busy day in my life

in blurt-1787181 •  2 months ago 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Thursday , November 28/2024


আসসালামু আলাইকুম। শুভ সকাল ইকোয়ার বন্ধুরা। আজ নতুন দিনের শুরু। আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী, আমি সকাল 6 টায় ঘুম থেকে উঠি। আমি আমার দাঁত ব্রাশ. তারপর আমি আমার হাত ধুয়ে, কিছু নাস্তা করে তারপর হাঁটতে যাই।

Assalamu Alaikum. Good morning Ecoer friends. Today is the start of a new day. According to my daily routine, I wake up at 6 am. I brush my teeth. Then I wash my hands, have some breakfast and then go for a walk.


IMG_20210915_115744.jpg


ছবিটি জেসমিন ফুলের। সকালে হাঁটার পর বাড়ির ছাদে ফুলে পানি দিতে গেলাম। সেখানে এই জুঁই ফুলের ছবি তুলেছিলাম। বাড়ির ছাদে আমার অনেক ফুলের চারা আছে। সেখানে এই গাছগুলো লালন-পালন করি। আমার ছাদের বাগানে অনেক ফুলের গাছ এবং কিছু ফলের গাছ আছে। ছাদে অনেক জুঁই ফুল আছে এবং সেগুলো দেখতে খুব সুন্দর। জুঁই ফুলের গাছগুলো খুব ঝগড়াটে। তবে এই গাছের তেমন যত্নের প্রয়োজন হয় না। গাছের মুকুল গজাতে শুরু করলে সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। ফুলের রং সাদা। আমি সত্যিই এটা পছন্দ.

This picture is of Jasmine Flower. After a morning walk, I went to water the flowers on the roof of my house. There I took a picture of this jasmine flower. I have many flowering plants on the roof of the house. There I nurture these trees. There are many flowering plants in my roof garden and some fruit trees. There are many jasmine flowers on the roof and they look very beautiful.Jasmine flower trees are very quarrelsome. However, this tree does not need much care. When the tree buds start, a beautiful environment is created. The flowers are white in color. I really like it.


IMG_20210917_153036.jpg


ছবিটি বাজারে যাওয়া অটোরিকশার। অটোরিকশায় করে বাজারে যাওয়ার সময় যে রাস্তার ছবি তুলেছিলাম সেটি। বিশেষ করে দুপুরে একটা অটোরিকশায় করে বাসা থেকে বের হলাম আমাদের স্থানীয় বাজারে যাওয়ার জন্য। যে জায়গায় পৌঁছেছি তার নাম মোরকা বাজার। আমি অটোরিকশায় যেতে পছন্দ করি। আমাদের বাড়ির পাশ থেকে অটোরিকশায় করে বাজারে যেতে হয়। পথে অটোরিকশায় বসে মোবাইল ফোনে এই রাস্তার ছবি তুললাম।

This picture is of the autorickshaw going to the market. This is a picture of the street I took when I was going to the market in an autorickshaw. Especially at noon I left home in an auto rickshaw to go to our local market. The place I reached was called Morka Bazar. I like to go by auto rickshaw. We have to go to the market by auto rickshaw from the side of our house.On the way I sat in this auto rickshaw and took pictures of this road with my mobile phone.


IMG_20210925_170929.jpg


এই ছবিটা গাংনী উপজেলার আমিন মিস্তান্না ভান্ডারের বিশেষ দইয়ের। অটোরিকশায় করে গাংনী বাজারে পৌঁছে কিছু কাঁচা বাজার করলাম, তারপর মাংসের দোকানে গিয়ে এক কেজি গরুর মাংস কিনলাম। আমি এবং আমার এক বন্ধু এই মিষ্টির দোকানে গিয়ে রসগোল্লা খেয়েছিলাম, তারপর আমাদের এলাকার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান হিসেবে পরিচিত আমিন মিস্তান্না ভান্ডারের দই। এই দই দেখে আমার খুব লোভ হয়েছিল এবং আমার বন্ধু এবং আমি একসাথে দই কিনেছিলাম। এই হোটেলের একজন কর্মচারী আমাদের একটি বাটিতে দই পরিবেশন করেছিলেন। এই দই খেতে খুব ভালো লাগলো।

This picture is of the special yogurt of Amin Mistanna Bhandar of Gangni Upazila.After reaching Gangni Bazaar by auto rickshaw, I did some raw market, then went to the meat shop and bought one kg of beef. A friend of mine and I went to this sweet shop and ate rasgolla, then the yoghurt of Amin Mistanna Bhandar, known as the traditional sweet shop in our area. I was very greedy to see this yoghurt and my friend and I bought yoghurt together. An employee of this hotel served us yoghurt in a bowl. It was very nice to eat this yoghurt.


IMG_20210918_180813.jpg


এই ছবিটা একলা সন্ধ্যার আকাশের। আজ বাজারের উদ্দেশ্যে বের হয়ে সন্ধ্যা নামলাম গাংনী বাজারে প্রয়োজনীয় কেনাকাটা করতে। আমি বাজারে থাকাকালীন আমার বন্ধুর সাথে ঘুরতাম। সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ির পথে রাস্তার মাঝখানে এই আকাশের ছবি তুললাম। গাংনী বাজার থেকে বাড়ি ফেরার সময় যে জায়গাটির ছবি তুলেছিলাম তার নাম রায়পুর বাজার। এটি আমাদের এলাকার একটি স্থানীয় বাজার। যাইহোক আমি যথারীতি সন্ধ্যায় বাড়ি ফিরেছিলাম এবং আজকের দিনটি আমার জন্য খুব ব্যস্ত ছিল।

This picture is of a lonely evening sky.As I was out for the market today, the evening came down to do the necessary shopping at Gangni Bazaar. I wandered around with my friend while I was in the market. As soon as evening came down I took a picture of this sky in the middle of the road on my way home. The place I took the picture of when I was returning home from Gangni Bazar is called Raipur Bazar. This is a local market in our area.Anyway I got home in the evening as usual and today was a very busy day for me.


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  


** Your post has been upvoted (15.67 %) **