My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Saturday , November 23/2024
আসসালামু আলাইকুম। শুভ সকাল সকল ইকোয়ার বন্ধুরা। আজ একটি নতুন দিন শুরু. আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আজ সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠি। কিছু নাস্তা করে তারপর হাঁটতে বের হও।
Assalamu Alaikum. Good morning all Ecoer friends. Today starting a new day. According to my daily routine, today wake up 6.30 am . have some breakfast and then go out for a walk.
এটা গ্রামের রাস্তার ছবি। আর এই ছবি সকালের। এই ছবিটি তোলা হয়েছিল ঠিক যখন আমি সকালে রাস্তায় হাঁটছিলাম। আর এই ছবিটি সকাল সাতটায় তোলা। প্রতিদিন ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে রাস্তায় হাঁটতে যাই। বিশেষ করে যেহেতু আমি এই রাস্তায় হাঁটছি। আমি সকালে এবং বিকেলে হাঁটছি। আমি আজও সেখানে হাঁটতে গিয়েছিলাম এবং সেই সময় রাস্তার এই সুন্দর ছবিটা তোলা হয়েছিল।
This is a picture of a village street. And this picture is in the morning. This picture was taken just when I was walking down the street in the morning. And this picture was taken at seven in the morning. After waking up every day and having some breakfast I go for a walk on the street. Especially since I walk on this road. I walk in the morning and in the afternoon. I still went to walk there today and this beautiful picture of the road was taken at that time.
এটি একজন দিনমজুরের ছবি। আর এই ছবিটি দুপুরে তোলা। দুপুরে বাজারে যাচ্ছিলাম। ঠিক তখনই দেখলাম এক দিনমজুর মাথায় মাছের খাবার নিয়ে যাচ্ছে। এই ছবিটি সেই সময় তোলা। আর এই দিনমজুর আমার পরিচিত। সে আমার প্রতিবেশী হয়ে গেল। তাই তাকে এভাবে দাঁড় করিয়ে ছবি তুললাম। আর ছবি তোলার সময় তার অনুমতি নিয়ে ছবি তোলা হয়েছে।
This is a picture of a day laborer. And this picture was taken at noon. I was going to the market at noon. Just then I saw a day laborer carrying some fish food in his head. This picture was taken at that time. And this day laborer is familiar to me. He became my neighbor. So I made him stand like this and took the picture. And the picture was taken with his permission while taking the picture.
এটি একটি ঘোড়ার দোলনা। আর এই ছবিটি একটি পার্কের ভিতর থেকে তোলা। আজ বিকেলে নতুন পার্কে বেড়াতে গিয়েছিলাম। আর ঠিক তখনই পার্কের ভেতরে অনেক কিছু দেখতে পেলাম। এদিকে ঘোড়ার দোলনা আমার নজর কেড়েছে। ঠিক তখনই ঘোড়া দোলানোর ছবি তুললাম। আর এই ছবিটি বিকেলে তোলা। ছবিটি তোলা হয়েছিল যখন আমরা বন্ধুদের সাথে বিকেলে বেড়াতে গিয়েছিলাম।
This is a horse's cradle. And this picture was taken from inside a park. This afternoon I went for a walk in a new park. And just then I saw a lot of things inside the park. Meanwhile, the horse's cradle caught my eye. Just then I took a picture of the horse swinging. And this picture was taken in the afternoon. The picture was taken when we went for a walk in the afternoon with friends.
এটি একটি চায়ের দোকানের ছবি। সাধারণত এর খান চা খুবই জনপ্রিয়। বিশেষ করে আমাদের গ্রামের সেরা চা পাওয়া যায় এই দোকানে। আমি এখানে প্রায় মাঝেই সন্ধ্যায় চা খেতে আসি। আজকে গিয়েছিলাম এবং ছবিটি সন্ধ্যা সাড়ে ৭টায় তোলা। আর এটাই চায়ের দোকানের সামনে। যেখানে অনেক চেয়ার আছে।
This is a picture of a tea shop. Usually its khan tea is very popular. Especially the best tea in our village is available in this shop. I come here almost occasionally in the evening to have tea. I went today and this picture was taken at 7:30 in the evening. And this is the front of the tea shop. Where there are many chairs.
এটা আমি গত রাতে খেলা শেষ কাপ কফি একটি ছবি. সন্ধ্যায় আমি এক কাপ চা খেয়ে ঘুমাতে যাই আমি রাতে খাই আমি এক কাপ কফি খাই। আর আমি সাধারণত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে কফি খাই। আর আজ আমি সাড়ে নয়টায় কফি খেয়েছিলাম। আর ঠিক সেই সময় ছবিটা কে তুলছে।
This is a picture of the last cup of coffee I ate last night. In the evening I have a cup of tea and go to bed i eat at night I have a cup of coffee. And I usually eat coffee between nine and nine and a half. And today I had coffee at half past nine. And that's exactly who's taking the picture at that time.
** Your post has been upvoted (14.61 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan