daily life journey

in blurt-1787181 •  2 months ago 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Monday , December 02/2024


আসসালামু আলাইকুম। শুভ সকাল ইকোয়ার বন্ধুরা। আজ নতুন দিনের শুরু। আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি সকাল ৭টায় ঘুম থেকে উঠি। আমি আমার দাঁত ব্রাশ. তারপর আমি আমার হাত ধুয়ে, কিছু নাস্তা করে তারপর হাঁটতে যাই।

Assalamu Alaikum. Good morning Ecoer friends. Today is the start of a new day. According to my daily routine, I wake up at 7 am. I brush my teeth. Then I wash my hands, have some breakfast and then go for a walk.


IMG_20210917_153013.jpg


সকালে অটোরিকশায় করে বাজারে যাওয়ার চিত্র এটি। অটোরিকশায় করে বাসা থেকে বের হলাম। বাড়ি বাজার করার জন্য, আমি আমাদের গ্রাম থেকে একটি অটোরিকশা নিয়ে আমাদের এলাকার একটি পরিচিত গাংনী বাজারে কিছু বাড়ির কেনাকাটা করতে। অটোরিকশায় বাজার যাওয়ার দৃশ্যটি খুব মনোরম ছিল। আমি আমার ফোন দিয়ে রাস্তার সাথে এই দৃশ্যের ছবি তুললাম। অটোরিকশায় যাওয়ার সময় খুব ভালো লাগত।

This is a picture of going to the market by autorickshaw in the morning. I got out of the house in an autorickshaw. In order to market the house, I took an autorickshaw from our village to a well-known Gangni market in our area to do some home shopping.The view of going to the market in an auto rickshaw was very pleasant. I photographed this scene with the road with my phone. It felt very good to me when I was going in the autorickshaw.

IMG_20210915_140742.jpg


এই ছবিটি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত রূপালি ইলিশের। গাংনী বাজারে যখন পৌঁছলাম তখন দুপুর। দুপুরে এই ইলিশ মাছের ছবি তুললাম। বাজারে গিয়ে অন্যের সাথে বাজারে গেলাম অন্যান্য বাজার করার পর মাছ কিনতে মাছ বাজারে গেলাম। সেখানে গিয়ে দেখি অনেক প্রজাতির মাছ। আমি ইলিশ মাছ খুব পছন্দ করি। এ কারণে বর্তমানে বাংলাদেশে ইলিশ মাছের প্রচুর চাহিদা রয়েছে। তবে ভারতের গঙ্গা নদীর দূষণের কারণে বাংলাদেশে এখন ইলিশ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। একইভাবে বাজারে অনেক ইলিশ মাছও উঠেছে। আমি একটি ইলিশ মাছ কিনেছিলাম যার দাম বাংলাদেশি টাকা প্রতি কেজি ১৩০০ টাকা। এক কেজি ওজনের ইলিশ মাছ কিনে বাড়ি ফিরলাম।

This picture is of the more famous silver hilsa of Bangladesh. It was noon when I reached Gangni Bazaar. I took pictures of this hilsa fish at noon. Going to the market, I went to the market with other After doing other markets, I went to the fish market to buy fish. Going there, I saw many species of fish. I like hilsa fish very much. For this reason, there is a lot of demand for hilsa fish in Bangladesh at present. However, due to the pollution of the Ganges River in India, hilsa is now in abundance in Bangladesh. Similarly, many hilsa fish were grown in the market. I had bought a hilsa fish which was priced at Bangladeshi rupees 1300 taka per kg. I bought a hilsa fish weighing 1 kg and returned home.

IMG_20210917_161004.jpg


বিকেলের ফুটবল ম্যাচের ছবি এটি। আমাদের এলাকার স্থানীয় এলাকা হেমায়েতপুর চাঁদপুর সংলগ্ন একটি মাঠে খেলা অনুষ্ঠিত হয়। আমি আর আমার অনেক বন্ধু মিলে এই খেলা দেখতে যাই। খেলাটি খুব সুন্দর ছিল চারপাশে কৌতূহলী দর্শক ছিল। খেলা দেখে দারুণ লেগেছে। আমরা বন্ধুদের সাথে খেলা দেখার পাশাপাশি অনেক কিছু খেলাম। খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তাই আমরা বন্ধুদের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ফুটবল খেলায় দুটি দল অংশ নিয়েছিল। একটি দল এবং বি দল। খেলায় দল এ দল বিকে ২-০ গোলে পরাজিত করে। খেলাটি একটি অত্যন্ত আনন্দের মুহূর্ত ছিল এবং দর্শকরা অত্যন্ত আবেগের সাথে খেলাটি উপভোগ করেছিলেন।

This is a picture of a football match in the afternoon. The game is held in a field adjacent to Hemayetpur Chandpur, a local place in our area. I and many of my friends go to see this game together. The game was very nice there were curious spectators around. It was great to see the game. We ate a lot besides watching the game with friends.It was late in the evening to watch the game so we set off for home with friends.Two teams participated in this football game. A team and B team. Team A defeated Team B 2-0 in the game. The game was a very joyous moment and the spectators enjoyed the game with great passion.

IMG_20210918_174644.jpg


এই ছবিটি সন্ধ্যার সূর্যাস্তের। এই ছবিটা তুলেছিলাম রাস্তার পাশ থেকে সন্ধ্যায় যখন আমরা বন্ধুদের সাথে খেলা দেখে বাড়ি ফিরছিলাম। সন্ধ্যার আকাশের দৃশ্যটি খুব সুন্দর ছিল। সূর্য পুরোপুরি অস্ত গেছে এবং আকাশ লাল এবং নীল ছিল। সন্ধ্যেবেলা আশপাশের পরিবেশের সাথে এই দৃশ্যটি ছিল খুবই নজরকাড়া। বন্ধুদের সাথে বাসায় ফেরার সময় এই ছবিটি দেখে মুগ্ধ হয়েছিলাম তাই মোবাইল ফোন দিয়ে ছবিটি তুলেছিলাম। বন্ধুরা একসাথে রাস্তায় এলে আমরা অনেক মজা করতাম। আর এই ছবিটি দেখে সন্ধ্যার সূর্যাস্তের এই সুন্দর দৃশ্যটি উপলব্ধি করলাম।

This picture is of the evening sunset. I took this picture from the side of the road in the evening when we were returning home with friends after watching the game. The view of the sky in the evening was very nice.The sun had set completely and the sky was red and blue. This scene was very eye-catching in the evening with the surrounding environment. I was fascinated by this picture when I was returning home with friends so I took this picture with my mobile phone. We had a lot of fun when friends came on the street together. And seeing this picture made me realize this beautiful view of sunset in the evening.


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!