🇸🇦 After dinner at Nesma Company, fruit and sweets are arranged. 🇸🇦

in blurt-1787181 •  9 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Friday , November 08/2024

IMG_20241026_185139_137.jpg

Assalamu Alaikum how are you all I hope everyone is very well I am also very well with your prayers and the mercy of Almighty Allah. I am here again with a new post today. After dinner at our Nesma company yesterday we had fruits, cakes, high quality semai. etc. There were many other items that served us after dinner. Today I am going to share some things about them with you. Let's start.

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আপনার দোয়ায় ও মহান আল্লাহতালার রহমতে অনেক ভাল আছি।আমি আজ আপনাদের মাঝে আবার নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।গতকাল আমাদের নেসমা কোম্পানিতে রাতে খাবারের পর ফল ফ্রুট, কেক,উন্নত মানের সেমাই ইত্যাদি আরো অনেক কিছু আইটেম ছিল যেগুলো আমাদের রাতে খাবারের পরে দিয়েছে।আজ সেগুলো সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করা যাক।

IMG_20241026_184859_595.jpg

You can see here in our Nesma company in Saudi Arabia, a small sweet meal is organized after dinner. To eat this meal, all the expatriate worker brothers in our Najma company are standing in line by line to eat this meal. I have noticed one thing in other companies. Even after putting the line, many people make ganjam face with food. But there is no such rule in our company, if a brother ganjam indulges in owls, then his salary is cut by 50 riyals, which is why we have many people here. Food is served through discipline. We have Indian, Pakistani, Nepali, Filipino and Bangladeshi brothers in this NESMA company. Compared to others, the quality of our food here is comparatively very good. You can see it will be very nice to see the expatriate brothers standing in line one after another to take food. And those who are serving the food are all people from Nesma Catering. We have three branches of this Nesma company, the first one is Nesma Partner, Nesma United and Nesma Catering. Many of those who are in charge of food service here are Bangladeshi. Among them are Indian Filipinos.

আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সৌদি আরবের নেসমা কোম্পানিতে রাতে খাবারের পরে ছোটখাটো একটি মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করা হয়েছে এই খাবার খাওয়ার জন্য আমাদের নাজমার কোম্পানিতে যত প্রবাসী শ্রমিক ভাইয়েরা রয়েছে তারা সবাই লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে এই খাবার খাওয়ার জন্য অন্যান্য কোম্পানিতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে লাইন লাগানোর পরেও অনেকেই খাবার নিয়ে গ্যাঞ্জাম ফ্যাসাদ করে।কিন্তু আমাদের কোম্পানিতে এমন কোন নিয়ম নাই যদি কোন ভাই গ্যাঞ্জাম পেঁচা দিয়ে লিপ্ত হয় তাহলে তার ৫০ রিয়াল সেলারি কাটিং করা হয় যার কারনে আমাদের এখানে অনেক ডিসিপ্লিন এর মাধ্যমে খাবার দেওয়া হয়।আমাদের এই নেসমা কোম্পানিতে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, ফিলিপিনি ও বাংলাদেশি ভাইয়েরা রয়েছে। অন্যান্য তুলনায় আমাদের এখানে খাবারে মান তুলনামূলক ভাবে অনেক ভালো।আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হবে লাইনে দাঁড়িয়ে প্রবাসী ভাইয়েরা খাবার নেওয়ার জন্য একের পর এক লাইনে দাঁড়িয়ে আছে।আর যারা খাবার সার্ভ করছে তারা সবাই নেসমা ক্যাটারিং এর লোক। আমাদের এই নেসমা কোম্পানির তিনটি শাখা রয়েছে তার মধ্যে প্রথম হলো নেসমা পার্টনার,নেসমা ইউনাইটেড ও নেসমা ক্যাটারিং।আমাদের এখানে যারা খাবার সার্ভের দায়িত্বে রয়েছে এদের মধ্যে অনেকেই বাংলাদেশি।এর মধ্যে ইন্ডিয়ান ফিলিপিনিও রয়েছে।

IMG_20241026_185122_499.jpg

IMG_20241026_185124_232.jpg

Here again you can see the brothers of Nesma Catering are very well prepared to serve the food. To start from the first side, how could I not take pictures, that's why I took some pictures. First of all, I am showing the high quality cakes of Nesma Company in Saudi Arabia. .These cakes are usually eaten by people of Saudi Arabia. You will be happy to know that this cake is of very good quality. Many of us Bengalis love these cakes. The quality is very good. You can see how nicely they cut the cakes with a knife and serve them in plastic bowls. This line brother is searching for line cakes. It is very nice to see that this is why I took this picture and the brother who is from the house of the brother is Filipino. .To tell the truth, not all filipinos are bad, filipino people have a lot of love inside them, they can adopt a person very easily, you have to treat them well and if you don't treat them well at home, they will never be nice to you. Don't use it, keep one thing in mind. We have a saying in Bangladesh that if you don't give love, you get love. If you don't give love, you get love. This saying is eternal truth, so if you love a person from your heart, treat him well. I hope he will be with you someday. Don't misbehave and this Filipino brother is very nice and we spend a lot of fun chatting with them. And when he started giving us work I tried to talk to him but he was busy with work but I didn't talk to him at night. I said that brother line buy You took the line and served the cakes in a bowl. How did you feel? He said something to you, brother Prabhat. The identity of the clan is eternal. This is a true statement of yours. This is true not only in our Bangladesh, but in all parts of the world. So he told me that brother, when I eat food. There was no Ganjam Fasad at that time. The cakes were taken from me in bowls through line by line discipline.

এখানে আবারো আপনারা দেখতে পাচ্ছেন নেসমা ক্যাটারিং এর ভাইয়েরা খাবার সার্ভ করার জন্য অনেক সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে।প্রথমে দিক থেকে শুরু করতে গেলে এখানে কেমন ভাবে ছবি উঠাতে পারিনি যার কারণে কিছু ছবি তুলেছি।তার ভিতরে প্রথমে তুলে ধরছি উন্নত মানের সৌদি আরবে নেসমা কোম্পানির কেক।এই কেকগুলো সচরাচর সৌদি আরবের লোকজন বেশি খায় আপনারা জেনে খুশি হবেন যে এই কেকটি অনেক ভালো মানের কে এক্স যা আমাদের অনেক বাঙালিরা এই কেকগুলো পছন্দ করে এই কেকগুলোর কোয়ালিটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কে কত সুন্দর ভাবে একটি ছুরি দ্বারা পিস করে প্লাস্টিকের বাটিতে করে কেকগুলো সার্ভ করছে।এই লাইন ভাই লাইন কেক গুলো সার্চ করছে দেখতে অনেক সুন্দর লাগছে যার কারণে এই ছবিটা আমি তুলেছি আর যে ভাইটি এই যে ভাইটির বাসা ফিলিপিনি।সত্যি কথা বলতে কি সব ফিলিপি নিজে খারাপ তাও না ফিলিপিনি মানুষগুলোর ভিতরে অনেক ভালোবাসা রয়েছে তারা খুব সহজে একটা মানুষকে আপন করে নিতে পারে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আর বিদেশ বাড়িতে আপনি তাদের সাথে ভালো ব্যবহার না করলে তারা কখনো আপনার সাথে ভালো ব্যবহার করবে না আপনার একটা জিনিস মাথায় রাখবেন আমাদের বাংলাদেশে একটা কথা রয়েছে ভালোবাসা দিলে না ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিলে কি আর ভালোবাসা পাওয়া যায় এই কথাটি চিরন্তন সত্য সেজন্য একটা মানুষকে যদি মন থেকে ভালোবাসেন তার সাথে ভালো ব্যবহার করেন আমি আশা করি সে কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করবে না তেমনি এই ফিলিপিনি ভাইটি অনেক ভালো এদের সাথে আমরা অনেক মজা আড্ডা সময় পার করে থাকি।আর যখন ইনি আমাদেরকে দেওয়ার কাজ শুরু করেছে তার সাথে আমি কথা বলার চেষ্টা করি কিন্তু সে কাজে ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি কিন্তু আমি রাতে তার সাথে কথা বললাম যে ভাই লাইন বাই লাইন নিল আপনি বাটিতে করে কেকগুলো সার্ভ করলেন তা আপনার কেমন লাগলো তোমাকে একটা কথা বলল ভাই ব্যবহার বংশের পরিচয় এই কথাটি চিরন্তন তোর বাস্তব একটা কথা একথাটি শুধু আমাদের বাংলাদেশের নয় বিশ্বের সব জায়গাতে এই কথাটা চিরন্তন সত্য তো সে আমার কে বলল যে ভাই আমি যখন খাবার ছার্ব করি তখন কোন গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়নি।ভালোভাবে লাইন বাই লাইন ডিসিপ্লিন এর মাধ্যমে আমার কাছ থেকে বাটিতে করে কেকগুলো নিয়ে গেছে।

IMG_20241026_185128_325.jpg

He is not a Muslim but still see how much humanity he has in him I will talk about some of our Muslim brothers they can't stand each other they are all busy thinking when to fight each other. Anyway I will tell you some cake talk about how Saudi Arabia is. Special. The tradition of making special cakes in Saudi Arabia is a rich and colorful experience, reflecting the country's culture and hospitality practices. Various types of cakes are prepared in different regions of Saudi Arabia to celebrate special occasions, such as weddings, Eid, birthdays and national days. These cakes are not only delicious, but also exude a kind of artistry in their shapes, designs and colors. In Saudi Arabia, dates, honey, saffron and rose water are commonly used to make cakes, which give the cakes an incomparable taste and aroma. Some cakes are painted with traditional Arabic motifs and designs, which look very attractive. Sometimes the cake is topped with green and white icing in the colors of the country's flag for a touch of Saudi tradition. These cakes are as beautiful to look at as they are very tempting to eat. Special cakes are made during the months of Eid and Ramadan, which are exchanged as gifts between family and friends. During this time, a large cake is prepared, which can be shared by everyone. Cake cutting is a popular custom at weddings and other social events in Saudi, which adds to the festive mood. Special cake photography in Saudi Arabia is a beautiful subject, as the colors, shapes and perfect designs of these cakes come alive in photographs. The image of the Saudi special cake not only evokes beauty but also symbolizes the cultural heritage and hospitality of Saudi Arabia.

সে কিন্তু মুসলিম নয় তারপরও তার ভিতরে কতটা মানবতা রয়েছে দেখেন আমি আমাদেরই মুসলিম কিছু ভাইদের কথা বলব তারা একে অপরকে সহ্য করতে পারে না কখন একে অপরের সাথে লড়াই করবে এটা নিয়ে সবাই ব্যস্ত থাকে।যাইহোক আমি আপনাদের মাঝে কেকের কিছু কথা করব দেখে গুলো সৌদি আরবের কতটা স্পেশাল।সৌদি আরবে স্পেশাল কেক তৈরির ঐতিহ্য একটি সমৃদ্ধ ও রঙিন অভিজ্ঞতা, যা দেশটির সংস্কৃতি ও অতিথি আপ্যায়নের অভ্যাসকে প্রতিফলিত করে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বিশেষ উপলক্ষ, যেমন বিয়ে, ঈদ, জন্মদিন এবং জাতীয় দিবস উদযাপনে নানা ধরনের কেক প্রস্তুত করা হয়। এই কেকগুলো শুধুমাত্র সুস্বাদু নয়, বরং তাদের আকৃতি, ডিজাইন এবং রঙে এক ধরণের শৈল্পিকতা ফুটে ওঠে।সৌদি আরবে সাধারণত খেজুর, মধু, জাফরান এবং গোলাপজল কেক তৈরিতে ব্যবহৃত হয়, যা কেককে দেয় অতুলনীয় স্বাদ ও সৌরভ। কিছু কেকের ওপর ঐতিহ্যবাহী আরবি মোটিফ ও নকশা আঁকা হয়, যা দেখতে খুব আকর্ষণীয়। অনেক সময় কেকের উপরে দেশটির পতাকার রঙে সবুজ ও সাদা আইসিং দিয়ে সৌদি ঐতিহ্যের ছোঁয়া দেওয়া হয়। এসব কেক দেখতে যেমন মনোরম, তেমনই খেতেও বেশ লোভনীয়।ঈদ ও রমজান মাসে বিশেষ ধরনের কেক তৈরি করা হয়, যা পরিবার ও বন্ধুবান্ধবের মধ্যে উপহার হিসেবে আদান-প্রদান করা হয়। এসময় বড় আকারের কেক প্রস্তুত করা হয়, যা সবাই মিলে ভাগ করে খেতে পারে। সৌদিতে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে কেক কাটার একটি জনপ্রিয় রীতি রয়েছে, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।সৌদি আরবে স্পেশাল কেক ফটোগ্রাফি একটি সুন্দর বিষয়বস্তু, কারণ এসব কেকের রং, আকার এবং নিখুঁত ডিজাইন ফটোগ্রাফে জীবন্ত হয়ে ওঠে। সৌদি স্পেশাল কেকের ছবি শুধুমাত্র সৌন্দর্যই ফুটিয়ে তোলে না বরং সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্য এবং অতিথি পরায়ণতার প্রতীক হিসেবে গণ্য হয়।

IMG_20241026_185133_657.jpg

IMG_20241026_185001_663.jpg

IMG_20241026_185137_855.jpg

IMG_20241026_185003_166.jpg

You see how beautifully the Bangladeshi, Indian and Pakistani brothers are standing line by line to take jalapi and fruit food. One thing you should notice here is how beautifully they are taking jalapi and fruit in line by line. When I first came to Saudi Arabia, I didn't like this jalapi because there is not much sweetness in this jalapi. People in Saudi Arabia eat very little sweets. The pink ones are very thin but very smooth. Have you seen the colors of this jalapi jalapi? How beautiful it looks from milk. Here there are many fruits of different grades Fruit Fruit Inside there are many good quality Saudi Arabian fruits I don't know the names of many fruits but here there are many good quality fruits Notable fruit names I am among you Presenting apple, grape, watermelon, papaya, kiwi fruit, pomegranate, kharmuz and sammam fruits, I know the names of the fruits, but the names are unknown to me, but in a very standard way, this fruit is made beautifully with the fruits of about 20 to 25 items.It is very delicious and very tasty to eat. If we who are in different countries can eat the fruits then it will be very nice and you will all be well. I wish you all the best. Allah is Hafez.

আপনারা দেখেন বাংলাদেশি,ইন্ডিয়ান ও পাকিস্তানি ভাইয়েরা কত সুন্দর ভাবে লাইন বাই লাইন জিলাপি ও ফলপুট খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে।এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে কত সুন্দর ভাবে এরা লাইন বাই লাইন জিলাপি আর ফল ফ্রুট নিয়ে যাচ্ছে। আমি প্রথম যখন সৌদি আরবে আসি তখন এই জিলাপি দেখে আমার ভালো লাগদো না কারণ এই জিলাপির ভেতরে তেমন মিষ্টি নেই সৌদি আরবের মানুষের এক মিষ্টি খুব কম খায় গোলাপি গুলো অনেক পাতলা হয়ে থাকে কিন্তু অনেক মচমচা এই জিলাপি জিলাপি কালার গুলো দেখেছেন কত সুন্দর লাগছে দুধ থেকে দেখতে এখানে বিভিন্ন রকম বিভিন্ন পদের অনেক ফল-ফুট রয়েছে ফল ফ্রুট এর ভিতরে অনেক ভালো মানের সৌদি আরবের ফল রয়েছে আমি অনেক ফলের নাম জানিনা কিন্তু এখানে অনেক ভালো ভালো মানের ফল রয়েছে উল্লেখযোগ্য ফলের নাম আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপেল, আঙ্গুর, তরমুজ, পেঁপে, কিউই ফল,ডালিম,খরমুজ ও সাম্মাম ফলগুলোর নাম আমি মোটামুটি জানি নাম আমার অজানা কিন্তু অনেক মানসম্মত ভাবে এখানে প্রায় ২০ থেকে ২৫ আইটেমের ফল দিয়ে সুন্দর করে এই ফল ফ্রুট বানানো হয়েছে।এটা খেতে অনেক সুস্বাদু ও খুবই টেস্টি হয়।আমরা যারা বিভিন্ন দেশগুলোতে আছেন এমন ভাবে ফলগুলো যদি খেতে পারেন তাহলে অনেক ভালো লাগবে আপনারা সবাই ভাল থাকবেন। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!