My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Saturday , December 28/2024
Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.
Day, day as time goes by. Busy life is also passing and in this busy life when you meet your loved ones. Then small joys and hopes come alive again. So today I will try to present to you a few moments of photography in the busy life of people. You will like this short post of mine. So stay tuned, let's see today's photographs.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।
দিন ,দিন সময় যেমন চলে যাচ্ছে। তেমনি অতিবাহিত হচ্ছে ব্যস্ত জীবন আর এই ব্যস্ত জীবনে আপনাদের ভালোবাসার মানুষের সঙ্গে যখন পরিচয় হয়। তখন ছোট ছোট আনন্দ এবং আশাগুলো নতুন করে যেন আবার প্রাণ ফিরে পায়। তাই আজকে আমি আপনাদের মাঝে মানুষের ব্যস্ত জীবনের সামান্য কিছু মুহূর্তের ফটোগ্রাফি উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের আমার এই ছোট এই পোস্টটা বেশ ভালো লাগবে। তাই সাথেই থাকুন চলুন দেখে আসি আজকের ফটোগ্রাফি গুলো।
This is the road of the Bamuns in our area. When I was passing through this road, I saw that the road is being repaired, that is, the road is being widened, so the environment around it became very dusty, so I took a photograph.
এটা হচ্ছে আমাদের এলাকার বামুনদের রাস্তা আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম এই রাস্তা ঠিক করার কাজ চলছে অর্থাৎ এই রাস্তা অনেক বড় করা হচ্ছে তাই চারিদিকে পরিবেশটা অনেকটা ধুলোময় হয়ে গেছিল তাই তখন একটা ফটোগ্রাফি করেছি।
Photography of jackfruit on hot day, actually it is very difficult to eat jackfruit on hot day because ripe jackfruit is already hot and growing as it is said to be our national fruit so it must be kept in the photography list. Summer means heat and the best gift of this season is our national fruit, jackfruit. . But as the aroma of ripe jackfruit is enticing, its warmth adds to the feeling of warmth. Although eating jackfruit is difficult for many, its taste and nutritional value make it a staple in the diet. Just as eating jackfruit is a joy on a hot summer day, its photography is a creative challenge. The large, greenish-yellow appearance of the jackfruit and the golden glow of the ripe part are ideal subjects for photographers. Especially in natural light, jackfruit photos become more vivid. For photography, it is most interesting to cut the jackfruit and expose its interior. The intricate texture of each of its cells and the luminosity of the yellow color add a new dimension to the picture. The luscious texture of ripe jackfruits and accompanying pictures of the rural setting bring the taste of summer into the picture. Although the pungent smell of jackfruit and the hassle of peeling it can be uncomfortable at times, its nutritional value and taste make it worth the trouble. So summer day jackal photography is not just a hobby, it is a celebration of summer tradition and beauty.
গরমের দিনে কাঁঠাল এর ফটোগ্রাফি , আসলে গরমের দিনে কাঁঠাল খাওয়াটা খুবই মুশকিল কারণ পাকা কাঁঠাল কিরে এমনিতেই গরম আর বেড়ে যায় আমাদের জাতীয় ফল বলে কথা তাই ফটোগ্রাফির লিস্টে এটা রাখতেই হয়।গ্রীষ্মকাল মানেই গরমে জ্বালা, আর এই ঋতুর সেরা উপহার হল আমাদের জাতীয় ফল, কাঁঠাল। তবে পাকা কাঁঠালের সুবাস যেমন মনোমুগ্ধকর, তেমনি তার উষ্ণতা বাড়িয়ে দেয় গরমের অনুভূতি। যদিও কাঁঠাল খাওয়া অনেকের জন্য কষ্টকর, তবু এর স্বাদ এবং পুষ্টিগুণের কারণে এটি খাদ্যতালিকায় রাখতে হয়।গরমের দিনে কাঁঠাল খাওয়া যেমন আনন্দের, তেমনি এর ফটোগ্রাফি একটি সৃজনশীল চ্যালেঞ্জ। কাঁঠালের বড়, সবুজ-হলুদ রঙের বাহারি চেহারা আর পাকা অংশের সোনালি আভা ফটোগ্রাফারদের জন্য আদর্শ বিষয়বস্তু। বিশেষ করে প্রাকৃতিক আলোয় তোলা কাঁঠালের ছবি যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।ফটোগ্রাফির জন্য, কাঁঠালকে কেটে তার ভিতরের অংশ তুলে ধরা সবচেয়ে আকর্ষণীয়। এর প্রতিটি কোষের জটিল বুনন এবং হলুদ রঙের উজ্জ্বলতা ছবিতে এক নতুন মাত্রা যোগ করে। পাকা কাঁঠালের রসালো টেক্সচার এবং এর সাথে গ্রামীণ পরিবেশের ছবি তোলার মাধ্যমে গ্রীষ্মের স্বাদ যেন ছবিতে ফুটে ওঠে।যদিও কাঁঠালের তীব্র গন্ধ এবং তার খোসা ছাড়ানোর ঝামেলা অনেক সময় অস্বস্তিকর হয়ে উঠতে পারে, তবে এর পুষ্টিগুণ এবং স্বাদ সব কষ্ট ভুলিয়ে দেয়। তাই গরমের দিনে কাঁঠাল ফটোগ্রাফি শুধু একটি শখ নয়, এটি গ্রীষ্মকালীন ঐতিহ্য ও সৌন্দর্যের উদযাপন।
This is the area in front of Kushtia Sono Tower. Every time I go here, I find it crowded. Especially on days when the Shono Tower is open. On that day, the Khan saw a little more traffic and the crowd also increased.
এটি হচ্ছে কুষ্টিয়া সোনো টাওয়ারের সামনের এরিয়া। এখানে আমি যখনই যাই তখনই দেখা যাই ভিড়ে লেগে রয়েছে। বিশেষ করে যেদিন শোনো টাওয়ার খোলা থাকে। সেদিন খানে একটু বেশি মানুষের আনাগোনা দেখা যায় এবং ভিড়টাও বেড়ে যায়।
Busy city so one car after another is always moving. Busy cities mean a life of constant speed, where thousands of people rush to reach their destinations every day. One of the main means of this rush is CNG vehicles. CNG cars are the pulse of life in every corner of the city. CNG cars are not only a means of fast transportation but also an integral part of our daily life. Going to office, going to the market or taking children to school—CNG cars are a popular means of transport everywhere. Despite being stuck in city jams, these small cars are known for their smooth movement. However, the continuous movement of these CNG vehicles has a major impact on the city environment. Despite the increase in smoke and noise pollution, the vehicle is a means of livelihood for many. Therefore, CNG vehicles can be made more efficient and safer through eco-friendly technology and regular maintenance. CNG vehicles are not just a mode of transportation in busy cities; It saves people time as well as being an essential part of daily life in the city.
ব্যস্ত শহর তাই একটি পর একটি গাড়ি সবসময় চলতেই আছে। ব্যস্ত শহর মানেই এক অনবরত গতির জীবন, যেখানে প্রতিদিন হাজারো মানুষ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ছুটে চলেন। এই ছুটোছুটির অন্যতম প্রধান মাধ্যম হলো সিএনজি গাড়ি। শহরের প্রতিটি কোণায় সিএনজি গাড়ি যেন জীবনের স্পন্দন হয়ে চলছে।সিএনজি গাড়ি শুধু দ্রুত পরিবহনের মাধ্যম নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। অফিসে যাওয়া, বাজারে যাওয়া কিংবা স্কুলে বাচ্চাদের পৌঁছে দেওয়া—সবখানেই সিএনজি গাড়ি একটি জনপ্রিয় মাধ্যম। শহরের জ্যামে আটকে থাকা সত্ত্বেও, এই ছোট গাড়িগুলো তাদের মসৃণ চলাচলের জন্য পরিচিত।তবে এই সিএনজি গাড়ির ধারাবাহিক চলাচল শহরের পরিবেশের উপর একটি বড় প্রভাব ফেলে। ধোঁয়া ও শব্দ দূষণ বাড়লেও, অনেকের জীবিকার মাধ্যম এই গাড়ি। তাই পরিবেশবান্ধব প্রযুক্তি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সিএনজি গাড়িগুলোকে আরও কার্যকর ও নিরাপদ করা যেতে পারে।ব্যস্ত শহরে সিএনজি গাড়ি কেবল যাতায়াতের একটি মাধ্যম নয়; এটি মানুষের সময় বাঁচানোর পাশাপাশি শহরের নিত্যদিনের জীবনের অপরিহার্য অংশ।
This is my microcut photography, that day was Saturday me and some of my friends went out for a walk together and took this photography from the side of the road.
এটা হচ্ছে আমার মাইক্রোকট ফটোগ্রাফি, সেদিন দিনটা ছিল শনিবার আমি এবং আমার কিছু ফ্রেন্ড একসঙ্গে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাহিরে বের হয়েছিলাম এবং তখন রাস্তার পাশে থেকে এই ফটোগ্রাফিটা করেছি।
It can be seen by the black-leaved flower tree. I like to look at the krishna chura flowers, like the delicate leaves and the beautiful red flowers which are really heart-warming, so I took this photography because I was very attracted. Its slender leaves and bright red flowers are like a festival of nature. It usually blooms in summer, when its reddish-orange flowers cover the plant. Even in the intense summer sun, this tree brings a sense of coolness in nature. The leaves of this tree are light green and soft, so it is very attractive to look at. The bright colors and attractive structure of the flowers are captivating to anyone. The attraction to Krishna Chura is not only limited to its appearance but also deeply connected with our emotions and feelings. A blacktop standing on the roadside or at the edge of a village evokes our childhood memories. Blacktop is a wonderful subject in photography. The mesmerizing atmosphere created by its clusters of red flowers is a joy to capture on camera. Besides witnessing this unique creation of nature, preserving it through photography is a special experience.So friends, please tell me how you liked my post by commenting. You all stay well and pray for me. May I be able to present some new post to you in a new way in the coming days. May God bless you all.
এটি দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুল গাছ। কৃষ্ণচূড়া ফুল দেখতে আমার কাছে বেশ ভালই লাগে যেমন চিকন চিকন পাতা তেমনি লাল বর্ণের সুন্দর ফুল যা দেখে সত্যি মনটা জুড়িয়ে যায় তাই অনেকটা আকর্ষিত হয়েই এই ফটোগ্রাফিটা করেছিলাম।কৃষ্ণচূড়া গাছ প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, যা আমাদের চারপাশে এক ভিন্ন রঙের ছোঁয়া এনে দেয়। এর চিকন চিকন পাতা আর উজ্জ্বল লাল রঙের ফুল যেন প্রকৃতির এক উৎসব। এটি সাধারণত গ্রীষ্মকালে ফুল ফোটায়, যখন এর লাল-কমলা ফুলগুলো গাছটিকে ঢেকে ফেলে। গ্রীষ্মের তীব্র রোদের মাঝেও এই গাছ প্রকৃতিতে শীতলতার আমেজ এনে দেয়।এই গাছের পাতা হালকা সবুজ এবং নরম হওয়ায় দেখতে খুবই আকর্ষণীয়। ফুলের উজ্জ্বল রঙ এবং আকর্ষণীয় গঠন যে কারো মন কাড়ে। কৃষ্ণচূড়ার প্রতি আকর্ষণ কেবল তার রূপেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের আবেগ এবং অনুভূতির সঙ্গেও গভীরভাবে যুক্ত। রাস্তার ধারে কিংবা গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া আমাদের শৈশবের স্মৃতিকে উসকে দেয়।ফটোগ্রাফিতে কৃষ্ণচূড়া চমৎকার একটি বিষয়। তার লাল ফুলের ছটায় যে মনোমুগ্ধকর আবহ সৃষ্টি হয়, তা ক্যামেরার লেন্সে ধারণ করাই আনন্দের বিষয়। প্রকৃতির এই অনন্য সৃষ্টিকে চোখে দেখার পাশাপাশি ফটোগ্রাফি দিয়ে সংরক্ষণ করাও এক বিশেষ অভিজ্ঞতা।তো বন্ধুরা আমার পোস্টটা আপনাদের মাঝে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনের দিনে আরো নতুন কোন পোস্ট নতুন ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Your post after many days is appreciated by blurt users.
Post has received 1 votes in this week. Reward from comment will be credited to your and support your work!(Don't worry if it didn't get your vote right away. The app regenerates its VP.)
You can check posts ranking on https://blurt.pl/en/promo.php
Help dig up good content from the depths of the Blurt network. Support others by voting for content you find valuable regardless of publication date!.
Are you creating something valuable and selling your services? Or maybe you are looking for something for yourself? Feel free to add your ads to blurt market! Help build the exchange platform on blurt: https://blurt.pl/en/market.php.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.