new day Start daily routine

in blurt-1787181 •  2 months ago 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Wednesday , November 20/2024


আসসালামু আলাইকুম। শুভ সকাল ইকোয়ার বন্ধুরা। আজ নতুন দিনের শুরু। আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আজ সকাল ৭টায় ঘুম থেকে উঠি। আমি আমার দাঁত ব্রাশ. তারপর আমি আমার হাত ধুয়ে, কিছু নাস্তা করে তারপর হাঁটতে যাই।


Assalamu Alaikum. Good morning Ecoer friends. Today is the start of a new day. According to my daily routine, I wake up at 7 am today. I brush my teeth. Then I wash my hands, have some breakfast and then go for a walk.

rty.jpg
বিলের একপাশ থেকে নেওয়া। বিলের পানি প্রবাহের একটি ছবি। এটি সকালে তোলা। আজ গ্রামের বিল দেখতে গিয়েছিলাম। ঠিক সেই সময়ে এই ছবিটা তুলুন। গ্রামের বিলে আসা নতুন পানি বেশ পরিষ্কার। অনেকে বিলের পাশে বসে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।


Taken from one side of the bill. A picture of the water flow of the bill.It was taken in the morning. Today I went to see the village bill. Just take this picture at that time. The new water coming to the village bill is quite clear. Many people were sitting next to the bill and preparing to go fishing.

jhgk.jpg

এটা বিকেলে তোলা ছবি। আর এই ছবিটি আমাদের কলেজের পাশের। আজ দুপুরে কলেজে তাকে দেখলাম। কলেজ থেকে বাড়ি ফেরার সময়। তারপর দেখলাম সময় কলেজের পাশ দিয়ে আসছে। কলেজের একপাশে কিছু পাট রোদে শুকাতে দেওয়া হয়। ওই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে এই ছবিটি তোলা।


This is a photo taken in the afternoon. And this picture is next to our college. Today I saw him in college at noon. When returning home from college. Then I saw the time coming by the side of the college. On one side of the college, some jute is allowed to dry in the sun. This picture was taken while standing on the side of the road at that time.

lgfb.jpg

এটা বিকেলের ছবি। আর এই ছবি ফুটবল প্রতিযোগিতার। আজ বিকেলে আমাদের গ্রাম পর্যায়ে সকল ছোট বাচ্চাদের জন্য একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঠিক তখনই মাঠে গিয়ে দেখি গ্রামের সকল গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন এবং তাদের মতামতের ভিত্তিতে খেলার আয়োজন করা হয়েছে।


This is a picture of the afternoon. And this picture is of a football competition. This afternoon a football competition was organized for all the young children at our village level. Just then I went to the field and saw all the dignitaries in the village present at the meeting and the game was organized based on their views.

hgf.jpg

এটি সন্ধ্যার আগে তোলা আকাশের ছবি। আর এই ছবিটি তোলা হয়েছে গাছের ভিতর থেকে। পশ্চিম আকাশে সূর্য অস্ত গেলে আকাশ হালকা হলুদ ও নীল হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ছবিটি তোলা। আর এটাই আমার তোলা সন্ধ্যার সর্বশেষ ছবি।


This is a picture of the sky taken just before evening. And this picture was taken from inside the tree. When the sun set in the western sky, the sky turned light yellow and blue. The picture was taken at that very moment. And this is the latest picture of the evening I took.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  


** Your post has been upvoted (31.35 %) **