All day activity diary

in blurt-1787181 •  11 days ago 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Wednesday , December 11/2024


আসসালামু আলাইকুম। শুভ সকাল সকল বন্ধুরা। আজ একটি নতুন দিন শুরু. আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আজ সকাল ৬টায় ঘুম থেকে উঠি। এবং আমার ডেইরি শুরু করছি

Assalamu Alaikum. Good morning all friends. Today starting a new day. According to my daily routine, today wake up 6 am . and starting my dairy


281588823794743.jpeg


এটা সকালের ছবি। ছবিটি তোলা হয়েছিল যখন আকাশে সূর্য উঠছিল। আজ সকালে রাস্তায় হাঁটতে গিয়েছিলাম। ঠিক তখনই রাস্তার পাশের মাঠটা খেয়ে ফেলল। এই ছবিটি তোলা হয়েছিল যখন সূর্য মাটির উপরে আকাশের দিকে উঠছিল। আমি সকালের খোলা বাতাসে হাঁটতে পছন্দ করি। তাই প্রতিদিন সকালে নিয়ম মেনে হাঁটছি। সকালে হাঁটার সময় তোলা ছবিটি।

This is a picture of the morning. The picture was taken when the sun was rising in the sky. This morning I went for a walk on the street. Just then the field by the side of the road ate. This picture was taken just when the sun was rising towards the sky above the ground. I like to walk in the open air in the morning. So I walk in the morning every day according to the rules. This is a picture taken while walking in the morning.


IMG_20210906_125146.jpg


এটি একজন ফ্লুক বিক্রেতার ছবি। আর এই ছবিটি দুপুরে তোলা। দুপুরে আমি আমাদের গ্রাম থেকে শহরে হেঁটে যাচ্ছিলাম। ঠিক তখনই দেখলাম রাস্তার এক বিক্রেতা ফুচকা বিক্রি করছে। তারপর আমি সেখানে যাই এবং সেখান থেকে কিছু ফ্লুক খাই। আর ঠিক সেই সময়েই তোলা হয়েছিল এই ছবি।

This is a picture of a fluke seller. And this picture was taken at noon. At noon I was walking from our village to town. Just then I saw a street vendor selling phuchka. Then I go there and eat some fluke from there. And just at that time this picture was taken.


IMG_20210906_113944.jpg


এটা আকাশের ছবি। আর এই ছবিটি বিকেলে তোলা। আজ বিকেলে যখন রাস্তায় হাঁটছিলাম। সেই সময় আকাশের ছবি তোলা। আজ আকাশ বেশ পরিষ্কার ছিল। আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল। বেশ সুন্দর লাগছিল।

This is a picture of the sky. And this picture was taken in the afternoon. This afternoon when I was walking down the street. The picture of the sky was taken at that time. Today the sky was quite clear. White clouds were floating in the sky. Looked pretty nice.


kjhgf.jpg

সূর্যাস্তের ছবি। আর এই ছবিটি তোলা হয়েছে সন্ধ্যার আগে। আজ যখন সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার কথা ছিল। তারপর পুরো আকাশ হলুদ ও হালকা লাল হয়ে গেল। বেশ সুন্দর লাগছিল। এই ছবিটি সেই সময় তোলা। আজকের আকাশটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছিল। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের দৃশ্য সত্যিই খুব ভালো। আমার কাছে, এটি সন্ধ্যার আগে তোলা সর্বশেষ সূর্যাস্তের ছবি।

A picture of the sunset. And this picture was taken just before evening. Today was when the sun was about to set in the western sky. Then the whole sky turned yellow and light red. Looked pretty pretty. This picture was taken at that time. Today's sky looked the most beautiful to me. Especially the view of the moment when the sun will set is really very good. To me, this is the latest sunset photo taken just before evening.


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!