Journey of beautiful day

in blurt-1787181 •  last month 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Tuesday , December 10/2024/b>

আসসালামু আলাইকুম। শুভ সকাল, আমার বন্ধুরা। আজ নতুন দিনের শুরু। আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠি। আমি আমার দাঁত ব্রাশ. তারপর আমি আমার হাত ধুয়ে, কিছু নাস্তা করে তারপর হাঁটতে যাই।

Assalamu Alaikum. Good morning, my friends. Today is the start of a new day. According to my daily routine, I wake up at 6:30 am. I brush my teeth. Then I wash my hands, have some breakfast and then go for a walk.

828324981187735.jpeg


এটা মেঘহীন আকাশের ছবি। এই ছবিটি আমি আমার গ্রামের একটি সুন্দর পার্ক থেকে তুলেছি। পার্কের নাম বঙ্গ এগ্রো কমপ্লেক্স পার্ক। এই পার্কে সকালে বেড়াতে গিয়েছিলাম। ঠিক তখনই এই ছবিটা তুলেছিলাম। ছবিটা খুব ভালো লাগলো। আকাশে মেঘ ছিল না এবং সূর্য উঠছিল। এই মুহুর্তে এই ছবিটি তুলেছি। যদিও ছবিটি খুব সুন্দর ছিল আশেপাশের পরিবেশ এবং মৃদু বাতাস আমাকে সকালে হাঁটার জন্য খুব ভাল অনুভব করেছিল। আমি এটা খুব পছন্দ করি কারণ আমি মনে করি সকালের বাতাসে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী তাই আমি সবসময় সকালে হাঁটার চেষ্টা করি।

This is a picture of a cloudless sky. This picture I took from a beautiful park in my village. The name of the park is Banga Agro Complex Park. Went for a morning walk in this park. Just then I took this picture. The picture was very nice. There were no clouds in the sky and the sun was rising. I took this picture at this moment. Although the picture was very beautiful the surroundings and the gentle breeze made me feel very good for a morning walk. I like it very much because I think walking in the morning air is very beneficial for health so I always try to walk in the morning.

IMG_20210915_125651.jpg

ছবিটি একটি ফুলের দোকানের। দুপুরে এই ছবিটি তুলেছি। আজ এক বন্ধুর জন্মদিন তাই আমরা কয়েকজন বন্ধুকে নিয়ে স্থানীয় গাংনী বাজারে গিয়েছিলাম ফুল কিনতে। আমরা সেখান থেকে কিছু ফুল সংগ্রহ করি এবং তা দিয়ে কিছু খাবার কিনি যা আমরা সবাই মিলে বন্ধুদের বাড়িতে খাই। এবং আমরা বন্ধুর জন্মদিনের পার্টির জন্য কেক এবং অন্যান্য আইটেম কিনলাম। আমরা বাজার থেকে বন্ধুর জন্মদিনের পার্টির জন্য প্রয়োজনীয় সবকিছু কিনে বাড়ি চলে গেলাম।

This picture is of a flower shop. I took this picture at noon. Today was a friend's birthday so we went to a local Gangni market with some friends to buy flowers. We collect some flowers from there and buy some food with it which we all eat together at friends' house. And we bought cakes and other items for a friend's birthday party.We bought everything we needed for a friend's birthday party from the market and went home.

1211874995948129.jpeg


এই ছবিটা আমার গ্রামের বিকেলে ফুটবল খেলার। বিকেলে তোলা ছবিটি। আমাদের গ্রামে নিয়মিত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই ফুটবল খেলা বিভিন্ন বয়সের মধ্যে অনুষ্ঠিত হয়। বিশেষ করে তরুণ-তরুণীরা এই খেলা বেশি খেলে। তারা সবসময় আমাদের গ্রামের সুন্দর মাঠে বিকেলে ফুটবল খেলা উপহার দেয়। আজ আমি একটি ফুটবল খেলা দেখলাম এবং আমার গ্রামের উৎসুক জনতা এই ফুটবল খেলাটি উপভোগ করেছে। বিষয়টা খুব সুন্দর ছিল কারণ বিকেলে ফুটবল খেলার মনোরম পরিবেশ খুবই সুন্দর।

This picture is of my village playing football in the afternoon. The picture I took in the afternoon. Football games are held regularly in our village. This football game is held between different ages. Especially young people play this game more. They always give us the gift of playing football in the beautiful field of our village in the afternoon. Today I watched a football game and the curious crowd in my village enjoyed this football game. The subject was very nice because the pleasant atmosphere of playing football in the afternoon is very nice.

IMG_20210911_183139.jpg


এই ছবিটি সন্ধ্যার আকাশের। সন্ধ্যায় খেলা শেষে বাড়ি ফিরছিলাম, আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্য ডুবে গেছে। আকাশ নীল, লাল, বেগুনি আর হলুদ তখন আমি আমার মোবাইল দিয়ে এই ছবি তুললাম। পরিবেশটা খুব সুন্দর ছিল, অন্ধকার ঘনিয়ে আসছিল, ধানক্ষেতের উপর সূর্য অস্ত যাচ্ছিল, অন্ধকারে আকাশের দিকে তাকাচ্ছিলাম, আকাশটা খুব সুন্দর আর এই সুন্দর পরিবেশ ক্যামেরায় বন্দী করলাম।

This picture is of the evening sky. I was returning home after playing in the evening when I looked up at the sky and saw that the sun had set. The sky blue, red, purple and yellow then I took this picture with my mobile. The atmosphere was very nice, the darkness was approaching, the sun was setting over the paddy fields, looking at the sky in the dark, the sky was very nice and I captured this beautiful environment on camera.


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  


** Your post has been upvoted (11.48 %) **