My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Sunday , January 13/2025
Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography.
I hope you all like every photograph I take. Tell me who does not like photography? I myself am a photography lover so I do photography occasionally. When the sun goes down to the west and the environment has a cold, cold feeling, it is very nice to do photography. Yesterday at this time I went out with my mobile phone to do photography. And I have captured some photographs with my mobile to share with you. I hope you will like every photograph I take. Don't forget to comment how do you like it? But let's see today's photographs.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।
আশা করি আমার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে বলুন ? আমি নিজেই একজন ফটোগ্রাফি প্রেমিক তাই মাঝে মধ্যেই ফটোগ্রাফি করি।যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে যায় এবং পরিবেশে একটা ঠান্ডা ,ঠান্ডা ভাব আসে তখন ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে ।গতকাল ঠিক এই সময় আমি ফটোগ্রাফি করার উদ্দেশ্যে আমার মোবাইলটা নিয়ে বের হয়েছিলাম। এবং আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে কিছু ফটোগ্রাফি আমার মোবাইলটা দিয়ে ক্যাপচার করেছি। আশা করি আমার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন ? তবে চলুন দেখে আসি আজকের ফটোগ্রাফি গুলো।
Since my childhood, I have seen these flowers growing in paddy fields or in wet environments. I really like the shape and detail of this flower and whenever I photographed the flower there was a small insect sitting on top of this flower as you can see in the photograph which made the flower look more attractive.
ছোটবেলা থেকেই দেখে আসতেছি এই ফুলগুলো ধানের ক্ষেতে অথবা ভেজা পরিবেশে অনেক জন্মায়। এই ফুলটির আকৃতি এবং বিবরণ টি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং যখনই ফুলটির ফটোগ্রাফি করেছিলাম তখন এই ফুলটির উপরে একটা ছোট পোকা বসেছিল হয়তোবা আপনারা ফটোগ্রাফিতে সেটা দেখতে পাচ্ছেন এ পোকাটির জন্য ফুলটিকে আরো বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল।
This tree can easily adapt to any environment. I don't know the exact name of this tree, but I see this tree sometimes around the road, this tree looks very beautiful and I like the way the tree gives good vibes. I don't know if this work could be a wild flower.
এই গাছটি যেকোনো পরিবেশের সঙ্গে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে এই গাছটির নাম আমি ঠিক জানিনা তবে রাস্তার আশেপাশেই মাঝেমধ্যে এই গাছটিকে দেখতে পাই, এই গাছটি দেখতে বেশ সুন্দর এবং গাছটি থেকে কেমন যেন একটা সুভাষ আসে এটি আমার অনেক ভালো লাগে। এই কাজটি হয়তোবা কোন বুনোফুল হতে পারে এটা আমার সঠিক জানা নেই।
I don't know much about this plant, maybe it can be a medicinal plant. The tree looks very slender and can grow up to 3 meters in height. The leaf sheaths of the tree are very beautiful and some fruits have come on the tree and they have ripened. Maybe this type of tree will grow again from the seeds of those fruits. I loved seeing the tree.
এই গাছটি সম্পর্কে আমি তেমনভাবে অবগত নই হয়তোবা কোন ওষুধি গাছ হতে পারে। গাছটি দেখতে অনেক চিকন এবং উচ্চতায় ৩ মিটার মতো হতে পারে। গাছটির পাতার আবরণী গুলো অনেক সুন্দর সেই সাথে গাছটিতে কিছু ফল এসেছিল এবং সেগুলো পেকে গিয়েছিল হয়তো বা ওই ফলের বীজ থেকে আবার নতুন করে এই জাতের গাছ জন্মাবে। গাছটিকে দেখে আমার অনেক ভালো লেগেছিল।
The tree you see now is a photograph of a banana tree. This banana tree was planted on the bank of the pond and the tree was probably a very good tree because the banana shoulder of the tree was very long and the bananas were very large.
এবার আপনারা যেই গাছটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা গাছের একটি ফটোগ্রাফি। এই কলা গাছটি পুকুরের পাড়ে লাগানো ছিল এবং গাছটি হয়তোবা অনেক ভালো জাতের একটি গাছ কেননা গাছটির কলার কাঁধিটা দেখতে অনেক লম্বা ছিল এবং কলা গুলো অনেক বড় ,বড় এ ধরনের কলা গুলো খেয়েও যেমন তৃপ্তি পাওয়া যায় তেমনি কলা গাছ চাষেও অনেক লাভবানও হওয়া যায়।
The photograph you see is a micro photograph of the goblet beetle. In fact, micro photography is a matter of patience. While doing this photography, the insect flew many times, but I managed to take the photograph without getting bored. I hope you will like the photography. Micro photography is a kind of art that exposes the small beauties of nature. This photograph is of Goblu Pokar, which required me a lot of effort and patience to take. To do this kind of work requires not only camera skills, but also a deep love for nature and infinite patience. Still I did not lose heart and with patience finally managed to capture the best moment. Taking a micro photograph requires attention to every tiny detail. Lighting, focus, and composition – everything has to be right. Through this photography I want to prove that anything is possible with patience and dedication. Hope this photography captures your mind and inspires you to enjoy the small beauty of nature. Micro photography requires patience and taking every moment seriously. It is not just a picture, it is a living example of patience and hard work.
আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবলু পোকার মাইক্রো ফটোগ্রাফি। আসলে মাইক্রো ফটোগ্রাফি করা একটু ধৈর্যের বিষয় এই ফটোগ্রাফি টা করার সময় অনেকবারই এই পোকাটি উড়ে গিয়েছিল তবুও আমি বিরক্ত না হয়ে ফটোগ্রাফিটা শেষ পর্যন্ত তুলতে পেরেছি আশা করি ফটোগ্রাফি টা আপনাদের ভালো লাগবে।মাইক্রো ফটোগ্রাফি হলো এক ধরনের শিল্প যা প্রকৃতির ক্ষুদ্র সৌন্দর্যগুলোকে উন্মোচিত করে। এই ফটোগ্রাফিটি গোবলু পোকার, যা তুলতে আমার অনেক পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হয়েছিল। এই ধরনের কাজ করতে গেলে শুধু ক্যামেরার দক্ষতাই নয়, প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং অসীম ধৈর্য প্রয়োজন।গোবলু পোকাটি বারবার উড়ে যাওয়ায় কাজটি আরও কঠিন হয়ে পড়ে। তবুও আমি মনোবল হারাইনি এবং ধৈর্য ধরে অবশেষে সেরা মুহূর্তটি ধারণ করতে সক্ষম হয়েছি। একটি মাইক্রো ফটোগ্রাফি তোলার সময় প্রতিটি ক্ষুদ্র উপাদানের দিকে মনোযোগ দিতে হয়। আলো, ফোকাস, এবং কম্পোজিশন – সবকিছুই সঠিক হতে হয়। এই ফটোগ্রাফির মাধ্যমে আমি প্রমাণ করতে চেয়েছি যে ধৈর্য এবং নিবেদন থাকলে যেকোনো কাজ সম্ভব।আশা করি এই ফটোগ্রাফিটি আপনাদের মন কেড়েছে এবং প্রকৃতির ক্ষুদ্র সৌন্দর্য উপভোগ করার অনুপ্রেরণা দেবে। মাইক্রো ফটোগ্রাফি করতে হলে ধৈর্যশীল হওয়া ও প্রতিটি মুহূর্তকে গুরুত্ব সহকারে নেওয়া অপরিহার্য। এটি শুধু একটি ছবি নয়, এটি ধৈর্য ও পরিশ্রমের এক জীবন্ত উদাহরণ।
I don't know the exact name of this flower, but it may be the flower of a medicinal plant. If you know about this tree, please comment. This flower was very yellow in color and it grew on the side of the road. Maybe the plant will be a wild flower plant but it looks pretty.
এই ফুলটির নাম আমার সঠিক জানা নেই তবে হতে পারে এটা কোন ঔষধি গাছের ফুল । আপনারা যদি কেউ এই গাছটি সম্পর্কে অবগত হন তাহলে কমেন্টে জানাতে পারেন । এই ফুলটি দেখতে অনেক হলুদ বর্ণের ছিল এবং রাস্তার পাশেই এই ফুল গাছটি হয়েছিল । হয়তোবা গাছটি কোন বুনো ফুল গাছ হবে তবে দেখতে বেশ সুন্দর।
This is a photograph of the flowers of the aisar tree. Everyone knows this tree as Aysyar tree in our regional language. However, its name may be different in different areas. Those who fast during the month of Ramadan. Sometimes they use them as teeth. Ayurveda is a well-known plant used for natural teeth whitening. This tree is known by different names in many regions but in our vernacular it is popularly known as 'Aisyar tree'. The tree is especially known for the beauty of its flowers and teeth. This tree holds special importance for those fasting during the month of Ramadan. Keeping the teeth clean during fasting is very important, and the leaves of the aisar tree are ideal for natural teeth whitening. Brushing your teeth with its twigs keeps your teeth sparkling white and keeps your mouth smelling fresh. As the leaves of the tree contain natural antibacterial properties, it helps in maintaining good dental health. Not only the teeth but also the flowers of the Aysyar tree are very attractive to look at. It enhances the beauty of many gardens. But the tree is not only for beauty and teeth, but also plays a role in maintaining the balance of the local environment. As a gift of nature, Aysyar tree is eco-friendly and healthy. It is our responsibility to preserve and nurture this plant so that future generations can enjoy its benefits. It tastes very sweet. Thank you all for being by my side.
এটি হচ্ছে আইস্যর গাছের ফুলের ফটোগ্রাফি। এই গাছটিকে আমাদের আঞ্চলিক ভাষায় আইস্যর গাছ হিসাবেই সবাই চিনে থাকে।তবে হয়তোবা এলাকাভেদে এর নাম আলাদা হতে পারে এটি দিয়ে অনেক সুন্দর দাতন করা যায়। রমজান মাসে যারা রোজা থাকেন। অনেক সময় তারা এগুলোকে দাঁতন হিসেবে ব্যবহার করে থাকেন। আইস্যর গাছ একটি সুপরিচিত গাছ যা প্রাকৃতিক দাঁতনের জন্য ব্যবহৃত হয়। এই গাছটি অনেক অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত হলেও আমাদের আঞ্চলিক ভাষায় এটি 'আইস্যর গাছ' নামে জনপ্রিয়। গাছটি তার ফুলের সৌন্দর্য ও দাঁতনের জন্য বিশেষভাবে পরিচিত।রমজান মাসে রোজাদারদের জন্য এই গাছটি বিশেষ গুরুত্ব বহন করে। রোজার সময় দাঁত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, এবং আইস্যর গাছের ডাল প্রাকৃতিক দাঁতনের জন্য আদর্শ। এর ডাল দিয়ে দাঁতন করলে দাঁত ঝকঝকে সাদা থাকে এবং মুখের সুগন্ধ বজায় থাকে। গাছটির ডালে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।শুধু দাঁতন নয়, আইস্যর গাছের ফুলও দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর। এটি অনেকের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। তবে গাছটি শুধু সৌন্দর্য ও দাঁতনের জন্যই নয়, স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও ভূমিকা রাখে।প্রাকৃতিক উপহার হিসেবে আইস্যর গাছ পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যকর। এই গাছটিকে সংরক্ষণ ও পরিচর্যা করা আমাদের দায়িত্ব, যেন ভবিষ্যত প্রজন্মও এর উপকারিতা ভোগ করতে পারে।এটি স্বাদ অনেক মিষ্টি হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে এতক্ষন পাশে থাকার জন্য।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.