My favorite random photography.

in blurt-1787181 •  16 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Thursday , January 02/2025

FunPic_20250102_200118232.jpg

Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

Actually I like photography so today I went out with my phone for photography and I am trying to present some photography from my village to you step by step I hope you will like the photography post very much if you like the post then comment Let's start today's post without further ado.

আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

আসলে ফটোগ্রাফি করতে আমার বেশ ভালই লাগে তাই আজকে ফোনটা হাতে নিয়ে বের হয়ে গেছিলাম ফটোগ্রাফি করার উদ্দেশ্যে এবং আমার গ্রাম থেকে কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করছি আমি আশা করি আপনাদের কাছে ফটোগ্রাফি পোস্টটি খুবই ভালো লাগবে যদি পোস্টটি আপনাদের ভাল লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন তবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করি।

IMG-20241221-404217585.jpeg

This is jackfruit tree photography now summer is here so the season of mango jam jackfruit is almost here so the jackfruit is in the tree, the tree is looking good so I took the photography hope you like it. Summer is a special season in our country where nature is in its own beauty. filled up Meanwhile the season of mango, jam, litchi and jackfruit adds a flavor and aroma to our lives. Jackfruit, which is our national fruit, is mind-blowing in its own beauty and taste. Recently, I got the opportunity to photograph a jackfruit tree and was truly delighted. The beautiful form of jackfruits hanging from tree branches shows how nature presents its handiwork. The sweet smell of jackfruit and the green leaves make the environment more lively. This photography is not just a picture for me, it is a sweet memory of summer. The atmosphere of the village, the shade of the trees, and the presence of jackals remind us of those pure childhood days. While doing the photography, I felt that jackfruit is not just a fruit, it is a part of our heritage. Hope you like this photography and my feelings too. We should preserve and love this gift of nature. Because these fruits and trees are closely related to our life.

এটি হচ্ছে কাঁঠাল গাছের ফটোগ্রাফি এখন গ্রীষ্মকাল চলে এসেছে তাই আম জাম কাঁঠাল এর মৌসুম প্রায় চলে এসেছে তাই গাছে, গাছে কাঁঠাল এসেছে কাঁঠালটিকে দেখতে বেশ ভালোই লাগছিল তাই ফটোগ্রাফি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে।গ্রীষ্মকাল আমাদের দেশে একটি বিশেষ মৌসুম, যেখানে প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যে ভরে ওঠে। এসময় আম, জাম, লিচু এবং কাঁঠালের মৌসুম আমাদের জীবনে একটি স্বাদ ও সুবাস যোগ করে। কাঁঠাল, যা আমাদের জাতীয় ফল, তার নিজস্ব সৌন্দর্য এবং স্বাদে মন মাতিয়ে তোলে।সম্প্রতি একটি কাঁঠাল গাছের ফটোগ্রাফি করার সুযোগ পেয়ে মনটা সত্যিই আনন্দে ভরে উঠেছিল। গাছের শাখায় ঝুলে থাকা কাঁঠালগুলোর মনোরম রূপ দেখে বোঝা যায়, প্রকৃতি তার কারুকার্য কীভাবে উপস্থাপন করে। কাঁঠালের মিষ্টি গন্ধ আর সবুজ পাতা পরিবেশকে যেন আরও প্রাণবন্ত করে তুলেছে।এই ফটোগ্রাফিটি আমার কাছে কেবল একটি ছবি নয়, এটি গ্রীষ্মের একটি মধুর স্মৃতি। গ্রামের পরিবেশ, গাছের ছায়া, আর কাঁঠালের উপস্থিতি যেন ছোটবেলার সেই নির্ভেজাল দিনগুলো মনে করিয়ে দেয়। ফটোগ্রাফিটি করতে গিয়ে অনুভব করলাম, কাঁঠাল শুধু একটি ফল নয়, এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ।আশা করি, এই ফটোগ্রাফি এবং আমার অনুভূতিগুলো আপনাদেরও ভালো লেগেছে। প্রকৃতির এই দানকে আমাদের সংরক্ষণ করা এবং ভালোবাসা উচিত। কারণ এই ফল এবং গাছ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

IMG-20241221-404217584.jpeg

These are our school's mango trees. Actually, when I was in school, these mangoes used to grow a lot of mangoes and we used to eat them with salt. Our school has mango trees all over the place. These trees were an integral part of our childhood happiness. When I was in school, these trees used to bear lots of mangoes during the summer. We used to collect small raw mangoes and eat them with salt. That taste is still on the tongue. For us these trees were not only fruit trees but also our friends in the school yard. The joy of picking mangoes during reading or tiffin was different. Sometimes when I go to school even after leaving school, I stand near those mango trees and get lost in childhood memories. Recently, I saw new mango blossoms on the trees. The fragrance of the flowers felt like the trees still hold the memories of our childhood. These mango trees are a sweet memory of our school life. Times have changed, life has changed, but the memories associated with these trees will remain forever.

এগুলো হচ্ছে আমাদের স্কুলের আমগাছ আসলে যখন স্কুলে পড়তাম তখন এই আম গুলোতে প্রচুর পরিমাণে আম আসতো এবং তখন আমরা সেগুলো লবণ দিয়ে খুব মজা করে খেতাম এখন স্কুল থেকে চলে আসার পরেও মাঝেমধ্যে স্কুলে প্রায় যাই তখন দেখলাম অনেক সুন্দর আমের ফুল এসেছে।স্কুল জীবনের স্মৃতিগুলোতে এক বিশেষ জায়গা জুড়ে আছে আমাদের স্কুলের আমগাছ। এই গাছগুলো ছিল আমাদের শৈশবের আনন্দের অবিচ্ছেদ্য অংশ। যখন স্কুলে পড়তাম, গ্রীষ্মের সময় এই গাছগুলোতে প্রচুর পরিমাণে আম আসত। ছোট ছোট কাঁচা আম সংগ্রহ করে আমরা লবণ মাখিয়ে খেতাম। সেই স্বাদ যেন এখনও জিভে লেগে আছে।আমাদের জন্য এই গাছগুলো শুধু ফলদায়ী গাছ নয়, বরং স্কুলের আঙিনায় আমাদের বন্ধু ছিল। পড়ার ফাঁকে বা টিফিনের সময় আম কুড়ানোর আনন্দই ছিল আলাদা।স্কুল ছাড়ার পরও মাঝে মাঝে যখন স্কুলে যাই, তখন সেই আমগাছগুলোর কাছে দাঁড়িয়ে শৈশবের স্মৃতিতে হারিয়ে যাই। সম্প্রতি গিয়ে দেখলাম, গাছগুলোতে নতুন আমের ফুল এসেছে। ফুলের সৌরভে মনে হলো, গাছগুলো যেন আজও আমাদের শৈশবের স্মৃতিগুলো ধরে রেখেছে।এই আমগাছগুলো আমাদের স্কুল জীবনের এক মিষ্টি স্মৃতি। সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু এই গাছগুলোর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো চিরকাল অমলিন থাকবে।

IMG-20241221-404217586.jpeg

These are photographs of tobacco plants. In rural areas, these tobacco leaves are cultivated commercially, so in the field, a lot of tobacco has been cultivated in the field. It looked good to see the tobacco trees from a distance, so I did the photography.Cultivation of tobacco trees is a familiar sight in rural Bengal. Tobacco cultivation plays an important role in rural areas due to commercial demand. When a row of tobacco leaves sway in the wind across a vast field, the view from afar looks like a unique work of nature. The bunches of green tobacco leaves symbolize the vitality of the soil and the care of the farmer. These plants are usually cultivated in late winter or early spring. Farmers focus on growing tobacco according to soil fertility, weather, and time. After the leaves are collected, they are dried and prepared for processing, which is mainly used in the tobacco industry. This picturesque view of tobacco cultivation is captured through photography. This picture of tobacco fields not only tells the beauty of rural Bengal but also the hard work of the farmers and their love for nature. Although tobacco farming has financial importance, it is also very important to be aware of the health risks of tobacco. Still, the natural beauty of the tobacco fields always fascinates.

এগুলো হচ্ছে তামাক গাছের ফটোগ্রাফি। গ্রামাঞ্চলে এই তামাক পাতা বাণিজ্যিকভাবে চাষ করা হয় তাই মাঠে , মাঠে অনেক তামাক এর চাষ করা হয়েছে দূর থেকে তামাক গাছ গুলো দেখতে বেশ ভালোই লাগছিল তাই ফটোগ্রাফিটি করলাম।তামাক গাছের চাষ গ্রামবাংলার একটি পরিচিত দৃশ্য। বাণিজ্যিক চাহিদার কারণে গ্রামীণ অঞ্চলে তামাক চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশাল মাঠ জুড়ে এক সারি তামাক গাছের পাতা যখন বাতাসে দোল খায়, তখন দূর থেকে দৃশ্যটি যেন প্রকৃতির এক অনন্য শিল্পকর্মের মতো লাগে।তামাক গাছের সবুজ পাতার গুচ্ছগুলো মাটির সজীবতা আর চাষির যত্নের প্রতীক। এই গাছগুলো সাধারণত শীতের শেষে বা বসন্তের শুরুতে চাষ করা হয়। চাষিরা মাটির উর্বরতা, আবহাওয়া, এবং সময় অনুযায়ী তামাক চাষে মনোযোগ দেন। পাতা সংগ্রহের পর সেগুলো শুকিয়ে প্রসেসিংয়ের জন্য প্রস্তুত করা হয়, যা মূলত তামাক শিল্পে ব্যবহৃত হয়।ফটোগ্রাফির মাধ্যমে তামাক চাষের এই মনোরম দৃশ্য তুলে ধরা হয়েছে। তামাক ক্ষেতের এই ছবি শুধু গ্রামবাংলার সৌন্দর্যই নয়, বরং চাষিদের কঠোর পরিশ্রম এবং প্রকৃতির প্রতি তাদের ভালোবাসার গল্পও বলে। যদিও তামাক চাষের আর্থিক গুরুত্ব রয়েছে, তামাকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতন হওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও, তামাক ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই মুগ্ধ করে।

IMG-20241221-404217583.jpeg

I can't remember the name of this tree at the moment. But the plant is a type of medicinal plant and this plant has many properties. I have seen in many places that the leaves of this plant are used to apply medicine on any part of the body when there is pain.

এই গাছটির নাম আমার এই মুহূর্তে মনে আসছে না। তবে গাছটি হচ্ছে এক ধরনের ঔষধি গাছ এবং এই গাছে প্রচুর পরিমাণে গুনাগুন রয়েছে। আমি অনেক জায়গায় দেখেছি এই গাছের পাতা দিয়ে শরীরে কোন অংশে ব্যথা হলে তার উপরে দিয়ে ওষুধ লাগাতে।

IMG-20241221-404217582.jpeg

These are the grains of wheat. This wheat is cultivated commercially in our area. Once the wheat is cultivated, paddy cultivation will be done again by irrigation in the field.

এগুলো হচ্ছে গমের শীষ এই গম আমাদের এলাকাতে বাণিজ্যিকভাবে চাষ করা হয় গম চাষ করা হয়ে গেলে মাঠে সেচ দিয়ে চাষ করার মাধ্যমে ধান চাষ আবার করা হবে এভাবেই পর্যক্রমে আমাদের এলাকাতে চাষাবাদ করা হয়।

IMG-20241221-404217581.jpeg

This is the leaves of the Ata tree. In fact, a large number of tractors have been passing through the road for a few days and the tractors are moving soil from one place to another for breaking bricks, resulting in a very bad condition of the road, just dust all around. Seeing this tree, I thought how to wash such a beautiful tree. The situation is So I present it to you.

Thank you all for being by my side and enjoying the blog. Please pray for me. May I share some better posts with you in the coming days. May Allah Hafez wish you all the best.

এটি হচ্ছে আতা গাছের পাতা আসলে রাস্তা দিয়ে কিছুদিন প্রচুর পরিমাণে ট্রাক্টর চলাফেরা করেছে এবং ট্রাক্টর গুলো ইটের ফাটার জন্য মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে যার ফলে রাস্তার খুবই খারাপ অবস্থা চারিদিকে শুধু ধুলা, এই গাছটিকে দেখে আমার মনে হল এত সুন্দর একটি গাছ ধোলাই কেমন অবস্থা হয়েছে। তাই এটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষন পাশে থেকে ব্লগটি উপভোগ করার জন্য।সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনের দিনগুলো আপনাদের মাঝে আরও ভাল কিছু পোস্ট শেয়ার করতে পারি। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

  ·  15 days ago  ·  

Photography looks very beautiful to me. Flowers are my favorite. Thanks for sharing today's photography with us.