My favorite random photography.

in blurt-1787181 •  last month 

Hello..!!
My Dear blurt-friends,
I am @mosharaf075 from Bangladesh
Today is Friday , February 07/2025

FunPic_20250207_160636331.jpg

Assalamu Alaikum, I am Md. Mosharraf Hossain. You will all accept my sincere respect and love. I hope you all are very well, healthy and safe by the infinite mercy of Almighty Allah. I am also very well with your prayers and the mercy of Almighty Allah. i am a teacher Besides teaching, I also love photography. So I present some photography to you. Photography is one of my hobbies. Whenever I see something beautiful in front of me on the way, I immediately start taking pictures. And when I have time, I go to the field or a park to do photography. Sometimes, if I see something interesting in my village, I photograph them. I love to photograph different types of colorful flowers, landscapes and field crops that enhance natural beauty. I always try to share beautiful photography with you. Dear friends, today I have shared with you my favorite random photography. I hope you will like my favorite random photography. Let's get started.

আসসালামু আলাইকুম, আমি মোঃ মোশাররফ হোসেন। আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করবেন। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো, সুস্থ ও নিরাপদ আছেন। আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি একজন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি ফটোগ্রাফিও ভালোবাসি। তাই কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরলাম। ফটোগ্রাফি আমার শখের একটি। পথে যখনই আমার সামনে সুন্দর কিছু দেখি তখনই ছবি তোলা শুরু করি। আর সময় পেলেই মাঠে বা পার্কে যাই ফটোগ্রাফি করতে। কখনও কখনও, আমি যদি আমার গ্রামে আকর্ষণীয় কিছু দেখি, আমি তাদের ছবি করি। আমি বিভিন্ন ধরণের রঙিন ফুল, ল্যান্ডস্কেপ এবং মাঠের ফসলের ছবি তুলতে পছন্দ করি যা প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। আমি সবসময় আপনার সাথে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আমার প্রিয় এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করলাম। আমি আশা করি আপনি আমার প্রিয় র্যান্ডম ফটোগ্রাফি পছন্দ করবেন. চলুন শুরু করা যাক।

IMG-202412214786567554691.jpg

Teaching is not just about taking classes; It involves a lot of responsibility and busyness. Especially at the end of the month, the busyness of a teacher increases manifold. As soon as I entered the school in the morning, time started running. Conducting classes, solving students' problems, evaluating exam papers, updating attendance registers—all these are the activities of a teacher. The busyness increases towards the end of the month, as there are urgent tasks like evaluating exam papers, preparing reports, and saving marks obtained by students. Care should be taken to ensure that the assessment of each student is correct. Apart from this, administrative work and fixing various office papers create additional pressure for the teachers. However, in spite of this busyness, the teachers move forward with patience and sincerity. They fulfill this important responsibility of shaping the future of students with devotion. A teacher's greatest achievement is the interest and success of students in learning even if they are tired at the end of the day. So this engagement is not only a responsibility but also a source of invaluable satisfaction for teachers.

শিক্ষকতা শুধু ক্লাস নেওয়ার কাজই নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক দায়িত্ব ও ব্যস্ততা। বিশেষ করে মাসের শেষে একজন শিক্ষকের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। সকালবেলা স্কুলে প্রবেশের পর থেকেই সময় যেনো দৌড়াতে শুরু করে। ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা, পরীক্ষার খাতা মূল্যায়ন, উপস্থিতি রেজিস্টার হালনাগাদ করা—এসবের মাঝেই চলে শিক্ষকের কর্মজীবন।মাসের শেষদিকে এই ব্যস্ততা আরও বেড়ে যায়, কারণ তখন পরীক্ষার খাতা মূল্যায়ন, রিপোর্ট প্রস্তুত, এবং শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংরক্ষণ করার মতো জরুরি কাজ থাকে। প্রতিটি শিক্ষার্থীর মূল্যায়ন যেন সঠিক হয়, সেদিকে খেয়াল রাখতে হয়। পাশাপাশি, প্রশাসনিক কাজ ও বিভিন্ন দাফতরিক কাগজপত্র ঠিকঠাক করা শিক্ষকদের জন্য বাড়তি চাপ তৈরি করে।তবে এই ব্যস্ততার মাঝেও শিক্ষকরা এগিয়ে যান ধৈর্য ও আন্তরিকতা নিয়ে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের এই গুরুদায়িত্ব তারা নিষ্ঠার সঙ্গে পালন করেন। দিনের শেষে ক্লান্তি থাকলেও শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও সাফল্যই একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি। তাই এই ব্যস্ততা কেবলই দায়িত্ব নয়, বরং এটি শিক্ষকদের এক অমূল্য তৃপ্তির উৎস।

IMG-202412214786567554697.jpeg

This is the photography of the black cherry flower. I was really impressed by the red flowers blooming on the green trees. In the heat of the intense sun, the black cherry flower has given all its beauty to the nature. Seeing this wonderful beauty of Krishnachura flower gives us some peace of mind. Krishnachura is a unique gift of summer. When its bright crimson flowers bloom across green tree branches, nature becomes a unique sight. Even in the scorching summer sun, Krishna Chura brings cool serenity to our mind with its fountain of beauty.
This tree is mainly found in warm climates and is planted in various places from cities to villages for its beauty. Just as the feeling of sitting in the shade of Krishna Chura is soothing, its eye-catching color brings joy to our mind. Not only does it soothe our mind, but Krishna Chura is also beneficial for the environment. It purifies the air, helps regulate temperature, and provides plenty of oxygen. Besides, the flowers of blackthorn attract bees and other pollinators, which helps in maintaining the balance of the environment. Therefore, the beauty of blackthorn is not only visual but also important for our mind and nature. So it is our responsibility to protect and maintain it.

এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি। সবুজ গাছে ফুটে থাকা লাল রংয়ের কৃষ্ণচূড়া ফুল গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। প্রখর সূর্যের তাপের মাঝে কৃষ্ণচূড়া ফুল তার সবটুকু সৌন্দর্য যেন বিলিয়ে দিয়েছে প্রকৃতির মাঝে। কৃষ্ণচূড়া ফুলের এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা মানসিকভাবে কিছুটা হলেও প্রশান্তি খুঁজে পায়।কৃষ্ণচূড়া গ্রীষ্মকালের এক অনন্য উপহার। এর উজ্জ্বল লাল রঙের ফুল যখন সবুজ গাছের শাখা জুড়ে প্রস্ফুটিত হয়, তখন প্রকৃতি যেন এক অনন্য রূপে সেজে ওঠে। গ্রীষ্মের তীব্র রোদেও কৃষ্ণচূড়া তার সৌন্দর্যের ঝর্ণাধারায় আমাদের মনকে শীতল প্রশান্তি এনে দেয়।
এই গাছ প্রধানত উষ্ণ আবহাওয়ার অঞ্চলে দেখা যায় এবং সৌন্দর্যের জন্য এটি শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন স্থানে রোপণ করা হয়। কৃষ্ণচূড়ার ছায়ায় বসে থাকার অনুভূতি যেমন প্রশান্তিদায়ক, তেমনি এর চোখ ধাঁধানো রঙ আমাদের মনে আনন্দের সঞ্চার করে।শুধু যে এটি আমাদের মনকে প্রশান্ত করে তা নয়, কৃষ্ণচূড়া পরিবেশের জন্যও উপকারী। এটি বাতাস পরিশোধন করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। এছাড়া, কৃষ্ণচূড়ার ফুল মৌমাছি ও অন্যান্য পরাগসংগ্রাহীদের আকৃষ্ট করে, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়ক।অতএব, কৃষ্ণচূড়ার সৌন্দর্য কেবল চাক্ষুষ নয়, এটি আমাদের মন ও প্রকৃতির জন্যও গুরুত্বপূর্ণ। তাই এর সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব।

IMG-202412214786567554690.jpeg

This is a photograph of a snail. Such snails are aquatic animals. But the snails have died due to the drying up of ponds and canals due to extreme heat. Such snails are used as food for various types of fish in water bodies. At the same time, such snails also play a role in maintaining the balance of the water body environment. Snails are an important part of our aquatic ecosystem. They are usually found in large numbers in ponds, canals and reservoirs. They not only live underwater, but also play an important role in maintaining the balance of the environment. It is an important component of the aquatic food chain due to its high demand as fish feed.
But climate change is causing a steady rise in temperature, causing many water bodies to dry up. Water in ponds and canals is drying up rapidly due to extreme heat in other areas, especially in desert areas. As a result, important aquatic animals such as snails are not able to survive and are dying. Extinction of snails can create food shortages for fish and the balance of aquatic ecosystems can be disturbed. So we should be aware to protect water bodies, conserve water and take environment friendly activities. Protecting the existence of water bodies is essential to combat the adverse effects of climate change. If not, the existence of snails and other aquatic life will be threatened, which can be harmful to the whole nature.

এটা হচ্ছে একটি শামুকের ফটোগ্রাফি। এ ধরনের শামুক গুলো হলো জলোজপ্রাণী। কিন্তু প্রচণ্ড তাপদাহের কারণে পুকুর ও খালে-বিলের পানি শুকিয়ে যাওয়ার ফলে শামুক গুলো মরে গেছে। এ ধরনের শামুকগুলো জলাশয়ের বিভিন্ন প্রকারের মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। একই সাথে জলাশয়ের পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ ধরনের শামুক ভূমিকা রাখে।শামুক আমাদের জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত পুকুর, খাল-বিল ও জলাশয়ে প্রচুর পরিমাণে এদের দেখা যায়। এরা শুধু পানির নিচে বসবাস করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাছের খাদ্য হিসেবে এদের চাহিদা বেশি থাকায় এটি জলজ খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে অনেক জলাশয় শুকিয়ে যাচ্ছে। বিশেষ করে মরুপ্রবণ এলাকাগুলোর মতো অন্যান্য অঞ্চলেও প্রচণ্ড তাপদাহের কারণে পুকুর ও খাল-বিলের পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে। ফলে শামুকের মতো গুরুত্বপূর্ণ জলজপ্রাণীগুলো বাঁচতে পারছে না এবং মারা যাচ্ছে।শামুকের বিলুপ্তি মাছের খাদ্য সংকট তৈরি করতে পারে এবং জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই আমাদের উচিত জলাশয় রক্ষার জন্য সচেতন হওয়া, পানি সংরক্ষণ করা এবং পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে হলে জলাশয়গুলোর অস্তিত্ব রক্ষা করা জরুরি। তা না হলে শামুকসহ অন্যান্য জলজপ্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে, যা সমগ্র প্রকৃতির জন্য ক্ষতিকর হতে পারে।

IMG-202412214786567554695.jpeg

This is a photograph of green paddy fields across the horizon. As far as the eye can see, there is only a beautiful view of green paddy fields. The beautiful view of green paddy fields captivates us all. But these green paddy fields in our fields are in crisis at present. In many paddy fields, the soil has dried up and cracked due to insufficient water supply. Still, the paddy fields look green from a distance. But when you get close to the paddy field, you will see the dry paddy field in the scorching heat.

এটা হচ্ছে দিগন্ত জুড়ে থাকা সবুজ ধানক্ষেতের ফটোগ্রাফি। যতদূর চোখ যায় তত দূর শুধু সবুজ ধানক্ষেতের অপরূপ দৃশ্য। সবুজ শ্যামল ধান ক্ষেতের অপরূপ দৃশ্য আমাদের সকলকেই মুগ্ধ করে। কিন্তু আমাদের মাঠের এই সবুজ ধান ক্ষেতগুলো বর্তমান সময়ে সংকটের মধ্যে পড়েছে। অনেক ধানের ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে পানি না পাওয়ায় ধানক্ষেতের মাটি শুকিয়ে ফেটে গেছে। তারপরও দূর থেকে ধান ক্ষেত গুলো দেখতে সবুজ লাগে। কিন্তু ধান ক্ষেতের কাছাকাছি গেলে প্রচণ্ড তাপদাহে শুকিয়ে যাওয়া ধানের ক্ষেত দেখলে খুবই কষ্ট অনুভব হয়।

IMG-202412214786567554694.jpeg

This is cat photography. The cat is one of the members of my family. When my son Raj sleeps during the day, the cat also gets to sleep. Also, other times my son spends most of his time chasing cats to catch and kill them. However, just as I was sitting in the shade of the tree, the cat came to my side and started sleeping comfortably.

এটা হচ্ছে বিড়ালের ফটোগ্রাফি। বিড়ালটি আমার পরিবারের অন্যতম একজন সদস্য। আমার ছেলে রাজ যখন দিনের বেলায় ঘুমায় তখন বিড়ালটিও ঘুমানোর সুযোগ পায়। তাছাড়া অন্য সময় আমার ছেলে বিড়ালটিকে ধরার জন্য ও মারার জন্য বিড়ালের পিছু পিছু বেশিরভাগ সময় কাটিয়ে দেয়। যাহোক, গাছের ছায়ায় আমি বসে ছিলাম ঠিক তখনই আমার পাশে এসে বিড়ালটি আরামের সাথে ঘুমাতে লাগলো।

IMG-202412214786567554693.jpeg

এটা হচ্ছে আকন্দ ফুলের ফটোগ্রাফি। এ ধরনের আকন্দ ফুল আমাদের গ্রামের রাস্তার পাশে ফুটে থাকতে বেশি দেখা যায়। এছাড়াও গ্রামের মাঠের ঝড়ে জঙ্গলেও আকন্দ ফুল ফুটে থাকে। ফুটে থাকা আকন্দ ফুল দেখতে বেশ সুন্দর লাগে। আকন্দ ফুলের পাপড়ি অত্যন্ত কোমল হয়ে থাকে। আকন্দ ফুলের পাপড়িতে আলতো করে স্পর্শ করলে আকন্দ ফুলের পাপড়ি থেকে দুধের মতো সাদা আঠালো পদার্থ বের হয়। অনেকেই বলে থাকে আকন্দ ফুলের সাদা আঠাতে ঔষধি গুণাবলী রয়েছে।

IMG-202412214786567554692.jpeg

This is a photograph of a small litchi fruit. This is the China Three Varieties of Lychee. The litchis are growing bigger and plumper day by day. Maybe in the next few weeks we will be able to eat ripe litchi. Such China three varieties of litchi taste very sweet when eaten fully ripe. At the same time, such litchis have a very sweet juice.

এটা হচ্ছে ছোট একটি লিচু ফলের ফটোগ্রাফি। এটা হচ্ছে চায়না থ্রি জাতের লিচু। লিচুগুলো দিন দিন বড় হচ্ছে এবং পরিপুষ্ট হচ্ছে। হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা পাকা লিচু খেতে পারবো। এরকম চায়না থ্রি জাতের লিচু পরিপূর্ণভাবে পাকিয়ে খেলে অত্যন্ত মিষ্টি লাগে। একই সাথে এ ধরনের লিচুগুলো বেশ মধুর রস সম্পন্ন হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!