My favorite is photography and tobacco farming.

in blurt-1787181 •  18 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Saturday , November 30/2024

Assalamu Alaikum how are you all I hope everyone is very well I am very well with your prayers and the mercy of Almighty Allah. I am here today with a new post. Let's get started. At present, it is getting hot again like the scorching sun and also our electricity in Bangladesh only comes and goes sometimes, in fact this issue is not noticed all the time especially during summer time this issue of load shedding is noticed more. But having a small battery and a small solar panel at home is a little relief. No matter how hot it is, I just want to do photography!! So in the afternoons when the heat cools down a bit, I wander around my area looking for some sights that you'll be happy to see. So nothing special today but today I will share with you some flowers and some summer fruits photography. I don't know how the photographs turned out, but I think it's a little different, but maybe many people like it! But anyway let's see what I photocopied today.

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমি আপনার দোয়া ও মহান আল্লাহতালার রহমতে অনেক ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। বর্তমানে যেমন কাঠফাটা রোদ তেমনি আবার প্রক্ষর গরম পড়তেছে এবং সেই সাথে আমাদের বাংলাদেশের বিদ্যুৎ মাঝেমধ্যে শুধু যায় আর আসে, আসলে সব সময়ই এই বিষয়টা লক্ষ্য করা যায় না বিশেষ করে গরমের সময়ই এই লোডশেডিং এর বিষয়টা বেশি লক্ষ্য করা যায়। তবে বাড়িতে একটা ছোট্ট ব্যাটারি এবং ছোট্ট একটা সোলার প্যানেল থাকাই কিছুটা হলেও স্বস্তি মিলেছে। গরম যতই হোক কিন্তু মনটা যেন শুধু ফটোগ্রাফি করতে চাই!! তাই বিকেল বেলায় যখন গরম টা একটু কম পড়ে তখন আমি আমার এলাকার আশপাশে ঘুরে যেই দৃশ্যগুলো আপনাদের দেখালে আপনারা খুশি হবেন এমন কিছু দৃশ্যের খোঁজ করতে থাকি। তো আজকে তেমন একটা বিশেষ কিছু চোখে মিলেনি তবে আজকে আমি আপনাদের মাঝে কিছু ফুল এবং গ্রীষ্মকালীন কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করব। জানিনা ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে আমার কাছে একটু অন্যরকম লাগলেও হয়তোবা অনেকের কাছে এটা ভালো লাগলেও লাগতে পারে ! তবে যাই হোক চলুন দেখে আসি আজকে আমি কি কি ফটোকপি করলাম।

IMG_20201130_152.jpeg

It has nothing more to introduce, it is our favorite paddy field. If you travel to rural areas often, you will notice that this cultivation is often everywhere.

এটার আর নতুন করে পরিচয় দেওয়ার মত কিছুই নেই এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ধানের ক্ষেত। গ্রাম অঞ্চলে যদি আপনারা সচরাচর ভ্রমণ করেন তাহলে এটি অবশ্যই লক্ষ্য করবেন যে প্রায়ই সব জায়গাতেই এই চাষ করা হয়।

IMG_20201130_151.jpeg

In this picture you can see native palm trees. The pulp of these dates is very thick, in fact, this is the first time that dates have grown on the tree after harvesting the juice. So I thought that since the winter is over and the new summer fruit has arrived, a photography of it can be done.

এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন দেশি খেজুর গাছ। এই খেজুর গুলোর আটি টা মোটামুটি অনেক মোটা হয় আসলে খেজুরের রস কাটার পরে এই প্রথমবার গাছে খেজুর এসেছে। তাই ভাবলাম শীতকাল শেষ হয়ে যেহেতু গ্রীষ্মকালের নতুন ফল এসেছে তাই এটার একটা ফটোগ্রাফি করা যায়।

IMG_20201130_1511.jpeg

It is a very prestigious recognized fruit of Bangladesh that is jackfruit. You all know that jackfruit is the national fruit of Bangladesh and it is one of my favorite fruits. It is especially fun to eat with jackfruit seeds and ripe jackfruit bread.

এটা হচ্ছে বাংলাদেশের অতি মর্যাদাশীল স্বীকৃত একটি ফল সেটা হচ্ছে কাঁঠাল। আপনারা সবাই জানেন কাঁঠাল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল আর এটা মোটামুটি আমার ও ফেভারিট একটা ফল ।বিশেষ করে কাঁঠালের এঁচোড় এবং পাকা কাঁঠাল রুটি দিয়ে খেতে সেই মজা লাগে।

IMG_20201130_1500.jpeg

You can see it in Jaba Phul. There are many scientific descriptions of this flower but I am not going into that today, today I am sharing the general description with you. That is, it looks pink in color and has many stamens on it. Jaba flower is a very well-known and beautiful flower of our native nature. It is mainly a tropical flower. Jaba flowers come in different colors, but red jaba flowers are the most well-known. Its five petals and bright color make the nature more charming.
Jaba flowers are not only beautiful to look at, but also have medicinal properties. The use of jaba flowers in Ayurvedic medicine is ancient. It is especially beneficial in hair care. Jaba flower paste or oil prevents hair fall and promotes hair growth. Apart from this, it is also beneficial for the scalp. This flower helps in keeping the heart healthy. Tea made from jaba flowers is helpful in controlling high blood pressure and due to its antioxidant properties, it removes toxins from the body. Jaba flowers are also used for religious purposes. Red jaba flowers have a special importance in the worship of Hindus. It is considered to be a symbol of purity and power of the goddess. Also jaba flowers add beauty to the garden. It is very popular among garden lovers due to its easy growth and year-round flowering. Jaba flower is a wonderful creation of nature, which is a unique combination of beauty, benefits and spirituality in our life.

এটি দেখতে পাচ্ছেন জবা ফুল ‌। এই ফুলটার অনেক সায়েন্টিফিক বর্ণনা রয়েছে তবে আমি ওই দিকে আজকে যাচ্ছি না আজকে আমি সাধারণ বিবরণ টা আপনাদের মাঝে শেয়ার করছি। সেটা হচ্ছে এটি দেখতে গোলাপী রঙ্গের হয়ে থাকে এবং এর গায়ে অনেকগুলো পুং পরাগ ধ্বনি অবস্থান করে।জবা ফুল আমাদের দেশীয় প্রকৃতির এক অতি পরিচিত ও সৌন্দর্যময় ফুল। এটি মূলত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ফুল। জবা ফুলের বিভিন্ন রঙ রয়েছে, তবে লাল জবা ফুল সর্বাধিক পরিচিত। এর পাঁচটি পাপড়ি এবং উজ্জ্বল রঙ প্রকৃতিকে আরও মোহনীয় করে তোলে।
জবা ফুল শুধু দেখতেই সুন্দর নয়, এর রয়েছে নানা ঔষধি গুণ। আয়ুর্বেদিক চিকিৎসায় জবা ফুলের ব্যবহার সুপ্রাচীন। এটি চুলের যত্নে বিশেষভাবে উপকারী। জবা ফুলের পেস্ট বা তেল চুল পড়া রোধ করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া এটি মাথার ত্বকের জন্যও উপকারী।এ ফুল হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। জবা ফুল থেকে তৈরি চা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে।জবা ফুল ধর্মীয় কাজেও ব্যবহৃত হয়। বিশেষত হিন্দু ধর্মাবলম্বীদের পূজা-পার্বণে লাল জবা ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি দেবীর পবিত্রতা ও শক্তির প্রতীক বলে বিবেচিত।এছাড়া জবা ফুল বাগানের শোভা বাড়ায়। সহজেই বেড়ে ওঠা এবং বছরজুড়ে ফুল ফোটার কারণে এটি বাগানপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।জবা ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা আমাদের জীবনে সৌন্দর্য, উপকারিতা এবং আধ্যাত্মিকতার এক অনন্য সংমিশ্রণ।

IMG_20201130_150.jpeg

It is a medicinal flower I don't know the name but as far as I have heard people who are bitten by snakes are fed the roots of this plant and then they get a lot of benefits. Anyway, don't say those words about which you don't have complete knowledge. But I liked the tree.

এটা একটা ওষুধি ফুল নামটা আমার জানা নেই তবে আমি যতদূর শুনেছি সাপে কাটা ব্যক্তিদের এই গাছের শিকড় খাওয়ানো হয় তারপরে তারা অনেক উপকার পাই। যাই হোক যে বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নেই ওই কথাগুলো না বলি । তবে গাছটা আমার কাছে ভালো লেগেছিল।

IMG_20201130_15.jpeg

In this picture you can see that the field has been set on fire. In fact, after cutting the wheat with the machine, the chaff remains in the field, so the farmer does not bother to bring it home and often burns it with fire. However, the matter seemed a bit strange to me because if the heat of the fire is around, many people's crops may be damaged, so I took the photography thinking about this.

আপনার এই ছবিটিতে দেখতে পাচ্ছেন মাঠে আগুন ধরানো হয়েছে। আসলে গম মেশিন দিয়ে কাটার পরে এর যে খর হয় সেগুলো মাঠেই রয়ে যায় তাই কৃষক এগুলো কষ্ট করে বাড়িতে না নিয়ে এসে অনেক সময় এগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে বিষয়টা আমার কাছে একটু কেমন লাগছিল কারণ আশপাশে আগুনের তাপ থাকলে অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এসব ভেবে ফটোগ্রাফিটা করেছিলাম।

IMG_20201130_1533.jpeg

Today I will share with you the experiences that I know about tobacco farming. Tobacco is a very expensive crop. As it is expensive it also requires a lot of labor to cultivate it and at the end of the labor the farmers reap the fruits of their labor. In fact this farming is profitable unless there is an accident. I don't know much about the good side of tobacco but I can see its bad side like tobacco is made into cigarettes which is harmful to people. Anyway, today I am going to share with you the full details of how to grow tobacco from start to finish and make it suitable for sale, but let's come to the main point.I have seen since my childhood that tobacco cultivation is done in our area at a large rate. To cultivate it, the land is first plowed two to three times with machines, then when the soil becomes fine, beds are made with spades and tobacco seedlings are planted on top of it. Now after irrigation with machine water, urea and all fertilizers are applied and then slowly, slowly they grow. Tobacco cultivation usually takes place during summer and the farmer has to spend almost half of the day in this field to look after it and it is very difficult to look after them in the scorching sun. Yet the farmer constantly takes care of it with his sweat and after a certain period when it grows, its leaves are plucked from the tree.

আজকে আমি আপনাদের মাঝে তামাক চাষ নিয়ে আমি যতদূর জানি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে ভাগাভাগি করে নিব। তামাক অনেক ব্যয়বহুল একটা চাষ। এটি যেমন ব্যয়বহুল ঠিক তেমনিভাবে এটি চাষ করতে প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে এবং পরিশ্রম শেষে কৃষকেরা তাদের পরিশ্রমের ফল পাই। আসলে এই চাষ যে করে সেই লাভবান হয় যদি না কোন দুর্ঘটনা ঘটে। তামাকের ভালো দিক কি আমি এটা সম্পর্কে তেমন একটা জানি না তবে এর মোটামুটি খারাপ দিক আমার চোখে পড়ে যেমন তামাক দিয়ে সিগারেট তৈরি হয় যেটা মানুষের জন্য হানিকারক। তবে যাই হোক আজকে এই প্রসঙ্গে না যাই আজকে মূলত কিভাবে তামাক শুরু থেকে শেষ পর্যন্ত চাষ করে বিক্রয়ের জন্য উপযুক্ত করে তোলে সেই বিষয় নিয়ে আজকে আমি এই পোস্টে আপনাদের মাঝে পুরো ডিটেইল শেয়ার করতে যাচ্ছি তবে চলুন মূল বক্তব্যে আসা যাক।আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের এলাকাতে তামাক চাষ ব্যাপক হারে হয়ে থাকে । এটি চাষ করার জন্য প্রথমে জমি দুই থেকে তিনবার মেশিন দিয়ে চাষ করা হয় তারপরে যখন মাটি ঝুরঝরি হয়ে যায় তখন কোদালের মাধ্যমে বেড আকৃতি তৈরি করে এর উপরে তামাকের চারা রোপণ করা হয়। এবার মেশিনের পানি দিয়ে সেচ দেওয়ার পরে এতে ইউরিয়া এবং যাবতীয় সার প্রয়োগ করা হয় তারপরে ধীরে, ধীরে এগুলো বাড়তে থাকে। তামাক চাষ সাধারণত গ্রীষ্মকালে হয়ে থাকে আর এটি দেখাশোনার জন্য প্রায় দিনের অর্ধেকটা সময় কৃষককে এই জমিতে ব্যয় করতে হয় আর এখন যে কাঠফাটা রোদ পড়তেছে এই রোদে এগুলো দেখাশোনা করাটাই অনেক মুশকিল। তবুও কৃষক মাথার ঘাম পায়ে ফেলে প্রতিনিয়তই এটি দেখাশোনা করে যায় এবং একটি নির্দিষ্ট সময় পর এটি যখন বড় হয় তখন এর পাতাগুলো গাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়।

IMG_20201130_153.jpeg

Now after removing the leaves, they are neatly tied with twine to a rod-shaped branch. Now they are allowed to dry outside in the sun for some time. And then it has to make a tobacco house to dry it well. And it takes about five to seven days to build a tobacco house, which is a very long process. After that, many circular pipes are installed inside the house as well. Now a separate pipe is installed in one head for the smoke to come out. In fact, the main reason for doing this is that one will set fire to one end of this pipe and the room will be very warm with the heat of the fire and inside it will be placed the stalks with the tobacco leaves and after a few days the leaves will dry up.

এবার পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে একটি দণ্ডাকৃতির ডালের সাথে এগুলোকে সুন্দর করে সুতা দিয়ে বাঁধা হয়। এবার এগুলোকে কিছুদিন বাইরে রোদে শুকাতে দেওয়া হয়। এবং তারপরে এটা ভালোভাবে শুকানোর জন্য তামাক ঘর তৈরি করার হয় । আর তামাক ঘর তৈরি করার জন্য প্রায় পাঁচ থেকে সাত দিন লেগে যায় এটা অনেক লম্বা একটা প্রসেস। এরপরে ঘরের মধ্যেও গোলাকৃতির অনেকগুলো পাইপ এর ভিতরে লাগিয়ে দেওয়া হয় । এবার ‌এক মাথায় ধোঁয়া বের হওয়ার জন্য আলাদা করে একটা পাইপ লাগানো হয়। আসলে এটি করার মূল কারণ হচ্ছে একজন এই পাইপের এক মাথায় আগুন দিয়ে জ্বাল দিবে এবং সেই আগুনের তাপে‌ ওই ঘরটা অনেক উষ্ণ থাকবে এবং এর ভিতরে তামাকের ওই দণ্ডাকৃতির পাতা লাগানো ডাল গুলো লাগিয়ে দেওয়া হবে এবং এভাবে কিছুদিন একনাগারে জাল দেওয়ার পরে একটি সময় পর পাতাগুলো শুকিয়ে যাবে।

IMG_20201130_1522.jpeg

Now when they are dry they will be ready to sell. In fact, it is not so easy to share things as short as possible on the blog. Doing this requires a lot of effort and also a lot of care because if a leaf inside the house somehow falls on top of the hot pipe then the house can catch fire and the whole effort can be in vain. Then another caveat is that as it rains in summer, it often hails as well. And if these shells fall on the tobacco leaves then they get scratched and if this happens then the tobacco leaves are no longer sold. So after dealing with all these adverse conditions, the farmer can profit by selling his distressed crops. Anyway, I have tried to share these topics of tobacco cultivation with you, I don't know how you like it, you can share your views in the comments.

এবার যখন এগুলো শুকিয়ে যাবে তখন এগুলো বিক্রয় করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আসলে ব্লগে যতটা ছোট করে জিনিসটা শেয়ার করলাম এটা এতটাও সহজ না। এটি করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করার লাগে এবং সেই সাথে অনেক যত্নশীল হতে হয় কারণ ঘরের ভিতরে যদি কোন পাতা কোন মতে যদি ওই গরম পাইপের উপরে দুই একটা পড়ে যায় তাহলে ঘরে আগুন লেগে যেতে পারে এবং পুরো কষ্টটাই বৃথা হয়ে যেতে পারে। তারপরে আরেকটা সতর্কতা হচ্ছে গ্রীষ্মকালে যেমন বৃষ্টি হয় অনেক সময় আবার শিলা বৃষ্টিও হয়ে থাকে। আর এই শিল গুলো যদি তামাক পাতার উপরে পড়ে তখন এগুলো ঝাজড়া হয়ে যায় আর যদি এমনটা হয়ে যায় তাহলে ওই তামাক পাতা আর বিক্রয় হয় না। তো এই সব প্রতিকূল পরিবেশ সামলানোর পরে চাষী তার কষ্টের ফসল বিক্রয় করে লাভবান হতে পারে। তো যাই হোক আমি আপনাদের মাঝে সংক্ষেপে তামাক চাষের এই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করেছি জানিনা আপনাদের কাছে এটি কেমন লেগেছে, আপনাদের মতামত গুলো কমেন্টে জানাতে পারেন।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!