diary of the day

in blurt-1787181 •  23 days ago 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Friday , November 29/2024


আসসালামু আলাইকুম। শুভ সকাল ইকোয়ার বন্ধুরা। আজ নতুন দিনের শুরু। আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী, আমি সকাল 6 টায় ঘুম থেকে উঠি। আমি আমার দাঁত ব্রাশ. তারপর আমি আমার হাত ধুয়ে, কিছু নাস্তা করে তারপর হাঁটতে যাই।


Assalamu Alaikum. Good morning Ecoer friends. Today is the start of a new day. According to my daily routine, I wake up at 6 am. I brush my teeth. Then I wash my hands, have some breakfast and then go for a walk.

vbn.jpg


এটা আমাদের শহরের রাস্তার ছবি। আর এই ছবিটি সকাল দশটায় তোলা। আজ সকাল দশটার দিকে বাজারে গেলাম। চিরকালের জন্য কিছু বাজারজাত করা. শহরের রাস্তার এই ছবিটি সে সময় তোলা। আর সকালে তোলা এটাই প্রথম ছবি।

This is a picture of the streets of our city. And this picture was taken at ten o'clock in the morning. I went to the market around ten this morning. To market something forever. This picture of the city street was taken at that time. And this is the first picture I took in the morning.


fcbh.jpg


এই ছবিটা কিছু মুরগির। আর এই ছবিটি তোলা হয়েছে দুপুরের দিকে। দুপুরে বাজারে ছিলাম। বিশেষ করে বাড়িতে কিছু অতিথি এসেছেন। আর সে জন্য দুপুরের দিকে বাজারে গেলাম। এরপর মুরগির বাজারে গিয়ে দেখি মুরগিগুলো খাঁচায় আটকে আছে। তখনই এই ছবি তোলা। এখানে অনেক ভালো মুরগি পাওয়া যায় এবং দামও বেশ ভালো।

This picture is of some chickens. And this picture was taken around noon. I was at the market at noon. Especially some guests came to the house. And for that I went to the market around noon. Then I went to the chicken market and saw that the chickens were trapped in a cage. That's when this picture was taken. There are a lot of good chickens available here and the prices are also quite good.


sxc.jpg


এটি একটি পুরানো জমিদার বাড়ির একটি ছবি। আজ বিকেলে আমি আমাদের এলাকার একটি পুরানো জমিদার বাড়িতে গিয়েছিলাম। এই ছবিটি তোলা হয়েছিল ঠিক যখন আমি ঘুরছিলাম। বর্তমানে একে পরিত্যক্ত বাড়ি বলা যেতে পারে। এখানে বাড়িতে কেউ থাকে না। আর পুরো বাড়িটা যেন চারদিক গাছে ভরা জঙ্গল। তা সত্ত্বেও, একজনের মালিকানা এখনও গড় ব্যক্তির নাগালের বাইরে। আমি মাঝে মাঝে এই জায়গায় যাই। আজ বিকেলে দেখতে গিয়েছিলাম। সেই সময় ছবিটি তোলা।

This is a picture of an old manor house. This afternoon I went to an old manor house in our area. This picture was taken just when I was walking around. Currently it can be called as an abandoned house. No one lives here at home. And the whole house is like a jungle filled with trees all around. Even so, owning one is still beyond the reach of the average person. I go to this place occasionally. Went to see it this afternoon. The picture was taken at that time.


ujn.jpg


এটি সন্ধ্যার আগে তোলা সূর্যাস্তের ছবি। সূর্য ডুবে গিয়েছিল। ঠিক তার আগেই সারা আকাশ যেন রঙিন হয়ে গেল। বেশ ভালো লাগছিল। এই ছবিটি সেই সময় তোলা। এ সময় গাড়ির পরিবেশ ছিল বেশ শান্ত। তার সাথে আকাশের এমন দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর ছিল। যেটা আমার খুব ভালো লাগে। তখনই এই ছবি তোলা।

This is a picture of the sunset taken just before evening. The sun had set. Just before that, the whole sky seemed to be colored. It looked pretty good. This picture was taken at that time. Car environment was quite calm at this time. Such a view of the sky with him was actually captivating. Which I like very much. That's when this picture was taken.


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  23 days ago  ·  


** Your post has been upvoted (13.85 %) **