My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Sunday , November 10/2024
Assalamu Alaikum how are you all I hope you all are doing very well may God Almighty bless you today I am here with a new post. Today's topic is to share a post with you after getting celery for the purpose of going to do some shopping let's start.
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই মহান আল্লাহ তায়ালা রহমত অনেক ভাল আছি আমি আজ আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকের বিষয়টি হল সেলারি পাওয়ার পরে কিছু কেনাকাটা করার জন্য যাওয়া উদ্দেশ্য একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করছি চলুন শুরু করা যাক।
I will share with you how I spent today to go to the city. Today I woke up in the morning after washing my hands and face and went out to eat. After breakfast, our car to go to the city will leave at eight in the morning Saudi Arabia time. So I am in a hurry. After showering I quickly got ready and left for the car. You all should remember that expat life is not that easy. Rushed out and reached the car first. Then we have time keeper here and he started timing us. My serial was 8. Anyway me and my friend are sitting together with two seats. Honestly we are every one month. We go to the city once in a while to spend money. And if we have to buy something, we bring it to the market once a month. So you can imagine how happy we are that we are two friends sitting in the car and captured in one frame. Got up. Having a lot of fun, we left for the city.
শহরে যাওয়ার উদ্দেশ্যে আজকের দিনটা আমি কিভাবে কাটালাম তা আপনাদের মাঝে শেয়ার করবো।আজ সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার পরে খাবার খাওয়ার উদ্দেশ্যে বের হয়।সকালের নাস্তা শেষ করে আমাদের শহরে যাবার গাড়ি সৌদি আরব টাইমে সকাল আটটার সময় ছাড়বে।তো আমি তাড়াহুড়া করে গোসল ছাড়ার পরে তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ির উদ্দেশ্যে বের হলাম।আপনারা সবাই একটা কথা মনে রাখবেন যে প্রবাস জীবন এতটা সহজ নয় আমরা তাড়াহুড়া করে বের হলাম কারণ আমাদের এখানে নাম্বারিং করে গাড়িতে লোক উঠানো হয় সেজন্য আমি তাড়াহুড়া করে বের হয়ে প্রথমে গাড়ির কাছে পৌঁছাই।তারপরে আমাদের এখানে টাইম কিপার আছে তিনি আমাদের অনুযায়ী করা শুরু করে।আমার সিরিয়ালটি ছিল ৮ নম্বরে।তো যাই হোক আমি আর আমার বন্ধু একসাথে দুই সিট নিয়ে বসে যাচ্ছি।সত্যি কথা বলতে কি আমরা প্রতি এক মাসে একবার করে শহরে যাই টাকা ছাড়ার উদ্দেশ্যে।এবং আমাদের কিছু কেনাকাটা করার থাকলে আমরা তা এক মাসের বাজার একবারে করে নিয়ে আসি।তো আপনারা ভাবুন আমাদের আনন্দটা কতটা যে আমরা গাড়িতে বসে দুই বন্ধু মিলে এক ফ্রেমে বন্দী হয়ে ছবি উঠেছি।অনেক মজা করতে করতে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হলাম।
It takes one hour and 40 minutes to go from there to our city in Saudi Arabia. The road to our city is about 200 km. After sitting in the car for an hour and 40 minutes, we reached the city. Some of you care about it. This is a shopping mall in the city where I took a picture. This shopping mall is in Jubail, Saudi Arabia. There are a lot of people here during the holidays, especially Bengali brothers come here the most. That's when I took the picture.
আমি সৌদি আরব সেখান থেকে আমাদের শহরে যেতে এক ঘন্টা ৪০ মিনিট সময় লাগে।প্রায় আমাদের শহরের রাস্তা ২০০ কিলোমিটার। আমরা এই এক ঘন্টা ৪০ মিনিট গাড়ির ভেতরে বসে থাকার পরে আমরা শহরে পৌঁছে গেছি আপনাদের মাঝে আমি এটি কেয়ার করেছে এটা হল আমরা যে শহরে শহরে একটি শপিংমলে আমি ছবি তুলেছি।এই শপিং মলটি সৌদি আরবে জুবাইল শহরে।এখানে ছুটির দিনে প্রচুর লোকের জমায়েত হয় বিশেষ করে বাঙালি ভাইয়েরা এখানে সব থেকে বেশি আসে।তো সেই সময় আমি ছবিটি তুলেছি।
You can see that I took a picture standing in front of this shopping mall. I just took these pictures to post on this blurt platform. Now I am standing inside the shopping mall. Two of my friends are actually going to market together in the shopping mall. I am waiting for them when I pick up.
আপনারা দেখছেন যে আমি এই শপিং মলের সামনে দাঁড়িয়ে ছবি উঠেছি।শুধু আমি এই ব্লার্ট প্ল্যাটফর্মে পোস্ট করার জন্য আমি এই ছবিগুলো তুলেছিলাম এবার আমি শপিংমলের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি আমার দু একজন বন্ধু আসলে আমরা শপিংমলে একসাথে বাজার করব। আমি তাদের জন্য অপেক্ষা করে আছি সময় আমি তুলেছি।
After entering the shopping mall with my four friends, everyone was busy with their purchases. I can't pay that's why I'm shopping a bit late. You can see that I'm shopping inside all the goods. This shopping mall is called City Floor. This shopping mall has different locations in Saudi Arabia. Here you will find all kinds of things, just a man and a woman to decorate a house before everything else and food you will find in shopping malls.
আমি আমার চারজন বন্ধুর সাথে করে শপিংমলের ঢোকার পরে সবাই সবার কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলাম আমি কেনাকাটা করার জন্য সেদিকে দেখে বেড়াচ্ছি যে কে কেনা যায় হাঁসের বাজার করব এটা একটা চিন্তা আপনার বিষয় আর সত্যি কথা বলতে কি আমার ভুলটা একটু ভুলও প্রকৃতির এটা চিনতাম না করে যায় সেটা দিতে পারি না যার কারণে আমি একটু লেট করে কেনাকাটা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব মালের ভেতরে কেনাকাটা করছি এই শপিংমল টির নাম সিটি ফ্লোয়ার। এই শপিং মল্টি সৌদি আরবে বিভিন্ন জায়গায় রয়েছে। এখানে আপনি সব ধরনের আপনার জিনিসপত্র পাবেন একমাত্র একটা পুরুষ ও একটা মহিলার যত যাবতীয় আগে একটি ঘর সাজানোর জন্য এবং খাবারদাবারের সবকিছুই শপিংমলে আপনি পাবেন তে চলুন না দেরি না করে আমি আমার কি কি শপিং গুলো করছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব।
First I entered the shopping mall and bought some cosmetics because winter is already here I will do some winter shopping including some winter lotion, dubbing cream, head and shoulder shampoo, olive oil etc. I will have to shop around to see which things I will buy because not all things are available in one place anymore. I started going around buying these things and I took a lot of pictures of what I would buy.
প্রথমে আমি শপিংমলে ঢোকার পরে কসমেটিকের কিছু জিনিসপত্র কেনার সে কারণ অলরেডি শীত চলে এসেছে এখানে আমি শীতের কিছু কেনাকাটা করব তার ভিতরে কিছু শীতের লোশন,ডাব ক্রিম, হেডেনশোল্ডার শ্যাম্পু, গায়ে ব্যবহার করার জন্য জয়তুন তেল ইত্যাদি অনেক কেনাকাটা করব আমি আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরবো আমাকে ঘুরে ঘুরে দেখা লাগবে যে আমি কোন জিনিসগুলো কিনব কারণ সব জিনিসগুলো তো আর এক জায়গায় পাওয়া যায় না। আমি ঘুরে ঘুরে এই জিনিসগুলো কেনা শুরু করেছে এবং যেগুলা কিনব সেখানে আমি অনেক ছবি তুলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি প্লাস্টিকের গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বাজার করছি আর যেগুলো কেনাকাটা করেছি সেগুলো আমি এই প্লাস্টিকের ঝুড়ির ভিতরে রেখে দিয়েছি।
Near the end of my market now we all together in the country we have bengali market where bengalis prepare food we leave for there and go there we think about what we will eat. So after going there we first have cow nihari and some naan roti. the game But I like to eat naan roti with cow nihari so light thin naan roti with cow nihari and all my other friends think to eat it later and like this cow nehari and naan roti very much. We start eating and drinking together, with whom we have to buy everything here. Four people take two liters of water. Together, we have a bill of food here, so our 100 riyals in Saudi Arabia is about 3300 taka in Bangladesh. After finishing the meal we think about eating seven up there are some of us among them they said I will not eat sebenap I can get merinda in Saudi Arabia good quality I will eat it hero we did not eat seven up we bought that merinda then we four people four maroon We have a lot of fun and eat those marinas. In this way we passed about three hours now it is 1 pm. Then we thought that our car will leave around 3:30 pm before we have to have another meal so we started eating black roast beef at two and a half. Many of us but this After eating beef naan bread our stomach is loaded still we can take the parcel no one will cook later but we didn't take the parcel because we will eat it so that we don't have to have dinner again at night. So after roasting and eating the black beef we left for the car from where we left the car it took 20 minutes to reach the car half an hour earlier and we reached the car half an hour earlier.
আমার বাজার করা প্রায় শেষের দিকে এখন আমরা সবাই মিলে দেশে আমাদের এখানে বাঙালি মার্কেট রয়েছে যেখানে বাঙালিরা খাবার তৈরি করে আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে গিয়ে আমরা চিন্তা করি আমরা কি কি খাব।তো সেখানে যাওয়ার পরে আমরা প্রথমে গরুর নিহারি দিয়ে কিছু নান রুটি খেলাম। আমার কিন্তু গরুর নিহারি দিয়ে নান রুটি খেতে অনেক ভালো লাগে তাই হালকা পাতলা করে গরু নিহারি দিয়ে নান রুটির এবং আমার অন্যান্য বন্ধুরা সবাই পরে খাওয়ার চিন্তা-ভাবনা করে এবং খুবই পছন্দের এই গরুর নেহারী ও নান রুটি। আমরা একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করি কার সাথে আমাদের এখানে সবকিছু কিনে খেতে হয় চারজন মানুষ দুই লিটার পানি নেওয়া হয় মিলে আমাদের এখানে খাবারের বেল হয় তাই ১০০ টাকা মতো আমাদের এই সৌদি আরবে ১০০ রিয়াল বাংলাদেশে প্রায় ৩৩০০ টাকা। খাবার-দাবার শেষ করার পরে আমরা সেভেন আপ খাওয়ার চিন্তা ভাবনা করি আমাদের ভেতরে কয়েকজন রয়েছে তারা বলল আমি সেবেনাপ খাবোনা আমি সৌদি আরবে মেরিন্ডা পাওয়া যায় ভালো মানের আমি সেটা খাব নায়ক আমরা সেভেন আপ না খেয়ে আমরা সেই মেরিন্ডা কেনা হয় তারপরে আমরা চারজন লোক চারটা মেরুন টা কিনে আনে আমরা অনেক মজা করে সেই মেরিনাগুলো খাই। এইভাবে আমাদের কেটে গেল প্রায় তিন ঘণ্টা এখন বাজে দুপুর ১টা।তারপরে আমাদের চিন্তাভাবনা হলো যে আমাদের গাড়িতো ছাড়বে বিকেল সাড়ে তিনটার দিকে তার আগে আমাদের আরেকবার খাওয়া দাওয়া করতে হবে তো আমরা আড়াইটি দিকে আরেকবার গরুর মাংসের কালো ভুনা দিয়ে খাবার খাওয়া শুরু করি আমরা অনেকেই কিন্তু এই গরুর নান রুটি খেয়ে আমাদের পেটটা লোড হয়ে আছে তারপরও আমরা পরে রান্নাবান্না কেউ করব না পার্সেল নিয়ে যেতে পারতাম কিন্তু আমরা পার্সেল নেয়নি কারণ আমরা খেয়ে যাব যাতে আমাদের আর রাতে খাবার খাওয়া না লাগে। সেজন্য আমরা গরুর মাংসের কালো ভুনা ও খাওয়ার পরে আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা হই যেখানে গাড়ি রেখে এসেছি সেখান থেকে আমরা এই আসতে ২০ মিনিট টাইম লেগে যায় আধা ঘন্টা আগে গাড়ির কাছে রওনা হয় এবং আমরা গাড়ির কাছে আধা ঘন্টা আগেই পৌঁছে যায়।
We reach the car half an hour early now we wait for the car to go to our destination because it will be almost evening when we go to our room that's why we are sitting half an hour early and we will be picked up in serial serial car again. Then we like this A time passes. We sit in the car. Then the car waits for many leaders and time is given. At three thirty minutes the car will leave from here to go to our camp. So we are waiting for them. We have not got seven to eight people here yet. Many of them are calling but they are not answering the phone. Because of this, the driver of our car is very annoyed. Many didn't come as time because of which he got angry he called our time keeper that I will leave them and come after we all said no you have eight people wait your net then we start at three forty minutes without the car. Many of them were in the doctor's chamber due to which there was so much delay. So today we spent a very nice day in the city. How did you like it? Please comment and I will tell you one thing that we are deprived of many happiness in life but once in a month. When we go to town we all have a lot of fun together. Which can't be expressed in words. Now we left the car for him by the time we reach our room it's almost evening and we are inside the car.Please pray for me. Allah Hafez.
আমরা আধা ঘন্টা আগে গাড়ির কাছে পৌঁছে যায় এবার আমরা আমাদের গন্তব্য স্থলে যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করি কারন আমাদের রুমে যেতে হলে প্রায় সন্ধ্যা হয়ে যাবে যার কারণে আমরা আধা ঘন্টা আগে কাছে এসে বসে আছি এবং আমাদের আবার সিরিয়াল সিরিয়াল গাড়িতে উঠানো হবে।তারপরে আমাদের এভাবে একটা সময় পার হয়ে যায়।আমরা গাড়িতে উঠে বসি। তারপরে অনেক জনা নেতাদের জন্য গাড়ি ওয়েট করে টাইম দেওয়া রয়েছে তিনটা তিরিশ মিনিটে গাড়ি এখান থেকে আমাদের ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দেবে। তো আমরা তাদের জন্য ওয়েট করছি আমাদের এখানে এখনো সাত থেকে আট জন লোক আসতে পারিনি অনেকেই ফোন দিচ্ছি কিন্তু তারা ফোন রিসিভ করছে না।এতে করে আমাদের গাড়ির যে ড্রাইভার সে অনেক বিরক্ত হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার আমাদের সকলকে বলেছে তোমরা টাইম মতো চলে আসবে কিন্তু আমাদের ভেতরে অনেকেই টাইম মতো আসেনি যার কারণে সে রেগে সে আমাদের টাইম কিপারের কাছে ফোন দেয় যে আমি তাদেরকে রেখে চলে আসবো পরে আমরা সকলে বললাম যে না আপনি আটজন লোক আছে আপনার নেট ওয়েট করেন তো আমরা গাড়ি ছাড়া তিনটা চল্লিশ মিনিটে শুরু করি। তাদের এই অনেকজন ছিল ডাক্তারের চেম্বারে যার কারণে এত পরিমাণ লেট হয়েছে।তো আমাদের আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম শহরে গিয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের একটা কথা আমি বলব যে জীবনে অনেকটা সুখ থেকে আমরা বঞ্চিত থাকি কিন্তু প্রত্যেক মাসে একবার করে যখন আমরা শহরে যাই তখন আমরা সকলে মিলে অনেক আনন্দ করি।যা ভাষায় প্রকাশ করা যায় না।এবার আমরা তার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের রুমে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তো আমরা গাড়ি ভিতরে আছি আমাদের এখানে অনেক জার্নি করা লাগবে এখন আর সত্যি কথা বলতে কি আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু মরুভূমি আর মরুভূমি।
আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন করি। আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.