Good Afternoon 🌇 🌞
Greetings to everyone in the afternoon, I started writing to give you today's regular photography post. Hopefully, by the grace of Allah Almighty, you are all well. Alhamdulillah, we are also well by the grace of Allah Almighty with everyone's prayers.
Winter is now underway in Bangladesh, a country of six seasons. This Winter ☃️ ❄️ Came to US Without any Kind of Cold 🤢🥶. It brought with it a slight cold one day in the first week.
Later, the cold could not touch us anymore. The days passed with the dense clouds in the sky for the last two days. Again, from yesterday, with the dense clouds, the abundance of cold air has started. Which again gives us the forecast of the arrival of winter.
সবাইকে বিকেলের শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত ফটোগ্রাফি পোস্ট উপহার দিতে লেখা শুরু করলাম। আশাকরি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
ছয় ঋতুর বাংলাদেশে এখন চলছে শীতকাল। এবারের শীতকাল কোনপ্রকার শীত ছাড়াই আমাদের মাঝে এসে হাজির হয়েছিল। সঙ্গে নিয়ে এসেছিল প্রথম সপ্তাহে একদিন সামান্য শীত।
পরবর্তীতে আর শীত আমাদেরকে স্পর্শ করতে পারেনি। গত দুদিন থেকে আকাশে মেঘের ঘনঘটা সহ দিনগুলো পার হয়ে গেল। আবার গতকাল থেকে মেঘের ঘনঘটার সাথে শুরু হয়েছে শীতল বাতাসের আধিক্য। যা আবারো নতুন করে শীত আসার পূর্বাভাস আমাদের মধ্যে প্রদান করে।
It is natural and beautiful that winter will come in winter. But if winter does not bring winter in such a random way, but just appears on its own, it is not good news for us.
The sun has not been seen since this morning. It was covered with clouds all day. It is still covered with clouds.
However, the fog was very little. What if the fog decreases? Even if the intensity of the headwind does not increase, the instability of winter has started to appear in the way it is going. But this instability will not be able to affect people. Because people have already prepared for winter to face winter. And every winter, they prepare for winter in advance. This is the rule of this country.
শীতকালে শীত আসবে এটাই স্বাভাবিক এবং সুন্দর কথা। কিন্তু শীতকাল এমন এলোমেলো ভাবে শীত না নিয়ে এসে, নিজেই শুধু উপস্থিত হলে তা আমাদের জন্য কোন সুখকর খবর নয়।
আজ সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি ।সারাদিন মেঘে ঢাকা ছিল। এখনো মেঘেই ঢাকা রয়েছে।
তবে কুয়াশার বিষয়টি একেবারেই কম ছিল।। কুয়াশা কম হলে কি হবে ?শিরশিরানি বাতাসের তীব্রতা না বাড়লেও, যেভাবে চলছে তাতেই শীতের অস্থিরতা দেখা দিতে শুরু করেছে। কিন্তু এ অস্থিরতা মানুষকে ঘায়েল করতে পারবে না। কারণ শীতকালের জন্য মানুষ শীত মোকাবেলার জন্য প্রস্তুতি আগে থেকেই গ্রহণ করেছে। আর প্রতি শীতকালেই এভাবে আগে থেকেই শীত মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করে। এটাই এদেশের নিয়ম।
Friends Today I have brought you a gift, Random Photography of Red Paper Flowers. Yesterday, while walking, I saw the flowers blooming at the gate of a house, and I immediately captured it on my mobile phone camera. Today, I am giving you this gift.
বন্ধুরা আজ আমি আপনাদেরকে উপহার দিতে তুলে নিয়ে এসেছি, লাল রংয়ের কাগজ ফুলের রেনডম ফটোগ্রাফি। গতকাল হাঁটার সময় এক বাড়ির গেটে ফুলগুলো শোভা পাচ্ছিল দেখে, তৎক্ষণাৎ মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে রেখেছিলাম, আজ সুযোগ বুঝে আপনাদেরকে সময়টি উপহার দিচ্ছি।
Enjoy.
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Samsung galaxy F22 |
Cetegory | Photography blog |