My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Tuesday , December 17/2024
Assalamu Alaikum, you all will accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. Today I am here with another new post. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately take a photo. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.
Today I will present you some random photography. Due to having a smartphone in hand, it is possible to capture many moments of your life with a camera. Similarly, I will try to capture some beautiful moments and share them with you today. I hope you will like the pictures and if you can enjoy them, then that is my real success. But let's see my photographs today.
আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।
আজকের আমি আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি উপস্থাপন করব। স্মার্টফোন হাতে থাকার কারণে নিজের জীবনের অনেক মুহূর্ত গুলোই ক্যামেরা বন্দি করা সম্ভব ঠিক তেমনিভাবে কিছু সুন্দর মুহূর্ত গুলোর ক্যামেরা বন্দী করে আপনাদের মাঝে আজকে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ছবিগুলো ভালো লাগবে এবং আপনারা যদি এগুলো দেখে উপভোগ করতে পারেন তাহলে সেটাই হচ্ছে আমার আসল সাফল্য তবে চলুন দেখে আসি আমার আজকের ফটোগ্রাফি গুলো।
You can see the duck eggs. Egg pressure is a good food in winter, but I personally feel a little uncomfortable with these fried things because I already have the problem of ACD, on top of that I don't know what kind of oil to fry them and eat everything knowingly, but not much, but I had a friend next to me, he was quite a lot.Duck Egg Bara is a traditional and healthy dish. Duck eggs are denser and more nutritious than chicken eggs. This bara is easy to make and tastes unique. Duck eggs are beaten and mixed with onions, green chillies, coriander leaves and salt to taste. The mixture is then fried in oil to make crumbly bara. It can be served as a snack or with rice. Duck eggs contain a lot of protein and vitamins, which fulfill the nutritional needs of the body. For those who love a new taste, duck egg porridge can be a tasty and healthy option.
দেখতেই পাচ্ছেন হাঁসের ডিমের বড়া। শীতকালে ডিমের চাপ মোটামুটি ভালো একটা খাবার তবে এসব ভাজাপোড়া বিষয়গুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটু আনকম্ফোর্টেবল অনুভব করি কারণ আমার এমনিতেই এসিডিটির সমস্যা তার উপরে জানিনা কোন ধরনের তেল দিয়ে গুলো ভাজে সবকিছু জেনে বুঝেও খাই তবে বেশি একটা না তবে আমার পাশে আমার একটা ফ্রেন্ড ছিল সে মোটামুটি অনেকগুলোই খেয়েছিল এটা।হাঁসের ডিমের বড়া একটি ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যকর খাবার। হাঁসের ডিম মুরগির ডিমের তুলনায় ঘন ও পুষ্টিতে সমৃদ্ধ। এই বড়া তৈরি করা সহজ এবং স্বাদে অনন্য। হাঁসের ডিম ফেটিয়ে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা ও স্বাদমতো লবণ মেশানো হয়। এরপর মিশ্রণটি তেলে ভেজে তৈরি করা হয় মচমচে বড়া। এটি নাস্তা হিসেবে বা ভাতের সাথে পরিবেশন করা যায়। হাঁসের ডিমে প্রচুর প্রোটিন ও ভিটামিন থাকে, যা শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে। যারা নতুন স্বাদের খাবার পছন্দ করেন, তাদের জন্য হাঁসের ডিমের বড়া হতে পারে একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর বিকল্প।
You can see that the chops are fried on the iron hook but in our local language, many people call it Bara. Actually fried things are quite fun to eat. But it becomes a little unhealthy for the body but it is quite fun to eat.
দেখতেই পাচ্ছেন লোহার শিকের উপরে রেখে চপগুলো ভাজছে তবে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় , বড়া বলে অনেকে তা আমি মাঝে মধ্যে বলে ফেলি এটি একটি অন্যরকম লাগতে পারে তবে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে তেলেভাজা জিনিসগুলো খেতে বেশ মজা হয় । তবে শরীরের জন্য একটু অস্বাস্থ্যকর হয়ে যায় তবুও খেতে বেশ মজা লাগে।
It looks like a big banana tree. I don't know the exact name of this tree. If anyone knows, please comment. It is actually located in the park of our area. I saw it small a few months ago, but in these two or three months, the tree has grown quite large. It was not possible to capture it completely in the mobile camera.
ইহা বড় কলা গাছের মতো দেখতে এই গাছটির নাম আমার সঠিক জানা নেই যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন । এটি আসলে আমাদের এলাকার পার্কে অবস্থিত কয়েক মাস আগে ছোট দেখছিলাম তবে এই দুই তিন মাসে বেশ বড় হয়ে গেছে গাছটা মোবাইলের ক্যামেরায় পুরোপুরি তো রাখা সম্ভব হলো না যেটুকু পেরেছি ওইটুকু আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
This is my favorite pineapple. I love to eat pineapple, but one condition is that the pineapple must be ripe. I don't like to eat it without being ripe. When a juicy ripe pineapple can be cut into small slices, a very beautiful subhas comes out. I like it very much. And on hot days when they are kept in the fridge they are perfect to eat after an hour or two. Pineapple is a popular and nutritious tropical fruit, which tastes sweet and slightly sour. It is full of nutrients and very beneficial for our body. Pineapples are rich in vitamin C, vitamin B6, manganese, copper and various antioxidants. Its main ingredient is bromelain, which helps protein digestion and improves digestion. Pineapple boosts immunity, protects against common ailments like cold and cough, and keeps skin healthy. It helps reduce inflammation, especially effective in arthritic pain or muscle pain. Apart from this, pineapple plays a role in reducing the risk of heart disease, as it keeps blood pressure under control and reduces blood cholesterol levels.Pineapple juice is a popular drink to keep the body fresh. Pineapple is also used in salads, smoothies, cakes or in various cooking positions. It strengthens bones and improves gum health. However, consuming too much pineapple can cause burning or acidity in the mouth. Pineapple is not only nutritious but also a delicious and readily available fruit, which is appreciated all over the world. Eating pineapple regularly keeps the body fresh and healthy.
এই সেই আমার প্রিয় আনারস।আনারস খেতে আমি বেশ ভালোবাসি তবে তবে এর একটা কন্ডিশন হচ্ছে আনারসটা অবশ্যই পাকা হতে হবে পাকা ছাড়া খেতে ভালো লাগেনা যখন রসালো পাকা আনারস ছোট ,ছোট করে ফালি করা যায় তখন অনেক সুন্দর একটা সুভাষ বের হয় এটা আমার বেশ ভালো লাগে এবং গরমের দিনে যখন এগুলো ফ্রিজে রাখা হয় তখন ঘন্টা দুইদিন পর খেতে তো ওয়াও সেই একদম।আনারস একটি জনপ্রিয় ও পুষ্টিকর গ্রীষ্মমন্ডলীয় ফল, যা স্বাদে মিষ্টি ও হালকা টক। এটি পুষ্টিতে ভরপুর এবং আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি৬, ম্যাঙ্গানিজ, কপার এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এর প্রধান উপাদান ব্রোমেলিন, যা প্রোটিন হজমে সহায়তা করে এবং হজম শক্তি বাড়ায়।আনারস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠান্ডা-কাশির মতো সাধারণ রোগ থেকে রক্ষা করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। এটি প্রদাহ কমাতে সাহায্য করে, বিশেষ করে বাতের ব্যথা বা পেশির ব্যথায় কার্যকরী। এ ছাড়াও আনারস হৃদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে, কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে।
শরীরকে সতেজ রাখতে আনারসের রস একটি জনপ্রিয় পানীয়। সালাদ, স্মুদি, কেক বা রান্নার বিভিন্ন পদেও আনারস ব্যবহার করা হয়। এটি হাড় শক্তিশালী করে এবং দাঁতের মাড়ির স্বাস্থ্য উন্নত করে। তবে অতিরিক্ত আনারস খেলে মুখে জ্বালাপোড়া বা অ্যাসিডিটি হতে পারে।আনারস শুধু পুষ্টিকর নয়, বরং এটি একটি সুস্বাদু ও সহজলভ্য ফল, যা সারা বিশ্বেই সমাদৃত। নিয়মিত আনারস খেলে শরীর সতেজ ও সুস্থ থাকে।
Seeing this flower reminded me of an old saying that "it comes in the stomach but it doesn't come in the mouth" actually I know the name of the flower but I can't remember right now but there is a sound coming from inside that maybe it will come but it won't come anyway. They look like flowers and look good to me.
এই ফুলটা দেখে পুরনো একটা কথা মনে চলে আসলো সেটা হচ্ছে "পেটে আসে তো মুখে আসে না" আসলে ফুলটার নাম কি আমি জানি তবে এই মুহূর্তে ঠিক মনে আসতেছে না তবে ভেতর থেকে কেমন একটা আওয়াজ আসতেছে যে হয়তোবা চলে আসবে কিন্তু আসতেছে না তো যাই হোক এটি দেখতে অনেকটা নয়ন তারা ফুলের মত দেখতে বেশ ভালই লাগছিল আমার কাছে।
I don't know exactly what kind of flower it is. When I was photographing, the tree didn't have any special flowers, but its leaves looked like flowers. These plants are very beneficial for the environment. I think if we plant more trees we can build golden Bangladesh.
এটা কি ধরনের ফুল আমার সঠিক জানা নেই আমি যখন ফটোগ্রাফি করছিলাম তখন গাছটাতে তেমন কোনো বিশেষ ফুল ছিল না তবে এর পাতাগুলো দেখতে অনেকটা ফুলের মত ছিল জানিনা হয়তোবা এই গাছটাই সুন্দর যার কারণে এখানে রোপন করা হয়েছে । এসব গাছগুলো পরিবেশের জন্য খুবই উপকারী। আমরা বেশি বেশি গাছ রোপন করলে সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো বলে আমার মনে হয়।
This is Sean Papri, many of you may know it. When I lived in Kushtia, I ate a lot of these. As a child, father used to bring these for us on his way home from work. So there are a lot of childhood memories associated with them. Today, I will appear among you with some better posts in the coming days. You all pray for me. May God bless you all.
এটি হচ্ছে শন পাপরি আপনারা হয়তোবা অনেকেই চিনে থাকেন আমি যখন কুষ্টিয়াতে থাকতাম তখন এগুলো অনেক খেয়েছি এগুলো খেতে বেশ সুস্বাদু মুখের ভেতর দিলে যেন হারিয়ে যায়। ছোটকালে আব্বু কাজ থেকে ফেরার পথে এগুলো আমাদের জন্য নিয়ে আসতো। তাই এগুলো সঙ্গে যেন ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।আজ এই পর্যন্ত সামনে দিন আরো ভালো কিছু পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ।
I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.