Hello Everyone , আজকে আমার বাগানে কলাগাছে এক ঝুকা কলা ধরেছে। এই আনন্দে কিছু ছবি আপনাদের সামনে শেয়ার করলাম।
Hello Everyone, Today a bunch of bananas fell on the banana tree in my garden. I am happy to share some pictures with you.
অনেকদিন আমার বাগানে যাওয়া হয়নি। হঠাৎ করে বাগানের দিকে গেলাম আর দেখলাম যে আমার দুইটি কলা গাছে কলার ঝুকা।তা দেখে খুবই আনন্দিত হলাম।তার কিছু ছবি নিচে দেওয়া হল :
I haven't been to my garden for a long time. Suddenly I went to the garden and saw that two of my banana trees were bearing bananas. I was very happy to see it. Some pictures of it are given below:
আমি আমার হাতে থাকা ফোনটি দিয়ে কলার বাগানের ছবি তুলে নিলাম।
I took a picture of the banana plantation with the phone in my hand.
আমার এখানে মাত্র দুইটি কলার গাছ লাগিয়েছিলাম সেখান থেকে এখন প্রায় এক থেকে দেড়শুটি কলার গাছ উৎপাদিত হয়েছে। আমার এই বাগানটি আমি আমার এক পুকুরের পাসে লাগিয়েছে।
কলা গাছের পাশ দিয়ে আমি আরো অনেক শাকসবজি লাগিয়েছি। আরো লাগিয়েছি রসুন, পিয়াজ।
I have planted many more vegetables next to the banana tree. I have also planted garlic and onions.
আমি আশা করি এখানে আরো পরবর্তীকালে অনেক ফলমূলের গাছ এখানে রোপণ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
আমার পরিচয়,
আমার নাম @naturaluttom
আমি বাংলাদেশ থেকে,