Some of my favorite different photography.

in blurt-1787181 •  19 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Friday , November 29/2024

IMG_20201130_153187.jpeg

Sweet pumpkin is a popular and readily available vegetable in our country, which is full of flavor and nutrients. It plays an important role not only in cooking but also in health protection. Its sweet taste and various benefits make it ideal for inclusion in the daily diet. There were many large pumpkin fields. We usually call it sweet pumpkin. This little net inside it looked very cute. Such pumpkins are beautiful to look at as well as fun to photograph. I don't know how this photography turned out, you can comment how you like it.

মিষ্টি কুমড়ো আমাদের দেশের একটি জনপ্রিয় ও সহজলভ্য সবজি, যা স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর। এটি শুধু রান্নায় নয়, স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মিষ্টি স্বাদ এবং নানাবিধ উপকারিতা একে প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আদর্শ করে তুলেছে।অনেক বড় কুমড়ো ক্ষেত ছিল। আমরা এটাকে সাধারণত মিষ্টি কুমড়া বলে থাকে । এর ভিতর এই ছোট্ট জালি টা দেখতে অনেক কিউট লাগছিল এ ধরনের কুমড়ো দেখতে যেমন সুন্দর লাগে তেমনি ফটোগ্রাফি করেও অনেক মজা। জানিনা এই ফটোগ্রাফিটা কেমন হয়েছে , আপনাদের কাছে এটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন। ‌

IMG_20201130_153186.jpeg

Even within 15 to 20 days, that small pumpkin or sweet pumpkin net will come to this size, this dark green sweet pumpkin looked so good, I wanted to pick it up and cook it right away. But they may be a little hard to eat now and may be very tasty after a few days. Sweet pumpkins are rich in vitamins A, C and E. It contains a lot of beta-carotene, which is beneficial for the health of our eyes. It improves eyesight and helps prevent night blindness. Vitamin C boosts our immune system, and Vitamin E helps keep the skin glowing and soft. Also, sweet pumpkin contains fiber, which improves digestion and helps relieve constipation. It is also helpful in weight control as it is low in calories. Sweet pumpkin seeds contain iron, magnesium and zinc, which boosts the body's energy and boosts immunity. Sweet pumpkin can be cooked in a variety of ways, such as stir-fries, curries, bhartas or soups. It is a nutritious and easy-to-digest food for everyone, from children to the elderly. Sweet pumpkin is not just a food, it is a natural source of protection for our health. Easily available and affordable, you can stay healthy and fresh by adding this vegetable to your daily life.

১৫ থেকে ২০ দিনের মধ্যেও ওই ছোট্ট কুমড়ো বা মিষ্টি কুমড়োর জালি টা অনেকটা এই সাইজে চলে আসবে, গাড়ো সবুজ এই মিষ্টি কুমড়ো টা দেখতে অনেক ভালো লাগছিল ইচ্ছে করছিল এক্ষুনি তুলে নিয়ে গিয়ে রান্না করে ফেলি। কিন্তু এগুলো এখন খেতে একটু চিতা লাগতে পারে আর কিছুদিন পরে হয়তো অনেক সুস্বাদু লাগবে।মিষ্টি কুমড়ো ভিটামিন এ, সি এবং ই-তে সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন রয়েছে, যা আমাদের চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়ক। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর ভিটামিন ই ত্বককে উজ্জ্বল ও কোমল রাখতে সহায়তা করে।এছাড়া, মিষ্টি কুমড়োয় রয়েছে ফাইবার, যা হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটি ক্যালরি কম থাকায় ওজন নিয়ন্ত্রণেও সহায়ক। মিষ্টি কুমড়োর বীজে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক, যা শরীরের শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।মিষ্টি কুমড়ো বিভিন্নভাবে রান্না করা যায়, যেমন ভাজি, তরকারি, ভর্তা বা সুপ। এটি শিশু থেকে বৃদ্ধ, সবার জন্য পুষ্টিকর এবং সহজপাচ্য একটি খাবার।মিষ্টি কুমড়ো কেবল খাদ্য নয়, এটি আমাদের স্বাস্থ্য সুরক্ষার এক প্রাকৃতিক উৎস। সহজলভ্য ও সুলভ এই সবজিটি দৈনন্দিন জীবনে যোগ করে আপনি থাকতে পারেন সুস্থ ও সতেজ।

IMG_20201130_153185.jpeg

I was watching this grandfather collecting some grass in the field, after talking to him for a while I realized that he has many animals and he keeps them. Then I asked him that in the sun, do you need to collect such grass every day? He said yes father this is my job.

এই দাদুটা দেখছিলাম মাঠের ভিতরে কিছু ঘাস সংগ্রহ করছে, কিছুক্ষণ দাদুটার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম দাদুটার অনেকগুলো পশু রয়েছে উনি এগুলো পালন করে থাকে। তখন তাকে আমি প্রশ্ন করলাম যে এত রোদে আপনার কি প্রতিদিন এমন ঘাস সংগ্রহ করা লাগে? উনি বললেন হ্যাঁ বাবা এটাই আমার কাজ।

IMG_20201130_153184.jpeg

A pumpkin patch can be as large as a bigha. It was not possible to put such a big place in the picture inside the phone, so I lowered the phone and shared the photography of a part of the field with you.

কুমড়ো ক্ষেত হয়তোবা এক বিঘার মত হতে পারে । এত বড় একটা জায়গা ফোনের ভিতরে ছবিতে রাখাটা সম্ভব হচ্ছিল না তাই ফোনটা নিচু করে একটি অংশের ক্ষেতের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম,

IMG_20201130_153183.jpeg

This is a lattice of pumpkins. In fact, this little lattice with flowers looked so good that I thought it needed to be photographed again. And also it is good to say that these flowers are very tasty chops, they are also very good to eat.

এটি হচ্ছে কুমড়োর একটা জালি। আসলে ফুলের সঙ্গে এই ছোট জালিটা দেখতে অনেক ভালো লাগছিল তাই ভাবলাম এটির আরো একটি ফটোগ্রাফি করা দরকার। আর সেই সাথে এটা বলে রাখা ভালো এই ফুলগুলোর কিন্তু অনেক সুস্বাদু চপ হয় এগুলো খেতেও অনেক ভালো লাগে।

IMG_20201130_153182.jpeg

Jackal, jackal, jackal! We all know that it is our national fruit, but the reason for giving this jackfruit picture is that this jackfruit is caught very low on the jackfruit tree, it can be said to be only five to six inches above the ground. At that time, this jackal caught my attention.Jackfruit is our national fruit and is a proud part of Bangladeshi heritage. Jackfruit is also called the "King of Fruits" for its large size. This fruit which is available in summer is very much loved by every people of rural Bengal. Jackfruit looks big, green in color and the skin is prickly. It contains yellow juicy cells, which are very tasty and sweet to eat. It is not only good to eat but also full of nutrients. Jackfruit contains vitamin A, C, potassium, calcium and a lot of fiber. Vitamin A is beneficial for the eyes, and vitamin C boosts the immune system. Besides, its fiber improves digestion and helps in relieving constipation. Various foods are also prepared from jackfruit seeds. It contains a lot of protein, which helps in nourishing the body. Not only ripe jackfruit, but raw jackfruit is used to make various curries, which are very nutritious and delicious. Jackfruit also contributes significantly to the agricultural economy of Bangladesh. It is an important source of nutrition for the poor population of the country due to its easy availability and low cost of production. As the national fruit, jackfruit is not only a source of nutrition but also a symbol of our heritage, culture and identity. Jackfruit is a glorious part of our life and a priceless gift of nature.

কাঁঠাল, কাঁঠাল ,কাঁঠাল! এটা হচ্ছে আমাদের জাতীয় ফল সবাই আমরা জানি তবে এই কাঁঠালের ছবিটা দেওয়ার কারণ হচ্ছে কাঁঠাল গাছে এই কাঁঠালটা একেবারে নিচে ধরেছে বলা যেতে পারে মাটি থেকে মাত্র পাঁচ থেকে ছয় ইঞ্চি উপরে। সেই সময় তখনি আমার এই কাঁঠালটা নজর কেরেছিল।কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং এটি বাংলাদেশের ঐতিহ্যের একটি গর্বিত অংশ। বৃহত্তম আকারের জন্য কাঁঠালকে "ফলের রাজা" হিসেবেও অভিহিত করা হয়। গ্রীষ্মকালে পাওয়া এই ফলটি গ্রামবাংলার প্রতিটি মানুষের কাছে অত্যন্ত প্রিয়।কাঁঠাল দেখতে বড়, সবুজ রঙের এবং খোসা কাঁটাযুক্ত। এর ভেতরে থাকে হলুদ রঙের রসালো কোষ, যা খেতে অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি। এটি শুধু খেতেই ভালো নয়, পুষ্টিগুণেও ভরপুর। কাঁঠালে রয়েছে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে আঁশ। ভিটামিন এ চোখের জন্য উপকারী, আর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া, এর আঁশ হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।কাঁঠালের বিচি থেকেও বিভিন্ন খাবার তৈরি করা হয়। এর বিচিতে প্রচুর প্রোটিন থাকে, যা শরীরের পুষ্টি জোগাতে সহায়ক। শুধু পাকা কাঁঠালই নয়, কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি হয় নানা ধরনের তরকারি, যা অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু।বাংলাদেশের কৃষি অর্থনীতিতেও কাঁঠালের অবদান উল্লেখযোগ্য। এটি সহজলভ্য এবং উৎপাদন খরচ কম হওয়ায় দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস।জাতীয় ফল হিসেবে কাঁঠাল শুধু পুষ্টির উৎস নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং পরিচয়ের প্রতীক। কাঁঠাল আমাদের জীবনের গৌরবময় অংশ এবং প্রকৃতির এক অমূল্য উপহার।

IMG_20201130_153181.jpeg

Jackfruit tree is one of the most popular trees in our country. It is not only our national fruit, but an integral part of rural life. Jackfruits usually grow on the branches of trees, but occasionally, jackfruits can also bear fruit at the base of the tree. It is as interesting as it is to look at, as well as stimulating curiosity. Usually jackfruit blossoms from the stems near the base of the plant and from there the jackfruit grows. If the jackfruit hangs very close to the ground, it is easy to pick and eat. It is a fun experience for the little ones, as they can collect jackfruit without having to climb the tree. Another fun aspect of catching jackfruit at the root is that it is an indicator of the health of the tree and the fertility of the soil. It may be a little difficult to protect the jackfruit from insect attacks when the fruit is caught close to the ground, but it is quite natural and tasty to eat. It symbolizes not only the beauty of our nature, but also the simple joy of childhood. Those who have enjoyed such experience, know how wonderful and memorable it is. It's the same situation, we all see jackals but I think this kind of jackals are very rare. I remember there was a jackfruit tree in my uncle's house, that jackfruit tree was thick, the roots were thick and the jackfruit came up to that root, it is quite strange.

কাঁঠাল গাছ আমাদের দেশের অন্যতম জনপ্রিয় গাছ। এটি শুধুমাত্র আমাদের জাতীয় ফল নয়, বরং গ্রামীণ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কাঁঠাল সাধারণত গাছের ডালে ধরে, তবে মাঝে মাঝে দেখা যায়, কাঁঠাল গাছের গোড়ায়ও ফল ধরতে পারে। এটি দেখতে যেমন মজার, তেমনি কৌতূহল উদ্দীপকও বটে।গোড়ায় কাঁঠাল ধরার বিষয়টি অনেকেই প্রথমে বিস্ময়ের সঙ্গে দেখে। সাধারণত গাছের গোড়ার কাছাকাছি ডালপালা থেকে কাঁঠালের ফুল ফোটে এবং সেখান থেকেই কাঁঠাল গজায়। মাটির খুব কাছাকাছি কাঁঠাল ঝুলতে থাকলে সেটি পাড়তে এবং খেতে বেশ সহজ হয়। ছোটদের জন্য এটি একধরনের মজার অভিজ্ঞতা, কারণ তারা গাছ বেয়ে উঠতে না হয়েও কাঁঠাল সংগ্রহ করতে পারে।গোড়ায় কাঁঠাল ধরার আরেকটি মজার দিক হলো, এটি গাছটির স্বাস্থ্য ও মাটির উর্বরতার পরিচায়ক। মাটির কাছাকাছি ফল ধরলে পোকামাকড়ের আক্রমণ থেকে কাঁঠাল রক্ষা করা একটু কঠিন হতে পারে, তবে এটি খেতে একদম স্বাভাবিক এবং সুস্বাদু হয়।গোড়ায় কাঁঠাল ধরার এই দৃশ্য গ্রামীণ জীবনের সঙ্গে জড়িত আনন্দের এক অন্যরকম রূপ। এটি শুধু আমাদের প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং শৈশবের সরল আনন্দেরও প্রতীক। যারা এমন অভিজ্ঞতা উপভোগ করেছেন, তারা জানেন যে এটি কতটা চমৎকার এবং মনে রাখার মতো একটি ঘটনা।এটাও সেই একই অবস্থা, ‌ কাঁঠাল তো আমরা সবাই দেখি তবে আমার মনে হয় এই ধরনের কাঁঠাল খুব কম দেখা যায়। আমার মনে আছে আমার মামাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল ওই কাঁঠাল গাছটাই মোটা , মোটা শিকড় ছিল ওই শিকড়ে পর্যন্ত কাঁঠাল এসেছিল বিষয়টা বেশ অদ্ভুত।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!