My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Monday , November 25/2024
আসসালামু আলাইকুম। শুভ সকাল ইকোয়ার বন্ধুরা। আজ নতুন দিনের শুরু। আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি সকাল ৭টায় ঘুম থেকে উঠি। আমি আমার দাঁত ব্রাশ. তারপর আমি আমার হাত ধুয়ে, কিছু নাস্তা করে তারপর হাঁটতে যাই।
Assalamu Alaikum. Good morning Ecoer friends. Today is the start of a new day. According to my daily routine, I wake up at 7 am. I brush my teeth. Then I wash my hands, have some breakfast and then go for a walk.
এই ছবিটি দুপুরের আকাশের দৃশ্য। আমার তোলা ছবিটা আমাদের গ্রামের রাস্তার পাশ থেকে। ধানক্ষেতের কাছে অনেক শিশু গাছ ছিল এবং আকাশ ছিল খুব উজ্জ্বল নীল। চারিদিকে মেঘ ছিল না। বিকেলের আকাশটা খুব পরিষ্কার ছিল। প্রাকৃতিক পরিবেশের মাঝে এই ছবিটি তুলেছি। রাস্তা থেকে প্রবাহিত বাতাসের মাঝে প্রকৃতিকে এক অপূর্ব রূপ ধারণ করা হচ্ছিল। দুপুরে এই পথে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করি। তাই আমি সবসময় দুপুরে এই পথে যাতায়াত করি। আমি সত্যিই এই মুভি দেখা উপভোগ করেছি. যদিও এই ছবিটি খুব সুন্দর। সেই সাথে নিজের স্বভাবের সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।
This picture is of the noon sky scene. The picture I took was from the side of the road in our village. There were many baby trees near the paddy field and the sky was very bright blue. There were no clouds around. The afternoon sky was very clear. I took this picture in the middle of the natural environment. In the midst of the wind blowing from the road, nature seemed to be in a wonderful shape. At noon I travel this way from one village to another in our village. So I always travel this way at noon. I really enjoyed watching this movie. Although this picture is very nice. At the same time I have tried to involve myself with my own nature.
এই ছবিটি মাটি দিয়ে পুতুল বানায় বাচ্চাদের। এই দৃশ্য আমি সকালে ধারণ করেছি। সকালে রাস্তায় হাঁটার সময় এই ছবিটা তুলেছিলাম। সকালে আমি রাস্তায় দীর্ঘ হাঁটতে বের হলাম। যখন ফিরলাম, তখন সকাল দশটা। আমার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম এই বাচ্চাগুলো মাটির পুতুল বানাচ্ছে। তারা খুব সুন্দর ভাবে পুতুল বানিয়েছে। তাদের কাছ থেকে অনুমতি নিয়ে হাসিমুখে তাদের এই ছবিটি তুলেছি। তাদের এই ছবিটি এত সুন্দর লাগছিল যে তারা খুব খুশি হয়েছিল।
This picture is of children making dolls out of clay. This scene I captured in the morning. I captured this picture while walking down the street in the morning. In the morning I went for a long walk on the road. When I came back, it was ten o'clock in the morning. As I was walking along the road in my village, I suddenly saw these kids making dolls out of clay. They have made dolls in a very nice way. I took this picture of them with smiling faces with permission from them. This picture of them looked so nice they were so happy.
এই ছবিটি দুপুরের আকাশের দৃশ্য। আমার তোলা ছবিটা আমাদের গ্রামের রাস্তার পাশ থেকে। ধানক্ষেতের কাছে অনেক শিশু গাছ ছিল এবং আকাশ ছিল খুব উজ্জ্বল নীল। চারিদিকে মেঘ ছিল না। বিকেলের আকাশটা খুব পরিষ্কার ছিল। প্রাকৃতিক পরিবেশের মাঝে এই ছবিটি তুলেছি। রাস্তা থেকে প্রবাহিত বাতাসের মাঝে প্রকৃতিকে এক অপূর্ব রূপ ধারণ করা হচ্ছিল। দুপুরে এই পথে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করি। তাই আমি সবসময় দুপুরে এই পথে যাতায়াত করি। আমি সত্যিই এই মুভি দেখা উপভোগ করেছি. যদিও এই ছবিটি খুব সুন্দর। সেই সাথে নিজের স্বভাবের সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।
This picture is of the noon sky scene. The picture I took was from the side of the road in our village. There were many baby trees near the paddy field and the sky was very bright blue. There were no clouds around. The afternoon sky was very clear. I took this picture in the middle of the natural environment. In the midst of the wind blowing from the road, nature seemed to be in a wonderful shape. At noon I travel this way from one village to another in our village. So I always travel this way at noon. I really enjoyed watching this movie. Although this picture is very nice. At the same time I have tried to involve myself with my own nature.
এই ছবিটি সন্ধ্যার সূর্যাস্তের। সন্ধ্যায় গ্রামের বাজারে গিয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম এবং মামার দোকান থেকে কয়েকজন বন্ধুর সাথে কফি খেলাম। কফি খেতে ভালো লাগলো। তারপর আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যায় আমি আমার বাড়ির ছাদ থেকে এই ছবিটি তুলেছি। সূর্যাস্তের দৃশ্য যেখানে আম বাগানের মাথার উপর সূর্য অস্ত যাচ্ছে। এই দৃশ্য দেখে খুব ভালো লাগলো। দূর থেকে সূর্যাস্ত দেখতে ভালো লাগলো। আমগাছের উপর সূর্য অস্ত যাচ্ছে। দৃশ্যটা খুব সুন্দর ছিল। যদিও এই ছবিটি আমি আমার মোবাইল দিয়ে দূর থেকে তুলেছি। আমি এত ভালো অনুভব করেছি যে আমি আমার সুন্দর সময়টা এত সুখে কাটিয়েছি।
This picture is of the evening sunset. I went to our village market in the evening and chatted with friends for a while and we had coffee with some friends from my uncle's shop. It was nice to have coffee. Then I left for my home. In the evening I took this picture from the roof of my house. A sunset scene where the sun was setting over the head of the mango orchard. It was great to see this scene. It was nice to see the sunset from a distance. The sun was setting over the mango tree. The scenery was very nice. Although this picture I took with my mobile from a distance. I felt so good that I spent my beautiful time so happily.
** Your post has been upvoted (13.15 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan