A Diy home wall decoration pink flower wallmat.

in blurt-1787181 •  20 days ago 

Hello..!!
My Dear blurt-friends,
I am @rjraju001 from Bangladesh
Today is Sunday, February 02/2025

I am a new member of the @DIYHub community. I'm going to make a post today on the DIYHub community with my hard work.Welcome everyone to my blog. Hope you all are well. Today I'm going to share with you how to make a pink flower wall hanging craft with colored paper. Let's begin.

আমি @DIYHub কমিউনিটির একজন নতুন সদস্য। আমি আমার কঠোর পরিশ্রম দিয়ে DIYHub সম্প্রদায়ে আজ একটি পোস্ট করতে যাচ্ছি। আমার ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে রঙিন কাগজ দিয়ে বাড়ির দেওয়ালে সাজানো গোলাপী ফুলের ওয়ালমেটের কারুকাজ করা যায়। চলুন শুরু করা যাক.

Latest original image

rjraju001-2024122.png

Necessary materials for making Walmate

Serial numberName of the material
1A4 Paper
2Scale
3Pencil / pen
4Gum
5Kaichi
6Cardboard
7compass

Steps to make a Walmet

rjraju001-2024122.png

🖌Step: 1 🖌️

  • All the materials to make pink paper flower wallmat for home wall decoration.

rjraju001-2024122.png

🖌Step: 2 🖌️

  • In the second step, I will draw eight centimeters on the pink paper with a scale and pencil. Now cut the stained colored paper very nicely with scissors and keep it in one place.

দ্বিতীয় ধাপে গোলাপি কাগজের উপরে আট সেন্টিমিটার করে স্কেল ও পেন্সিল দ্বারা দাগ টেনে নিব। এবার দাগ টানা রঙিন কাগজটি কাইচি দ্বারা খুব সুন্দর ভাবে কেটে আলাদা করে এক জায়গায় রাখবো।

rjraju001-2024122.png

🖌Step: 3 🖌️

  • In the third step, cut the colored papers and glue them nicely. You can see that the gum has made a flower like corner.

তৃতীয় ধাপে কাটা রঙিন কাগজগুলো কোণ আকৃত করে সুন্দরভাবে গাম দ্বারা লাগিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন গাম দ্বারা কোণের মতো করে ফুল বানানো হয়ে গেছে।

rjraju001-2024122.png

🖌Step: 4 🖌️

  • In the fourth step you can see I took a piece of cardboard and cut a circle on it with a compass and pencil. Now I will cut the round circle nicely with scissors. You can see that I have cut the round circle very nicely.

চতুর্থ ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শক্ত কাগজ নিয়েছি এবং তার উপরে কাটা-কম্পাস ও পেন্সিল দ্বারা গোল বৃত্ত বানিয়ে নিব। এবার আমি কাইচি দ্বারা গোল বৃত্তটাকে সুন্দরভাবে কেটে নিব।আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর ভাবে গোল বৃত্তটা কেটে নিয়েছি।

rjraju001-2024122.png

🖌Step: 5 🖌️

  • The fifth step is a very important point. Notice that the cardboard circle that I made, I will now gently apply gum all over the top of the circle. Then I will arrange the pink paper flowers one by one on top of the circle. If you want to make walmate like this then you have to work step by step like this. You can see that a very beautiful flower has already been formed.

পঞ্চম ধাপ খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনার ভালো করে লক্ষ্য করবেন যে, আমি যে শক্ত কাগজের গোল বৃত্তটি বানিয়েছিলাম, এখন সে বৃত্তটার উপরে পুরো জায়গা জুড়ে আলতোভাবে গাম লাগিয়ে নিব। তারপরে কোণ আঁকৃত গোলাপী কাগজের ফুলগুলো একে একে বৃত্তটার উপরে সাজাতে থাকবো। আপনারা যদি এভাবে ওয়ালমেট তৈরি করতে চান তাহলে আপনাদের এই ভাবে ধাপে ধাপে কাজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে।

rjraju001-2024122.png

🖌Step: 6 🖌️

  • See in the sixth step I will make a rose flower to enhance the beauty of the flower. First I cut the paper into 6cm roses. Now the paper should be nicely folded and folded. Then cut well with scissors. Then after opening the corner-shaped flowers step by step, it will be seen that a beautiful flower has been formed.

ষষ্ঠ ধাপে দেখুন আমি ফুলের সৌন্দর্য বাড়ানোর জন্য একটি গোলাপ ফুল বানিয়ে নেব। প্রথমে আমি ৬ সেন্টিমিটার করে গোলাপে কাগজ কেটে নিয়েছি। এবার কাগজটা সুন্দরভাবে কোণ আঁকৃত করে ভাজ করে নিতে হবে। তারপরে কাইচি দ্বারা ভালোভাবে কেটে নিতে হবে। তারপর কোণ আকৃত ফুলগুলো ধাপে ধাপে খোলার পরে দেখা যাবে সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে।

rjraju001-2024122.png

🖌Step: 7 🖌️

  • Now I will cut the flower petals step by step to make the rose flower. Next I cut out all the stems I needed to make the flower. Then I started applying the petals with gum. As you can see the petals are attached by me.

এবার আমি গোলাপ ফুল তৈরি করার জন্য ধাপে ধাপে ফুলের পাপড়ি গুলো কেটে ফেলবো। এরপর আমি ফুল তৈরি করার জন্য যতগুলো পাপীর প্রয়োজন তা সবগুলো আমি কেটে নিয়েছি। তারপর আমি গাম দিয়ে পাপড়িগুলো লাগাতে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন পাপড়ীগুলো আমার লাগানো হয়ে গেছে।

rjraju001-2024122.png

🖌Step: 8 🖌️

  • I proceeded to arrange the flower petals one by one with gum to join them together. When all the petals were attached with gum, it took the shape of a rose flower. You can see a very beautiful rose flower has been made.

ফুলের পাপড়িগুলো একত্রিত করার জন্য গাম দ্বারা একটার পর একটা ধাপে ধাপে সাজাতে থাকি।সবগুলো পাপড়ী যখন গাম দিয়ে লাগানো হয়ে গেল, তখন সেটা গোলাপ ফুলের আকার ধারণ করল। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গোলাপ ফুল বানানো হয়ে গেছে।

rjraju001-2024122.png

🖌Step: 9 🖌️

  • To enhance the beauty of the flower I added a rose flower gum on top of it. Now the flower looks very beautiful. A wonderful flower was created.

ফুলটি সৌন্দর্য বাড়ানোর জন্য তার উপরে আমি একটি গোলাপ ফুল গাম দ্বারা লাগিয়েছি। এবার ফুলটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। অসাধারণ একটি ফুল তৈরি হয়ে গেল।

rjraju001-2024122.png

🖌Step: 10 🖌️

  • I cut the pink paper into thin lengths to double up the wallmat of pink paper flowers on the wall of the house. Then glue the corner shaped flower to the long pink paper. As you can see I have applied the flowers to the long thin paper step by step.

বাড়ির দেয়ালে সাজানো গোলাপি কাগজের ফুলের ওয়ালমেটের আরো দ্বিগুন করার জন্য আমি এবার গোলাপি কাগজ চিকন লম্বা করে কেটে নিলাম। তারপরে কোণ আকৃত ফুলটি লম্বা গোলাপি কাগজে গাম দ্বারা লাগাতে থাকি।আপনারা দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে লম্বা চিকন কাগজে ফুলগুলো লাগিয়ে নিয়েছি।

rjraju001-2024122.png

🖌Step: 11 🖌️

  • To increase the beauty of the wallmat of pink paper flowers decorated on the wall of the house, finally, the corner-shaped flower that has been attached with gum to the thin long paper, now I have added the flower step by step under the wallmat of pink paper flowers decorated on the wall of the house with gum to increase the beauty of the flower.

বাড়ির দেয়ালে সাজানো গোলাপি কাগজের ফুলের ওয়ালমেট সৌন্দর্য বাড়ানোর জন্য সবশেষে চিকন লম্বা কাগজের সাথে যে কোণ আকৃত ফুলটি গাম দ্বারা লাগানো হয়েছে সেটা এবার বাড়ির দেওয়ালে সাজানো গোলাপি কাগজের ফুলের ওয়ালমেটের নিচে ধাপে ধাপে গাম দ্বারা লাগিয়ে ফুলটি সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছি।

rjraju001-2024122.png

🖌Step: 12 🖌️

  • Finally you can see my laboriously made pink paper flower wallmat on the wall of the house. I have tried my best to explain each step to make you understand. I hope you enjoy my wallmat with pink paper flowers. If you try it at home, then you can definitely make the wallmat with pink flowers on the wall in a very beautiful way. Today at @DIYHub community finished my laborious home wall Sadhana pink paper flower wallmat craft. Everyone pray for me. May I show you some better handicrafts in the coming days. You all will be fine. Wishing you all the best, I am ending here today. Allah Hafez.

সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির দেয়ালে সাজানো গোলাপি কাগজের ফুলের ওয়ালমেট আমার শ্রমসাধ্য দিয়ে তৈরি করে ফেলেছি। আপনাদের বোঝানোর জন্য আমি প্রতিটি ধাপ আমার সাধ্যমত বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করি আপনারা আমার বাড়ির দেয়ালে সাজানো গোলাপি কাগজের ফুলের ওয়ালমেটটা উপভোগ করবেন। যদি আপনি এটি বাড়িতে চেষ্টা করেন তাহলে অবশ্যই বাড়ির দেয়ালে সাজানো গোলাপি ফুলের ওয়ালমেট টি আপনারা খুব সুন্দর ভাবে তৈরি করতে পারবেন। @DIYHub কমিউনিটিতে আজ আমার শ্রমসাধ্য দিয়ে বাড়ির দেয়ালে সাধনা গোলাপী কাগজের ফুলের ওয়ালমেটের কারুকাজ শেষ করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আগামী দিনে আমি যেন আরো ভালো কিছু হস্তশিল্প আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আপনারা সবাই ভাল থাকবেন। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Thanks for reading my post.

Follow Our Social Media

Facebook

Twitter

YouTube

IMG-20230422-WA0020.jpg

I am Md. Roknuzzaman Raju. I am a Muslim. I live in Gangni Police Station, Meherpur District, Khulna Division, Bangladesh. I feel proud as a Bangladeshi citizen. I love my native Bangladesh very much.I love to do photography and I love to hang out with my friends.I love to serve the poor and needy people. You all pray for me.May I reach my destination inshallah.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord