My favorite random photography.

in blurt-1787181 •  10 hours ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Sunday , December 22/2024

FunPic_20241222_204558180.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

IMG-20241221-4000529.jpeg

This is a photograph of a lamp post. Due to the arrangement of lights in this place, it is very convenient for us to move at night.
Lamppost is a common object but its contribution in our daily life is immense. It plays an important role in the safety of pedestrians and vehicles, especially at night. The light from the lamp post not only illuminates the way, but also helps in reducing crime. The lamp post at this particular place has created an illuminated environment around it. Its good arrangement makes it easy and safe to move even at night. Whether returning from work at any time or going out for an emergency - this light gives us confidence in everything. Pedestrians and vehicle drivers have a clear view of the road, thereby reducing the risk of accidents. Also, this light adds a kind of beauty to the local environment. This not only provides security, but also makes the evening more enjoyable. This arrangement has made life easier for the residents, which is a successful example of modern urban management. We often overlook this contribution of the lamppost. But just one walk down the dark road is enough to feel how important a role it plays in our lives.

এটা একটি ল্যাম্পপোস্টের ফটোগ্রাফি। এই জায়গাটি তে লাইট এর ব্যবস্থা থাকার কারণে রাতে চলাফেরা করতে আমাদের অনেক সুবিধা হয়।
ল্যাম্পপোস্ট একটি সাধারণ বস্তু হলেও আমাদের দৈনন্দিন জীবনে এর অবদান অপরিসীম। বিশেষ করে রাতের বেলা এটি পথচারী ও যানবাহনের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ল্যাম্পপোস্টের আলো শুধু পথ আলোকিত করেই থেমে থাকে না, এটি অপরাধপ্রবণতাও কমাতে সহায়তা করে।এই নির্দিষ্ট স্থানের ল্যাম্পপোস্টটি তার চারপাশে একটি আলোকিত পরিবেশ তৈরি করেছে। এর সুব্যবস্থা থাকার ফলে রাতের বেলাতেও চলাফেরা করা সহজ ও নিরাপদ হয়ে ওঠে। যেকোনো সময় কাজ থেকে ফিরে আসা বা জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া—সবকিছুতেই এই আলো আমাদের আত্মবিশ্বাস জোগায়। পথচারী ও যানবাহনের চালকেরা স্পষ্টভাবে পথ দেখতে পান, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যায়।এছাড়া, এই আলো স্থানীয় পরিবেশেও এক ধরনের সৌন্দর্য যোগ করে। এটি শুধু নিরাপত্তা দেয় না, বরং সন্ধ্যার পরের সময়টিকে আরও মনোরম করে তোলে। এই ব্যবস্থার কারণে এলাকাবাসীর জীবনযাত্রা সহজ হয়েছে, যা আধুনিক নগর ব্যবস্থাপনার একটি সফল উদাহরণ।ল্যাম্পপোস্টের এই অবদানকে আমরা প্রায়শই উপেক্ষা করি। তবে এটি যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা অনুভব করার জন্য একবার অন্ধকার রাস্তায় হাঁটলেই যথেষ্ট।

IMG-20241221-400054.jpeg

This photography is quite some time back maybe 15 to 20 days when the farmers used to collect the golden fibers in the house i mean jute after removing the jute seeds such jute is chalk which is usually used for fuel and other purposes.

এই ফটোগ্রাফিটা বেশ কিছুদিন আগের হয়তো বা ১৫ থেকে ২০ দিন হবে তখন কৃষকরা সোনালী আঁশ ঘরে তুলতেছিল অর্থাৎ আমি পাটের কথা বলতেছি পাটের আস ছাড়িয়ে নেয়ার পরে এমন পাট খড়ি হয়ে থাকে এগুলো সাধারণত জ্বালানির কাজে এবং অন্যান্য কাজে ব্যবহার করা হয়।

IMG-20241221-400055.jpeg

A fair is held at this place once every year. Actually there is a shrine of a man named Gani here. Where almost every year there is music and small fair. Sometimes we go there and enjoy it. Just like that, I went there that night and took this photograph.

এ জায়গাটিতে প্রতিবছর একবার করে মেলা হয়ে থাকে। আসলে এখানে গনি নামে একজন ব্যক্তির মাজার রয়েছে। যেখানে প্রতিবছরই প্রায় গান-বাজনা এবং ছোট করে মেলা হয়ে থাকে। মাঝেমধ্যে আমরা ওখানে গিয়ে এর আনন্দ উপভোগ করি। ঠিক তেমনি সেদিন রাতে ওখানে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম।

IMG-20241221-400057.jpeg

At the fair, this person was selling rings and small cosmetics for girls. In fact, the man's business was small, but it was understood that he was very hardworking. Love and prayers for brother hope his business will be very good.

ওই মেলাতে এই ব্যক্তিটি আংটি এবং মেয়েদের ছোটখাটো কসমেটিক বিক্রয় করছিলেন। আসলে মানুষটির ব্যবসা ছোট হলেও দেখে বোঝা যাচ্ছিল বেশ পরিশ্রমী। ভালোবাসা এবং দোয়া রইল ভাইয়ের জন্য আশা করি তার ব্যবসা অনেক সুন্দর হবে।

IMG-20241221-400051.jpeg

On the night of the fair, we entered the fair through this road. In fact, there is a canal in the middle of the shrine, and this road has been built by the public on its own initiative. A unique road created—all in all a fascinating experience. The specialty of this road located in Mazar area is that it was built by the local people. Their care and creativity is evident at every street corner.
When I crossed the road and entered the fair, the surrounding lighting gave a unique look. The twinkling of lights, reflections on the canal, and street decorations transformed the entire setting into a dreamy scene. This road made by the efforts of local people is not only for movement, but it is a symbol of the beauty and unity of the area. This road next to the shrine is not just a path, it tells the story of self-sacrifice of the local people. As beautiful as it is to look at because of the lighting and decorations, the story of labor and love behind it is also worth remembering. A walk on this street during the fair night is an unprecedented experience, which will remain in the heart forever.

মেলার রাতে এই রাস্তা দিয়ে আমরা মেলাতে ঢুকেছিলাম আসলে মাজারের মাঝখানে একটা খাল রয়েছে এবং এই রাস্তাটি ওখানকার পাবলিক নিজ উদ্যোগেই এটি তৈরি করেছে মোটামুটি ভালই এবং অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজানোর কারণে দেখতে আরো সুন্দর লাগছিল রাস্তাটি।মেলার রাত, চারপাশে উৎসবের আমেজ, আর খালের মাঝখানে তৈরি হওয়া এক অনন্য রাস্তা—সবকিছু মিলিয়ে একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা। মাজার এলাকায় অবস্থিত এই রাস্তার বিশেষত্ব হলো এটি স্থানীয় জনগণের নিজস্ব উদ্যোগে তৈরি। রাস্তার প্রতিটি কোণায় তাদের যত্ন এবং সৃজনশীলতার ছাপ স্পষ্ট।
রাস্তা পেরিয়ে যখন মেলায় প্রবেশ করলাম, তখন চারপাশের আলোকসজ্জা এক অনন্য রূপ দান করেছিল। আলোগুলোর ঝলমল ভাব, খালের উপরে প্রতিফলন, এবং রাস্তার সাজসজ্জা যেন পুরো পরিবেশকে এক স্বপ্নিল দৃশ্যে রূপান্তরিত করেছিল। স্থানীয় মানুষের প্রচেষ্টায় তৈরি এই রাস্তা শুধু চলাচলের জন্য নয়, বরং এটি সেই এলাকার সৌন্দর্য এবং ঐক্যের প্রতীক।মাজারের পাশের এই রাস্তা শুধু একটি পথ নয়, এটি স্থানীয় জনগণের আত্মনিবেদনের গল্প বলে। আলোকসজ্জা এবং সাজসজ্জার কারণে এটি দেখতে যেমন সুন্দর, তেমনই এর পেছনের শ্রম ও ভালোবাসার গল্পটিও মনে রাখার মতো। মেলার রাতে এই রাস্তায় হাঁটা এক অভূতপূর্ব অভিজ্ঞতা, যা হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।

IMG-20241221-4000522.jpeg

That day when Masum bhai and I were walking along the field road, we saw him giving food in Rashidul bhai's pond. Then my brother and I went there to see the fish and he was talking about the food and weight of the fish. In fact, my brother studied in the fishery department, what else for this. Anyway, I took the opportunity to take a picture.

সেদিন আমি এবং মাসুম ভাই মাঠের রাস্তা দিয়ে হেটে আসার সময়, দেখছিলাম রাশিদুল ভাইয়ের পুকুরে উনি খাবার দিচ্ছিলেন। তখন আমি এবং ভাইয়া ওখানে মাছ দেখার উদ্দেশ্যে গেলাম এবং মাছের কেমন খাদ্য দেয় এবং কেমন ওজন এগুলো নিয়ে ভাইয়া কথা বলছিল। আসলে ভাইয়া ফিশারি ডিপার্টমেন্টে পড়াশোনা করে এই জন্য আর কি । যাই হোক ওই সুযোগে আমি একটা ছবি তুলেছিলাম।

IMG-20241221-400053.jpeg

It is the small joys of life that add color to our daily lives. That day was an ordinary day, which I still remember. Me and my companions went out for a walk together. Everyone suddenly wanted to eat Jilapi while walking around. So we all stopped at a shop and bought Jilapi. Hot hot Jilapi, the sweet taste of which made our hearts sweet as well. We all burst into laughter while eating the Jilapi. Someone got jelly in their hands, someone made us laugh by telling funny stories. These simple moments seemed to strengthen our friendship. After eating, I wandered again. The street lights, the crowd of people and our laughter, all together made the day memorable. Finally, after the sightseeing, I started my way home. But those sweet memories of Jilapi, moments of laughter and joy remained forever in our hearts. Such moments are what make our lives truly beautiful.Friends, tell me how you like my post by commenting. You all pray for me. May I be able to share some more good posts with you in the coming days. I wish you all the best, Allah Hafez.

জীবনের ছোট ছোট আনন্দই আমাদের প্রতিদিনের জীবনে রঙ ছড়ায়। সেই দিনটা ছিল এমনই এক সাধারণ দিন, যা আজও মনে পড়ে। আমি এবং আমার সঙ্গীরা মিলে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। ঘোরাঘুরির মাঝেই হঠাৎ জিলাপি খাওয়ার ইচ্ছা জাগল সবার। তাই এক দোকানে থেমে আমরা সবাই মিলে জিলাপি কিনলাম। গরম গরম জিলাপি, যার মিষ্টি স্বাদ আমাদের মনকেও মিষ্টি করে তুলেছিল।জিলাপি খেতে খেতে আমরা সবাই মিলে হাসি-মজায় মেতে উঠলাম। কারো হাতে জিলাপি পড়ল, কেউ আবার মজার গল্প শুনিয়ে আমাদের হাসাল। এই সাধারণ মূহূর্তগুলো যেন আমাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছিল। খাওয়া শেষে আবার ঘোরাঘুরি করলাম। রাস্তার আলো, মানুষের ভিড় আর আমাদের অট্টহাসি, সবকিছু মিলে দিনটিকে স্মরণীয় করে তুলেছিল।শেষমেশ, ঘোরাঘুরি শেষ করে বাসার পথে রওনা দিলাম। তবে জিলাপির সেই মধুর স্মৃতি, হাসি-আনন্দের মুহূর্তগুলো আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে রইল। এমন মুহূর্তগুলোই আমাদের জীবনকে সত্যিকার অর্থে সুন্দর করে।বন্ধুরা আমার পোস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনের দিনগুলো আরো ভালো কিছু পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি।আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!