Some nice time with friends and vegetable farming in campus.

in blurt-1787181 •  12 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Friday , December 06/2024

IMG_20201130_15227301753.jpeg

Assalamu Alaikum dear friends how are you all? Hope you all are well and safe by the infinite mercy of the great creator Alhamdulillah I am also very well. See, see this month is over now when the month is over a different person is assigned each time to market each month. In that sequence, the responsibility has fallen on my shoulders. I love to take on new, new responsibilities because new experiences can be gained from new responsibilities and many new life lessons can be gained from them. It is a very important thing for our life. Anyway, at the end of the night meeting at the hostel, when the responsibility was given to me and Al Mahmud brother, we were told to get up at seven in the morning to go to the market with the list.

Since I was new here, I was sent with Al Mahmud Bhai because I don't know the place very well. After morning I woke up a little late, then Al Mahmud Bhai came and called me and I got up and freshened up and left together. For the purpose of marketing the hostel. First we went to the market and bought potato oil masala and all the tools needed for cooking from a shop. After standing there for a while I saw that it was quite crowded so after ordering these we proceeded towards the fish market.

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেখতে, দেখতে এই মাসটা শেষ হয়ে গেছে এখন মাস শেষ হলে প্রতি মাসের বাজার করার জন্য প্রত্যেকবারই আলাদা আলাদা ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়। সে ধারাবাহিকতায় এবার দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে। নতুন, নতুন দায়িত্ব নিতে আমি অনেক পছন্দ করি কারণ নতুন দায়িত্ব থেকে নতুন অভিজ্ঞতা পাওয়া যায় এবং সেখান থেকে জীবনের নতুন অনেক শিক্ষা অর্জন করা যায় এটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক রাতে হোস্টেলে মিটিং হওয়ার শেষে দায়িত্বটা যখন আমার এবং আল মাহমুদ ভাই কে দেওয়া হল তখন আমাদের বলে দেওয়া হলো যে সকাল সাতটায় উঠে দুজনে লিস্ট নিয়ে বাজারে চলে যাওয়ার জন্য।

আমি যেহেতু এখানে নতুন ছিলাম তাই আমাকে আল মাহমুদ ভাইয়ের সঙ্গে পাঠানো হলো কারণ আমি এখানকার জায়গা তেমন একটা চিনি না সকাল হওয়ার পরে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছিল তখন আল মাহমুদ ভাই এসে আমাকে ডাক দিল এবং আমি উঠে একটু ফ্রেশ হয়ে দুজন মিলে চলে গেলাম হোস্টেলের বাজার করার উদ্দেশ্যে। বাজারে গিয়ে প্রথমেই আমরা আলু তেল মসলা এবং রান্না করার জন্য যাবতীয় যে সরঞ্জাম গুলো প্রয়োজন সেগুলো একটা দোকান থেকে ক্রয় করে নিলাম কিছুক্ষণ যাবৎ ওখানে দাঁড়িয়ে থাকার পরে দেখলাম বেশ ভিড় জমছে তাই আমরা এগুলো অর্ডার করার পরে মাছের বাজারের দিকে এগিয়ে গেলাম।

IMG_20201130_15227301752.jpeg

I went to the fish market and saw different types of fish. The fish here is very different from our area because the river fish is sold here and the price of the fish is very high. Some, some fish were being sold at 700 taka 750 taka these fish look very long but the flesh is very little but these fish are very tasty to eat our match elder brother told us to buy tilapia fish but after we stood for a long time Tilapia fish was not entering the market and it was getting close to my college time so we hurriedly bought roe and katal fish and quickly burned them in bags.

মাছের বাজারে গিয়ে দেখি বিভিন্ন ধরনের মাছ ।এখানকার মাছ আমাদের এলাকা থেকে অনেকটাই আলাদা কারণ এখানে নদীর মাছ বিক্রয় করা হয় এবং মাছের দাম ও অনেক চড়া দেখলাম। কিছু, কিছু মাছ 700 টাকা সাড়ে সাতশ টাকা দরে বিক্রি করা হচ্ছিল এই মাছগুলো দেখতে অনেক লম্বা তবে গায়ের মাংস খুবই কম তবে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু লাগে আমাদের ম্যাচের বড় ভাই আমাদেরকে বলে দিয়েছিলেন যে তেলাপিয়া মাছ ক্রয় করার জন্য তবে আমরা অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থাকার পরেও তেলাপিয়া মাছ বাজারে ঢুকছিল না অন্যদিকে আমার কলেজের সময় হয়ে যাচ্ছিল তাই আমরা খুব তাড়াহুড়া করেই রুই এবং কাতল মাছ ক্রয় করে দ্রুত ব্যাগে পুড়ে ফেললাম।

IMG_20201130_15227301751.jpeg

This time, our fish market paid a total of 1500 taka for market from the last hostel, I bought fish for 800 taka from there. So again we came to the raw vegetable shop and saw that he had packed the equipment as per our list, then me and Mahbub bhai understood everything well and after paying the bill we went back to the hostel to have air and eat in a small van.

এবার আমাদের মাছের বাজার শেষ হোস্টেল থেকে বাজার করার জন্য মোট ১৫০০ টাকা দিয়েছিল সেখান থেকে ৮০০ টাকার মাছ ক্রয় করলাম এবার প্রথমে যেই সরঞ্জামগুলো ক্রয় করতে দিয়েছিলাম সেগুলার গোজগাছ করে হিসাব করে নেওয়া হল। তো পুনরায় আবার আমরা কাঁচা সবজির দোকানে চলে আসলাম এবং এসে দেখি উনি সুন্দর করে আমাদের লিস্ট অনুযায়ী সরঞ্জাম গুলো প্যাকেট করে রেখেছেন তখন আমি এবং মাহবুব ভাই সবগুলো ভালোভাবে বুঝে নিলাম এবং বিল পরিশোধ করে একটি ছোট্ট ভ্যানে চড়ে হাওয়া খেতে ,খেতে হোস্টেলে ফিরে আসলাম।

IMG_20201130_15227301757.jpeg

Today I will discuss with you some photography of our campus vegetable farming and some of its good aspects. Hope you will like this post, but without further ado let's jump to the main post. As you all know I am currently in Sirajganj and I have had some exceptional experiences here which have been very instructive for my life anyway. When I first came to the college campus, I was really surprised to see so much cleanliness. Our principal is very strict about cleanliness, he doesn't like any dirt anywhere and he always works more with creative things.

The whole area around the campus is very empty and it consists of a huge area for which he took an initiative to grow vegetables in the remaining areas and in continuation of that initiative it has been growing vegetables here for about a year. So today I am sharing some photographs of vegetables with you, let's see the photographs.

আজকে আমি আপনাদের মাঝে আমাদের ক্যাম্পাসের সবজি চাষের কিছু ফটোগ্রাফি এবং এর কিছু ভালো দিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আশা করি আপনাদের এই পোস্টটি অনেক ভালো লাগবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে ঝাপিয়ে পরি মূল পোস্টে। আপনারা সবাই জানেন আমি বর্তমানে সিরাজগঞ্জে রয়েছি এবং এখানে এসে আমি কিছু ব্যতিক্রমী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এগুলো আমার জীবনের জন্য সত্যি অনেক শিক্ষানীয় ছিল তো যাই হোক। প্রথমেই কলেজের ক্যাম্পাসে এসে এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সত্যিই আমি অবাক হয়েছি আমাদের যে প্রিন্সিপাল রয়েছেন উনি পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে খুবই কঠোর কোথাও কোন ময়লা পছন্দ করেন না এবং তিনি সবসময় সৃজনশীল জিনিস গুলো নিয়েই বেশি কাজ করে থাকে।

ক্যাম্পাসের আশেপাশে পুরো জায়গাটা অনেক ফাঁকা এবং এটি অনেক বড় একটি এলাকা নিয়ে গঠিত তো যার জন্য তিনি যেই বাকি জায়গাগুলো পড়ে রয়েছে ওখানে সবজি চাষ করার একটি উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগের ধারাবাহিকতায় প্রায় এক বছর যাবত এখানে সবজি চাষ হয়ে আসছে। তো আজ আমি কয়েকটা সবজির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করছি চলুন দেখে আসি ফটোগ্রাফি গুলো।

IMG_20201130_15227301756.jpeg

You can see different types of vegetables including spinach and red vegetables. These are planted just next to our hostel. The soil here is sandy because of this.

এটি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার শাক এর ভিতর রয়েছে পালং শাক লাল শাক এগুলো আমাদের হোস্টেলের একটু পাশেই রোপন করা হয়েছে এখানকার মাটিগুলো যেহেতু বালি মাটি তার কারণে এখানে এই সবজিগুলো লাগানোর পরে অনেক ফলন হয় এবং এগুলো আমাদের হোস্টেলে রান্না করে খাওয়া হয়।

IMG_20201130_152273017505.jpeg

Suddenly, I saw a rooster flower planted among the vegetables. I don't know the name of this flower in this area, but it is called rooster flower in our area. It looked pretty cool though.

হঠাৎ সবজির মধ্যে দেখলাম একটা মোরগ ফুল গাছ লাগানো রয়েছে জানিনা এই এলাকায় এই ফুলটির নাম কি তবে আমাদের এলাকায় মোরগ ফুল বলা হয়। যাইহোক এটি দেখে বেশ ভালই লাগছিল।

IMG_20201130_15227301754.jpeg

I saw that onions are grown here. We know that the price of the commodity in the country is increasing day by day and it is becoming difficult to live a healthy life.It means that the cauliflower plant has not grown cauliflower yet, but maybe this year it will grow cauliflower. On the one hand the planting of cauliflower trees has made the environment beautiful as well as it is also meeting our needs. All in all, I have seen a beautiful creativity in the campus. I like it very much.

এখানে দেখলাম পিঁয়াজ চাষ করা হয়েছে আমরা জানি দেশে জিনিসপাতির দাম দিন, দিন বেড়েই চলেছে সে তুলনায় একটি স্বাস্থ্যসম্মত জীবন যাপন করাটা বর্তমানের অনেক কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রিন্সিপালের সৃজনশীলতার বুদ্ধির কারণে আমরা অল্প খরচেই আমাদের হোস্টেল চালিয়ে নিতে পারি কারণ এইসব সবজিগুলো আমরা ফ্রিতেই পেয়ে যাই।এটা হচ্ছে ফুলকপি গাছ এখনো ফুলকপি হয় নাই তবে হয়তো বা এই বছরেই এই গাছে ফুলকপি আসবে। একদিকে ফুলকপি গাছ লাগানোর ফলে পরিবেশটা যেমন সুন্দর হয়েছে তেমনি ভাবে এটা আমাদের চাহিদাও মেটাচ্ছে সবমিলিয়ে সুন্দর একটি সৃজনশীলতা ক্যাম্পাসে দেখতে পেলাম এটা আমার কাছে খুব ভালো লেগেছে।

IMG-20230422-WA0014.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much. Currently I am expatriate in Saudi Arabia 🇸🇦. You can say, I am a Bangladeshi Remittance warrior.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!