My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Tuesday , November 19/2024
আসসালামু আলাইকুম। শুভ সকাল ইকোয়ার বন্ধুরা। আজ নতুন দিনের শুরু। আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি সকাল ৭টায় ঘুম থেকে উঠি। আমি আমার দাঁত ব্রাশ. তারপর আমি আমার হাত ধুয়ে, কিছু নাস্তা করে তারপর হাঁটতে যাই।
Assalamu Alaikum. Good morning Ecoer friends. Today is the start of a new day. According to my daily routine, I wake up at 7 am. I brush my teeth. Then I wash my hands, have some breakfast and then go for a walk.
এই ছবিটি সকালের নির্জন রাস্তার। আমি সবসময় সকালে হাঁটতে যাই। সকালের হাওয়ায় হাঁটতে ভালো লাগে। যদিও আমাকে ডাক্তারের নির্দেশ মতো সকালে হাঁটতে বলা হয়েছিল। সেই নির্দেশে আমি প্রতিদিন সকালে হাঁটছি। সকালে রাস্তায় হাঁটতে হাঁটতে এই সুন্দর পরিবেশে ছবিটি তুলেছি। নির্জন রাস্তায় ধীরে ধীরে বাতাস বইছিল এবং এটি একটি খুব সুন্দর দৃশ্য ছিল।
This picture is of a lonely street in the morning. I always go for a walk in the morning. I like to walk in the morning breeze. Although I was told to walk in the morning as directed by the doctor. In that instruction I walk every morning. I took the picture in this beautiful environment while walking in the street in the morning. The wind was blowing slowly on the lonely road and this was a very nice sight.
এই ছবিটি দুপুরের আকাশের। দুপুরে মোবাইল দিয়ে এই ছবি তুলেছি। দুপুরে লাঞ্চ সেরে আমাদের বাড়ির পাশের রাস্তার পাশের প্ল্যাটফর্মে বসলাম। ঠিক তখনই এই আকাশের ছবি তুললাম। সামান্য সূর্য ছিল, হালকা মেঘ ছিল, আকাশে খুব বেশি বৃষ্টি ছিল না। কিন্তু আকাশ পরিষ্কার ছিল। এই ছবিটি আমার খুব ভালো লেগেছে। ছোট রোদে আকাশের দিকে তাকালে এই আকাশটা একটু গরম হলেই খুব সুন্দর লাগছিল।
This picture is of the noon sky. I took this picture with my mobile phone at noon. After lunch in the noon, I sat on the platform next to the street next to our house. Just then I took a picture of this sky. There was little sun, there were light clouds, there was not much rain in the sky. But the sky was clear. I liked this picture very much. Since looking at the sky in the little sun this sky looked very nice when it was a little hot.
ছবিটি এক সবজি বীজ বিক্রেতার। আজ বিকেলে গাংনী বাজারে গিয়েছিলাম কিছু সবজির বীজ কিনতে। আমাদের পুকুরে অনেক জায়গা আছে যেখানে আমি এই সবজির চারা লাগাতে চাই। তাই কিছু বীজ ও সবজির চারা কিনতে এই গাংনী বাজারে গিয়েছিলাম। আমি কিছু কুমড়ার বীজ, শসার বীজ, কুমড়ার বীজ ইত্যাদি কিনলাম। আমাদের পুকুরের পাশে লাগানোর জন্য আরও কিছু সবুজ মরিচের চারা, বেগুনের চারা ইত্যাদি কিনলাম।
This picture is of a vegetable seed seller. This afternoon I went to Gangni Bazaar to buy some vegetable seeds. There are many places in our ponds where I want to plant these vegetable seedlings. That's why I went to this Gangni market to buy some seeds and vegetable seedlings. I bought some pumpkin seeds, cucumber seeds, pumpkin seeds, etc. I bought some more green chilli seedlings, eggplant seedlings, etc. To plant next to our pond.
এই ছবিটি সন্ধ্যার আকাশের। গাংনী বাজার থেকে বাসায় ফিরে নাস্তা করলাম। তারপর সন্ধ্যায় রাস্তায় হাঁটতে বের হলাম। সন্ধ্যার বাতাসে হাঁটতে খুব ভালো লাগে। আজ একটু গরম থাকলেও শরীর খুব একটা ভালো ছিল না। তারপরও আজ একটু ব্যস্ততা ছিল তাই সন্ধ্যায় হাওয়ায় হাঁটতে বের হলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকদূর গিয়ে আবার ফিরে এলাম যখন এই আকাশের ছবি তুললাম।
This picture is of the evening sky. Back home from Gangni Bazaar I had some breakfast. Then in the evening I went out for a walk in the street. It is very nice to walk in the breeze in the evening. Although it was a little hot today, the body was not much better. Even then today was a little busy so in the evening I went for a walk in the wind. Walking down the street I went a long way and came back again when I took a picture of this sky.
** Your post has been upvoted (14.90 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan