My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Tuesday , December 10/2024
Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I get time, I go to the field or a park to do photography. Sometimes if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.
I love to do photography because photography gives me a different way to blend into nature and feel the closeness of nature. Before this I used to like doing photography but lately it seems that photography has become an addiction so today I woke up in the morning and took the bike and went out for photography. The weather in the morning was very cold, very windy and it was blowing, anyway, I was doing photography alone, then suddenly I realized that after one kilometer, my friend Rakesh's house, if I take photography together with my friend, then my experience might be different. I reached my friend's house within 5 minutes, then Rakesh's father said to me that he is in the front alley. Then I went there and discussed with my friend and said that today I want to travel to all the places where good photography can be done here. After talking about everything, two friends left for the purpose of photography.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।
ফটোগ্রাফি করতে আমি বেশ ভালোবাসি কারণ ফটোগ্রাফি করলে প্রকৃতির মধ্যে যেন অন্যরকম ভাবে মিশে যাওয়া যায় এবং প্রকৃতির যে সান্নিধ্য রয়েছে তা নিজে উপলব্ধি করা যায়। এর পূর্বে ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগতো তবে ইদানিং মনে হচ্ছে ফটোগ্রাফি করাটা একটা নেশা হয়ে গেছে তাই তো আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে বের হয়ে গেলাম ফটোগ্রাফি করার উদ্দেশ্যে। সকালের আবহাওয়াটা প্রচুর ঠান্ডা ছিল বেশ বাতাস ও বয়ছিল তো যাই হোক একা, একা ফটোগ্রাফি করছিলাম তারপরে হঠাৎ মাথায় খেয়াল আসলো এইতো এক কিলোমিটার পরই আমার বন্ধুর রাকেশের বাড়ি বন্ধুকে সাথে নিয়ে একসাথে ফটোগ্রাফি করি তাহলে আমার এক্সপেরিয়েন্সটা হয়তোবা অন্যরকম হতে পারে। যেমন কথা তেমন কাজ ৫ মিনিটের মধ্যেই বন্ধুর বাড়িতে পৌঁছে গেলাম তারপরে রাকেশ বলে হাক দিতেই রাকেশের আব্বু আমাকে বললেন বাবু সামনের গলিটাতে ও আছে তুমি একটুখানি খোঁজ করে দেখো । তারপরে আমি ওখানে গিয়ে বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করে বললাম যে বন্ধু তোমাদের এখানে যেখানে ভালো ভালো ফটোগ্রাফি করা যাই সেই সব জায়গাতে আজকে ভ্রমণ করতে চাই। তারপরে সবকিছু কথা বলে চলে গেলাম দুই বন্ধু ফটোগ্রাফি করার উদ্দেশ্যে।
This is the fresh mustard flower in the morning which makes you feel alive when you go there, but it was quite cold in the morning, so when the mist was falling on the body, it was a little bit cold. Anyway, I am very happy to finally have the photography done.
এটি হচ্ছে সকাল বেলার টাটকা সরিষা ফুল যা ওখানে গিয়ে দেখলেই প্রাণটা যেন জুড়িয়ে আসে কিন্তু সকালবেলায় বেশ ঠান্ডা পড়েছিল তাই যখন গায়ে কুয়াশা বারবার লেগে যাচ্ছিল তখন ঠান্ডাটা একটু বেশিই লাগছিল । তো যাই হোক অবশেষে ফটোগ্রাফিটা করেছি এটাই ভেবেই বেশ আনন্দ পাচ্ছি।
This photography was done by my friend. It was fun taking a photo of a dewy mustard flower then my friend said give me one and I'll see how it goes then I handed the phone to him and took this photo. My friend is pretty good at photography.
এই ফটোগ্রাফি টা আমার বন্ধু করেছে। শিশির ভেজা সরিষা ফুলের ছবি উঠাতে বেশ মজাই লাগছিল তারপরে বন্ধু বলল আমার কাছে একটা দাও আমি উঠিয়ে দেখি কেমন হয় তারপরে ফোনটা ওর কাছে দিয়েছিলাম এই ছবিটা ও উঠিয়েছিল। আমার বন্ধুটা মোটামুটি ভালই ফটোগ্রাফি করতে পারে।
This is the photography of Kacha Jhal, at first I was doing photography around the road but my friend said let's go inside the field there is a vegetable field from there you can do some photography from there if you want then I went to the middle of the field then I did the photography of Jhal tree from there .
এটা হচ্ছে কাচা ঝালের ফটোগ্রাফি, প্রথম অবস্থায় আমি রাস্তার আশেপাশে ফটোগ্রাফি করছিলাম কিন্তু আমার বন্ধু বলল চলো একটু মাঠের ভিতরে যাই ওখানে সবজির মাঠ রয়েছে ওখান থেকে তুমি তুমি চাইলে কিছু ফটোগ্রাফি করতে পারো তো তারপরে বন্ধুর কথায় চলে গেলাম মাঠের মাঝখানে তারপরে ঝাল গাছের ফটোগ্রাফি ওখান থেকে করেছি।
I saw this scene from a distance where the machine was being applied to the mustard field, so I thought I could take a picture. I don't know how the pictures turned out, hope you share your valuable opinions in the comment section.
সরিষা ক্ষেতের পাশে মেশিন দিয়ে শেস দেয়া হচ্ছিল এই দৃশ্যটা দূর থেকে দেখে আমার চোখে ধরেছিল তাই ভাবলাম একটা ছবি উঠানো যায়। জানিনা ছবিগুলো কেমন হয়েছে আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত গুলো কমেন্ট সেকশনে জানাবেন।
Friend said Idi calli looks very nice guys take a picture of it then rakesh friend was holding it and then I took a photograph of it with my phone it was looking very nice with fog coating on it.
বন্ধু বললো আইড়ির কলি গুলো দেখতে বেশ সুন্দর লাগছে বন্ধুরা এটার একটা ছবি উঠাও তো তারপরে রাকেশ বন্ধু ওটা ধরে রাখছিল এবং তারপরে আমি আমার ফোন দিয়ে ওঠার ফটোগ্রাফি করলাম এটার উপরে কুয়াশার প্রলেপ থাকায় দেখতে তখন অনেক সুন্দর লাগছিল।
These fringes look very long as Rakesh was holding it on the other hand I took the photograph with my mobile I don't know how successful our efforts are then we are blessed if you like it. Thanks to my friend Rakesh for helping me during the photography.
এই ঝাল গুলো দেখতে অনেক লম্বা একইভাবে রাকেশ এটাকে ধরে রাখছিল অন্যদিকে আমি আমার মোবাইলটা দিয়ে ফটোগ্রাফি করেছি জানিনা আমাদের দুজনের পরিশ্রম কতটুকু সফল হয়েছে আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমরা ধন্য ।ধন্যবাদ আমার বন্ধু রাকেশকে ফটোগ্রাফি করার সময় আমাকে হেল্প করার জন্য.
Today I had some work at home for which it was not possible to go in the afternoon so in the middle of this evening me and bhaiya both pressed my bike to bamundi and then reached bamanandi bazar within 20 to 25 minutes then bhaiya gave a call to our ramon bhai wanted to meet him I will but maybe he was busy for which he could not receive the call so we did not meet again.
Anyway, my brother is shopping from this side, I went around the market a bit, looked around, then at one point, after finishing all the shopping, we went to the pitha walla to eat pitha. My brother went to pitha walla and ordered pitha, here the fun of eating pitha is different because on one side they are making hot pitha and on the other side we are sitting on the chair and eating it. The fun of eating hot pitha is different in winter. So I eat a little less sweet food for which I want to eat some pita food and then have some Jhal food then I saw hot eggs being sold next door then I said to the egg seller uncle give me a half boiled egg and see how it tastes. So the egg is not so semi-boiled. Anyway, uncle cut the egg in half and sprinkled masala on it and gave it to eat. It was very good to eat the hot egg. Today, as I wore only a full-sleeved T-shirt for which it was too cold while riding the bike. seemed
আজ আমার বাসায় একটু কাজ ছিল যার জন্য বিকেলে যাওয়াটা সম্ভব হয়নি তাই এই সন্ধ্যার মাঝামাঝি অবস্থায় আমি এবং ভাইয়া দুজনে আমার বাইক এ চেপে চলে গেলাম বামুন্দিতে তারপর ২০থেকে ২৫ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বামনন্দি বাজারে তারপরে ভাইয়া আমাদের রেমন ভাইকে একটা কল দিছিলো ইচ্ছা ছিল তার সঙ্গে দেখা করব তবে হয়তোবা উনি ব্যস্ত ছিলেন যার জন্য কলটা রিসিভ করতে পারেননি তাই আর দেখা করা হলো না।
যাই হোক এদিক থেকে ভাইয়া কেনাকাটা করছে অন্য দিক থেকে আমি একটু বাজারটা ঘুরে ,ঘুরে দেখছিলাম তারপরে একপর্যায়ে সব কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম পিঠা খাওয়ার উদ্দেশ্যে পিঠা ওয়ালার কাছে। পিঠা ওয়ালার কাছে গিয়ে ভাইয়া পিঠা অর্ডার করলেন তো এখানে পিঠা খাবার মজাটাই অন্যরকম কারণ এক দিক থেকে গরম গরম পিঠা তৈরি করছেন এবং অন্য দিক থেকে আমরা সেগুলো চেয়ারে বসে ,বসে খাচ্ছি শীতের সময় গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। তো আমি একটু মিষ্টি খাবার কম খাই যার জন্য আমি কয়েকটা পিঠা খাবার পরে একটু ঝাল জাতীয় খাবার খেতে ইচ্ছা হল তারপরে পাশে দেখলাম গরম ডিম বিক্রি করছে তারপরে আমি ডিম ওয়ালাকে বললাম আঙ্কেল আমাকে আধা সিদ্ধ করা একটা ডিম দেন খেয়ে দেখি কেমন লাগে। তো ডিমটা তেমন একটা আধা সিদ্ধ নয় যাই হোক ডিমটা আঙ্কেল দু'ভাগ করে ওর উপরে মসলা ছিটিয়ে দিয়ে খাওয়ার জন্য দিয়ে দিলেন গরম গরম ডিম খেতে বেশ ভালই লাগলো।আজ যেহেতু আমি শুধুমাত্র একটা ফুলহাতা টি শার্ট গায়ে দিয়ে গিয়েছিলাম যার জন্য বাইক চালানোর সময় খুব ঠান্ডা লাগছিল।
Then Arif Bhaiyya said I wonder if he likes to eat braa so he will take braa. So he said 50 taka for us and 50 taka for Bhabhi. I said brother I don't like to eat bara because after taking it it causes a lot of problems in ACDT and it irritates inside stomach and inside throat for which I said it would be better if you take singara for us and take onion bara for bhabhi. Then brother said ok let it be. Bhaiya took braa for bhabhi and singara for me and us. Now after about 20 minutes while coming near our house there is a road where a nice sitting place is made and beside it there is a tuboil for drinking water so brother said let's sit here and eat singara and beside there is a tuboil and after eating we can drink water from here. So then we both played to talk and just reached home. Friends, you must tell me by comment. Please pray for me so that I can share good posts with you in the coming days. May Allah Hafez wish you all the best.
তারপরে আরিফ ভাইয়া বলল ভাবি নাকি বড়া খেতে খুব পছন্দ করে তো তাই উনি বড়া নিবেন। তো উনি বললেন আমাদের জন্য ৫০ টাকা নেয় এবং ভাবীর জন্য ৫০ টাকা নেয়। আমি বললাম ভাইয়া বড়া খেতে আমার তেমন একটা ভালো লাগে না কারণ এটি খেলে পরবর্তীতে এসিডিটিতে অনেক সমস্যা করে পেটের ভিতরে এবং গলার ভিতরে জ্বালা করে যার জন্য বললাম একটা কাজ করেন আমাদের জন্য সিঙ্গারা নেন এবং ভাবির জন্য পিয়াজ বড়া নেন এটাই ভালো হবে। তো তারপরে ভাইয়া বলল ঠিক আছে এটাই হোক। ভাবীর জন্য ভাইয়া বড়া নিলেন এবং আমার এবং আমাদের জন্য সিঙ্গারা নিলেন। এবার প্রায় ২০ মিনিট পর আমাদের বাসার কাছাকাছি আসার সময় একটা রাস্তা রয়েছে যেখানে একটা সুন্দর বসার জায়গা তৈরি করা রয়েছে এবং পাশে রয়েছে পানি খাওয়ার টিবঅয়েল তো ভাইয়া বলল যে এখানে বসে সিংগারা খাওয়া যাক এবং পাশে তো টিউবয়েল রয়েছে খাওয়ার শেষে এখান থেকে পানি পান করা যাবে। তো তারপরে দুজনে গল্প করতে করতে গুলো খেলাম এবং এইমাত্র বাড়িতে পৌঁছলাম।বন্ধুরা কেমন লাগলো আপনার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন সামনের দিনগুলো ভালো পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.