My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Thursday, January 30/2025
Hi everyone,
This is my first post on my travels. I work for Nesma Company in Saudi Arabia. We were unable to travel at the end of the year due to work pressure. Due to which the work pressure of the company is less, we left for the trip with our elder brothers. I live in Dammam, Jubail, Saudi Arabia. Saudi Arabia is a desert country. We can't go anywhere because of the pressure of work here. And because of that we have few places to visit in Saudi Arabia, Dammam, Jubail, inside of which the beach is different. Today I want to share with you how my travel days went. Let's get started.
আমার ভ্রমণে এটা আমার প্রথম পোস্ট। আমি সৌদি আরবে নেসমা কোম্পানিতে কাজ করি। আমরা কাজের চাপের কারণে বছরের শেষে আমরা ভ্রমণে যেতে পারিনি। যার কারনে কোম্পানির কাজের চাপ কম থাকায় আমরা বড় ভাইদের সাথে করে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। আমি সৌদি আরব, দাম্মাম, জুবাইলে থাকি। সৌদি আরব মরুভূমির দেশ। এখানে কাজের চাপে আমরা কোথাও বেড়াতে যেতে পারি না। আর যার কারণে আমরা সৌদি আরবে, দাম্মাম, জবাইলে দেখার মত কয়েকটি জায়গা রয়েছে তার ভিতরে সমুদ্র সৈকত অন্যত। আজ আমি আমার ভ্রমণের দিনগুলো কেমন কাটলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই। চলুন শুরু করা যাক।
This morning was different from other days. Waking up refreshed, the mind was filled with a strange excitement. Because today we are going out on a wonderful trip. I quickly got ready and sat in the car with everyone. One by one everyone came and joined. And to remember the moments we all captured the camera.
আজকের সকালটা ছিল অন্য দিনের চেয়ে আলাদা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মনটা এক অদ্ভুত উচ্ছ্বাসে ভরে উঠলো। কারণ আজ আমরা বের হচ্ছে একটি চমৎকার ভ্রমণ। দ্রুত রেডি হয়ে সবার সাথে গাড়িতে উঠে বসলাম। একে একে সবাই এসে যোগ দিল।আর মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে আমরা সবাই ক্যামেরা বন্দী হলাম।
Seeing the beauty of nature outside the car window filled my heart. Rows of trees along the way, and the voice of birds make our journey more enjoyable. During the journey we laughed and laughed at the stories. And while I'm gone, I've shown you some videos of happy moments. In this video I have recorded outdoor nature videos from my trip, actually I want to show you how the beauty of Saudi Arabia looks to you and I like Saudi a lot. This video captures the forest melding of our happy nature's beauty. Dhamani is not just about reaching the destination, but the entire journey is a unique experience. These moments will be the best memories in our life.
গাড়ির জানালা দিয়ে বাইরে প্রকৃতির সৌন্দর্য দেখে মন ভরে গেল। পথের ধারে সারি সারি গাছ,আর পাখির কণ্ঠস্বর যেন আমাদের যাত্রাকে আরো আনন্দময় করে তোলে। যাত্রার মাঝে আমরা গল্পে হাসির ঠাট্টায় মেতে উঠলাম। আর আমি যাওয়ার সময় আনন্দময় মুহূর্তের কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি। এই ভিডিওতে আমি আমার যাত্রার সময় থেকে বাইরের প্রকৃতি ভিডিও ধারণ করেছি আসলে আমি আপনাদের দেখাতে চেয়েছি যে সৌদি আরবের সৌন্দর্যটা আপনাদের কাছে কেমন লাগে এবং আমার কাছে সৌদির যেন অনেক ভালো লেগেছে। এই ভিডিওতে আমাদের খুশি প্রকৃতির সৌন্দর্যের অরণ্য মেলবন্ধন ধরা পড়েছে। ধমনী কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, বরং পুরো যাত্রা এক অনন্য অভিজ্ঞতা। এই মুহূর্তগুলো আমাদের জীবনে সেরা স্মৃতি হয়ে থাকবে।
Today will be truly memorable. After reaching the destination, I captured the happy moment with my elder brother and friends. The moments became more colorful by taking pictures and laughing together. After that I sat down in a nearby hotel with a hungry stomach. Jumpres chat with delicious food all the moments as if I removed the bonds of friendship. The joy of spending time together, the stories and the taste of the food made the day memorable. Such moments of friendship bring a joyful color to life.
আজকের দিনটি সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। গন্তব্যে পৌঁছানোর পর, আমি আমার বড় ভাই এবং বন্ধুদের সাথে আনন্দের মুহূর্তটি ক্যাপচার করলাম। একসঙ্গে ছবি তোলা আর হাসতে হাসতে মুহূর্তগুলো আরও রঙিন হয়ে ওঠে। এরপর ক্ষুধার্ত পেটে পাশের একটি হোটেলে বসলাম। সুস্বাদু খাবারের সাথে জুম্পপ্রেসের আড্ডা সব মুহূর্ত যেন বন্ধুত্বের বন্ধন মুছে ফেলেছি। একসঙ্গে সময় কাটানোর আনন্দ, গল্প আর খাবারের স্বাদ দিনটিকে স্মরণীয় করে রেখেছে। বন্ধুত্বের এই ধরনের মুহূর্তগুলি জীবনে একটি আনন্দময় রঙ নিয়ে আসে।
The roar of the sea, the soft sand and the salty smell of the air and the time spent with friends is like a dream. This time we spent some wonderful moments together at the beach. The golden reflection of the sun rose in the blue water. And with the waves competed our cheers. I myself took some beautiful pictures on the beach. Where the waves are lapping at the feet. And the colorful afternoon across the sky overhead. Playing in the sand with friends and splashing in the sea water will be a truly memorable moment.
সাগরের গর্জন, বালির নরম পরশ আর বাতাসের লবণাক্ত গন্ধ ও বন্ধুদের সাথে কাটানোর সময় যেন স্বপ্নের মত। এবার আমরা সমুদ্রে তীরে একসঙ্গে দারুন কিছু মুহূর্ত কাটালাম। নীল জলের রাশির মাঝে ফুটে ওঠে ছিল সূর্যের সোনালী প্রতিচ্ছবি। আর ঢেউ এর সাথে প্রতিযোগিতা করেছিল আমাদের আনন্দধ্বনি। আমি নিজেও বেশ কিছু সুন্দর ছবি তুললাম সমুদ্র তীরে। যেখানে ঢেউ ছুয়ে যাচ্ছে পায়ের কাছে। আর মাথার উপর আকাশ জুড়ে রঙিন বিকেল। বন্ধুদের সাথে বালিতে খেলা, আর সাগরের জলে দাপাদাপি করে বেড়ানো এই মুহূর্তটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে।
While returning from Sagarpar, the vast beauty on both sides of the road fascinates me. The green nature and trees spread far and wide created a wonderful scene. I couldn't contain myself after seeing such a beautiful environment. I immediately took out my camera and asked my friend to take a picture of me and he captured some beautiful moments. Such beauty of nature soothes the heart. And refreshes the mind. The view is truly unique away from the hustle and bustle of the city. This trip has not only brought comfort to the eyes but also to the mind. If you love nature, you won't want to miss such a beautiful view.
সাগরপাড় থেকে ফেরার সময় রাস্তার দুই পাশে বিস্তৃত সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তোলে। সবুজ প্রকৃতি আর দূর পর্যন্ত ছড়িয়ে থাকা গাছপালা এক অপূর্ব দৃশ্য তৈরি করেছিল।এমন মনোরম পরিবেশ দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সঙ্গে সঙ্গে ক্যামেরা বের করে আমার বন্ধুকে বললাম আমাকে ছবি ওঠাও তখন সে আমাকে কিছু সুন্দর মুহূর্তের ক্যামেরাবন্দি করে। প্রকৃতির এমন সৌন্দর্য্য হৃদয়কে প্রশান্তি দেয়। আর মনকে করে সতেজ। শহরের কোলাহল থেকে দূরে এমন দৃশ্য সত্যিই অনন্য। এই ভ্রমণ শুধু চোখের আরাম নয় মনেরও বিশ্রাম এনে দিয়েছে। প্রকৃতি ভালবাসলে এমন সুন্দর দৃশ্য আপনিও মিস করতে চাইবেন না।
Next to Sagarpar is the huge Hyper Nest Market. I am curious to hear that. Upon entering, one was greeted with exquisite decorations, dazzling lights, and a vast array of merchandise. Food, clothing, electronics all under one roof. Something new was being discovered in every corner of the market. I captured some beautiful moments on camera. Which will make this experience more memorable. Truly Hyper Nest is not just a market, it is an experience where shopping and pleasure merge together. Spending time here means seeing and enjoying something new.
সাগরপাড়ের পাশেই বিশাল হাইপার নেস্ট মার্কেট। যা শুনে আমার কৌতুহল জাগে। প্রবেশ করতে চোখে পড়লো অসাধারণ সাজসজ্জা, ঝলমলে আলো, আর সারি পণ্যের বিশাল সমাহার। খাবার, পোশাক, ইলেকট্রনিক্স সব যেন এক ছাদের নিচে। মার্কেটের প্রতিটি কোণে নতুন কিছু আবিষ্কার হচ্ছিল। আমি কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। যা এই অভিজ্ঞতাকে আরো স্মরণীয় করে তুলবে। সত্যিই হাইপার নেস্ট শুধু একটি মার্কেট নয়, এটা একটি অভিজ্ঞতা যেখানে শপিং এবং আনন্দ একসাথে মিশে যায়। এখানে সময় কাটানো মানে নতুন কিছু দেখা ও উপভোগ করা।
Today will be a very memorable day in my life. We went out with friends from morning. Reached the destination and enjoyed the beauty around. Spent many moments together. I am full of laughter. Every moment was vivid, where a new chapter was written with friends, chats and memories. At the last moment we all took a picture together. This photo is not just a frame of a moment, but it will be an everlasting document of our friendship. After that I ate, delicious food and the joy of stories passed the time in a moment.
After eating and drinking, it was our turn to return. Sitting in the car, we remembered the memories of the whole day. Although tired, the mind is filled with a feeling of happiness. These beautiful moments of friendship will become more precious in the future. Today is not only a happy day but also a bright chapter added to the basket of memories. May such a day come back again and again and this is what I want. So without delay I shared the beautiful moment with you today. Wish you all well and wish you all the best, I end here today. Allah Hafez.
আজকের দিনটি আমার জীবনে অত্যন্ত স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। সকাল থেকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে বের হয়েছিলাম। গন্তব্যস্থলে পৌঁছে চারপাশে সৌন্দর্য উপভোগ করেছি।একসঙ্গে অনেক মুহূর্ত কাটিয়েছি। হাসি আনন্দে মেতে উঠেছি। প্রতিটি মুহূর্ত ছিল প্রাণবন্ত, যেখানে বন্ধুদের সাথে খুনসুটি, আড্ডা আর স্মৃতির নতুন অধ্যায়ের রচিত হয়েছে। শেষ মুহূর্তে আমরা সবাই একসাথে ছবি উঠলাম। এই ছবি শুধু এক মুহূর্তের ফ্রেমে বাধাই করা নয়, বরং এটি আমাদের বন্ধুত্বের এক চিরস্মরণীয় দলিল হয়ে থাকবে। এরপর খাওয়া দাওয়া করলাম, সুস্বাদু খাবার আর গল্পের আনন্দে সময় কেটে গেল মুহূর্তে।
খাওয়া-দাওয়া শেষে আমাদের ফেরার পালা শুরু হলো। গাড়িতে বসেই আমরা সারাদিনের স্মৃতিগুলো মনে করেছিলাম। ক্লান্তি থাকলেও মন ভরে গেছে সুখের অনুভূতিতে। বন্ধুত্বের এই সুন্দর মুহূর্ত গুলো ভবিষ্যতে আরো বেশি মূল্যবান হয়ে উঠবে। আজকের দিনটি শুধু আনন্দে নয় বরং স্মৃতির ঝুড়িতে যোগ হলো এক উজ্জ্বল অধ্যায়। এমন দিন বারবার ফিরে আসুক আর এটাই আমি চাই।তাই আমি আর দেরি না করে আজকে সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আপনারা সবাই ভাল থাকবেন এবং আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
Thanks for reading my post.
Follow Our Social Media
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.