচ্ছবি। তাই এমন একটি মুগ্ধকর মুহূর্ত ধরে রাখতে আমি ফটোগ্রাফি করি। প্রকৃতির এই রূপ বারবার মনে করিয়ে দেয়, আমাদের শিকড়ের কাছে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা।

IMG-20241221-404.jpeg

This jackfruit tree has many small, small jackfruits. Now that winter is coming to an end, summer is approaching and eating jackfruit is very fun in summer. Jackfruit tree in our house is like a small blessing of nature. Winter is coming to an end, and little jackfruits have started arriving on jackfruit trees, heralding the arrival of summer. Each jackfruit on the tree is a symbol of delicious memories. Jackfruit is the national fruit of Bangladesh. There is nothing new to say about its taste and nutritional value. When summer comes after winter, these jackfruits are fully ripe. The sweet smell and taste of ripe jackfruit impresses everyone. The sweet taste of juicy jackfruit cells gives a unique satisfaction on hot days. Jackfruit is excellent not only in taste but also in nutritional quality. It contains vitamin A, C, calcium and fiber, which is very beneficial for the body. Jackfruit is not just a fruit, it is the companion of our life's happy memories. When summer comes, everyone looks forward to eating jackfruit. This tree and its fruits are an integral part of our daily enjoyment and natural beauty.

এই কাঁঠাল গাছটিতে ছোট , ছোট অনেক কাঁঠাল এসেছে এখন যেহেতু শীতকাল এর শেষের দিক সামনেই চলে আসছে গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালে কাঁঠাল খেতে বেশ মজা লাগে।আমাদের বাড়ির কাঁঠাল গাছটি যেন প্রকৃতির একটি ছোট্ট আশীর্বাদ। শীতকাল শেষ হতে চলেছে, আর গ্রীষ্মের আগমনী বার্তা নিয়ে কাঁঠাল গাছে ছোট ছোট কাঁঠালের আগমন শুরু হয়েছে। গাছটির প্রতিটি কাঁঠাল যেন একেকটি সুস্বাদু স্মৃতির প্রতীক।কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এর স্বাদ ও পুষ্টিগুণের কথা নতুন করে বলার কিছু নেই। শীত শেষে যখন গ্রীষ্ম এসে যায়, তখন এই কাঁঠালগুলো পুরোপুরি পেকে ওঠে। পাকা কাঁঠালের মিষ্টি গন্ধ আর স্বাদ সবাইকে মুগ্ধ করে। কাঁঠালের রসালো কোষের মিষ্টি স্বাদ গরমের দিনে যেন এক অনন্য তৃপ্তি দেয়। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও কাঁঠাল অনবদ্য। এতে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম এবং আঁশ রয়েছে, যা শরীরের জন্য খুবই উপকারী।কাঁঠাল শুধু একটি ফল নয়, এটি আমাদের জীবনের সুখস্মৃতির সঙ্গী। গ্রীষ্মকাল এলে কাঁঠাল খাওয়ার জন্য সবার যেন বিশেষ অপেক্ষা থাকে। এই গাছটি আর তার ফল আমাদের জীবনের প্রতিদিনের আনন্দ আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ।

IMG-20241221-402.jpeg

This is a photograph of a hybrid banana plant. In our area many commercial bananas are produced, the lawn looked pretty good so I took a photo. Thank you all for sticking with me. You all pray for me. May I be able to share some good posts with you in the coming days. Allah Hafez.

এটি হচ্ছে হাইব্রিকেট কলা গাছের ফটোগ্রাফি আমাদের এলাকাতে অনেক জায়গায় বাণিজ্যিকভাবে কলা উৎপাদন করা হয়, গাজটি দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল তাই একটি ফটোগ্রাফি করেছি।আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনে দিনগুলো আপনাদের মাঝে ভালো কিছু পোস্ট শেয়ার করতে পারি।আল্লাহ হাফেজ।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord