My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Wednesday , November 20/2024
Assalamu Alaikum, how are you all, I hope you are all very well, I am also very well with your prayers and the mercy of Almighty Allah, I am here again today with a new post, let's start.
It's nice to enjoy the scenery especially the beauty in the countryside if you can enjoy it one by one I think it touches our heart. And one of the best aspects of enjoying nature is that it can be enjoyed very close to nature and satisfies both the mind and soul. Through this post I will share with you a small part of my stylish life where I am trying to present to you some beauty of village area and some vegetable photography and some beautiful moments of spending time. Hope you will like this post. That day was the day after Eid, Russell and I went to my uncle's house for a little visit. Basically mom gave some things and said bring them to your grandma's house. As mom told me, Russell and I went to uncle's house in the morning.
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ও মহান আল্লাহতালার রহমত অনেক ভালো আছি আমি আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে চলুন শুরু করা যাক। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে বেশ ভালোই লাগে বিশেষ করে গ্রামাঞ্চলে যে সৌন্দর্যগুলো রয়েছে ওগুলো যদি একে ,একে উপভোগ করা যায় সে ক্ষেত্রে আমার মনে হয় এগুলো আমাদের মন ছুঁয়ে যায়। এবং প্রাকৃতিক দৃশ্যে উপভোগ করার মধ্য সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে প্রকৃতির অনেক কাছ থেকে এটি উপভোগ করা যায় এবং মন আত্মা দুটোরই তৃপ্তি মিলে। এই পোস্টের মাধ্যমে আমি আমার লাইফ স্টাইলিশ ছোট্ট একটা অংশ আপনাদের মাঝে শেয়ার করব যেখানে আমি গ্রাম অঞ্চলের কিছু সৌন্দর্য এবং কিছু সবজি ফটোগ্রাফি এবং সময় কাটানোর কিছু সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করি আপনাদের পোস্ট টি ভাল লাগবে। সেদিন ঈদের পরের দিন ছিল আমি এবং রাসেল দুজনে গেলাম মামার বাড়িতে একটু বেড়াতে। মূলত আম্মু কিছু জিনিসপাতি দিয়েছিল ওগুলো বলল যে এগুলো তোমার নানীর বাড়িতে দিয়ে এসো। আম্মু যেহেতু বলল তাই আমি এবং রাসেল দুজনে মিলে চলে গেলাম সকাল ,সকাল মামার বাড়িতে।
On the other hand, it was very hot that day and I couldn't stay at home. After a few hours, the electricity suddenly went off. And since it was getting extremely hot, I thought that I should go outside for a bit because it was becoming very painful to stay indoors in the heat. Then Russell and I went for a little walk outside, this time I took him to my uncle's pot plant to see how the plants are. Actually this type of vegetable is cultivated a lot in our uncle's area but our area is mainly famous for fish farming. A large amount of fish is cultivated here along with paddy and jute cultivation, but since the area is a bit low-lying, these types of vegetables are not cultivated much. So went there first took some photography of potal tree then went there where my uncle has a water pump and rested for a while and drank some water. Then in the distance I saw a brick kiln.
ওদিকে আবার প্রচুর গরম পড়েছিল সেদিন একেবারে ঘরে থাকা যাচ্ছিল না কয়েক ঘন্টা থাকার পরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আর যেহেতু অতিরিক্ত গরম পড়ছিল তাই ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি কারণ ঘরের মধ্যে গরমে থাকাটা অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। তারপর আমি আর রাসেল একটু বাইরে ঘোরাফেরা করতে গেলাম এবার আমি ওকে আমার মামার পটল ক্ষেতে নিয়ে গেলাম গাছের পটল কেমন হয় এগুলো দেখার জন্য। আসলে এই ধরনের সবজি আমাদের মামাদের এলাকায় অনেক চাষ হয়ে থাকে তবে আমাদের এলাকাটা মূলত মাছ চাষের জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় সেই সাথে ধান চাষ এবং পাট চাষ করা হয় তবে যেহেতু একটু নিচু এলাকা তাই এ ধরনের সবজি তেমন একটা চাষ করা হয় না। তো ওখানে গিয়ে প্রথমত পটল গাছের কিছু ফটোগ্রাফি করলাম তারপরে আমার মামার একটা পানির পাম্প রয়েছে সেখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটু পানি পান করলাম। তারপরে দূর থেকে দেখলাম যে একটা ইটের ভাটা।
Actually the age of brick kiln is not that much. It looks like it was built a few years ago, so I thought I'd go there and see what the place is like. So Russell and I quenched our thirst with some water and went for a walk, a walk, to the stream and spent some time there and then started back home. After 20 to 25 minutes, I reached my uncle's house again and after washing my hands and face and freshened up, we both returned home by bike. Actually it's nice to enjoy such new, fresh experiences and the day after Eid everyone was roaming around and we visited uncle's house. During the few days of Eid, our area is quite crowded, especially because we have several parks, because of which people come from far and wide.
আসলে ইটের ভাটাটার বয়স তেমন একটা বেশি নয়। এই তো কয়েক বছর আগেই এটি মনে হয় তৈরি হয়েছে তাই ভাবলাম ওখানে গিয়ে একটু দেখে আসি জায়গাটা কেমন । তাই আমি এবং রাসেল একটু পানি পিপাসা মিটিয়ে হাঁটতে, হাঁটতে চলে গেলাম ভাটার কাছে এবং ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম তারপরে বাড়ির দিকে আবার রওনা দিলাম। ২০ থেকে ২৫ মিনিট পর আবারো মামার বাড়িতে পৌঁছে গেলাম এবং তখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে আবার দুজনে মিলে বাইকে করে বাড়িতে ফিরে আসলাম। আসলে এই ধরনের নতুন ,নতুন অভিজ্ঞতাগুলো উপভোগ করতে বেশ ভালোই লাগে আর ঈদের পরের দিন সবাই ঘোরাঘুরি করছিল আর আমরা মামার বাড়িতে ঘুরে আসলাম। ঈদের কয়েকদিন আমাদের এলাকাতে বেশ ভিড় থাকে বিশেষ করে আমাদের এখানে কয়েকটি পার্ক রয়েছে যার কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে।
Bike is a hobby of every boy. I got this bike after a lot of trouble and hard work, so I always like to keep it clean and well taken care of. Today I will share with you the moment of changing the engine oil of the bike in this lifety post, I hope you will like today's post, but let's start. Compared to other 160 cc bikes, 4v requires a bit more engine oil like the Suzuki Gixxer or the bikes in the 155 and 60 cc segments, which often get between 750 ml and 850 ml, but the 4v requires 1200 ml of engine oil, which is why the price is a little higher. falls more However I try my best to change it between 1000KM and 1500KM. However, riding a bike is a new experience, that is, due to the lack of driving license, tax token and registration of the bike, even after buying a bike with your own money, you have to ride the bike secretly.
বাইক প্রত্যেকটা ছেলের শখের একটা জিনিস। আমি অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করার পরেই এই বাইকটা অর্জন করতে পেরেছিলাম তাই আমি বাইকটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন করতে অনেক বেশি পছন্দ করি। আজকে আমি এই লাইফটাই পোস্টে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তনের মুহূর্ত আপনাদের মাঝে ভাগাভাগি করে নেব আশা করি আপনাদের আজকের পোস্টটি ভালই লাগবে তবে চলুন শুরু করি। অন্যান্য ১৬০ সিসি বাইকের তুলনায় 4v তে ইঞ্জিন অয়েল একটু বেশি লাগে যেমন সুজুকি জিক্সার এ অথবা ১৫৫ এবং ৬০ সিসি সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে এগুলোতে প্রায়ই ৭৫০ মিলি থেকে ৮৫০ মিলি এর মধ্যেই হয়ে যায় কিন্তু 4v তে সেখানে ১২০০ মিলি ইঞ্জিন অয়েল দেওয়া লাগে যার কারণে দামটা একটু বেশি পড়ে যায়। যাইহোক তবুও আমি আমার সাধ্যের মধ্যে এটি ১০০০ কিলো থেকে শুরু করে ১৫০০ কিলোর এর মধ্যেই পরিবর্তন করে ফেলার চেষ্টা করি। তবে বাইক চালিয়ে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে বাইকের ড্রাইভিং লাইসেন্স,ট্যাক্স টোকেন এবং রেজিস্ট্রেশন না থাকার কারণে নিজের টাকার বাইক কিনেও অনেকটা লুকিয়ে চুরিয়ে বাইক চালাতে হয়।
Because if a surgeon stops a bike on the road, he is sure to pay a case of 15 to 20 thousand taka. Actually I could not do my NID card till now it has been 18 years this year but I tried to do NID card they said to do it next year. I could not say exactly why they did it because there are many boys and girls in our village who are below 18 years but their ID cards have expired. But I am 18 years old and still doing this. Mom said that maybe with the help of a permanent person to complete this task, I am thinking of doing something like that after my exams. Gangni city is my trusted place for bike service and wash because all kinds of bike services can be done here at very affordable prices. Also, when you go to Russell's store, many things are discounted. For example, if I change the bike's engine oil from the showroom, they charge 1000 rupees, but if I go to Russell's shop, it is between 850 to 900 rupees.
কারণ যদি রাস্তায় কোন সার্জেন বাইক আটকায় তাহলে ১৫ থেকে ২০ হাজার টাকার মামলা দিবে নিশ্চিত। আসলে এখন পর্যন্ত আমার এনআইডি কার্ডটা করতে পারিনি এই বছরে 18 বছর হয়ে গেছে তবে এন আই ডি কার্ড করার চেষ্টা করেছিলাম ওনারা বললেন যে আগামী বছর করতে। আমি ঠিক বলতে পারলাম না এটা কিসের জন্য উনারা করলেন কারণ আমাদের গ্রামে অনেক ছেলে মেয়ে রয়েছে যাদের বয়স ১৮ বছরের নিচে কিন্তু তাদের আইডি কার্ড হয়ে গেছে। কিন্তু আমার তো ১৮ বছর হয়ে গিয়েছে তবুও এমনটা করতেছে। আম্মু বলেছিল যে হয়তোবা কোন স্থায়ী লোকে সাহায্য নিয়ে এ কাজটি সম্পন্ন করতে হবে দেখি আমার এক্সামটা শেষ হলে এমন কিছু একটা করার চিন্তাভাবনা রয়েছে। বাইক সার্ভিস এবং ওয়াশ করার জন্য আমার বিশ্বাসের জায়গা হচ্ছে গাংনী শহর কারণ এখানে অনেক সুলভ মূল্যেই বাইকে সকল রকম সার্ভিস করা যায়। সেইসাথে রাসেলের দোকানে গেলে অনেক ক্ষেত্রে অনেক জিনিস এর প্রতি ছাড় পাওয়া যায়। যেমন আমি যদি শোরুম থেকে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করি সে ক্ষেত্রে ১০০০ টাকা করে নিয়ে থাকে কিন্তু যদি রাসেলের দোকানে যাই সে ক্ষেত্রে ৮৫০ থেকে ৯০০ টাকার মধ্যেই হয়ে যায়।
That morning, I was scared and went to change the engine oil with the bike. Because we have many sergeants in this city of Gangni, sometimes the bike gets stuck, so I was afraid to go to Gangni. However, if nothing else is changed, many engine problems may occur and even the engine may fail. That's why you have to accept everything and go to Gangni. So besides changing the engine oil, I also changed the engine filter because if these two can be changed together, the performance of the bike is better. The engine filter is not that expensive but it is best used after more than two engine oil changes. So I went there and left the bike in Russell's hands and he took care of everything and changed everything. Now I finally settled the bill and headed home again. So far I have ridden the bike a lot but that day suddenly there was such an accident that I had no words in my mouth.
সেদিন সকালবেলায় ভয়ে ভয়ে চলে গেলাম বাইকটা নিয়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য। কারণ আমাদের এই গাংনী শহরে অনেক সার্জেন্ট রয়েছে মাঝেমধ্যে বাইক আটকে থাকে ওই জন্য একটু ভয় ,ভয় লাগে গাংনী যেতে। তবে কি আর করার যদি পরিবর্তন করা না হয় সেক্ষেত্রে ইঞ্জিনের অনেক রকম সমস্যা দেখা দিতে পারে এমনকি ইঞ্জিন সিজ পর্যন্ত হয়ে যেতে পারে। সেজন্য সবকিছু মেনে নিয়েই চলে যেতে হয় গাংনীতে। তো ইঞ্জিন অয়েল পরিবর্তনের পাশাপাশি আমি ইঞ্জিন ফিল্টারটাও পরিবর্তন করে নিলাম কারণ এই দুটো যদি একসঙ্গে পরিবর্তন করা যায় সে ক্ষেত্রে বাইকের পারফরমেন্স আর ভালো হয়। ইঞ্জিন ফিল্টারটার দাম তেমন একটা বেশি না তবে এটি ইঞ্জিন অয়েল দুইয়ের অধিক পরিবর্তনের পরে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো ওখানে গিয়ে রাসেলের হাতে বাইকটা ছেড়ে দিলাম এবং ও সবকিছু দেখে শুনে রক্ষণাবেক্ষণ করে সবকিছু পরিবর্তন করে দিল। এবার আমি সবশেষে বিলটা মিটিয়ে দিয়ে বাড়ির দিকে আবার রওনা হলাম। এ পর্যন্ত বাইক অনেক চালিয়েছি তবে সেদিন হঠাৎ করে এমন একটা এক্সিডেন্ট হয়ে গেছিল যে আমার মুখে কোন কথাই ছিল না।
According to me, maybe I was not at fault in that accident, because I was riding the bike slowly, slowly but out of nowhere a dog came running and hit the front wheel of my bike. With the push, I got very nervous and grabbed both the front and rear brakes then the bike stopped because if I didn't stop the bike there, maybe the dog would have died but with the brake, I fell out of the car and my The left side of the hand and arm rubbed against the road for a long time and after a while the condition of the hand and one side became quite bad. However, by the grace of Allah Ta'ala, I did not break anything, it may have been difficult for a few days, but now it is fine. That day, I realized that while riding a bike, you must keep your eyes and ears open, then it is possible to avoid accidents in many cases. But I follow one thing that every back and if there is any problem I use the bike horn in that case everyone will be careful and my safety will increase a little.
Anyway, this was today's post. Hope you avoid any accidents by being careful while driving. Thank you all for staying by and enjoying the blog. See you again very soon with a new post. Until then, stay healthy everyone. May God bless you.
আমার ভাষ্যমতে ওই এক্সিডেন্টে আমার হয়তোবা কোন দোষ ছিল না, কারণ আমি বাইক ধীরে, ধীরে চালাচ্ছিলাম কিন্তু কোথা থেকে একটা কুকুর এসে ছুটে আমার বাইকের সামনের চাকার সাথে ধাক্কা দিয়ে দিল। ধাক্কা দেওয়ার সাথে, সাথে আমি অনেকটা ঘাবড়ে গেলাম এবং সামনের এবং পিছনের দুটা ব্রিকই খসে ধরে ফেললাম তারপর বাইকটা দাঁড়িয়ে যায় কারণ আমি যদি ওখানে বাইক না থামাতাম তাহলে হয়তো বা কুকুরটা মারা যেতে পারতো তবে ব্রেকটা ধরার সাথে, সাথে আমি গাড়ি থেকে ছিটকে পড়ে গেলাম আর আমার হাত এবং হাতের বাম পাশ রাস্তার সাথে অনেকক্ষণ ঘষা খেলো এবং কিছুক্ষণ পরে হাত এবং এক পাশের অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেল। তবে আল্লাহ তায়ালার রহমতে হাত-পা কিছু ভাঙ্গে নাই কিছুদিন হয়তো কষ্ট হয়েছিল কিন্তু তারপরে ঠিক হয়ে গেছে এখন। সেদিন বুঝতে পারলাম যে বাইক চালানোর সময় অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে তাহলে হয়তোবা অ্যাক্সিডেন্ট অনেক ক্ষেত্রে এড়িয়ে যাওয়া সম্ভব। তবে আমি একটা জিনিস মেনে চলি সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাক এবং কোন একটা সমস্যা হলেই আমি বাইকের হন ব্যবহার করে থাকি সেক্ষেত্রে সবাই সাবধান হয়ে যায় এবং নিজের নিরাপত্তা টা একটু বেড়ে যায়।
যাইহোক এই ছিল আজকের পোস্ট আশা করি আপনারা যে কোন যানবাহন চালানোর সময় সাবধানে চলাফেরা করবেন সে ক্ষেত্রে এক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষন পাশে থেকে ব্লগ টি উপভোগ করার জন্য আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.