Start of a new day According to my daily routine

in blurt-1787181 •  last month 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Sunday , November 17/2024


আসসালামু আলাইকুম। ইকোয়ার বন্ধুরা। আজ নতুন দিনের শুরু। আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠি। আমি আমার দাঁত ব্রাশ. তারপর আমি আমার হাত ধুয়ে, কিছু নাস্তা করে তারপর হাঁটতে যাই।
Assalamu Alaikum. Ecoer friends. Today is the start of a new day. According to my daily routine, I wake up at 6:30 am. I brush my teeth. Then I wash my hands, have some breakfast and then go for a walk.

IMG_20210929_143539.jpg

এই ছবিটি একটি মহিলা আঙুল গাছে একটি কালো পিঁপড়ার। সকালে আমাদের পুকুর পাড় থেকে এই ছবিটা তুলেছিলাম। এটি ম্যাক্রো ফটোগ্রাফি নামে পরিচিত। সকালের আবহাওয়ায় আমি পুকুরে গিয়ে এই ধরনের ফুলের সাথে লাগানো কালো পিঁপড়ার ছবি তুলে আমার সাধ্যমত চেষ্টা করেছি। এই ছবিটি খুব সুন্দর ভাবে তোলা হয়েছে। কালো পিঁপড়াগুলো লেডিস ফিঙ্গার গাছের সাথে লেগে ছিল। তারা যখন খাবারের সন্ধানে এসেছিল তখন সম্ভবত এটি একটি খুব সুন্দর দৃশ্য ছিল। এই ম্যাক্রো ফটোগ্রাফিটি প্রকৃতির একটিতে সুন্দরভাবে সাজানো হয়েছিল।


This picture is of a black ant on a ladies finger tree. I took this picture from the edge of our pond in the morning. This is known as macro photography. In the morning weather I went to the pond and tried my best by capturing the pictures of black ants attached to such flowers. This picture was taken in a very beautiful way.The black ants were attached to the ladies finger tree. Maybe it was a very nice scene when they came in search of food.This macro photography was beautifully decorated in one of nature.

IMG_20210925_165055.jpg

এই চিত্র আমাদের স্থানীয় গাংনী সবজি বাজারে পেঁপে কেনার। ছবিটি আমার এক ছোট ভাই দুপুরে তুলেছে। আজ দুপুরে আমি আমাদের স্থানীয় গাংনী বাজারে বাড়ির জন্য কিছু সবজি কিনতে এসেছি। এক সবজি বিক্রেতার কাছ থেকে পেঁপে কিনলাম। বর্তমানে আমার পেটে গ্যাস আছে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার খেতে হচ্ছে। তাই হালকা নরম সবজি হিসেবে কলা, পেঁপে কিনলাম।


This picture is of us buying papaya at the local Gangni vegetable market. This picture was taken at noon by one of my younger brothers.This noon I came to our local Gangni market to buy some vegetables for home. I bought papaya from a vegetable seller. At present I have gas in my stomach so I have to take stuffed food as per the doctor's instructions. So I bought banana, papaya as a light soft vegetable.

IMG_20210915_120046.jpg

This picture is of the Alamdanga slaughterhouse. We went to the slaughterhouse in the afternoon with friends. I took many beautiful pictures while walking around the slaughterhouse and I am sharing the picture of the main pillar of the slaughterhouse among you. This slaughterhouse was made a few days ago though it was made from Alamdanga Thana Parishad.The portrait of the man with the main pillar is very beautifully painted on the wall and a beautiful staircase has been made through which one can climb to the top of the main pillar of the slaughterhouse. This scene was very nice to see.

IMG_20210930_064550.jpg

ছবিটি আলমডাঙ্গা কসাইখানার। আমরা বন্ধুদের নিয়ে বিকেলে কসাইখানায় যাই। আমি কসাইখানার আশেপাশে ঘুরতে গিয়ে অনেক সুন্দর ছবি তুলেছি এবং সেই কসাইখানার মূল স্তম্ভের ছবি আপনাদের মাঝে শেয়ার করছি। এই কসাইখানাটি কিছুদিন আগে তৈরি করা হয়েছিল যদিও এটি আলমডাঙ্গা থানা পরিষদ থেকে তৈরি করা হয়েছিল। মূল স্তম্ভের সাথে লোকটির প্রতিকৃতি দেওয়ালে খুব সুন্দরভাবে আঁকা হয়েছে এবং একটি সুন্দর সিঁড়ি তৈরি করা হয়েছে যার মাধ্যমে কেউ উপরে উঠতে পারে। কসাইখানার প্রধান স্তম্ভ। এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগলো।


This picture is of the twilight sky in the evening. In the evening I go for a walk in the streets of my village, but today I went for a walk, looking at the sky in the evening and taking pictures of this twilight sky. For which I used my mobile phone. The picture was very nice. This picture of the sky is dark. The sun had set and the sky was shining brightly. Very nice view this evening. I came back home after walking down the street.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  


** Your post has been upvoted (14.71 %) **