My Dear blurt-friends,
I am @mosharaf075 from Bangladesh
Today is Friday , January 24/2025
Assalamu Alaikum, I am Md. Mosharraf Hossain. You will all accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. i am a teacher Besides teaching, I also love photography. So I present some photography to you. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately start taking pictures. And when I get time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.
Today I went a little far from our area to eat Kamranga. The main reason was to wander around and enjoy some moments alone. So with this thought I went to eat Kamranga. I saw that the kamaranga tree was well bitten, then I took some kamaranga from the kamaranga tree and took some photographs of it. I am making the post today to present those photographs to you. I am presenting some of my moments in these photographs. I hope you like it very much.
আসসালামু আলাইকুম, আমি মোঃ মোশারফ হোসেন। আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আমি একজন শিক্ষক। আমি শিক্ষকতার পাশাপাশি ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। তাই আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি তুলে ধরলাম।ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।
আজকে কামরাঙ্গা খাওয়ার উদ্দেশ্যে আমাদের এলাকা থেকে একটু দূরে গিয়েছিলাম। এর মূল কারণ ছিল একটু ঘুরে বেড়ানো এবং কিছু মুহূর্ত একা উপভোগ করার জন্য। তো এই ভাবনা নিয়ে চলে গিয়েছিলাম কামরাঙ্গা খেতে। কামরাঙ্গার গাছে দেখি ভালই কামড়ানো হয়েছে তারপর কামরাঙ্গা গাছ থেকে কিছু কামরাঙ্গা খেলাম এবং তার কিছু ফটোগ্রাফি করলাম। সে ফটোগ্রাফি গুলো আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার উদ্দেশ্যে পোস্টটি করতেছি। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কিছু মুহূর্ত জড়িয়ে রয়েছে ওই মুহূর্তগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি। আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
You can see this is the Kamranga tree. The tree in which I came here to eat kamaranga. So the Kamranga tree is quite old. As a child I ate many fruits from this tree. But now this tree does not produce much fruit, it seems to be old. Kamranga tree, is an important part of our childhood. There are many memories surrounding this tree. The joy of eating ripe kamaranga while standing under a tree with friends as a child still warms the heart. The tree is very old now. The branches are somewhat dry, and do not bear fruit as before. It seems to have lost its youth due to age. Once this tree was the heart of our village. The sour-sweet taste of ripe kamaranga added extra joy to our daily sports. But now the tree is only a symbol of memory. It has grown old, so the yield has decreased. But the memories surrounding this tree never grow old. Over time this tree tells the story of our changing lives. Those childhood days remind us that our relationship with nature is truly priceless. The Kamranga tree is therefore not just a tree but a living reminder of the golden days of our childhood.
আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কামরাঙ্গা গাছ। যেই গাছটিতে কামরাঙ্গা খাওয়ার উদ্দেশ্যে এদিকে এসেছিলাম। তো কামরাঙ্গা গাছটি বেশ পুরনো হয়ে গেছে। ছোটবেলায় এই গাছ থেকে অনেক ফল খেয়েছি। তবে এখন এই গাছটি তেমন একটা ফল হয় না, বয়স হয়ে গেছে এজন্য মনে হয়।কামরাঙ্গা গাছ, আমাদের শৈশবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গাছটিকে ঘিরে রয়েছে অসংখ্য স্মৃতি। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে গাছের নিচে দাঁড়িয়ে পাকা কামরাঙ্গা খাওয়ার আনন্দ এখনও মনকে উষ্ণ করে। গাছটি এখন অনেক পুরনো হয়ে গেছে। শাখাগুলো কিছুটা শুকিয়ে গেছে, আর আগের মতো ফল ধরে না। বয়সের কারণে এটি যেন তার যৌবন হারিয়েছে।একসময় এই গাছ ছিল আমাদের গ্রামের প্রাণকেন্দ্র। পাকা কামরাঙ্গার টক-মিষ্টি স্বাদ আমাদের প্রতিদিনের খেলাধুলার মাঝে বাড়তি আনন্দ যোগ করত। তবে এখন গাছটি কেবল স্মৃতির প্রতীক। এর বয়স হয়ে গেছে, তাই ফলনও কমে এসেছে।কিন্তু এই গাছটিকে ঘিরে স্মৃতিগুলো কখনো পুরনো হয় না। সময়ের সাথে এই গাছ আমাদের জীবনের পরিবর্তনের গল্প বলে। শৈশবের সেই দিনগুলো মনে করিয়ে দেয় যে, প্রকৃতির সঙ্গে আমাদের যে সম্পর্ক, তা সত্যিই অমূল্য। কামরাঙ্গা গাছটি তাই কেবল একটি গাছ নয়, এটি আমাদের শৈশবের সোনালি দিনগুলোর জীবন্ত স্মারক।
As you can see in my hand it is Kamranga fruit. This Kamranga fruit tastes great with dry chilies and salt. This kamaranga fruit is sometimes seen in our area and it is sold with dry chili and salt. So it is very good to eat. You can try it if you want. Kamranga fruit, known for its star shape, is a delicious and nutritious fruit that is occasionally available in the market in our country. Its crisp and sweet-sour taste makes the fruit very popular among foodies. Kamranga fruit is very popular in our area. Especially when it is served with dry chilies and salt, its taste is enhanced. This combination creates a balance of tangy and salty with the natural sour-sweet taste of the fruit, which is very pleasant to eat. Even many hawkers stand on the streets and sell Kamranga in this special way, which is quite attractive to the local people. Kamranga is not only rich in taste but also rich in nutrients. It contains vitamin C, dietary fiber and antioxidants, which help boost our immune system. Apart from this, it is a low calorie fruit, which is ideal for health conscious people. You can try this recipe at home if you want. Cut a fresh kamaranga and mix it with a little dry chili powder and salt. It will not only delight the taste but also give a different dining experience.
আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কামরাঙ্গা ফল। এই কামরাঙ্গা ফল শুকনো মরিচ এবং লবণ দিয়ে খেতে বেশ মজা লাগে। আমাদের এলাকাতে মাঝেমধ্যে দেখা যায় এই কামরাঙ্গা ফল এবং শুকনো মরিচ ও লবণ মাখিয়ে এগুলো বিক্রয় করে থাকে। তো এটি খেতে অনেক ভালো লাগে । আপনারা চাইলে ট্রাই করতে পারেন।কামরাঙ্গা ফল, যা তার তারকা আকৃতির জন্য পরিচিত, একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা আমাদের দেশে মাঝে মাঝে বাজারে পাওয়া যায়। এর খাস্তা ও মিষ্টি-টক স্বাদ ফলটিকে ভোজনরসিকদের কাছে খুবই প্রিয় করে তুলেছে।আমাদের এলাকায় কামরাঙ্গা ফল বেশ জনপ্রিয়। বিশেষ করে যখন এটি শুকনো মরিচ ও লবণ দিয়ে মেখে পরিবেশন করা হয়, তখন এর স্বাদ আরও বেড়ে যায়। এই মিশ্রণটি ফলটির স্বাভাবিক টক-মিষ্টি স্বাদের সঙ্গে ঝাঁঝালো এবং লবণাক্ত একটি ব্যালেন্স তৈরি করে, যা খেতে অত্যন্ত মজাদার। এমনকি অনেক হকার রাস্তায় দাঁড়িয়ে এই বিশেষ পদ্ধতিতে কামরাঙ্গা বিক্রি করেন, যা স্থানীয় মানুষের কাছে বেশ আকর্ষণীয়।কামরাঙ্গা শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে ভিটামিন সি, ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি এটি একটি কম ক্যালোরি সম্পন্ন ফল, যা স্বাস্থ্যসচেতন মানুষের জন্য আদর্শ।আপনারা চাইলে এই রেসিপিটি ঘরেই তৈরি করে দেখতে পারেন। একটি তাজা কামরাঙ্গা কেটে তাতে সামান্য শুকনো মরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। এটি শুধু স্বাদের আনন্দ দেবে না, বরং একটি ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতাও দেবে।
I can't remember the name of this fruit but I know that this fruit is used to make dhol dhugi, so this fruit is not available in our area. I only know this tree. And this tree can be said to be very rare. I think the tree is about two or three years old.
এই ফলটির নাম আমার ঠিক মনে পড়তেছে না তবে এটি জানি এই ফলটি দিয়ে ঢোল ঢুগি তৈরি করা হয় তো এই ফলটি আমাদের এলাকায় তেমন একটা পাওয়া যায় না আমি শুধুমাত্র এই গাছটি । এবং এই গাছটি অনেক বিরল বলা যায়। গাছটির বয়স মোটামুটি দুই তিন বছর হতে পারে বলে আমি আমার মনে হয়।
This is the grapefruit fruit, so many people call it as almond fruit. When I was on my way to eat Kamranga, I saw a lot of beautiful grapefruits growing on this grapefruit tree, so I took a photo. Grapefruit, also known as "almond fruit" in many regions, is a wonderful gift of our nature. It is loved by all for its delicious taste and health benefits. Grapefruit trees are usually of medium height and the round fruits hanging from its branches are very beautiful to look at. Talking about one of my special moments, one day I went out to eat kamaranga and saw a unique sight of grapefruit trees. The fresh and beautiful grapefruits hanging on the trees are a manifestation of the extraordinary beauty of nature. I took a picture of the tree to capture that moment in memory. Grapefruit is not only beautiful to look at, but also has amazing nutritional value. It is rich in vitamin C, antioxidants and various minerals. Consuming grapefruit regularly boosts immunity and keeps the body healthy. Life's small moments become more enjoyable when you engage with nature. Photography is a great way to capture those moments. My experience standing next to the grapefruit tree was also such a memorable moment.
এটি হচ্ছে জাম্বুরা ফল তো অনেকে এটিকে বাদাম ফল হিসাবেও আখ্যায়িত করে থাকে। আমি যখন কামরাঙ্গা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন দেখলাম এই জাম্বুরা গাছে অনেক সুন্দর জাম্বুরা এসেছে তাই একটি ফটোগ্রাফি করলাম।জাম্বুরা, যা অনেক অঞ্চলে "বাদাম ফল" নামেও পরিচিত, আমাদের প্রকৃতির এক অসাধারণ উপহার। এর সুস্বাদু স্বাদ ও স্বাস্থ্যগুণের জন্য এটি সবার কাছেই প্রিয়। জাম্বুরা গাছ সাধারণত মাঝারি উচ্চতার হয়ে থাকে এবং এর শাখাগুলিতে ঝুলে থাকা গোলাকার ফলগুলো দেখতে অত্যন্ত সুন্দর।আমার একটি বিশেষ মুহূর্তের কথা বলতে গেলে, একদিন কামরাঙ্গা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে জাম্বুরা গাছের একটি অনন্য দৃশ্য দেখতে পেলাম। গাছে ঝুলে থাকা তাজা ও সুন্দর জাম্বুরাগুলি যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের প্রকাশ। সেই মুহূর্তটিকে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য আমি গাছের একটি ছবি তুলি।জাম্বুরা শুধু দেখতে সুন্দর নয়, এর পুষ্টিগুণও অসাধারণ। এটি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর। নিয়মিত জাম্বুরা খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর সুস্থ থাকে।জীবনের প্রতিদিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো প্রকৃতির সাথে জড়িত থাকলে তা আরও আনন্দময় হয়ে ওঠে। সেই মুহূর্তগুলো ধরে রাখার জন্য ছবি তোলা একটি দারুণ উপায়। জাম্বুরা গাছের পাশে দাঁড়িয়ে আমার সেই অভিজ্ঞতাটিও ছিল এমনই এক স্মরণীয় সময়।
This is a fruit, I don't know the name of this flower and I don't know the name of the fruit either. It seems new to me and I am very happy to be familiar with it so I took a photograph to share with you. Nature is always a mystery to us. full of There are things in it that seem new and strange to our eyes. Recently I discovered one such unknown fruit and flower. The experience of getting to know this fruit and flower was truly delightful. Although I don't know its name, its beauty fascinated me. The color and structure of the flower was unique, which drew attention to it. Its fragrance was mild but attractive, and it was like a rare creation of nature. The color and shape of the fruit is quite strange, which made me curious about its identity. This experience inspired me to learn something new. This gift of nature teaches us how important it is to love the unknown and enrich ourselves with new experiences. So to capture this moment I took a picture, which I am happy to share with you. It is our responsibility to respect the beauty of nature and try to learn about it. Maybe in future I will learn about the names and qualities of these fruits and flowers. But I will always remember this moment.
এটি হচ্ছে একটি ফল , এই ফুলটির নাম আমার ঠিক জানা নেই এবং ফলটির নামও আমার জানা নেই আমার কাছে এটি নতুন মনে হল এবং নতুন এটির সঙ্গে আমি পরিচিত হয়ে অনেক ভালো লেগেছিল আমার তাই একটি ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।প্রকৃতি সবসময়ই আমাদের কাছে রহস্যে ভরা। তার মাঝে কিছু জিনিস থাকে যা আমাদের চোখে নতুন এবং অদ্ভুত মনে হয়। সম্প্রতি আমি এমনই একটি অজানা ফল ও ফুলের সন্ধান পেয়েছি। এই ফল ও ফুলটির সাথে পরিচিত হওয়ার অভিজ্ঞতা ছিল সত্যিই আনন্দময়। যদিও এর নাম আমার জানা নেই, তবুও এর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।ফুলটির রঙ ও গঠন ছিল অনন্য, যা এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। এর সুবাস ছিল মৃদু কিন্তু আকর্ষণীয়, এবং এটি যেন প্রকৃতির এক দুর্লভ সৃষ্টি। ফলটির রঙ ও আকার বেশ অদ্ভুত, যা এর পরিচিতি নিয়ে কৌতূহল তৈরি করেছে।এই অভিজ্ঞতা আমাকে নতুন কিছু জানার অনুপ্রেরণা দিয়েছে। প্রকৃতির এই উপহার আমাদের শেখায়, অজানাকে ভালোবাসা এবং নতুন অভিজ্ঞতায় নিজেকে সমৃদ্ধ করা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তটি ধরে রাখতে আমি একটি ছবি তুলেছি, যা আপনাদের সাথে ভাগ করতে পেরে আমি আনন্দিত।প্রকৃতির সৌন্দর্যকে সম্মান করা এবং এটি সম্পর্কে জানার চেষ্টা করাই আমাদের দায়িত্ব। হয়তো ভবিষ্যতে আমি এই ফল এবং ফুলের নাম এবং গুণাবলী সম্পর্কে জানতে পারব। তবে এই মুহূর্তটি সবসময় আমার মনে থাকবে।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.