Good Evening Moment 🌅 😴
Topapana. We all know it by this name in our area. However, in some areas it is called water lettuce. The English name of this leaf is Nile cabbage, Shellflower, Water Cabbage, Water Lettuce, Nile Cabbage etc. Its scientific name is Pistia Stratiotes In some areas it is called only Pana. As far as it is known, the origin of this plant is Africa. This leaf was first discovered around the Nile River in Africa. Later, it slowly spread to all continents of the world. Although this beneficial plant is used as fish and animal food, its disadvantages are also known. As far as it is known, it breeds mosquitoes. Plant experts believe that this is aggressive and harmful to the environment.
Assalamu Alaikum
I am writing to give you today's regular post by wishing everyone a good evening. Hopefully, by the grace of Allah Almighty, everyone is well. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers. Today, I have brought you a photography of a different taste that is closely related to nature. This aquatic plant always grows in canals, beels, rivers, canals, ponds, ponds, etc. around our homes.
The floating plant grows wild in water and grows wildly. Sometimes, if it falls from the water to the ground, it can survive there too. However, its real habitat is water. It grows and propagates there. Thousands of plants can be born from one plant. The seeds or flowers of this plant are never seen. Its roots or taproots are used for propagation.
The interesting thing is that one plant can grow from each root or taproot. Plants that grow thick roots are more likely to produce more of them.
আসসালামু আলাইকুম
সবাইকে সন্ধ্যা রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশাকরি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের জন্য উপহার দিতে তুলে নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি ফটোগ্রাফি যা প্রকৃতির সাথে ওতপ্রোত ভাবে জড়িত। এ জলজ উদ্ভিদটি আমাদের বাড়ির আশেপাশে খাল, বিল, নদী, নালা, ডোবা, পুকুর, ইত্যাদিতে সব সময় জন্মে থাকে।
ভাসমান এর উদ্ভিদ পানিতেই বুনো হিসেবে জন্মে থাকে এবং বুনো হিসেবেই অকপটে বেড়ে থাকে । কখনো কখনো পানির উপর থেকে মাটিতে এসে পড়লে, সেখানেও সে বেঁচে থাকতে পারে। তবে এর আসল বাসস্থান পানি। সেখানেই সে ভেসে ভেসে বড় হতে থাকে এবং বংশবিস্তার করে থাকে। একটি উদ্ভিদ থেকে হাজারো উদ্ভিদের জন্ম হতে পারে। এ উদ্ভিদের বীজ বা ফুল কখনো দেখা যায় না। এর শিকড় বা মূল শিকড়, বংশবিস্তারের জন্য ব্যবহার হয়ে থাকে।
মজার বিষয় হল প্রতিটি শিকড় বা মূল থেকে একটি করে গাছের জন্ম নিতে পারে। যে উদ্ভিদটি থেকে মোটা মোটা শিকড়ের জন্ম নেয় সেই উদ্ভিদ থেকে এর বেশি জন্ম হতে দেখা যায়।
This plant produces thick roots while floating. This tree is born from that root. It has also been seen that several plants have been born from one root. Since plants are born side by side, this tree looks almost dense. That is, the distance from one plant to another is very close.
This is a type of plant. If it grows too much in a pond or basin, it destroys the living environment of the pond animals. If it is too little, it cools the water by providing shade and its roots are eaten by the fish and other animals in the pond. The roots and leaves are used as food for fish.
We do not take care of the plant given by nature in that way. This plant is more used to growing carelessly. Sometimes its leaves are eaten by cows and goats. Since it is a small plant, we do not take it seriously. We always consider it a weed. Although it is a weed, this plant has many qualities. Which are suitable for animal and fish food. Large fish can completely eat this plant. So, in a pond with a lot of large fish, it will die very quickly. On the other hand, in a pond with small fish, it will grow more and more and will fill the pond water within a few days. This is how the life cycle of this plant goes.
ভাসমান অবস্থায় এ উদ্ভিদ থেকে মোটা মোটা শিকড়ের সৃষ্টি হয়। সেই শিকড় থেকেই এ গাছের জন্ম হয়। এমনও দেখা গেছে একটি শিকড়ে কয়েকটি উদ্ভিদের জন্ম হয়েছে। পাশাপাশি উদ্ভিদের জন্ম হয় বলে, এই গাছটি দেখতে প্রায় ঘন ঘন হয়ে থাকে ।অর্থাৎ একটি উদ্ভিদ থেকে আর একটি উদ্ভিদের দূরত্ব খুবই কাছাকাছি।
এটি একটি কচু জাতের উদ্ভিদ। পুকুরে বা ডোবায় বেশি জন্মিলে সে পুকুরের প্রাণী বেঁচে থাকার পরিবেশ নষ্ট করে দেয় ।আবার অল্প থাকলে তা ছায়া দিয়ে পানিকে ঠান্ডা করে এবং এর শিকড় পুকুরে থাকা মাছ সহ অন্যান্য প্রাণীগুলো খেয়ে বেঁচে থাকে । শিকড় ও পাতা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
প্রকৃতির দান উদ্ভিদটি আমরা সেভাবে যত্ন করিনা ।অযত্ন অবহেলায় বেড়ে উঠতে এ উদ্ভিদ বেশি অভ্যস্ত। কখনো কখনো এর পাতা গরু ছাগলে খেয়ে থাকে। এটি ছোট জাতের উদ্ভিদ হওয়ায় আমরা তাকে গুরুত্বের সাথে দেখি না। সব সময় আমরা একে আগাছাই মনে করি। আগাছা হলেও এ উদ্ভিদের অনেক গুনাগুন রয়েছে। যাহা পশু এবং মাছের খাদ্যের জন্য উপযোগী। বড় বড় মাছেরা এ উদ্ভিদকে সম্পূর্ণরূপে খেয়ে ফেলতে পারে। তাই যে পুকুরে বেশি বড় মাছ থাকে সে পুকুরে খুব তাড়াতাড়ি এর শেষ হতে দেখা যায়। আবার যে পুকুরে ছোট ছোট মাছ থাকে সে পুকুরে বেশি বেশি করে বাড়তে দেখা যায় এবং কয়েক দিনের মধ্যেই পুকুরের পানি ছেয়ে নিয়ে থাকে। এভাবেই চলে এ উদ্ভিদের জীবন চক্র।
Topapana. We all know it by this name in our area. However, in some areas it is called water lettuce. The English name of this leaf is Nile cabbage, Shellflower, Water Cabbage, Water Lettuce, Nile Cabbage etc. Its scientific name is Pistia Stratiotes In some areas it is called only Pana. As far as it is known, the origin of this plant is Africa. This leaf was first discovered around the Nile River in Africa. Later, it slowly spread to all continents of the world. Although this beneficial plant is used as fish and animal food, its disadvantages are also known. As far as it is known, it breeds mosquitoes. Plant experts believe that this is aggressive and harmful to the environment.
টোপাপানা। এ নামেই আমরা আমাদের এলাকায় সবাই চিনে থাকি ।তবে কোন কোন এলাকায় একে ওয়াটার লেটুস বলে থাকে। এ পানার ইংরেজি নাম-Nile cabbage, Shellflower, Water Cabbage, Water Lettuce, Nile Cabbage ইত্যাদি ইত্যাদি। এর বৈজ্ঞানিক নাম-Pistia Stratiotes কোন কোন এলাকায় শুধু পানা নামেই ডাকা হয়ে থাকে। যতদূর জানা যায় এ উদ্ভিদের উৎপত্তিস্থল আফ্রিকা। প্রথমে আফ্রিকার নীল নদের আশেপাশে এ পানা অস্তিত্ব আবিষ্কার হয়। পরে আস্তে আস্তে বিশ্বের সারা মহাদেশে ছড়িয়ে পড়ে। উপকারী এ উদ্ভিদটি মাছ ও পশু খাদ্য হিসেবে ব্যবহার হলেও, এর অপকারিতাও সম্পর্কে জানা যায় যতদূর জানা যায় এতে মশা মাছি উৎপত্তি হয়। যা পরিবেশের জন্য আগ্রাসী ও ক্ষতিকারক বলে উদ্ভিদ বিশেষজ্ঞ গন মনে করেন
Friends This was my Topapana today and some talk about photography and some photographs.
Enjoy.
বন্ধুরা এই ছিল আমার আজকের টোপাপানা আর ফটোগ্রাফি নিয়ে কিছু কথা ও কয়েকটি ফটোগ্রাফি।
উপভোগ করুন।
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Handset |
Cetegory | Photography blog |