Good Midday 😄 👍
Good morning to everyone, I am writing today's regular post as a gift, hopefully everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
Friends Today I have brought a gift for you, a different kind of photography.
In the photography, you can see a mint tree has been planted in a tub. Mint is a vegetable leaf, spice leaf or salad leaf with medicinal properties. Which can be eaten raw, used as a spice in dishes and is mostly used as a salad.
**Why do we call mint by any name? Mint is the only plant in the world that depends on menthol. From which **menthol extract" is extracted worldwide, menthol granules are made. As you already know, I am a nature-loving person. Planting trees, raising animals, growing vegetables and taking and observing their pictures etc. My big hobby. I always try to learn about plants, animals and other creatures by going around nature and am used to photography.
I am not a big photographer or a big blogger, nor an expert. Still, I perform these tasks day after day with a cheap mobile phone in my hand or try to do so.
Wherever I like, I try to capture it on my mobile phone camera.
"As part of that, I have had a tub garden at home for a long time. Tub gardens mean floating gardens. Wherever I go, wherever I live in my life and work, I take these tubs with me. This is the history of my tub garden or floating garden."
I make sure to take my tub garden with me to the area I am currently living in. Although I don't have much here, I have a few favorite plants and more unnecessary plants than necessary. I spend my time taking care of them and use them when necessary.
This beautiful mint tree or tub was planted this year in the monsoon. Even then, this tub garden is about 35 years old.
For the past 35 years, I have been taking it with me to my various living places, that is, from one place to another, and taking care of it there.
Based on that, this mint tree has been in my house for about 35 years. Sometimes it dies, it dies out. I plant it again, this is how the Pudina tub is going in my top garden. It is winter now. The plant is slowly getting stronger and sometimes we eat its leaves as a salad.
Although not everyone in the house eats these leaves, my little girl and I almost always eat the leaves of this plant. So I brought you some pictures from today's tub garden in this post to present you. I hope you like it and enjoy it.
সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম, আশাকরি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়া মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের জন্য উপহার দিতে নিয়ে এসেছি, একটি ভিন্ন স্বাদের ফটোগ্রাফি।
ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন, একটি টবে পুদিনার গাছ লাগানো হয়েছে। পুদিনা একটি ঔষধি গুণসম্পন্ন শাক পাতা, মসলা পাতা বা সালাদ পাতা। যাহা কাঁচা খাওয়া যায়, মসলা হিসেবে তরকারিতে ব্যবহার করা যায় এবং সালাদ হিসেবে বেশি ব্যবহার হয়ে থাকে।
পুদিনাকে আমরা যে নামেই ডাকি না কেন ? পৃথিবীতেম্যান্থল নির্ভর একমাত্র উদ্ভিদ পুদিনা। যা থেকে বিশ্বব্যাপী **মেন্থল নির্যাস" বের করে, দানা ম্যান্থল তৈরি করা হয়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। গাছপালা লাগানো, পশুপাখি পালন করা, শাকসবজি লাগানো এবং তাদের ছবি ধারন ও অবজারভেশন করা ইত্যাদি আমার বড় শখ। সব সময় আমি প্রকৃতির পিছনে ঘুরে ঘুরে গাছপালা, পশুপাখি এবং অন্যান্য প্রাণী সম্পর্কে জানার চেষ্টা করি এবং ফটোগ্রাফিতে অভ্যস্ত।
আমি কোন বড় ফটোগ্রাফার নই বা বড় ব্লগারও নই, কিংবা কোন বিশারদ নই। তারপরও দিনের পর দিন হাতের কমদামি একটি মোবাইল দিয়া এসব কার্য সম্পাদন করে থাকি বা করার চেষ্টা করি।
যেখানেই যা কিছু আমার পছন্দের মধ্যে আসে, তাই আমি আমার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি।
"তারই অংশ হিসাবে আমার বাড়িতে অনেক পূর্ব থেকেই টব বাগান রয়েছে। টববাগান বলতে ভাসমান বাগান। আমি যেখানে যে এলাকায় যাই, আমার জীবনের কর্ম ক্ষেত্রে যে এলাকায় বাস করি, এসব টব সঙ্গে করেই নিয়ে যাই। এই হলো আমার টব বাগান বা ভাসমান বাগান এর ইতিবৃত্ত" ।
বর্তমানে যে এলাকায়, যেখানেই বসবাস করছি, সেখানে আমার টব বাগানটি সাথে নিতে নিশ্চিত করি। এখানে আমার বেশি কিছু না থাকলেও, কয়েক ধরনের পছন্দের গাছগাছালি রয়েছে এবং প্রয়োজনের চেয়ে, বেশি অপ্রয়োজনীয় গাছ রয়েছে। যেগুলোকে পরিচর্যা করে আমি সময় অতিবাহিত করি এবং প্রয়োজনে আমার কাজে লাগিয়ে থাকি।
সুন্দর এই পুদিনার গাছটি বা টবটি এ বছর বর্ষায় লাগানো। তারপরও এ টব বাগান আমার প্রায় 35 বছরের পুরানো।
ভাসমান অবস্থায় ৩৫ বছর থেকে আমি আমার বিভিন্ন বসবাসকারী স্থানে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে সাথে করে নিয়ে যাই এবং সেখানেই যত্ন আত্তি করে থাকি।
সেই সূত্র ধরে এই পুদিনা গাছ আমার বাড়িতে প্রায় ৩৫ বছর থেকে রয়েছে। কখনো কখনো মরে যায়, নিঃশেষ হয়ে যায় ।আবার নতুন করে লাগিয়ে থাকি, এভাবেই চলছে আমার টপ বাগানে পুদিনা টবটি। এখন শীতকাল। গাছটি আস্তে আস্তে তেজি হয়ে উঠছে এবং মাঝে মাঝে আমরা এর পাতা সালাদ হিসাবে খাচ্ছি।
এ পাতা বাড়ির সবাই না খেলেও, আমার ছোট মেয়ে এবং আমি প্রায় প্রায় এ গাছের পাতা খেয়ে থাকি। তাই টববাগান থেকে আজকের কিছু ছবি আপনাদেরকে উপহার দিতে এই পোস্ট আকারে নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভাল লাগবে উপভোগ করুন।
Blogger and Photographer|@mrnazrul
Use Camera 📸| 🤳 Samsung galaxy F22
Cetegory|Photography blog