My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Saturday , November 02/2024
Assalamu Alaikum how are you all I hope you are all doing well. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I have appeared again with a new post. Today's topic is that all types of vegetables have come within reach. I will share a post with you about that. Let's start. It was a few days ago that commodity prices were so out of reach that it became a curse for the middle class. Many people could not decide what is good and bad, and many people were disappointed even when they went to the commodity market. But after visiting the market today what I realized is that slowly, slowly the price market is coming down and everything is coming back to hand again. Actually a few days ago there was a flood in Bangladesh due to which this effect is often felt in all countries. Rangpur Bogra in particular was the most adversely affected due to which the export of raw materials to the surrounding areas was greatly reduced and mainly because of this the price of the commodity went out of reach but many unscrupulous traders had already increased the price of the commodity and many traders were who intercepted many kind letters through the syndicates which often caused their prices to rise everywhere. Today I am going to share a photography post with you…
Today my photography post will include some stock photography as well as some personal discussions. So I hope you all will witness this little experience of mine and stay with me till the end and enjoy my blog. But without further ado let's see today's photographs.
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আপনার দোয়ায় ও মহান আল্লাহতালার রহমতে অনেক ভাল আছি আমি আজ আবারো নতুন একটি পোস্ট নে হাজির হয়েছে।আজকের বিষয়টি হলো সব ধরনের শাকসবজি হাতের নাগালের ভিতরে চলে এসেছে। সেই সম্পর্কে আপনাদের মাঝে আমি একটি পোস্ট শেয়ার করব চলুন শুরু করা যাক।এই তো কিছুদিন আগে দ্রব্যমূল্যের দাম এতটাই হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল যে মধ্যবিত্তদের জন্য যেন এটা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই ঠিক করে ভালো-মন্দ খেতে পারত না সেই সাথে দ্রব্যমূল্যের বাজারে গিয়েও অনেকে হতাশ হত। তবে আজকে বাজার পরিদর্শন করে যা বুঝতে পারলাম ধীরে, ধীরে মূল্যের বাজার নেমে যাচ্ছে এবং সবকিছুই আবার পুনরায় হাতের নাগালে চলে আসছে। আসলে কিছুদিন আগে বাংলাদেশের একটা বন্যা হয়েছিল যার কারণে এই প্রভাবটা প্রায়ই সকল দেশেই পড়েছে। বিশেষ করে রংপুর বগুড়া এইদিক সবচেয়ে বিরূপ প্রভাব পড়েছিল যার কারণে আশেপাশের এলাকা গুলোতে কাঁচামাল গুলো রপ্তানি হওয়া অনেকটাই কমে গিয়েছিল আর মূলত এই কারণেই হয়তো বা দ্রব্যমূল্যের দাম হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল তবে এই এই সুযোগটাতে অনেক অসাধু ব্যবসায়ী এমনিতেই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছিল এবং অনেক ব্যবসায়ী ছিল যারা সিন্ডিকেটের মাধ্যমে অনেক সদয় পত্র আটকে রেখেছিল যার কারণে সব জায়গাতেই প্রায়ই এর দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি..।
আজকে আমার এই ফটোগ্রাফি পোষ্টের মধ্যেও কিছু দ্রব্যমূলের ফটোগ্রাফি থাকবে এবং সেই সাথে আমার ব্যক্তিগত কিছু আলোচনা থাকবে। তো আশা করি আমার এই ছোট্ট অভিজ্ঞতার সাক্ষী আপনারা সবাই হবেন এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমার এই ব্লগটি উপভোগ করবেন । তবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ফটোগ্রাফি গুলো দেখে আসি।
The sight of cauliflower reminded me of the winter days meal of yesteryear as cooking fish and cauliflower used to be my favorite meals, especially during winters. During winters, Ammu used to cook these curries in such a delicious way that she was completely satisfied. I don't get to see my mother's cooking anymore, but I remembered the old days.Cauliflower is a popular vegetable in our diet, which is more available in winter. It is highly nutritious as it contains vitamin C, fiber, calcium, iron and antioxidants. Cauliflower is easily digested and helps in lowering blood cholesterol. This vegetable can be used in a variety of ways, such as curries, stir-fries, soups and salads. The sweet and mild taste of cauliflower is loved by many. Being readily available and nutritious, it is very beneficial for our health, especially in boosting immunity.
ফুলকপি দেখেই আগেকার শীতের দিনের খাবারের কথা মনে পড়ে গেল কারণ আগে মাছ এবং ফুলকপি রান্না আমার সবচেয়ে বেশি পছন্দের খাবার ছিল।বিশেষ করে শীতের সময়। শীতের সময় এই তরকারি গুলো আম্মু এত মজাদার ভাবে রান্না করে দিত যে সে যেন পুরো আত্মাতৃপ্ত হয়ে যেত। এখন আর মায়ের হাতের রান্না তেমন একটা পাইনা তবে আগেকার দিনের কথা দেখেই মনে পড়ে গিয়েছিল।ফুলকপি আমাদের খাদ্যতালিকার একটি জনপ্রিয় সবজি, যা শীতকালে বেশি পাওয়া যায়। এটির পুষ্টিগুণ অনেক, কারণ এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। ফুলকপি সহজেই হজম হয় এবং এটি রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এ সবজিটি বিভিন্ন পদে ব্যবহার করা যায়, যেমন তরকারি, ভাজি, স্যুপ এবং সালাদ। ফুলকপির মিষ্টি ও হালকা স্বাদ অনেকেরই পছন্দের। এটি সহজলভ্য ও পুষ্টিকর হওয়ায় আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।
The gourds looked unsettling especially the gourd sizes were very big and each piece of gourd was selling at 40 taka. And a few days ago, these profits were selling at 70 to 100 rupees per piece, but compared to that, it has come within reach. Hopefully, after a few days, it will decrease more and these vegetables will become available for everyone.
লাউ গুলো দেখতে অস্থির ছিল বিশেষ করে লাউয়ের সাইজ গুলো অনেক বড় বড় এবং লাউ এর প্রতিটি পিস ৪০ টাকা করে বিক্রয় করছিল । আর কিছুদিন আগেই এই লাভগুলো প্রতি পিস ৭০ থেকে ১০০ টাকা করে বিক্রয় করছিল তবে সেই তুলনায় মোটামুটি হাতের নাগালে এসেছে আশা করি কয়েকদিন পরে আরো বেশি কমে যাবে এবং সবার জন্য এই সবজিগুলো সহজলভ্য হয়ে যাবে।
The price of papaya vegetables is a little low at 35 taka per kg, but papaya has many qualities and it is very beneficial for our body. So it's my favorite but it's getting more and more affordable. I hope the price will come down in the future. Papaya is a nutritious and delicious fruit which is very beneficial for our health. It contains a large amount of vitamins A, C, and E, which are helpful in increasing the body's immune system. The fiber in papaya helps relieve constipation, and the enzymes it contains help digest food. Pepe is also good for the skin, as it helps to make the skin brighter and smoother. Regular consumption of papaya reduces the risk of heart disease and keeps the cholesterol level in the body under control. Eating fresh papaya or papaya juice keeps the body fresh and active.
পেঁপে সবজি গুলোর দাম মোটামুটি একটু কম ৩৫ টাকা কেজি দরে পেঁপে সবজিগুলো বিক্রয় করা হচ্ছিল তবে পেঁপের অনেক গুনাগুন রয়েছে এটা খেলে আমাদের শরীরে অনেক উপকার হয়। তাই এটি আমার অনেক পছন্দ তবে মোটামুটি এটি ও হাতের নাগালে চলে আসছে আশা করি আগামীতে দাম আরো কমবে।পেপে একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ও ই থাকে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। পেপের আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, এবং এতে থাকা এনজাইম খাবার হজমে সহায়তা করে। পেপে ত্বকের জন্যও ভালো, কারণ এটি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে সহায়তা করে। নিয়মিত পেপে খেলে হৃদরোগের ঝুঁকি কমে এবং শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাজা পাকা পেপে কিংবা রস হিসেবে পেপে খেলে শরীর সতেজ ও সক্রিয় থাকে।
Now let's talk about SIM. Its price was selling at Tk 400 per kg a few days ago which was a very bad thing. But currently its price has come to 150 rupees. I remember last year I was buying SIM at 25 to 30 per kg but now the price has increased so much. But hopefully its price will come down more soon. Beans are a popular vegetable that plays an important role in protecting our health. It contains a lot of protein, fiber, vitamins and minerals which are beneficial for the body. Beans help improve digestion and relieve constipation. The antioxidant content in it protects the body cells from harmful substances and increases immunity. Besides, sim is good for heart health as it helps in controlling blood pressure. Regular consumption of SIM makes the skin bright and smooth. Beans can be cooked and eaten, and are also popular as an ingredient in soups and salads.
এবার সিমের কথায় আসি। এর দাম তো কিছুদিন আগে 400 টাকা কেজি দরে বিক্রয় করছিল যেটা খুবই খারাপ একটা বিষয় ছিল। তবে বর্তমানে এর দাম ১৫০ টাকা করে চলে এসেছে। আমার মনে আছে গতবছরের সিমের কেজি মনে হয় ২৫ থেকে ৩০ টাকা কেজি দারে ক্রয় করছিলাম তবে এখন তো এত দাম বেড়ে গেছে কি আর বলি। তবে আশা করি খুব শীঘ্রই এটির দাম আরো কমবে।সিম একটি জনপ্রিয় সবজি যা আমাদের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, আঁশ, ভিটামিন ও খনিজ পদার্থ থাকে যা শরীরের জন্য উপকারী। সিম হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষকে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া, সিম হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। নিয়মিত সিম খেলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। সিম রান্না করে খাওয়া যায়, আবার স্যুপ ও সালাদের উপাদান হিসেবেও এটি জনপ্রিয়।
Kachu was being sold at the rate of 100 taka per kg. Although kachu is good but kachu is not that famous so till date we have never brought kachu to our hostel but if it is cooked well it is fun to eat kachu. Especially from kachu bharta to cooking kachu with fish is much more fun to eat. Kachu is a popular vegetable in our country and its nutritional value is high. It contains a lot of vitamin A, C, and iron, which help to boost the body's immune system. Both kachur shak and kachur muchi can be eaten, and are good for digestion due to their fiber content. Turmeric helps regulate blood pressure and keeps the heart healthy. Apart from this, the antioxidants present in kachu are helpful in skin care and brighten the skin. Regular consumption of kachu removes stomach problems, constipation, and anemia. Kachu is very popular to eat as bhaji, curry and bharta.
কচু একশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। কচু যদিও ভালো লাগে তবে এদিকে কচু তেমন একটা বিখ্যাত নয় তাই আমাদের হোস্টেলে আজ পর্যন্ত কোনদিন কচু আনে নাই তবে এটি ভালো করে রান্না করলে কচু খেতে কিন্তু সেই মজা লাগে। বিশেষ করে কচু ভর্তা থেকে শুরু করে মাছ দিয়ে কচু রান্না অনেক বেশি মজাদার লাগে খেতে।কচু আমাদের দেশে একটি জনপ্রিয় সবজি এবং এর পুষ্টিগুণ অনেক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ও আয়রন থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। কচুর শাক ও কচুর মুখি উভয়ই খাওয়া যায়, এবং এদের মধ্যে ফাইবার থাকার কারণে এটি হজমের জন্য উপকারী। কচু রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে। এছাড়া কচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্নে সহায়ক এবং ত্বককে উজ্জ্বল করে। নিয়মিত কচু খেলে পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ও রক্তাল্পতা দূর হয়। কচু ভাজি, তরকারি ও ভর্তা হিসেবে খেতে বেশ জনপ্রিয়।
Eating boiled olives is fun. The price of olives did not increase much but the olives looked very good. So I thought I could share photography with you later. I hope you will let me know in the comments which one you like. But for me, olives are very fun to eat. Olives are a delicious and nutritious fruit that is very beneficial for our body. It is rich in vitamin E, antioxidants, and healthy fats, which are good for skin and hair. Olives help reduce the risk of heart disease and keep blood pressure under control. Its antioxidant content protects body cells from damage and boosts immunity. Olive oil contains omega-9 fatty acids, which play a role in controlling cholesterol. Besides, olives help in bone formation and help keep the body active and healthy. Olives are used in salads, sauces and cooking.
সিদ্ধ জলপাই খেতে কিন্তু সেই মজা লাগে। জলপাই এর দাম তেমন একটা বৃদ্ধি হয় নাই তবে জলপাই গুলো দেখতে খুব ভালই লাগছিল। তাই ভাবলাম ফটোগ্রাফি করি আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করতে পারব। আপনাদের মধ্যে কার কার জল্পাই ভালো লাগে আশা করি কমেন্টে জানিয়ে দেবেন। আমার কাছে কিন্তু খেতে খুব মজা লাগে জলপাই।জলপাই একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা ত্বক ও চুলের জন্য ভালো। জলপাই হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জলপাইয়ের তেলে ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড থাকে, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এছাড়া, জলপাই হাড়ের গঠনে সহায়ক এবং শরীরকে সক্রিয় ও সুস্থ রাখতে সহায়ক। সালাদ, সস এবং রান্নায় জলপাই ব্যবহার করা হয়।
Finally the apple. The price of apples has not increased much, but after talking to Apple Alla, I realized that apples are sold a little less. But besides the apple, you can see that many of his products are here, all of which are replenished every day. Anyway, that's it for today. Comment how you like the post.
অবশেষে আপেল। আপেলের দামটা তেমন একটা বৃদ্ধি হয় নাই তবে আপেল আলার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম মোটামুটি এদিকে আপেল একটু কম সেল হয়। তবে আপেলের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ওনার অনেকগুলো সামগ্রী এখানে রয়েছে সব মিলিয়ে ওনার প্রত্যেকদিন পুষিয়ে যায়। তো যাই হোক আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.