Taking pictures while spending some happy moments in the vegetable garden.

in blurt-1787181 •  3 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Thursday , November 14/2024

IMG_20241114_164612_227.jpg

Assalamu Alaikum how are you all I hope everyone is very well I am also very well with your prayers and the grace of Almighty Allah I have shared with you today some things about planting vegetable plants in our Saudi Arabia Nesma company. Let's start sharing. After we finished our work we were sitting in our vegetable garden and talking and thought I would share with you another new post about this vegetable garden so today I will tell you about how much time we spend in the vegetable garden and growing vegetables. Let me tell you that today we have raised vegetables and taken them to the room to cook them and share them with you today and I have taken some pictures.

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ও মহান আল্লাহতালার রহমতে অনেক ভাল আছি আমি আজ আপনাদের মাঝে আমাদের সৌদি আরব নেসমা কোম্পানিতে সবজি গাছ লাগানো সম্পর্কে কিছু কথা শেয়ার করেছি।আজ আবারও আমার সেই সবজি গাছ সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করা যাক। আমরা আমাদের কাজ শেষ করার পরে আমরা আমাদের সবজি বাগানে ভেতরে ঢুকে বসে গল্প করছিলাম আর ভাবলাম যে এই সবজি বাগান নিয়ে আরেকটি নতুন পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করব সেজন্যে আমি আজকে আপনাদের মাঝে সবজি বাগানে আমাদের কতটা সময় কাটালাম এবং সবজি চাষ করি সেটা সম্পর্কেও আজকে কিছু কথা বলব এবং আমাদের এখানে আজ সবজি উঠানো হয়েছে রুমে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ার জন্য সেগুলো আপনাদের মাঝে আজ শেয়ার করব এবং আমি কিছু ছবি তুলেছি সে ছবিগুলো মাধ্যমে আপনাদের মাঝে আমি সবজি বাগানে কাটানো কিছু সময় শেয়ার করতে যাচ্ছি।

IMG_20241114_164507_427.jpg

You can see this one of our older brother is a Saudi expatriate we are all talking and he is picking red vegetables and different kinds of vegetables so we are having a lot of fun with him that's why we are all talking together so he started picking the vegetables and he is a very funny man in this vegetable garden He worked a lot which is not to be forgotten because when he was at home in Nepal he used to grow these vegetables which made it possible for us to plant these vegetables with him in this Saudi Arabian soil because we didn't have the wisdom to grow vegetables because of which he did not grow our vegetables. Along with it we made this soil fertile as he told us and he knows everything well how to grow vegetables because he has been in Saudi Arabia for 13 years in this Saudi exile because here he knows very well how to grow vegetables. It will be possible to plant in the chest and we can meet our daily life from that vegetable so I want to say something more so keep watching the posts about it.

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই একজন বড় ভাই সৌদি প্রবাসী আমরা সবাই গল্প করছি আর সে লালশাক ও বিভিন্ন ধরনের শাক উঠাচ্ছে তো তাকে নিয়ে আমরা অনেক মজা করছি এ কারণে আমরা সবাই মিলে গল্প তাই সে সবজিগুলো উঠাতে শুরু করল এবং সে অনেক মজার একজন মানুষ এই সবজি বাগানে অনেক পরিশ্রম করেছে যা ভুলবার নয় কারণ এনার বাড়ি নেপালে ইনি যখন বাড়িতে ছিল তখন ইনি এই সবজি চাষ করত যার কারণে এই সৌদি আরবের মাটিতে পাশাপাশি আমরা তার সাথে এই সবজিগুলো লাগানো সম্ভব হয়েছে কারণ আমাদের বুদ্ধি ছিল না সবজি আবাদ করিনি যার কারণে সে আমাদের সাথে করে নিয়ে সে যেভাবে আমাদের বলেছে আমরা সেভাবে এই মাটি উর্বর করে উপযুক্ত করেছি এবং কিভাবে সবজি আবাদ করতে হয় সে সবকিছু ভালো জানে কারণ এই সৌদি প্রবাসে 13 বছর এই ১৩ বছর তিনি সৌদি আরবের মাটিতে রয়েছে কারণ এখানে ও খুব ভালো করে জানে কিভাবে সবজি এই মরহুমের বুকে লাগানো সম্ভব হবে এবং আমরা সেই সবজি থেকে আমাদের দৈনন্দিন জীবনে মেটাতে পারবো তো আমি আরো কিছু বলতে চাই তার সম্পর্কে পোস্টগুলো ভালোভাবে দেখতে থাকুন।

IMG_20241114_164513_448.jpg

Picking vegetables is really fun and enjoyable. It is not only a moment to enjoy the fruits of hard work, but also a moment of pride and satisfaction. When the first vegetables are plucked from the tree, the feeling of joy is indescribable. When the vegetables grown with care by hand are picked, it seems that the hard work has paid off. When the first vegetables are picked, the whole family goes to the garden together. It is a different kind of fun moment for everyone, young and old, to pick vegetables from the trees. It is especially interesting for children, as they have fun finding the vegetables one by one. Sometimes a big gourd, sometimes a young eggplant or a red tomato is a different joy. There is a lot of laughter while picking vegetables, some take pictures, and some take selfies with the vegetables. Apart from this, home chefs also give various tips on how to make vegetables better. All in all, growing vegetables is not just about harvesting, but also a joyous moment to spend with family and nature.

সবজি ওঠানোর সময়টা সত্যিই খুবই মজাদার এবং আনন্দময়। এটি শুধু পরিশ্রমের ফল ভোগ করার মুহূর্তই নয়, বরং গর্ব ও সন্তুষ্টিরও সময়। যখন গাছ থেকে প্রথম সবজিগুলো ওঠানো হয়, তখন আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। নিজ হাতে যত্ন করে বড় করে তোলা সবজিগুলো যখন তোলা হয়, তখন মনে হয় সেই পরিশ্রমটা সার্থক হয়েছে।প্রথম সবজি ওঠানোর সময় পরিবারের সবাই একসাথে বাগানে যায়। ছোট-বড় সবাই মিলে গাছ থেকে সবজি তোলা এক অন্যরকম মজার মুহূর্ত। শিশুদের জন্য এটি বিশেষ আকর্ষণীয়, কারণ তারা একে একে সবজি খুঁজে বের করতে মজা পায়। কখনো বড় লাউ, কখনো কচি বেগুন বা লাল টমেটো সবকিছুরই আলাদা আনন্দ।সবজি তোলার সময় অনেক হাসি-ঠাট্টা হয়, কেউ কেউ ছবি তোলে, আর কেউ সবজির সাথে সেলফি তোলে। এছাড়া বাড়ির মুরুব্বিরাও বিভিন্ন টিপস দেন কিভাবে সবজি আরও ভালো হয়। সব মিলিয়ে, সবজি ওঠানোর সময়টা শুধু ফসল তোলার নয়, বরং পরিবার এবং প্রকৃতির সাথে সময় কাটানোর আনন্দময় মুহূর্ত।

IMG_20241114_164523_470.jpg

Our Nepali brother's name is Surendra. Surendra bhai is a Hindu but one thing I keep in mind is that in Muslim religion we do not look down on people of any religion. I never looked down on my brother because we all work together and finally this afternoon when we all chatted together he sat alone. The work of picking the vegetables begins. And he is telling many stories about picking these vegetables. One thing I saw was that four of us and two others would not take these vegetables. We four of them would go and cook because of that he picked these vegetables for us and we four together would eat these vegetables. I took the vegetables to the room. Surinder bhai is a kind hearted person because we didn't think that we would cook vegetables and he saw that when I take vegetables I also give them vegetables little by little so that they can cook with these vegetables and eat them all of you Surinder bhai Pray for because a person can live well. Surendra bhai after picking this vegetable is planted very nicely so that we again seed the vegetable so he fertilizes again with a stick then we are watering this place because if this place is wet we will be able to plant the seeds very well.

আমাদের এই নেপালি ভাইয়ের নাম সুরেন্দ্র। সুরেন্দ্র ভাই হিন্দু ধর্মের মানুষ কিন্তু একটা জিনিস আমি মাথায় রাখি যে মুসলিম ধর্মে রয়েছে যে আমরা কোন ধর্মের মানুষকে ছোট চোখে দেখবো না ভাইকে খারাপ নজরে কখনো দেখিনি কারন আমরা সবাই একসাথে কাজ করি এবং শেষে আজ বিকালে আমরা সবাই মিলে আড্ডা দেওয়ার সময় সে একা একা বসে এই সবজিগুলো তোলা কাজ শুরু করে। এবং সে এই সবজি তুলতে তুলতে অনেক গল্প গুজব করছে একটা জিনিস দেখতে পারলাম যে আমরা যে চারজন আরো দুইজন ছিল তারা কেউ এই সবজি নিবে না আমরা এই চারজন এই চারজন গিয়ে রান্না করার কাজ করব যার কারণে সে আমাদের জন্য এই সবজিগুলো তুলেছে এবং আমরা চারজন মিলে এই সবজিগুলো নিয়ে গেলাম রুমে। সুরিন্দর ভাই ভালো মনের মানুষ এই কারণে বলবো কারণ আমাদের চিন্তা ভাবনাই ছিল না যে আমরা সবজি রান্না করব আর সে দেখল যে আমি যখন সবজি নিয়ে যাব তখন আমি তাদেরকেও সবজি অল্প অল্প করে তুলে দেবো যাতে তারা এই সবজিগুলো নিয়ে রান্না করে খেতে পারে আপনারা সবাই সুরিন্দর ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ একটা মানুষ ভালোভাবে থাকতে পারে। সুরেন্দ্র ভাই এই সবজি উঠানোর পরে খুব সুন্দরভাবে লাগানো রয়েছে সেই জায়গাটা আমরা যাতে আবার সবজির বী সেজন্য সে একটি কাঠি দ্বারা আবার উর্বর করে দেয় তারপরে আমাদের এই জায়গাটিতে পানি দেওয়া হচ্ছে কারণ এই জায়গাটি ভেজা থাকলে আমাদের অনেক ভালো হবে বীজ রোপন করতে আমরা সক্ষম হব।

IMG_20241114_164535_677.jpg

Time spent in the vegetable garden is truly blissful and soothing. Cultivating vegetables in close proximity to nature, tending small plants and growing vegetables by hand gives a unique joy. Going to the garden every morning and touching the leaves of the fresh vegetable plants, waiting for flowers and young vegetables calms the mind. When the first young vegetables appear on the trees, the joy knows no bounds. Growing seedlings from seeds with your own hands, raising them and finally harvesting the vegetables – this whole process gives a truly unique feeling. It not only calms the mind but also helps to stay physically active.
Spending time in the vegetable garden is a lot of fun for children too. Here they can get acquainted with trees and develop love for nature. Every moment in the vegetable garden offers a different joy to spend in close proximity to nature, one of life's little pleasures.

সবজি বাগানে কাটানো সময় সত্যিই আনন্দময় এবং প্রশান্তিদায়ক। প্রকৃতির সান্নিধ্যে থেকে সবজি চাষ করা, ছোট ছোট গাছপালা দেখাশোনা করা এবং নিজ হাতে শাকসবজি ফলানো এক অদ্ভুত আনন্দ দেয়। প্রতিদিন সকালে বাগানে গিয়ে তাজা সবজির গাছের পাতা ছুঁয়ে দেখা, ফুল ও কচি সবজির জন্য অপেক্ষা করা মনকে শান্ত করে।যখন গাছে প্রথম কচি সবজিগুলো দেখা যায়, তখন আনন্দের সীমা থাকে না। নিজ হাতে বীজ থেকে চারা গজানো, তা বড় করে তোলা এবং শেষমেশ সবজি সংগ্রহ করা – এই পুরো প্রক্রিয়াটি সত্যিই অনন্য এক অনুভূতি এনে দেয়। এতে শুধু মনকে শান্তই করা যায় না, শারীরিকভাবে সক্রিয় থাকতেও সাহায্য করে।
শিশুদের জন্যও সবজি বাগানে সময় কাটানো অনেক আনন্দের। তারা এখানে গাছের সাথে পরিচিত হতে পারে এবং প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে পারে। সবজি বাগানের প্রতিটি মুহূর্তই প্রকৃতির অপার সান্নিধ্যে কাটানোর জন্য এক অন্যরকম আনন্দ দেয়, যা জীবনের ছোট ছোট সুখের অন্যতম।

IMG_20241114_164633_041.jpg

Red cabbage is one of the most famous and popular vegetables of our country. It is not only beautiful in color but also rich in nutrients. Regular consumption of green leafy vegetables is very beneficial for health and has many medicinal properties. Green leafy vegetables are rich in iron, vitamin A, C and calcium. It also contains antioxidants, which help boost the body's immune system. Red leafy vegetables also contain sufficient amount of fiber, which aids digestion and plays an effective role in relieving constipation. It is low in calories, so it is an ideal vegetable for those who want to keep their weight under control.

Benefits of red vegetables

Helps prevent anemia:
Due to its high iron content in red cabbage, it is helpful in treating anemia. Regular consumption of red vegetables increases the level of hemoglobin in the body, which gives strength and vitality to the body.

Good for eyes:
Kale contains a lot of vitamin A, which is good for the eyes. It helps in maintaining good eyesight and helps prevent night blindness.

In skin and hair care:
The antioxidant content of red leafy vegetables is good for skin and hair. It makes the skin bright and healthy and keeps the hair strong.

Improves Digestion:
Due to its high fiber content in red leafy vegetables, it helps in digestion and helps in solving various stomach problems.

Lettuce is an easily available and nutritious food. As it is delicious to eat, it is also very beneficial for health. Therefore, various nutritional benefits can be easily obtained by including red vegetables in the daily diet.

There is so much nutrient production in red leaf, because of which we have not planted these vegetables here, we have planted different types of vegetables here, eating them will increase the immune system of our body. We all have a few vegetables, but we have not planted vegetables. We have the highest price of vegetables in Saudi Arabia and our salary. The girl who is the entrepreneur of planting vegetables is Surendra Bhai. Please pray for her. May she be able to grow vegetables like this in the days to come. I wish you all the best. May God bless you.

লাল শাক আমাদের দেশের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় একটি সবজি। এটি শুধু রঙে সুন্দরই নয়, বরং পুষ্টিগুণেও ভরপুর। নিয়মিত লাল শাক খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং এর রয়েছে অনেক ধরনের ভেষজ গুণাগুণ।লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, সি এবং ক্যালসিয়াম রয়েছে। এতে আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও লাল শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফাইবার, যা হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। এতে ক্যালোরি কম থাকে, তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি একটি আদর্শ সবজি।

লাল শাকের উপকারিতা

রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক:
লাল শাকে উচ্চমাত্রায় আয়রন থাকায় এটি রক্তশূন্যতা দূর করতে সহায়ক। নিয়মিত লাল শাক খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়, যা শরীরকে শক্তি ও প্রাণশক্তি প্রদান করে।

চোখের জন্য ভালো:
লাল শাকে প্রচুর ভিটামিন এ রয়েছে, যা চোখের জন্য উপকারী। এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়ক।

ত্বক ও চুলের যত্নে:
লাল শাকের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বক ও চুলের জন্য ভালো। এটি ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যবান করে এবং চুলকে মজবুত রাখে।

হজমশক্তি বাড়ায়:
লাল শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং পেটের নানা সমস্যার সমাধানে সহায়ক।

লাল শাক সহজলভ্য এবং পুষ্টিকর একটি খাবার। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় লাল শাক অন্তর্ভুক্ত করে সহজেই নানা ধরনের পুষ্টিগুণের উপকারিতা পাওয়া যেতে পারে।

লাল শাকে এত পরিমাণ পুষ্টি উৎপাদন রয়েছে যার কারণে আমরা এই সবজিগুলো এখানে লাগিয়েছি না আমরা এখানে বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছি গুলো খেলে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কথা বলতে কি আমাদের এই সুরেন্দ্রর ভাই এ অনেক সুন্দর হবে আমাদের সকলকে নিয়ে এই সবজি বাগানটি করেছে এখানে অল্প কিছু সবজি আমাদের সকলের কিন্তু হয়ে যায় সবজি লাগাইনি কাজের ফাঁকে ফাঁকে যে সময়টুকু পেয়েছি সেই সময়টুক আমরা এই সবজি লাগিয়েছি। আমাদের সৌদি আরবের সবজির দাম সবথেকে বেশি আর আমাদের বেতন আমরা এই ছোট করে সবজি বাগান তৈরি করেছে যাতে আমাদের সকলের প্রতি মাসে সবচেয়ে খরচটা বেঁচে যায় যার কারণে আমরা এখানে ঘেরার পরে আমরা সবজি লাগিয়েছি। আমাদের যে মেয়ের উদ্যোক্তা সবজি লাগানোর তার নাম সুরেন্দ্র ভাই আপনার সবাই তার জন্য দোয়া করবেন সে যেন অনেক ভালোভাবে সামনের দিনগুলো আমাদের এভাবে সবজি বাগান তৈরি করে সবজি খাওয়াতে সক্ষম হয় আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!