journey of a beautiful day.

in blurt-1787181 •  6 days ago 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Thursday , December 12/2024


Assalamu Alaikum. Good morning, a new day has begun. As per my daily routine, I woke up at 6 am today. I brush my teeth. Then I wash my hands, have some breakfast and then go for a walk.

আসসালামু আলাইকুম। শুভ সকাল ,আক নতুন দিন শুরু। আমার দৈনন্দিন রুটিন অনুযায়ী, আজ সকাল ৬টায় ঘুম থেকে উঠি । আমি দাঁত ব্রাশ করি ।তারপর আমি হাত ধুয়ে কিছু নাস্তা করি এবং তারপর হাটতে যাই।


1628753739596.jpg


This is a picture of a dwarf flowering tree. And this picture was taken in the morning. Specifically at seven o'clock. This picture was taken just before I go for a walk in the morning. I have many tubs in front of my house. In these tubs, I have planted different types of flowering trees. This is one of them. The flowers of this tree are small in size. But they are very beautiful. I have three types of dwarf flowering trees. Specifically, I have three types of dwarf flowering trees, white, pink and red. And I take good care of them every day.

এটি একটি দুবলা ফুলের গাছের ছবি। আর এই ছবিটা তোলা হয়েছে সকাল বেলায়। বিশেষ করে সাতটার সময়। সকালে যখন আমি হাঁটতে যাব ঠিক তার আগে এই ছবিটা তোলা। আমার বাসার সামনে অনেকগুলো টব আছে। এই টবে আমি বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছি। তার মধ্যে এটি একটি অন্যতম ফুল গাছ। এই গাছের ফুল ছোট আকারের হয়। তবে এটি অনেক সুন্দর হয়। আমার কাছে তিন ধরনের দুবলা ফুলের গাছ আছে। বিশেষ করে সাদা, গোলাপি এবং লাল এই তিন ধরনের দুবলা ফুলের গাছ আছে। আর এগুলোকে আমি প্রতিদিন বেশ ভালো ভাবেই যত্ন করে থাকি।


IMG_20210825_131154.jpg


This is a picture of my college gate. And this picture was taken in the afternoon. Today I went to our college. Especially sir called and said that he would give me some assignments. And so today I went to our college to collect them. And after collecting them, when I returned home, this picture of the college gate was taken.

এটি হলো আমার কলেজ গেটের ছবি। আর এই ছবিটা তোলা হয়েছে দুপুর বেলায়। আজ আমি আমাদের কলেজে গিয়েছিলাম। বিশেষ করে স্যার ফোন করে বলেছিল কিছু অ্যাসাইনমেন্ট দিবে। আর তাই আজকে এগুলো কালেক্ট করার জন্য আমি আজ আমাদের কলেজে গিয়েছিলাম। এবং সেগুলো কালেক্ট করার পর যখন আমি বাসায় ফিরি ঠিক তখন কলেজ গেটের সামনে দাঁড়িয়ে কলেজের গেটের এই ছবিটা তোলা হয়েছে।


IMG_20210820_111734.jpg


This is a picture from the afternoon. This afternoon I went to visit the neighboring village. Most of the people in the neighboring village make clay items. And I went to see them. But today I went and saw that they were burning the clay items in a special shape. This is when this picture was taken. Usually, after making clay items, they have to dry them in the sun for several days. Then they are burned in a special shape like this. Then it becomes fully usable. This is how they make clay items. And I also talked to them about other things.

এটি হচ্ছে বিকেল বেলার ছবি। আজ বিকেলে আমি ঘুরতে গিয়েছিলাম পাশের গ্রামে। পাশের গ্রামের অধিকাংশ মানুষ তারা মাটির জিনিসপত্র তৈরি করে থাকে। আর সেই সব দেখতে গিয়েছিলাম। তবে আজ গিয়ে দেখে যে তারা মাটির জিনিসপত্র গুলো একটি বিশেষ আকার মধ্য দিয়ে পোড়াচ্ছে। ঠিক সেই সময় এই ছবিটা তোলা। সাধারণত মাটির জিনিসপত্র গুলো তৈরি করার পর সেগুলো বেশ কয়দিন ধরে রোদে শুকাতে হয়। এরপর সেগুলো এভাবে একটা বিশেষ আকার ভিতর দিয়ে সেগুলো আগুন দিয়ে পোড়ানো হয়। তারপরে সেটি একটা পরিপূর্ণ ব্যবহার যোগ্য হয়। মাটি তৈরি জিনিস গুলো এভাবেই তারা তৈরি করে থাকে। এবং তাদের সাথে আরো অন্যান্য বিষয়ে কথাবার্তা ও হয়েছে।


received_345809713848317.jpeg


A picture of a rainbow in the sky taken just before dusk. The rainbow appeared just as the sun was setting in the western sky and turning a light yellow. It was quite beautiful to look at. This picture was taken just then. And it was a very beautiful moment. When the rainbow was visible in the sky.

সন্ধ্যার আগ মূহুর্তে তোলা আকাশের রংধনু ছবি। সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে গিয়ে হালকা হলুদ বর্ণ হয়েছিল ঠিক সেইসময় রংধনু উঠেছিল। দেখতে বেশ সুন্দর লাগলো। ঠিক তখনই এই ছবিটি তোলা হয়েছে। আর এটি বেশ সুন্দর একটা মোমেন্ট ছিল। যখন আকাশে রংধনু দেখা যাচ্ছিল ।

received_986680791903795.jpeg


This is a picture of the moon. And this is the last picture I took at night. The sky was a bit cloudy tonight. Still, the moon was up in the sky. The moonlight looked quite beautiful. The clouds were clearly visible with the moonlight. At this time, I was sitting on the balcony outside my house. The sky looked quite nice. It was blowing in a light breeze and the moonlight illuminated everything around. It was a very beautiful moment.

এটি হলো চাঁদের ছবি। আর এটি হচ্ছে আমার রাতে তোলা সর্বশেষ ছবি। আজ রাতের আকাশটা কিছুটা মেঘলা ছিল। তারপরও চাঁদ উঠেছিল আকাশে। বেশ সুন্দর দেখাচ্ছিল চাঁদের আলো। মেঘ গুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল চাঁদের আলোর সাথে। এই সময় আমি আমার বাসার বাইরের বারান্দায় বসে ছিলাম। আকাশ দেখতে বেশ ভালো লাগছিলো। হালকা বাতাসে উড়ছিল এবং চাঁদের আলো চারিদিক আলোকিত ময় হয়েছিল। বেশ সুন্দর ছিল মুহূর্তটি ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!