Midnight greetings
I started writing today's regular post by wishing everyone a midnight greeting and hoping that everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
Friends Today I have brought some photographs of an unusual and exceptional vegetable as a gift for you.
The vegetables in the picture are called Napa Vegetable in our area. However, in some places this vegetable is also called Lafa Vegetable. Scientific name-Malva Verticillata, which is known as Chinese Mallow in all continents. Which is a species of Malvaceae family, Malva song.
This vegetable is delicious and yummy to eat. However, many people do not like it because it is slightly sticky. Although it grows in all soils, its cultivation is very low, so it has not yet been able to express its identity in that way.
Enjoy
মধ্যরাতে শুভেচ্ছা
সবাইকে মধ্যরাতের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লেখা শুরু করলাম আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়া মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের জন্য উপহার দিতে তুলে নিয়ে এসেছি একটি অপ্রচলিত ও ব্যতিক্রমধর্মী শাক এর কয়েকটি ফটোগ্রাফি।
ছবির শাক গুলিকে আমাদের এলাকায় , নাপা শাক নামে ডেকে থাকে । তবে কোথাও কোথাও এ শাকটিকে লাফা শাক বলেও ডেকে থাকে। বৈজ্ঞানিক নাম-Malva Verticillata , যাহাকে Chinese Mallow নামে সকল মহাদেশে চিনে থাকে। যাহা মালভেসি পরিবারের, মালভা গানের প্রজাতি।
এ শাক খেতে সুস্বাদু ও মুখরোচক। তবে সামান্য আঠালো বলে একে অনেকে পছন্দ করেন না। সব মাটিতে জন্মিলেও এর চাষাবাদ অনেক কম হওয়ায়,এখনো সেভাবে নিজের পরিচয় প্রকাশ করতে পারেনি।
উপভোগ করুন
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Samsung galaxy F22 |
Cetegory | Photography blog |