Share the journey of new day

in blurt-1787181 •  2 months ago 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Sunday , November 24/2024


আসসালামু আলাইকুম। শুভ সকাল সকল ইকোয়ার বন্ধুরা। আজ একটি নতুন দিন শুরু. আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আজ সকাল ৬টায় ঘুম থেকে উঠি। কিছু নাস্তা করে তারপর হাঁটতে বের হও।

Assalamu Alaikum. Good morning all Ecoer friends. Today starting a new day. According to my daily routine, today wake up 6 am . have some breakfast and then go out for a walk.


IMG_20210820_112213.jpg


ছবিটি সকাল ৯টায় তোলা। আমি যখন শপিং করতে শহরে যাচ্ছিলাম। ওই সময় শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে এই ছবিটি তোলা হয়। আজকে আমার বাসায় কিছু মেহমান আসবে বলে সকালে বাজারে গেলাম। মার্কেটে যাওয়ার সময় রাস্তার একপাশে দাঁড়িয়ে শহরের রাস্তার এই ছবি। আর সকালে তোলা এটাই প্রথম ছবি।

This photo was taken at 9 am. When I was going to town for shopping. This picture was taken while standing on the side of the city street at that time. I went to the market in the morning because some guests would come to my house today. Standing on one side of the street while going to the market to take this picture of the city street. And this is the first picture I took in the morning.



IMG_20210820_111743.jpg


ছবিটি দুপুরে তোলা। বাজার থেকে ফিরে আসার সময় গ্রামের মধ্য দিয়ে এসে দেখলাম অনেক কুমোর দাঁড়িয়ে আছে, তাদের আঁকা ছবি জ্বালিয়ে মাটির হাঁড়ি জ্বালিয়ে দিচ্ছে। সাধারণত মাটির পাত্র তৈরির পর এভাবে পুড়িয়ে তৈরি করা হয়। যারা মাটির পাত্র তৈরি করেন তাদের বলা হয় কুমার।

This photo was taken at noon. Just as I was returning from the market, I came through the village and saw many potters standing, burning their paintings and burning their clay pots. Usually after making earthenware pots, they are made by burning them in this way. Those who make earthenware pots are called potters.


IMG_20210820_104712.jpg


ছবিটি বিকেলে তোলা। বিশেষ করে বিকেলের চার্টের সময়। সাধারণত বিকেলে আমি এখানে-ওখানে যাই। আজ বেড়াতে গেছে। ঘুরতে ঘুরতে আমার সামনে একটা ইটের ভাটা পড়ে গেল। তারপর সেখানে দাঁড়িয়ে এভাবে ইটের ভাটায় ছবি তুললাম। এখানে সাধারণত ইট তৈরি করা হয়। এবং তারা ভাটার সময় পুড়িয়ে নিখুঁত হয়। এজন্য একে ইটের ভাটা বলা হয়।

This picture was taken in the afternoon. Especially during the afternoon chart. Usually I go here and there in the afternoon. Went for a walk today. A brick kiln fell in front of me while walking around. Then I stood there and took a picture of the brick kiln in this way. Usually bricks are made here. And they are perfected by burning at low tide. That is why it is called brick kiln.



IMG_20210819_182516.jpg


ছবিটি সন্ধ্যার আগে তোলা। ছবিটি সন্ধ্যা ৬টার আগে তোলা। বিকেলে যখন সবাই মাঠে খেলছিল। খেলার শেষ মুহুর্তে আমি মাঠে যাই এবং গিয়ে দেখি ছোট বাচ্চারা এখনো খেলা খেলছে ঠিক সেই সময়ে এই ছবি তোলার জন্য।

This photo was taken before evening . This photo was taken before 6 p.m. When everyone was playing on the field in the afternoon. At the last moment of the game I go to the field and go and see the little kids still playing the game just at that time to take this picture.


thgbg.jpg

এটি রাতে তোলা সর্বশেষ ছবি। আজ আকাশে চাঁদ খুব সুন্দরভাবে জ্বলজ্বল করছিল। চারদিকে থমথমে অবস্থা। আর ঠিক সেই সময়েই রাতের আকাশ থেকে তোলা চাঁদের এই দৃশ্য। আসলে চাঁদের আলোয় ছড়িয়ে থাকা সৌন্দর্য দেখতে দারুণ লেগেছিল। আর এই ছবিটি তোলা হয়েছে রাত আটটায়।


This is the latest photo taken at night. Today the moon was shining very nicely in the sky. There was a jossing situation all around. And just at that time this view of the moon taken from the night sky. In fact, it was great to see the beauty spread by the moonlight. And this picture was taken at eight o'clock at night.


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  


** Your post has been upvoted (12.93 %) **