My favorite random photography.

in blurt-1787181 •  8 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Friday , January 10/2025

FunPic_20250110_202243190.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography.

Actually I love photography and I know there are many people like me who love photography. Today, through this post, I will try to capture some of the natural beauty of our rural environment and present it to you. Today, my photographs include some flower photography, spicy pepper plant photography, and a collection of different types of photography. I came to share. I hope you will like these photographs of mine and you all can enjoy the photographs. Anyway, without further ado, let's see today's photographs taken by me.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।
আসলে ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি এবং আমি এটাও জানি যে আমার মত অনেকেই রয়েছেন যারা ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসেন আজকে আমি এই পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে আমাদের গ্রামীন পরিবেশের কিছু প্রাকৃতিক সৌন্দর্য এর ফটোগ্রাফি ক্যাপচার করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব, আজকে আমার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে রয়েছে কিছু ফুলের ফটোগ্রাফি ,মসলা জাতীয় মরিচ গাছের ফটোগ্রাফি সহ নানান ধরনের ফটোগ্রাফির সমাহার নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি আমি আশা করি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা সবাই ফটোগ্রাফি গুলো উপভোগ করতে পারবেন যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার তোলা আজকের ফটোগ্রাফি গুলো।

IMG-20241221-41.367.jpeg

This is Kachi Kumdo, this pumpkin is known as Rice Pumpkin in our area. It looked pretty so I captured this photo to show you. Hope you like it. Kachi Kumdo, known as “Rice Pumpkin” in our area. , a unique natural crop of rural Bengal. Just as the softness associated with its name, there is something to be admired about its beauty. This green pumpkin is not only beautiful to look at but also known as an excellent source of nutrition in our daily life. Rice pumpkin is a readily available vegetable grown mainly in the fields of village farmers. It looks smooth, shiny and light green in color. Its taste is usually enjoyed by cooking with curry, bhaji or fish. Packed with nutrients, this pumpkin provides vitamins, minerals and fiber, which are very beneficial for our body. This young pumpkin, as captured by you, is a perfect example of natural beauty. Your photography not only captures the richness of our rural life, but also reminds us of our rural Bengali heritage and dependence on agriculture. Your efforts increase our love for nature and culture. It is our responsibility to highlight the importance and beauty of such unique crops. Hope this little rice pumpkin inspires others like you.

এটি হচ্ছে কচি কুমড়ো, এই কুমড়ো টি কে আমাদের অঞ্চলে চাল কুমড়ো হিসেবে সবাই আখ্যায়িত করে থাকে এটি দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল ওই জন্য এই ফটোটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে ক্যাপচার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে।কচি কুমড়ো, যা আমাদের অঞ্চলে “চাল কুমড়ো” নামে পরিচিত, গ্রামবাংলার এক অনন্য প্রাকৃতিক ফসল। এর নামের সাথে যেমন স্নিগ্ধতা জড়িয়ে আছে, তেমনি এর সৌন্দর্যেও মুগ্ধ হওয়ার মতো কিছু আছে। সবুজাভ এই কুমড়ো শুধু দেখতে সুন্দরই নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনে পুষ্টির একটি উৎকৃষ্ট উৎস হিসেবেও পরিচিত।চাল কুমড়ো প্রধানত গ্রামের কৃষকদের মাঠে জন্মানো একটি সহজলভ্য সবজি। এটি দেখতে মসৃণ, চকচকে এবং হালকা সবুজ রঙের হয়। সাধারণত তরকারি, ভাজি কিংবা মাছের সঙ্গে রান্না করে এর স্বাদ উপভোগ করা হয়। পুষ্টিগুণে ভরপুর এই কুমড়ো ভিটামিন, খনিজ এবং আঁশ সরবরাহ করে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী।এই কচি কুমড়োটি আপনি যেভাবে ক্যাপচার করেছেন, তা প্রাকৃতিক সৌন্দর্যের একটি নিখুঁত উদাহরণ। আপনার ফটোগ্রাফিটি শুধু আমাদের গ্রামীণ জীবনের সমৃদ্ধির চিত্রই তুলে ধরে না, বরং এটি আমাদের গ্রামবাংলার ঐতিহ্য ও কৃষি নির্ভরতাকেও মনে করিয়ে দেয়। আপনার এই প্রচেষ্টা প্রকৃতি ও সংস্কৃতির প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দেয়।এই ধরনের অনন্য ফসলের গুরুত্ব এবং সৌন্দর্য তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। আশা করি এই কচি চাল কুমড়ো আপনার মতো অন্যদেরও অনুপ্রাণিত করবে।

IMG-20241221-41.366.jpeg

This is the photography of Kalai tree. Due to the fact that fish is cultivated in our area, many places are already lying in the fish pond, so our farmer brothers have used that place and planted kalai trees. Good quality yields are obtained from here. The farming brothers of rural Bengal are making the uncultivated land productive through their creativity. Although fish farming is a major livelihood in our area, many areas around ponds are lying waste. By making use of this unused land, farmers are now cultivating kai tree, which is highly commendable. kai tree is a useful crop. It increases soil fertility and produces protein-rich pulses. The fertile soil along the pond banks and the availability of sufficient water create a suitable environment for tin cultivation. This venture produces good quality produce, which is sold in the local market to generate additional income. Kalai cultivation requires low cost and easy maintenance, making it a profitable venture for small and medium farmers. Besides, its roots provide nitrogen to the soil, which increases soil fertility for future crops. Such initiatives are not only economically helpful but also environmentally friendly. Farmer brothers are making this process successful with their talent and hard work, which is really inspiring.

এটি হচ্ছে কালাই গাছের ফটোগ্রাফি । আমাদের এলাকায় মাছ চাষ করা হয় এজন্য মাছের পুকুরে অনেক জায়গা এমনিতেই পড়ে থাকে তাই আমাদের চাষি ভাইয়েরা ওই জায়গাটিকে কাজে লাগিয়ে কালাই গাছ লাগিয়েছেন। এখান থেকে ভালো মানের ফলন পাওয়া যায়।গ্রামবাংলার চাষি ভাইয়েরা তাদের সৃজনশীলতার মাধ্যমে অপ্রচলিত জমিকে উৎপাদনশীল করে তুলছেন। আমাদের এলাকায় মাছ চাষ একটি প্রধান জীবিকা হলেও পুকুরের আশপাশে অনেক জায়গা অযথা পড়ে থাকে। এই অব্যবহৃত জমিকে কাজে লাগিয়ে কৃষকরা এখন কালাই গাছের চাষ করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।কালাই গাছ একটি উপকারী শস্য। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং প্রোটিনসমৃদ্ধ ডাল উৎপাদন করে। পুকুর পাড়ের উর্বর মাটি এবং পর্যাপ্ত পানির সহজলভ্যতা কালাই চাষের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। এই উদ্যোগ থেকে ভালো মানের ফলন পাওয়া যায়, যা স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয় সম্ভব হচ্ছে।কালাই চাষের জন্য কম খরচ এবং সহজ যত্নের প্রয়োজন হয়, ফলে এটি ছোট ও মাঝারি চাষিদের জন্য একটি লাভজনক উদ্যোগ। পাশাপাশি, এর শেকড় মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে, যা ভবিষ্যৎ ফসলের জন্য মাটির উর্বরতা বাড়ায়।এ ধরনের উদ্যোগ শুধুমাত্র অর্থনৈতিকভাবে সহায়ক নয় বরং পরিবেশবান্ধবও। চাষি ভাইয়েরা তাদের মেধা ও শ্রম দিয়ে এই প্রক্রিয়াকে সফল করছেন, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

IMG-20241221-41.365.jpeg

This is pumpkin flower photography. I like eating pumpkin, especially fried pumpkin. My mom sometimes cooks fried pumpkin. Anyway, I liked seeing the pumpkin flower. Let me know how you like it. Pumpkin flower is a reflection of nature's wonderful creation. Its yellowish hue and tender petals depict a unique picture of rural life. People's attraction to the pumpkin flower is not limited to its beauty; It is inextricably linked with our food culture. In my personal experience, the taste of pumpkin bhaji evokes a unique emotion. Especially my mom's hand-cooked pumpkin bhaji reminds me of the sweet childhood days. As the taste of this food has the touch of rural tradition, it also contains the impression of love and affection of parents. Pumpkin flower is not only a food, but also a symbol of the beauty of nature. When it blooms on creepers, the sight evokes a sense of peace. As magical as this flower looks, artistic beauty is hidden in it. If you have never looked at a pumpkin flower and enjoyed the beauty of nature, then give it a try. Its beauty and the delicious taste of pumpkin bhaji will leave an indelible memory in your heart. Don't forget to let me know how you feel about this pumpkin flower.

এটি হচ্ছে কুমড়ো ফুলের ফটোগ্রাফি। কুমড়ো খেতে আমি অনেক পছন্দ করি বিশেষ করে কুমড়ো ভাজি খেতে আমার অনেক ভালো লাগে আমার আম্মু মাঝেমধ্যে কুমড়ো ভাজি রান্না করে দেয় যাই হোক কুমড়োর ফুলটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই ?কুমড়ো ফুল, প্রকৃতির এক অপূর্ব সৃষ্টির প্রতিচ্ছবি। এর হলুদাভ আভা আর কোমল পাপড়িগুলো যেন গ্রামীণ জীবনের এক অনন্য চিত্র তুলে ধরে। কুমড়ো ফুলের প্রতি মানুষের আকর্ষণ শুধু এর সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের খাদ্যসংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, কুমড়োর ভাজির স্বাদ এক অনন্য আবেগ জাগিয়ে তোলে। বিশেষ করে আমার আম্মুর হাতে রান্না করা কুমড়ো ভাজি আমাকে শৈশবের মধুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। এ খাবারের স্বাদে যেমন থাকে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া, তেমনি এতে মিশে থাকে মা-বাবার স্নেহ আর ভালোবাসার ছাপ।কুমড়ো ফুল শুধু খাদ্য হিসেবেই নয়, প্রকৃতির সৌন্দর্যের এক প্রতীক। যখন এটি লতানো গাছের উপর ফুটে থাকে, তখন সেই দৃশ্য মনে এক শান্তির অনুভূতি জাগায়। এই ফুল দেখতে যেমন মায়াবী, তেমনি এর মধ্যে লুকিয়ে থাকে শৈল্পিক শোভা।আপনারাও যদি কখনো কুমড়ো ফুলের দিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ না করে থাকেন, তাহলে একবার চেষ্টা করুন। এর সৌন্দর্য আর সুস্বাদু কুমড়ো ভাজির স্বাদ আপনার হৃদয়ে অমলিন স্মৃতি গেঁথে দেবে। কুমড়ো ফুলের প্রতি আমার এই অনুভূতি আপনাদের কেমন লাগল, জানাতে ভুলবেন না।

IMG-20241221-41.364.jpeg

It is the flower of Germany. The flowers of Germany are very beautiful to look at, the color is mostly white, but this flower does not have much fragrance, but it looks very nice. They are sometimes seen in water bodies. the

এটা হচ্ছে জার্মানির ফুল। জার্মানির ফুল দেখতে বেশ সুন্দর হয়ে থাকে এটা রংটা অনেকটা সাদা বর্ণের হয়ে থাকে তবে এই ফুলটিতে তেমন একটা সুবাস থাকে না তবে দেখতে বেশ চমৎকার এগুলো জলাশয়ে মাঝেমধ্যে দেখা যায়। ‌

IMG-20241221-41.363.jpeg

I don't know the exact name of this fruit, but when I was a child, we all called this fruit as wild nalim. If any of you know the name of this fruit, please let me know in the comments.

এই ফলটির নাম আমার ঠিক জানা নাই তবে ছোটবেলায় আমরা এই ফলটিকে বুনো নালিম বলে সবাই আখ্যায়িত করতাম ‌‌আপনাদের মধ্যে যদি এই ফলের নাম কেউ জেনে থাকেন আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন ?

IMG-20241221-41.362.jpeg

This is a photograph of a pepper plant. The pepper plant looked very beautiful, so I took a photograph. I hope you all will comment on whether you like the photograph or not.

এটি হচ্ছে মরিচ গাছের ফটোগ্রাফি। মরিচ গাছটি দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিলো ওই জন্য একটা ফটোগ্রাফি করলাম আপনাদের ফটোগ্রাফি টি ভালো লেগেছে কি না খারাপ লেগেছে আশা করি আপনারা সবাই কমেন্টে জানাবেন ।

IMG-20241221-41.361.jpeg

This is a photograph of a lemon tree. We all know that lemons contain Vitamin C and it is very beneficial for our body, lemons looked very beautiful so I shared this photography among you.

এটি হচ্ছে লেবু গাছের ফটোগ্রাফি। আমরা সবাই জানি লেবুতে ভিটামিন সি রয়েছে এবং এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী, লেবুগুলোকে দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল তাই আপনাদের মাঝে এই ফটোগ্রাফি টা শেয়ার করলাম।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord