When the Fish in the Pond at Home were Caught and kept in buckets. At that Moment

in blurt-1787181 •  12 days ago 

Assalamu Alaikum
Wishing everyone a good night, I sat down to write today's regular post, I hope everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
Friends Today I have brought you a gift, a few photographs of fish caught in my pond.
A few days ago, When the Fish in the Pond at Home were Caught and kept in buckets. At that Moment I captured these photographs on my mobile phone camera.
At that time, many more fish were scattered in various ways, but they were also photographed. But the fish that were big and kept separately in buckets were photographed more importantly.
Winter is now in Bangladesh. Winter is our dry season. Storms are less frequent in this season. Slowly, the rivers, canals, etc. start to dry up. Ponds, ponds, holes, etc. start to dry up.
So the fish collected in the water bodies during the monsoon are caught in this dry season. Which we call catching with irrigation. However, nowadays, many fishing techniques have been developed, so instead of irrigation, those techniques are used. These fish have been caught with a drag net.
Now there are no more fish in the pond. So there is no need for irrigation.
Enjoy.

20241227_104335.jpg

20241227_104336.jpg

20241227_104338.jpg

20241227_104305.jpg

20241227_104306.jpg

20241227_104307.jpg

20241227_104311.jpg

20241227_104312.jpg

20241227_104314.jpg

20241227_104319.jpg

20241227_104335.jpg

20241227_104340.jpg

20241227_104344.jpg

20241227_104309.jpg

20241227_104313.jpg

20241227_104316.jpg

20241227_104318.jpg

20241227_104322.jpg

20241227_104323.jpg

20241227_104336.jpg

20241227_104338.jpg

20241227_104341.jpg

20241227_104343.jpg
আসসালামু আলাইকুম
সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন ।আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি, নিজ পুকুরে ধরা কয়েকটি মাছের ফটোগ্রাফি।
কয়েকদিন আগে বাড়ির পুকুরের মাছ ধরে যখন বালতিতে ভরে রাখা হয়েছিল। সেই মুহূর্তে আমি এই ফটোগ্রাফি গুলো মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে রেখেছিলাম।
সে সময় আরো অনেক মাছ বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও, তাদেরও ফটোগ্রাফি করা হয়েছিল। কিন্তু বেশি গুরুত্বের সাথে ফটোগ্রাফি করা হয়েছে, যে মাছগুলো বড় এবং বালতিতে আলাদা করে রেখে দেওয়া হয়েছে।
বাংলাদেশে এখন চলছে শীতকাল। শীতকাল আমাদের শুষ্ক মৌসুম । এ মৌসুমে ঝড় বেশি কম হয়। আস্তে আস্তে নদী নালাখাল বিষ শুকিয়ে যেতে শুরু করে। শুকিয়ে যেতে শুরু করে, পুকুর, ডোবা, গর্ত ইত্যাদি ইত্যাদি।
তাই বর্ষায় জলাশয়ে জমানো মাছগুলো এই শুকনো মৌসুমে ধরে নেওয়া হয়। যাকে আমরা বলি সেচ দিয়ে ধরা। তবে আজকাল মাছ ধরার অনেক কৌশল নির্মিত হওয়ায়, সেচ দেওয়ার পরিবর্তে, সেসব কৌশল ব্যবহার করা হয়। এই মাছগুলো টানা জাল দিয়ে ধরে নেওয়া হয়েছে।
এখন আর পুকুরে তেমন কোন মাছ নাই। তাই সেচ দেওয়ার প্রয়োজন নাই।
উপভোগ করুন।

Blogger and Photographer@mrnazrul
Use Camera 📸🤳 Samsung galaxy F22
CetegoryPhotography blog
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord