My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Saturday , November 16/2024
Assalamu alaikum how are you all I hope you are all very well I am also very well with the grace of Almighty Allah in your prayers I am here again today with a new post. Let's start the extreme. Welcome everyone, today I am going to share a new post with you. Hope you stay with me till the end. It's been a while since I came home after finishing my exams, I'm able to relax a bit and enjoy the season and cool environment of our area very well. So after coming I exchanged my mobile with my younger sister because I am facing many problems while creating some accounts on my mobile. In fact, depending on the version of the mobile phone, there are some problems in working. So I went to their house that day and invited and fed me. After a long time, it feels good to be loved like this. And it can be said that having a sister is half of the world because a sister is a piece of heaven. I realized this only when my sister got married. Because if I ever go to her house after marriage.
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আপনার দোয়ায় মহান আল্লাহতালার রহমতে অনেক ভালো আছি আমি আজ আবারও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।চরম শুরু করা যাক। সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে নতুন আরেকটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এইতো কিছুদিন হলো বাড়িতে এসেছি এক্সাম শেষ করার পরে বাড়িতে এসে একটু রিলাক্স করতে পারছি এবং আমাদের এলাকার যে মৌসুম এবং ঠান্ডা পরিবেশ এটা খুব ভালোভাবে উপভোগ করছি। তো আসার পরে আমার ছোট বোনের সঙ্গে আমার মোবাইলটা এক্সচেঞ্জ করে নিলাম কারণ আমার মোবাইলটাতে কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে অনেক রকম প্রবলেমে পড়ে যাচ্ছি। আসলে মোবাইলের ভার্সন অনুযায়ী কিছু, কিছু কাজ করার ক্ষেত্রে বেশ সমস্যাই হয়। তো মোটামুটি সেদিন ওদের বাড়িতে গিয়েছিলাম এবং দাওয়াত করে আমাকে খাওয়ালো। বেশ ভালোভাবেই অনেকদিন পর এমন আদর পেয়ে নিজের কাছে অনেক ভালো লাগছে। আর বলা যায় যে একটা বোন থাকা মানে পৃথিবীর অর্ধেক পেয়ে যাওয়া কারণ বোন হচ্ছে জান্নাতের টুকরো এটা আমি তখনই বুঝতে পেরেছি যখন আমার বোনটার বিয়ে হয়ে গেল। কারণ বিয়ের পরে যদি আমি ওর বাড়িতে কোনদিন যাই।
Then he became very busy with me and couldn't think of what to feed or what to do. So that day I went and fed my favorite foods and spent a good time with them that day. So after a few days I suddenly saw that a waj mahfil has been organized in our area. Basically this mahfil is held once every year especially during this winter. In these two days, mahfils have started in about three or four places, but I have not been able to go because of various tasks. But since there was a mahfil in our area today, I was forced to go there because it happens every year, now if I don't go there, I feel it will be my failure. So I went there in the evening and saw that it was well organized and many people from our area went there to listen to the mahfil. I basically went to eat the new, fresh things that came up. When I went there, the first thing that caught my eye was the variety of drinks.
তাহলে আমাকে নিয়েও খুবই ব্যস্ত হয়ে যায় কি যে খাওয়াবে কি যে করবে সেটা ভেবে কুল পায় না। তো সেদিন গিয়ে আমার পছন্দের খাবারগুলো খাওয়ালো এবং ওদের সঙ্গে বেশ ভালোই সময় কাটিয়েছিলাম সেদিন। তো এভাবে কয়েকদিন পার করার পরে হঠাৎ করে দেখলাম যে আমাদের এলাকায় একটি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। মূলত এই মাহফিলটা প্রত্যেক বছর এই একবার করে হয়ে থাকে বিশেষ করে এই শীতের সময়। এই দুই দিনে প্রায় তিন চার জায়গায় মাহফিল শুরু হয়েছে কিন্তু আমি বিভিন্ন রকম কাজ-কামের জন্য যেতে পারি নাই। তবে যেহেতু আজকে আমাদের এলাকায় মাহফিল ছিল তাই সেখানে যেতে বাধ্য হলাম কারণ বছরে হয়ে থাকে এটি, এখন ওখানে যদি আমি না যাই তাহলে সেটা আমার ব্যর্থতা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। তো ওখানে সন্ধ্যা রাত্রে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম বেশ ভালোভাবেই সাজিয়েছি এবং আমাদের এলাকার অনেক লোক ওখানে মাহফিল শুনতে গিয়েছে। আমি মূলত গিয়েছিলাম নতুন, নতুন জিনিস উঠেছে সেগুলো খাওয়ার জন্য। ওখানে গিয়ে প্রথমে আমার নজর কেড়ে নিল বাহারি রকম পান ।
You may be able to see in the picture how many types of paan are arranged here, actually these colorful paan are also nice to see. I also like to eat. There is another drink which is fire drink which when put in the mouth washes out the mouth. After going to the waj mahfil, I met many people in our area, I met the brother of our platform, Mustafizur, then I talked to him a little and he informed me about everything. It was nice to see the Mahfil after a long time because there are always new things coming up in the Mahfil which are more interesting to buy and see and my favorite food is Jilapi. So I went there and ate Jilapi first. It is very fun to eat hot Jilapi during winter. Well, if you want to know who you like to eat Jilapi, you can comment. So after spending a few hours there, when I couldn't take it anymore, I took one of my friends, Sajeev, and went to have milk tea for 16 taka.
আপনারা হয়তোবা ছবিতে দেখতে পাচ্ছেন যে কত রকমের পান এখানে সাজানো রয়েছে আসলে এই রংবেরঙের পানগুলো দেখতেও যেমন ভালো লাগে। খেতেও ভালো লাগে। আরেকটা পান রয়েছে যেটা হচ্ছে আগুন পান যেটা মুখের ভিতর দিলে মুখ দিয়ে ধোয়া বের হয়। ওয়াজ মাহফিলে যাওয়ার পরে আমাদের এলাকার অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো তো আমাদের প্ল্যাটফর্মের মুস্তাফিজুর ভাইয়ের সঙ্গে পরিচয় হলো তখন ওনার সঙ্গে একটু কথা বললাম এবং সব বিষয়ে উনি আমাকে অবগত করে দিলেন। অনেকদিন পরে মাহফিল দেখতে পেয়ে বেশ ভালই লাগলো কারণ মাহফিল হলে বিভিন্ন রকম নিত্য নতুন জিনিস উঠে যেগুলো ক্রয় করতে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে এবং আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে জিলাপি। তো ওখানে গিয়ে প্রথমে জিলাপি খেয়েছিলাম। শীতের সময় গরম, গরম জিলাপি খেতে বেশ মজা লাগে। আচ্ছা আপনাদের কার ,কার জিলাপি খেতে ভালো লাগে চাইলে কমেন্টে জানাতে পারেন। তো ওখানে কয়েক ঘন্টা এভাবে সময় দেওয়ার পরে যখন আর মন টিকলো না তখন আমার একটা ফ্রেন্ড সজীব ওকে নিয়ে চলে গেলাম ১৬ টাকাতে দুধ চা খেতে।
I don't know why now drinking tea has become an addiction for me. So drinking tea as if a different kind of joy works inside the mind. I took her and went to have tea, sat there and rested for a while, then talked stories and Chawala gave two teas. After having tea, we both wandered around our area very well. In fact, the 16 Tk road was very damaged, but it has been repaired for a few days now. So I am very happy to see it and because of the good road it is very peaceful to visit the place. So day by day this area of ours is getting better and hopefully we will see something better in the future. And since we have a new government in Bangladesh, I hope he will do something good for us. Those days when I used to attend meetings as a child, shivering, shivering and coming shivering, shivering in the winter, I remember well today. Ending the story here today.
কেন জানি না বর্তমানে চা খাওয়াটা আমার একটা নেশা হয়ে গেছে। তো চা খেলে যেন মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করে। ওকে নিয়ে চলে গেলাম যখন চা খেতে তখন ওখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপরে গল্প আলাপ করলাম এবং চাওয়ালা দুটি চা দিল । এরপর চা খাওয়ার পরে দুজন আমাদের এলাকাটা খুব ভালোভাবে একটু ঘোরাঘুরি করলাম আসলে ১৬ টাকার রাস্তাটা অনেক ভাঙ্গাচুর ছিল কিন্তু এই তো কিছুদিন হলো এটা মেরামত করা শুরু করেছে। তো এটা দেখে আমি খুবই আনন্দিত আর রাস্তা ভালো হওয়ার কারণে জায়গাটাতে ঘুরেও অনেক শান্তি। তো দিন, দিন এভাবেই আমাদের এই এলাকা উন্নত হয়ে যাচ্ছে আশা করি ভবিষ্যতে আমরা আরও ভাল কিছু দেখতে পাবো। আর যেহেতু আমাদের বাংলাদেশে একটা নতুন সরকার গঠিত হবে আশা করি তিনি আমাদের জন্য ভালো কিছুই করবেন। ছোটবেলা যখন সভা শুনতে যেতাম তখন শীতের সময় কাঁপতে, কাঁপতে যেতাম এবং কাঁপতে ,কাঁপতে আসতাম সেই দিনগুলো আজকে বেশ মনে পড়ে গিয়েছিল। গল্পটি আজকে এখানেই শেষ করছি।
But I think at the end of this day if we work hard then one day we will definitely be successful but the times of our life are passing these times but we will not find them later. I can't remember at the moment but from someone I heard a precious saying that the most precious thing in the world is time which once passed can never be regained. I agree with this saying because if time really passes then it cannot be found later but if money is lost or wasted it can be found later. But never time. So I think we must value time so I try to go to a little market every evening and eat some street food. That day I went to the market with two elder brothers, one is Maruf and the other is Rabiul. In fact, we are only a few in the hostel and the rest of the hostel members have gone home to spend the Puja holiday. However, our exam is just a few days away, so I stayed here hoping to study for a few days. Because when you go home, you don't study at all, when you go home, all the rules of life are gradually broken. In fact, it's normal because when we go home for a while, if we can't relax a little, how things look. So anyway the three of us went and first played my favorite Jhalmuri. And then Maruf bhai said I love to eat singara so let's all eat singara together.
তবে আমার মনে হয় এই দিনশেষে আমরা যদি পরিশ্রম করে যায় তাহলে একদিন সফল অবশ্যই হব কিন্তু আমাদের যে লাইফের সময় গুলো পার হয়ে যাচ্ছে এই সময়গুলো কিন্তু পরবর্তীতে আমরা আর খুঁজে পাবো না। আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না তবে কার মুখ থেকে আমি একটা দামি কথা শুনেছিলাম সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময় যা একবার যদি পার হয়ে যায় তাহলে কখনোই আর সেই সময় ফিরে পাওয়া যায় না। এই কথাটি সঙ্গে আমি একমত কারণ আসলেই সময় যদি পার হয়ে যায় তাহলে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না তবে যদি টাকা পয়সা হারিয়ে যায় অথবা অযথা খরচ হয়ে যায় তবুও কিন্তু এগুলো পরবর্তীতে ফিরে পাওয়া যায়। তবে সময় কখনোই না।তাই আমার মনে হয় সময় কে আমাদের অবশ্যই মূল্য দেওয়া উচিত তাই আমি প্রত্যেকদিন সন্ধ্যার সময় একটু বাজারের দিকে গিয়ে কিছু স্ট্রিট ফুড খাওয়ার চেষ্টা করি। সেদিন বাজারে গিয়েছিলাম দুইটা বড় ভাইয়ের সঙ্গে একজন হচ্ছে মারুফ এবং অন্যজন হচ্ছে রবিউল। আসলে আমরা হোস্টেলে মাত্র কয়েকজনই আছি আর বাকি যেই হোস্টেলের মেম্বার গুলো রয়েছে তারা বাড়িতে গেছে পুজোর ছুটি কাটাতে। তবে আমাদের আর কিছুদিন পরই এক্সাম তাই এই এই কয়টা দিন একটু পড়বো এই আশায় এখানে রয়ে গেছি। কারণ বাড়িতে গেলে একেবারে পড়াশোনা হয় না, বাড়িতে গেলে জীবনের সব নিয়মই যেন ধীরে ধীরে ভঙ্গ হয়ে যায়। আসলে এটা হওয়ার স্বাভাবিক কারণ আমরা কিছুদিনের জন্য বাড়িতে যাই তখন যদি একটু রিলাক্স থাকতে না পারি তাহলে জিনিসটা কেমন দেখায়। তো যাই হোক আমরা তিনজনে গিয়ে সর্বপ্রথম আমার পছন্দের ঝালমুড়ি খেলাম। এবং তারপরে মারুফ ভাই বলল আমি সিঙ্গারা খেতে অনেক পছন্দ করি চলো আমরা সবাই মিলে সিঙ্গারা খাই।
After that we all went to the singara shop and ordered three singaras after which we were eating with sauce and they gave us some papaya along with our singaras. In fact papaya was never eaten with singara before but maybe it was served instead of salad. In fact, papaya will not be given or why they say that the price of everything has tripled or doubled in the current market. Now if he goes to buy tomatoes then maybe he has to buy tomatoes at the rate of 150 to 200 taka per kg. And if he does business in this way, he will lose more than his profit. So now they are giving them instead of tomatoes. To discuss, this matter came up when I share with you some of my personal experiences about this matter. When I went to the market that day, I was totally shocked because I saw the price of every thing tripled. Especially the prices of raw vegetables have increased. I thought this was the only case here, but I called home and found the same situation.
এরপর আমরা সবাই মিলে সিঙ্গারার দোকানে গিয়ে তিনটা সিঙ্গারা অর্ডার দিলাম তারপরে সস দিয়ে খাচ্ছিলাম সেই সাথে আমাদের সিঙ্গারার সঙ্গে কিছু পেঁপে দিয়েছিল। আসলে সিঙ্গারার সঙ্গে পেঁপে এর আগে কখনো খাওয়া হয়নি তবে এটি হয়তোবা উনি সালাদের পরিবর্তে দিয়েছিলেন। আসলে পেঁপে দিবে নাই বা কেন বলেন তো বর্তমানে বাজারে যে উর্ধ্বগতি সবকিছু দাম যেন তিন ডাবল চার ডাবল হয়ে গেছে। এখন যদি উনি টমেটো কিনতে যান তাহলে হয়তোবা টমেটো দেড়শ থেকে প্রায় 200 টাকা কেজি দরে ওনাকে কিনতে হবে । আর এমন ভাবে যদি ওনি ব্যবসা করে তাহলে উনার লাভের চেয়ে লোকসান হয়ে যাবে। তাই এখন টমেটোর বদলে এগুলো দিচ্ছে। আলোচনা করতে, করতে এ কথাটা উঠে আসলো যখন তাহলে এই কথাটা সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু এক্সপেরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করি। সেদিন বাজারে গিয়ে তো আমি একেবারে চমকে উঠেছি কারণ প্রত্যেকটা জিনিসের দাম দেখছি তিন ডাবল। বিশেষ করে দাম বেড়েছে কাঁচা সবজিগুলোর। আমি ভাবছিলাম শুধুমাত্র এখানেই এমন হয়েছে তবে বাড়িতে ফোন দিয়ে খোঁজ নিয়ে দেখলাম ওদিকে ও সেই একই অবস্থা।
The people here were saying that everything had been destroyed due to the flood, so everything had gone up in price. But we didn't have any more floods on that side but everything was fine yet they increased the price. In fact, a kind of syndicate is being created in the market, which is very important for us to break. Because if the syndicate is not broken then its price will never decrease comparatively. But I am hopeful that by the beginning of winter, maybe with the arrival of new vegetables, everything will return to normal prices. But anyway I try to give myself a little treat every day because at the end of the day I have to look after my own well being. And how long will I live in this world, so I love to live like myself. Anyway, wishing you all good health, this is the end of today. I will come back to you soon with a new post. Until then, stay healthy, God bless you all.
এদিকের মানুষজন বলছিল যে বন্যার কারণে এদের সবকিছু নষ্ট হয়ে গেছে এজন্য সবকিছু দাম বেড়ে গেছে। কিন্তু আমাদের ওদিকে তো আর বন্যা হয়নি ওদিকে কিন্তু সবকিছুই ঠিক ছিল তবুও তারা দাম বাড়িয়ে দিয়েছে। আসলে বর্তমানে বাজারে একপ্রকার সিন্ডিকেট তৈরি হচ্ছে যেটা ভেঙে ফেলা আমাদের খুবই জরুরী। কারণ সিন্ডিকেট যদি না ভাঙ্গা হয় তাহলে কখনোই এটার দাম তুলনামূলক কমবে না। তবে আমি আশাবাদী শীতের শুরুর দিকে হয়তো নতুন নতুন সবজি আসাতে সব কিছু দাম আবার স্বাভাবিক হয়ে যাবে। তবে যাই হোক আমি প্রতি দিনই আমাকে ছোট্ট করে একটু ট্রিট দেওয়ার চেষ্টা করি কারণ দিনশেষে নিজের ভালো থাকার দিকটা নিজেকেই দেখতে হবে। আর দুনিয়াতে কতদিন ই আর বাঁচবো তাই নিজের মত চলতেই ভালোবাসি। যাই হোক আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আবারও খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.