My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Friday , November 29/2024
Assalamu Alaikum how are you all I hope you are all doing well. I am very well with your prayers and the mercy of Almighty Allah. I have appeared among you today with a new question. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started. Every now and then I share new photography with you, but today I will share some photography of your pumpkin field. Today I was going out for photography when I saw a green pumpkin field on the side of the road. After seeing that, I couldn't resist the temptation to do photography, then I entered the field with caution and did photography there around 7-8 o'clock. Through today's post I will share them with you. I hope everyone will be with us from the beginning to the end, inshallah.
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় ও মহান আল্লাহতালার রহমতে অনেক ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে নতুন একটি প্রশ্নে হাজির হয়েছে। ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।মাঝে মধ্যেও আমি আপনাদের মাঝে নিত্য নতুন ফটোগ্রাফি শেয়ার করে থাকি, তবে আজকে আমি আপনাদের কুমড়ো ক্ষেতের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আজকে ফটোগ্রাফি করার জন্য বাইরে বের হচ্ছিলাম তখন রাস্তার পাশে দেখলাম একটা সবুজে ঘেরা কুমড়ো ক্ষেত। তো ওটা দেখেই ফটোগ্রাফি করার জন্য আর লোভ সামলাতে পারলাম না, তারপর সাবধানতা বজায় রেখে মাঠের ভিতরে প্রবেশ করলাম এবং মোটামুটি ৭-৮ টা মত ফটোগ্রাফি ওখানে করেছি। আজকের এই পোস্টের মাধ্যমে আমি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব । আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাল্লাহ।