My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Saturday , December 07/2024
Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I get time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।
This is the protography of watermelon. First I went to the fruit market and the first thing I saw was watermelon. Watermelon is a very favorite fruit of everyone in the hot days of this month of Ramadan. Because watermelon is sweet to eat as well as it contains a lot of water which cools our body so people like this thing the most on hot days. And there are some unscrupulous traders who have used this opportunity and increased the price of watermelon many times, 😒. I told a watermelon seller what is the price uncle, he said that the price of watermelon is being sold at the rate of 65 taka per kg, so usually a watermelon weighs 4 to 5 kg, then it will cost about 250-300 taka to buy a watermelon. It may seem less to many, but if we think about a day laborer, then his daily income is 400-500 taka, if he buys a watermelon for 300 taka, then how will he do his market with the remaining money?
এটা তরমুজের প্রটোগ্রাফি। প্রথমেই গেলাম ফলের বাজারে এবং প্রথমেই সামনে পড়ল তরমুজ। এই রমজান মাসে গরমের দিনে তরমুজ সবার অনেক প্রিয় একটি ফল। কারণ তরমুজ খেতে যেমন মিষ্টি তেমনি এতে প্রচুর পরিমাণে পানি থাকে যা আমাদের শরীরকে ঠান্ডা করে তোলে তাই গরমের দিনে এই জিনিসটা মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে । আর কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তরমুজের দাম অনেক গুন আকারে বাড়িয়ে দিয়েছে, 😒 । আমি এক তরমুজ বিক্রেতাকে বললাম আঙ্কেল দাম কত তো উনি বলল যে তরমুজের দাম ৬৫ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে , তো সাধারণত একটি তরমুজের ওজন চার থেকে পাঁচ কেজি হয়ে থাকে তাহলে একটা তরমুজ কিনতে গেলে মোটামুটি ২৫০-৩০০ টাকা খরচ হবে। অনেকের কাছে এটা কম মনে হতে পারে তবে একটা দিনমজুরের কথা যদি চিন্তা করা যায় তাহলে তার দৈনিক ইনকাম ৪০০-৫০০ টাকা সেখানে ৩০০ টাকা দিয়ে একটা তরমুজ খেলে তাহলে সে বাকি টাকা দিয়ে কিভাবে তার বাজার করবে?
In fact, there are many people who buy tormuz at kg rate and sell it like this, but they make a limited profit here, but I think it is becoming oppressive for many people to buy it. I think govt should take some action against it.However after wandering around here for a while the vegetable market fell in front. I went to the vegetable market and looked around the vegetable market and saw that the vegetables were growing fairly well and some, I asked some of the vendors about the bargain. The prices were fairly normal then, so I mean most people would feel comfortable buying them at this price. The price of lemon inside it was a little high, moreover, the price of sim banana or other vegetables that are there was normal. For the past few days, I have seen the value of Bangladeshi taka increasing little by little. I hope that in the future, when the value of our country's money will increase, the price of goods will come down a lot, inshallah.
আসলে এর ভিতরেই অনেকে রয়েছে যারা কেজি দরে তোরমুজ ক্রয় করে আবার এভাবেই বিক্রি করছে তারা এখানে সীমিত লাভ করলেও আমার মনে হয় অনেকের জন্য এটা ক্রয় করা জুলুম হয়ে যাচ্ছে। আমার মনে হয় সরকারের এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। যাইহোক এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সামনেই পড়লো সবজির বাজার। সবজির বাজারে গিয়ে সবজির বাজারটা ঘুরে দেখলাম মোটামুটি ভালই সবজি উঠেছে এবং কিছু , কিছু বিক্রেতার কাছ থেকে জিজ্ঞেস করলাম দরদাম সম্পর্কে তখন মোটামুটি স্বাভাবিক দাম ছিল সুতরাং আমি বোঝাতে চাচ্ছি যে বেশিরভাগ মানুষই এই দামে এগুলো ক্রয় করতে স্বাচ্ছন্দ বোধ করবে। এর ভিতরে লেবুর দাম টা একটু বেশি ছিল তাছাড়া মোটামুটি সিম কলা অথবা অন্য যে সবজিগুলো রয়েছে এগুলোর দাম স্বাভাবিক ছিল। গত কিছুদিন হলো বাংলাদেশের টাকার মান দেখতেছি একটু, একটু করে বাড়তেছে। আশা করি ভবিষ্যতে আমাদের দেশের টাকার মান যখন বাড়বে তখন দ্রব্যাদির মূল্য অনেকটাই কমে আসবে ইনশাল্লাহ।
Today I mainly went to Belkuchi market and I also had a little plan to roam around the raw market for which I am sharing these things with you today. After wandering around for a long time, I took a photo of radish and gourd vines. In our area, you don't have to buy gourd plants, you can ask and eat from someone's gourd plant. But meanwhile, I saw that they are sold again and I was surprised to see that banana mocha is also sold here hahaha, we throw them away. Anyway, today I am sharing my complete personal opinion with you.
আজকে আমি মূলত বেলকুচি বাজারে গিয়েছিলাম এবং কাঁচা বাজারে একটু ঘোরাঘুরি করারও আমার একটু প্ল্যান ছিল যার জন্য এই বিষয়গুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে মুলা এবং লাউয়ের লতির একটা ছবি উঠালাম । আমাদের এলাকাতে লাউয়ের লতি এগুলো ক্রয় করা লাগে না যার খুশি কারো লাউয়ের গাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে এমনিতেই খেতে পারে। তবে এদিকে দেখলাম এগুলো আবার বিক্রি হয় আবার আশ্চর্য হয়েছে এটা দেখেও কলার মোচাও এখানে বিক্রি হয় হহাহাহা, এগুলো আমাদের ওদিকে আমরা এমনিতেই ফেলে দিয়ে থাকি। যাই হোক আজকে আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে শেয়ার করলাম ।
I didn't have much idea about cotton cultivation from childhood but in our area there are big, big pakur trees which many people call as pakra trees, they are cut a lot and after a time the flowers of these pakra trees produce fruit and from that fruit cotton is produced. Maybe I thought this is how cotton is cultivated but the reality is completely different because there are many farmers who sow it in their own land and these are the real cotton. Today I went to Akashad's house a little. It's been a long time since I've seen him for the purpose of meeting so I thought I'd come and see him. My main purpose was to meet him and collect some posts for Steemit so that I can share them with you later. So anyway, as we said, he and I went together to collect the post. Then I wandered around and saw that cotton was grown on the side of the road Cultivated.
ছোটবেলা থেকে তুলা চাষ সম্পর্কে তেমন একটা আনুমানিক ধারণা ছিল না তবে আমাদের এলাকাতে বড়, বড় পাকুর গাছ রয়েছে যেগুলো অনেকে পাকরা গাছ বলে আখ্যায়িত করে থাকে এগুলোতে অনেক কাটা হয়ে থাকে এবং একটি সময় পর এই পাকড় গাছের ফুল থেকে ফল হয় এবং সেই ফল থেকে তুলা উৎপন্ন হয় আমি ভাবতাম এইভাবেই হয়তোবা তুলা চাষ করা হয় কিন্তু বাস্তবতাটা পুরোটাই ভিন্ন কারণ অনেক চাষী রয়েছেন এগুলো নিজ জমিতে বপন করে চাষ করে থাকে আর এগুলোই হচ্ছে আসল তুলা।আজকে আকাশদের বাড়িতে গিয়েছিলাম একটু দেখা করার উদ্দেশ্যে অনেকদিন হলো ওর সাথে দেখা করা হয় না তাই ভাবলাম একটু দেখা করে আসি আমার মূল উদ্দেশ্য ছিল ওর সঙ্গে দেখা করা এবং স্টিমিট এর জন্য কিছু পোস্ট কালেকশন করা যাতে আমি পরবর্তীতে এগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো যাই হোক যেমন কথা তেমন কাজ আমি আর ও মিলে চলে গেলাম পোস্ট সংগ্রহের কাজে 🥰 তারপরে ঘুরতে ঘুরতে পথের পাশেই দেখলাম যে তুলা চাষ করা হয়েছে তো আমি এ সম্পর্কে তেমন একটা বুঝি না তাই আকাশকে বললাম এই ফসল সম্পর্কে আমার একটু টুকিটাকি ধারণা দেওয়ার জন্য কিভাবে এটা চাষ করা হয়।
After finishing the conversation, I and he entered the cotton fields and collected some photographs from there, which if shared among you, you can get an idea of how the cultivated crops are and how they are planted. These plants are usually small and have yellow flowers. After a time these trees bear fruit and cotton is produced from there. The cotton plants look good from afar but when they are plucked from the fruit they look very strange. Small, small plants hold many flowers and after a certain period the fruit comes back and when they are plucked the cotton looks like a flower. It looks like because the white, white round, round cotton when it is small on this tree is as beautiful as it is very strange. Anyway, a new experience in my life. We like to know and experience these things of cotton cultivation. So I thought to share this experience with you. You can comment how you like it. I will come back to you soon with a new post. Until then, everyone, stay healthy. Stay well.
তারপরে কথাবার্তা শেষ করে আমি আমি আর ও মিলে তুলা চাষের ক্ষেতে ঢুকে গেলাম এবং ওখান থেকে কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছি যে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলে আপনারা ধারণা নিতে পারবেন তোলা চাষ গুলো কেমন হয় এবং কিভাবে এগুলো রোপন করা হয়। এই গাছগুলো মূলত ছোট ছোট হয়ে থাকে এবং হলুদ রঙের ফুল হয়ে থাকে। একটি সময় পর এই গাছগুলোতে ফল হয় এবং সেখান থেকেই তুলা উৎপাদন হয়। তুলা গাছগুলো দূর থেকে দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু এগুলো ফল থেকে যখন তুলা হয় তখন এগুলো দেখতে অনেক অদ্ভুত লাগে।ছোট, ছোট গাছে অনেকগুলো ফুল ধরে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পর এখানে আবার ফল আসে এবং যখন সেখান থেকে তুলা হয় তখন তুলাগুলোকে দেখতে অনেকটা ফুলের মত লাগে কারণ সাদা ,সাদা বর্ণের গোল, গোল তুলা এই গাছে যখন ছোট থাকে তখন যেমন চমৎকার তেমনি অনেকটা আবার অদ্ভুত রকম লাগে । যাই হোক আমার জীবনে একটি নতুন অভিজ্ঞতা তুলা চাষের এই বিষয়গুলো জানতে পেরে এবং অভিজ্ঞতা পেয়ে আমাদের ভালো লেগেছে তাই ভাবলাম এই অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করি আপনারা কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে আবার খুব শীঘ্রই নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.