My favourite random photography.

in blurt-1787181 •  23 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Monday, January 13/2025

FunPic_20250113_201133938.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography.

Tell me who does not like photography? In fact, photography gives a different kind of peace inside the mind and the mind and soul are filled with the realization of nature. Now that winter has arrived, I have seen many winter vegetable curries being prepared around. Actually I'm also thinking of making some vegetables this winter as our fish pond has a lot of space left over and I don't think it would be bad to have a curry in a small area. Anyway, I'll share that story with you one day, today I'll be photographing the scenery around our area. Sharing with you, I hope you will like the photographs. Also, if you want, you can share the scenes around you with us in the form of posts by capturing the camera and photography, then we can also take entertainment from there.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।

ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে বলুন ? আসলে ফটোগ্রাফি করলে মনের ভিতরে অন্যরকম একটা শান্তি অনুভব যায় এবং প্রকৃতিকে উপলব্ধি করতে পেরে যেন মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। এখন যেহেতু শীতকাল চলে এসেছে তাই আশেপাশে দেখলাম শীতকালীন অনেক সবজি-তরকারি তৈরি করা হচ্ছে। আসলে আমিও ভাবতেছি আমিও কিছু সবজি এই শীতে তৈরি করব কেননা আমাদের মাছের পুকুরের ভেরীতে অনেক জায়গায় থাকা পড়ে আছে এবং সেখানে ছোট একটি জায়গায়ই তরকারি করলে আমার মনে হয় মন্দ হবে না যাইহোক সেই গল্প একদিন আপনাদের সাথে শেয়ার করব, আজকে আমি আমাদের এলাকার আশেপাশের দৃশ্যগুলো ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। সেই সাথে আপনারাও চাইলে আপনাদের আশেপাশের দৃশ্যগুলো ক্যামেরা বন্দী করে ফটোগ্রাফি করার মাধ্যমে পোস্ট আকারে আমাদের মাঝে শেয়ার করতে পারেন তাহলে আমরাও ঐখান থেকে বিনোদন নিতে পারব।

IMG-20241221-41.369.jpeg

This is the photography of kalai tree, many of us eat kalai dal, actually this is the kalai tree whose dal we eat as a curry. We know that kalai dal contains a lot of protein which is very important for our body to replenish and grow. Dal is very beneficial for our body and it is also very fun to eat. Kalai plant is an important crop of our country, the dal produced from it is rich in nutrients. Kalai dal is not only amazing in taste but also in nutrition. It occupies an important place in our daily diet. Chickpeas are rich in protein, which is very effective in replenishing our body's waste and building and growing. It also contains dietary fiber, which improves digestion and helps prevent various stomach problems. Kalai tree is basically a leguminous plant. It is also helpful in increasing the fertility of our soil, as it provides nitrogen to the soil. Rural farmers often cultivate kalai in their land, as it is easily produced and environment friendly. Various curries and fries made from kalai dal are popular in our country. As it is delicious to eat, its nutritional value increases the immunity of our body. Thus, kalai tree and its dal not only enriches our diet but also benefits our health and environment.

এটি হচ্ছে কালাই গাছের ফটোগ্রাফি, আমরা অনেকেই আছি কালাইয়ের ডাল খেয়ে থাকি আসলে এটি হচ্ছে সেই কালাই গাছ যার ডাল আমরা তরকারি হিসেবে খেয়ে থাকি। আমরা জানি কালাই এর ডালে অনেক প্রোটিন থাকে যা আমাদের শরীরের ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য খুবই জরুরী। ডাল আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং এটি খেতেও বেশ মজা।কালাই গাছ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ শস্য, যা থেকে উৎপন্ন ডাল পুষ্টিগুণে ভরপুর। কালাইয়ের ডাল শুধু স্বাদে নয়, পুষ্টিতেও অসাধারণ। এটি আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কালাইয়ের ডালে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, যা আমাদের শরীরের ক্ষয় পূরণে এবং গঠন ও বৃদ্ধি সাধনে অত্যন্ত কার্যকর। এছাড়া এতে রয়েছে ডায়েটারি ফাইবার, যা হজমপ্রক্রিয়া উন্নত করে এবং পেটের বিভিন্ন সমস্যা প্রতিরোধে সাহায্য করে।কালাই গাছ মূলত একটি ডাল জাতীয় গাছ। এটি আমাদের মাটির উর্বরতা বৃদ্ধিতেও সহায়ক, কারণ এটি মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে। গ্রামীণ কৃষিজীবীরা প্রায়শই তাদের জমিতে কালাই চাষ করেন, কারণ এটি সহজে উৎপন্ন হয় এবং পরিবেশবান্ধব।কালাইয়ের ডাল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের তরকারি ও ভাজা আমাদের দেশে জনপ্রিয়। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি এর পুষ্টিগুণ আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং, কালাই গাছ এবং এর ডাল কেবল আমাদের খাদ্যতালিকাকে সমৃদ্ধ করে না, এটি আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্যও উপকারী।

IMG-20241221-41.368.jpeg

The photo that I am sharing with you is the flower of turmeric, we all use turmeric as a spice and also turmeric has many medicinal properties but another quality of turmeric is the flower of turmeric plant. The flowers of the turmeric plant are very beautiful to look at and their fragrance is very good.

এবার যে ফটোটি আপনাদের মাঝে শেয়ার করছি এটি হচ্ছে হলুদের ফুল, আমরা হলুদকে মসলা হিসেবে সবাই ব্যবহার করে থাকি এছাড়াও হলুদের অনেক ঔষধি গুণ রয়েছে তবে ও হলুদের আরও একটি গুণ হচ্ছে হলুদ গাছের ফুল। হলুদ গাছের ফুল দেখতে অনেক সুন্দর হয়ে থাকে এবং এর সুগন্ধ অনেক ভালো আপনার হলুদ ক্ষেত ভ্রমণ করলে এর ফুলের সুগন্ধটা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন।

IMG-20241221-41.365.jpeg

I don't know the exact name of this creeper, but I liked seeing its flower, so I am sharing a photograph with you. If you know any information about this plant, you can share it in the comment section. In fact, everyone is very interested in unknown things, just like I am also very interested to know about this creeper flower.

এই লতা গাছটির নাম আমার ঠিক জানা নাই তবে এটির ফুলটি দেখে আমার অনেক ভালো লেগেছিল তাই একটি ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা যদি এই গাছটির সম্বন্ধে কোন তথ্য জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে তা জানাতে পারেন । আসলে অজানা জিনিসের প্রতি সবারই অনেক আগ্রহ থাকে ঠিক তেমন এই লতা ফুলটির সম্পর্কে জানতে আমিও অনেক আগ্রহী।

IMG-20241221-41.364.jpeg

This is a photograph of a potato plant. Many of us call it as earthen potato, moreover it is very tasty to eat as a curry, especially fish and this potato when cooked together gives a lot of satisfaction. You can try it one day if you look for it in your neighborhood market and you will find it very easily within your reach. The photography of potato plant is really charming. This tiny plant hides its most valuable resource under the soil—the potato. This underground vegetable is an important part of our daily diet. Rich in vitamins, carbohydrates and minerals, these potatoes are not only tasty but also nutritious. Especially, cooking potatoes with fish increases its taste manifold. It has become a favorite vegetable of all kinds of families due to its easy availability and ease of use in cooking. Potato soup, stir-fry or different cooking, it brings variety in taste in every step. For those who haven't tried fish and potato combination yet, they must give it a try.Potatoes are easily available in your local market. It is not only a vegetable, but an important part of a rural economy. So, it is easy to understand how important this little vegetable is in our food culture and life. This gem hidden under the soil plays a special role not only in our dining table but also in the livelihood of farmers.

এটি হচ্ছে আলু গাছের ফটোগ্রাফি। আমরা অনেকে এটিকে মাটির তলের আলু হিসেবে আখ্যায়িত করে থাকি তাছাড়াও এটি তরকারি হিসেবে খেতে অনেক সুস্বাদু লাগে বিশেষ করে মাছ এবং এই আলু একসঙ্গে রান্না করলে খেয়ে অনেক তৃপ্তি পাওয়া যায় । আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন আপনাদের আশেপাশের হাটবাজারে খোঁজ করলে খুব সহজে এটি আপনার হাতের নাগালে পেয়ে যাবেন।আলু গাছের ফটোগ্রাফি সত্যিই মনোমুগ্ধকর। এই ছোট্ট গাছটি মাটির তলায় লুকিয়ে রাখে তার সবচেয়ে মূল্যবান সম্পদ—আলু। মাটির নিচে জন্মানো এই সবজি আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভিটামিন, কার্বোহাইড্রেট এবং খনিজ উপাদানে ভরপুর এই আলু শুধু সুস্বাদুই নয়, পুষ্টিকরও।বিশেষত, মাছের সঙ্গে আলু রান্না করলে এর স্বাদ বেড়ে যায় বহুগুণ। সহজলভ্য এবং রান্নায় ব্যবহারের সুবিধার জন্য এটি সব ধরনের পরিবারের প্রিয় সবজি হয়ে উঠেছে। আলুর ঝোল, ভাজি কিংবা ভিন্নধর্মী রান্না, প্রতিটি পদেই এটি স্বাদে বৈচিত্র্য নিয়ে আসে। যারা এখনও মাছ আর আলুর সংমিশ্রণ ট্রাই করেননি, তারা অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন।আলু সহজেই আপনার আশপাশের হাটবাজারে পাওয়া যায়। এটি শুধুমাত্র একটি সবজি নয়, বরং একটি গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাই, এই ছোট্ট সবজিটি আমাদের খাদ্যসংস্কৃতিতে এবং জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা সহজেই অনুধাবন করা যায়। মাটির তলায় লুকানো এই রত্নটি কেবল আমাদের খাবার টেবিলেই নয়, কৃষকের জীবিকাতেও বিশেষ ভূমিকা পালন করে।

IMG-20241221-41.363.jpeg

I don't even know the name of this flower but the flower looked very beautiful. In fact, when I was going out with my mobile phone to do photography. Then this flower was attached to me. Just then this flower caught my eye. I am sharing the flower photography with you because I liked the flower.

এই ফুলটির নামও আমাকে জানা নেই তবে দেখতে কিন্তু ফুলটি বেশ সুন্দর দেখাচ্ছিল। আসলে যখন আমি ফটোগ্রাফি করতে আমার মোবাইলটা হাতে নিয়ে বের হচ্ছিলাম। তখন এই ফুলটি আমার গায়ে বেধে গিয়েছিল। ঠিক তখনই এই ফুলটি আমার চোখে পড়ে। আমার কাছে ফুলটি ভালো লেগেছিল বলে আপনাদের মাঝে ফুলটির ফটোগ্রাফি টা শেয়ার করছি।

IMG-20241221-41.362.jpeg

This is a paddy field. When the sun was going down in the west, the paddy fields were looking pretty so I thought I would share a paddy field photography with you. In fact, it was very nice to sit here when the wind was blowing, it was a very nice atmosphere in that place.

এটি হচ্ছে ধানের ক্ষেত। যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাচ্ছিল তখন ধানের ক্ষেতটা দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল তাই ভাবলাম একটা ধানের ক্ষেতের ফটোগ্রাফিটা আপনাদের মাঝে শেয়ার করি । আসলে এখানে অনেক সুন্দর বাতাস বইছিল তখন এখানে বসে থাকতে অনেক ভালো লাগছিল অনেক সুন্দর একটি পরিবেশ ছিল ওই জায়গাটিতে।

IMG-20241221-41.361.jpeg

This is the latest photography, what you can see in this photography is hybrid banana. A good quality of hybrid banana is that it bears fruit at a young age and the fruits are very large in size just as you can see the banana plant is small but its shoulders are very large. Thanks for being by my side for so long.

এটি হচ্ছে সর্বশেষ ফটোগ্রাফি, এই ফটোগ্রাফিটিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিকেট কলা । হাইব্রিগেট কলার একটা ভালো গুণ হচ্ছে এটি অল্প বয়সেই ফল দিয়ে দেয় এবং ফলগুলো অনেক বড় সাইজের হয়ে থাকে ঠিক তেমনভাবে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছটি ছোট হলেও এর কাঁধি কিন্তু অনেক বড়। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!