My favorite random photography.

in blurt-1787181 •  19 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Monday , December 30/2024

FunPic_20241230_211105488.jpg

Assalamu Alaikum dear friends how are you all? I hope you all are healthy and safe by the grace of Almighty Allah. I am also very well. Today I am back with a new post like every day. Today I will share some random photography with you. It has rained a lot in our area today, starting with the stormy weather in the evening until just before I posted. Today I wanted to take photography with my mobile phone in the afternoon, but since it started raining in the afternoon, I had to do the photography tonight. Anyway, today I found a different kind of calmness in photography. I hope I will like these photographs.

I have been trying to post regularly for a long time. But it is not getting right. But since today is the end of the week, I made a strict promise to myself. Hope to post regularly from today no matter how hard it is. I can keep this continuity and post regularly. Today my photography includes mango, jackfruit, lemon and some landscape photography. I think you will like my photographs. But if there is any mistake, I hope you will look at it kindly and if you want to make any suggestion or comment, please write it in the comment box. But let's see today's photographs.

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও অনেক ভালো আছি ।আজকে আমি প্রতিদিনের মত আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করব। আজকে আমাদের এলাকাতে বেশ বৃষ্টি হয়েছে সন্ধ্যার পর থেকে ঝড়োয়া আবহাওয়া থেকে শুরু হয়ে আমি যখন পোস্ট করছি এর কিছুক্ষণ আগ পর্যন্ত সবটুকু সময় আজকে বৃষ্টি হয়েছে । আজকে আমার ইচ্ছা ছিল বিকেলের দিকে মোবাইলটা হাতে নিয়ে ফটোগ্রাফি করার তবে বিকেলের পর থেকে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে তাই বাধ্য হয়েই ফটোগ্রাফি গুলো আজকের রাতে করতে হয়েছে যাই হোক আজকে ফটোগ্রাফি করার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি পেয়েছি আশা করব আমার এই ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগবে।

অনেকদিন ধরে নিয়মিত পোস্ট করার চেষ্টা করছি। তবে তা ঠিক হয়ে উঠছে না। তবে আজকে যেহেতু সপ্তাহের শেষের দিক আজকে নিজের কাছে কড়া প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আজকে থেকে যত কষ্টই হোক নিয়মিত পোস্ট করার আশা করি। আমার এই ধারাবাহিকতা আমি ঠিক রেখে নিয়মিত পোস্ট করতে পারবো । আজকে আমার ফটোগ্রাফি গুলোর মধ্যে রয়েছে আম, কাঁঠাল, লেবু এবং প্রাকৃতিক দৃশ্যের কিছু ফটোগ্রাফি। আমার মনে হয় আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের বেশ ভালই লাগবে। তবে কোন ভুলভ্রান্তি হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোন সাজেশন বা মন্তব্য করা ইচ্ছা হলে আশা করি কমেন্ট বক্সে সেটা লিখে যাবেন। তবে চলুন দেখে আসি আজকের ফটোগ্রাফি গুলো।

IMG-20241221-404216.jpeg

This is the mocha of Kalakardi, now maybe not well understood but when I took the photograph it had some bees sitting on it. Nature has always been a wonder to us. A big story is hidden in a small part of it. One such moment was caught on my camera, where a few bees were sitting on the mocha of the collards. While this moment may seem like an ordinary scene at first, there is an extraordinary experience hidden within it. Mocha, an important part of the banana plant, is the junction between flowers and fruits. As beautiful as it is to look at, it is also a haven for some of nature's little creatures. As I was getting the camera ready to take a photo of the mocha, I noticed a few bees sitting on it. Their presence made the film more lively. But at the moment of photography an unexpected thing happened. I tried to take the picture with the flash on. When the flash light shines, most of the bees get scared and fly away. But one of them had a small bee stuck on Mocha. I try to capture it well through the camera. By fixing the right focus for the photo, I realized that the beauty of nature is not limited to its form, but a unique beauty is hidden in every smallest element. From this experience, I realized that spending time with nature is not only about seeing, but also about feeling. This story of Mocha and the bee of Kalakadi may be simple, but there is a deep lesson of life hidden in it - that every moment and every little creature is precious to us.

এটা হচ্ছে কলারকাদির মোচা , এখন হয়তোবা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছেনা তবে আমি যখন ফটোগ্রাফি করেছিলাম তখন এর গায়ে কয়েকটা মৌমাছি বসেছিল আমার ইচ্ছে ছিল ওই মৌমাছি গুলো ফটোগ্রাফি করবো তবে যখন ফটোগ্রাফি করি তখন ফ্লাশ জ্বলে ওঠে এবং তখন ওগুলো উড়ে যাই তবে ছোট একটি মৌমাছি এখন ওর গায়ে ছিল।প্রকৃতি সবসময়ই আমাদের কাছে বিস্ময়কর। তার ছোট্ট একটি অংশের মধ্যেই যেন লুকিয়ে থাকে বড় গল্প। এমনই একটি মুহূর্ত ধরা পড়েছিল আমার ক্যামেরায়, যেখানে কলারকাদির মোচায় কয়েকটি মৌমাছি বসেছিল। এই মুহূর্তটি প্রথমে শুধু একটি সাধারণ দৃশ্য মনে হলেও, এর ভেতরে লুকিয়ে ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।মোচা, কলা গাছের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ফুল ও ফলের সংযোগস্থল। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি প্রকৃতির কিছু ছোট প্রাণীর জন্য এক আশ্রয়স্থল। আমি যখন মোচার ছবি তোলার জন্য ক্যামেরা প্রস্তুত করছিলাম, তখন লক্ষ্য করি যে এর ওপর কয়েকটি মৌমাছি বসে আছে। এদের উপস্থিতি ছবিটিকে আরো জীবন্ত করে তুলেছিল। কিন্তু ফটোগ্রাফির মুহূর্তে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে।আমি ফ্ল্যাশ অন করে ছবি তোলার চেষ্টা করেছিলাম। ফ্ল্যাশের আলো যখন জ্বলে ওঠে, তখন বেশিরভাগ মৌমাছি ভয় পেয়ে উড়ে যায়। তবে তাদের মধ্যে একটি ছোট মৌমাছি মোচার গায়ে আটকে ছিল। আমি সেটিকে ক্যামেরার মাধ্যমে ভালোভাবে ধরার চেষ্টা করি। ছবির জন্য সঠিক ফোকাস ঠিক করতে গিয়ে বুঝতে পারি, প্রকৃতির সৌন্দর্য কেবল তার রূপেই সীমাবদ্ধ নয়, এর প্রতিটি ক্ষুদ্রতম উপাদানের মধ্যেও এক অনন্য সৌন্দর্য লুকিয়ে থাকে।এই অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করি, প্রকৃতির সাথে সময় কাটানো মানে কেবল দেখার বিষয় নয়, অনুভব করারও। কলারকাদির মোচা ও মৌমাছির এই গল্প হয়তো খুব সাধারণ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে জীবনের গভীর এক পাঠ—যেখানে প্রত্যেকটি মুহূর্ত ও ছোট্ট প্রাণী আমাদের জন্য মূল্যবান।

IMG-20241221-404211.jpeg

This is a photograph of a ripe banana shoulder. I don't know the exact type of banana that you are seeing, but I know that it is a ripe type of banana, that is, these bananas are eaten ripe. We also have many bananas, they are known as raw bananas, they are cooked and eaten.

এটি হচ্ছে মোটাতাজা কলার কাঁধির ফটোগ্রাফি। আপনারা যে কলাটি দেখতে পাচ্ছেন এই কলাটির জাত আমার ঠিক জানা নেই তবে আমি এটা জানি যে এটি পাকা জাতের কলা অর্থাৎ এই কলাগুলো পাকিয়ে খাওয়া হয় আমাদের এদিকে অনেক কলা রয়েছে সেগুলো কাঁচকলা হিসেবে পরিচিত সেগুলো রান্না করে খেতে হয় ।

IMG-20241221-404214.jpeg

This is the photography of raw mango. ate quite a few fazli mangoes today actually today as we had a little stormy weather in our area so many mangoes fell from the mango tree then my little aunty brought some mangoes and gave me some mangoes it was very fun to eat anyway as the mango tree was spotted by the roadside I did a photography.

এটি হচ্ছে কাঁচা আমের ফটোগ্রাফি‌। আজকে বেশ কয়েকটা ফজলি আম খেয়েছি আসলে আজকে যেহেতু আমাদের এলাকাতে একটু ঝড়ো আবহাওয়াও হয়েছিল তাই আম গাছ থেকে অনেক আম পড়েছিল তখন আমার একটা ছোট্ট আন্টি কিছু আম নিয়ে এসেছিল এবং আমাকে কয়েকটা আম খেতে দিয়েছিল এটা খেতে বেশ মজাদার ছিল যাই হোক রাস্তার পাশে আমগাছটি চোখে পড়লো বলে একটি ফটোগ্রাফি করেছি।

IMG-20241221-404217.jpeg

I don't know the name of this fruit, it's a kind of wild fruit, we used to play with this fruit a lot when I was a child. It's a very beautiful fruit. This tree was on the bank of the pond at night. I liked it so much that I took a photo of it.

এই ফলটির নাম আমি ঠিক জানিনা, এটা কোন এক ধরনের বুনোফল এই ফলটি দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলা করতাম দেখতে বেশ সুন্দর ফলটি এই গাছটি পুকুর পাড়ে হয়েছিল রাতের বেলায় দেখে আমার অনেক ভালো লেগেছিল তাই এটার একটি ফটোগ্রাফি করেছি।

IMG-20241221-404215.jpeg

This is our national fruit jackfruit I personally love eating jackfruit now that summer is here and hope to eat ripe jackfruit in few months Ripe jackfruit has a lot of power it is very fun to eat with wheat bread.

এটি হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল আমি ব্যক্তিগতভাবে কাঁঠাল খেতে বেশ পছন্দ করি এখন যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে আর কয়েক মাস পরেই আশা করি পাকা কাঁঠাল খেতে পারব পাকা কাঠাল এ অনেক শক্তি রয়েছে এটি গমের রুটি দিয়ে খেতে বেশ মজা লাগে।

IMG-20241221-404213.jpeg

This is the photography of papaya tree. Papaya contains a lot of vitamins and it is very useful for our body. This papaya tree did not produce much papaya, but I saw many papaya flowers on the tree. Hopefully papaya will grow on this tree very soon.Papaya tree is a very well known and useful plant around us. It is a fast growing tree that usually grows easily in tropical regions. The leaves, flowers and fruits of the papaya tree—everything is beneficial to humans. Recently, while photographing a papaya tree, I noticed that the tree has not yet grown many papayas. But hopefully, the tree has blossomed a lot, which indicates that it will soon have many papayas. Papaya is a very nutritious fruit. It contains high amounts of vitamins A, C, E, and calcium, which boost our body's immune system. Also, it aids in digestion and is also very beneficial for the skin. Even the leaves of the papaya tree are used as a natural medicine. This particular tree is a bit tall so I had to photograph it from below. As can be seen in the photography, the tree is surrounded by greenery and the beauty of flowers is spread over it. It is a wonderful gift of nature, which is very important for our health and environment. With time this tree will bear more fruit and it will benefit more people with its nutritional value. This papaya tree is not just a tree; It is a unique example of our love and care for nature.

এটি হচ্ছে পেঁপে গাছের ফটোগ্রাফি পেপেতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই পেপে গাছটিতে তেমন একটা পেঁপে আসেনি তবে গাছটিতে দেখলাম অনেকগুলো পেঁপের ফুল এসেছে আশা করা যায় খুব শীঘ্রই এই গাছটিতে পেঁপে আসবে গাছটি একটু উঁচু তাই নিচ থেকে ফটোগ্রাফি করেছি।পেঁপে গাছ আমাদের চারপাশের এক অতি পরিচিত ও উপকারী উদ্ভিদ। এটি একটি দ্রুত বৃদ্ধি পাওয়া গাছ যা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সহজেই জন্মে। পেঁপে গাছের পাতা, ফুল এবং ফল—সবকিছুই মানুষের নানা উপকারে আসে। সম্প্রতি, একটি পেঁপে গাছের ফটোগ্রাফি করতে গিয়ে আমার চোখে পড়ল, গাছটিতে এখনো খুব বেশি পেঁপে আসেনি। তবে আশার কথা হলো, গাছে প্রচুর ফুল ফুটেছে, যা ইঙ্গিত দেয় যে শীঘ্রই এতে অনেক পেঁপে দেখা যাবে।পেঁপে একটি অত্যন্ত পুষ্টিকর ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, এবং ক্যালসিয়াম, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও, এটি হজমে সহায়তা করে এবং ত্বকের জন্যও খুবই উপকারী। এমনকি পেঁপে গাছের পাতাও প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।এই বিশেষ গাছটি একটু উঁচু হওয়ায় নিচ থেকে ছবি তুলতে হয়েছে। ফটোগ্রাফিতে দেখা যায়, গাছটি সবুজে ঘেরা এবং তাতে ফুলের সৌন্দর্য ছড়িয়ে আছে। এটি প্রকৃতির একটি অসাধারণ দান, যা আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে এই গাছে আরও ফল আসবে এবং এটি তার পুষ্টিগুণ দিয়ে আরও মানুষের উপকারে আসবে।এই পেঁপে গাছটি শুধু একটি গাছ নয়; এটি প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা ও যত্নের এক অনন্য উদাহরণ।

IMG-20241221-404212.jpeg

This is the photography of two lemons. After seeing two lemons, I remembered the sherbet. Because it is so hot now, it is very fun to eat syrup, especially lemons. I like the syrup very much. At night, the two lemons looked interesting, so I took a photo. .These were the arrangements for today. Hope to be able to appear with some new posts later. Until then, everyone stay healthy and God bless you.

এটি হচ্ছে দুইটি বাতাবি লেবুর ফটোগ্রাফি বাতাবি লেবু দুটি দেখে আমার শরবতের কথা মনে পড়ে গেল কারণ এখন যে পরিমাণ গরম পরেছে এই সময় শরবত খেতে বেশ মজাই লাগে বিশেষ করে বাতাবি লেবুর শরবত অনেক ভালো লাগে খেতে রাতের বেলায় বাতাবি লেবু দুটি দেখতে একটু আকর্ষণীয় লাগছিল তাই ফটোগ্রাফি করেছি।এগুলোই ছিল আজকের আয়োজন। আশা করি পরবর্তীতে আপনাদের মাঝে আরও নতুন কিছু পোস্ট নিয়ে হাজির হতে পারব। ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Your post after many days is appreciated by blurt users.

Post has received 1 votes in this week. Reward from comment will be credited to your and support your work!(Don't worry if it didn't get your vote right away. The app regenerates its VP.)

You can check posts ranking on https://blurt.pl/en/promo.php

Help dig up good content from the depths of the Blurt network. Support others by voting for content you find valuable regardless of publication date!.

Are you creating something valuable and selling your services? Or maybe you are looking for something for yourself? Feel free to add your ads to blurt market! Help build the exchange platform on blurt: https://blurt.pl/en/market.php.

  ·  18 days ago  ·  

Re🤬eD

Very nice photos!
That last photo looks like Two Limes, instead of Lemons ...

🥓

  ·  18 days ago  ·  

Thank you so much.

  ·  18 days ago  ·  

Highest Regards!

  ·  18 days ago  ·  

Best wishes to you too.

  ·  15 days ago  ·  

You always share great photography with us. I like your beautiful photographs very much. Thank you very much