New day new life

in blurt-1787181 •  2 months ago 

Hello .. !!
My dear blurt friends,
I am @moha02 from Bangladesh
Today is Tuesday , November 27/2024


আসসালামু আলাইকুম। শুভ সকাল ইকোয়ার বন্ধুরা। আজ নতুন দিনের শুরু। আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী, আমি সকাল 6 টায় ঘুম থেকে উঠি। আমি আমার দাঁত ব্রাশ. তারপর আমি আমার হাত ধুয়ে, কিছু নাস্তা করে তারপর হাঁটতে যাই।

Assalamu Alaikum. Good morning Ecoer friends. Today is the start of a new day. According to my daily routine, I wake up at 6 am. I brush my teeth. Then I wash my hands, have some breakfast and then go for a walk.


IMG_20211002_070939.jpg


ছবিটি একটি ধানক্ষেতের। সকালে রাস্তায় হাঁটতে হাঁটতে আমি এই ধানক্ষেতের সুন্দর ছবি ধারণ করি। আমি সকালে রাস্তায় হাঁটতে ভালোবাসি, আমি সবসময় সকালে আমাদের গ্রামের রাস্তা ধরে হাঁটতে যাই। আমি এই ছবিটি সুন্দর করে তুলেছি যদিও ধান এত বেড়েছে যে হয়তো কয়েক মাসের মধ্যে এই ধান কাটা হবে। প্রকৃতির এক অপরূপ দৃশ্য। এই ধানগুলি গ্রামবাংলার লোকেরা রোপণ করে এবং তাদের বছরের খাবারের জন্য সংরক্ষণ করে।

This picture is of a paddy field. As I walk down the street in the morning, I capture a beautiful picture of this paddy field. I love to walk on the streets in the morning, I always go for a walk along our village road in the morning. I took this picture beautifully even though the paddy has grown so much that maybe in a few months these paddy will be harvested. An amazing view of nature. These paddy are planted by the people of rural Bengal and stored for their year round food.


IMG_20210929_145623.jpg


এই ছবিটি একটি দেশি কমলার ছবি। আমাদের পুকুরের ধারে আমি একটি সুন্দর দেশী কমলা লেবু গাছ লাগিয়েছিলাম। দুপুরে আমার কমলা লেবু গাছ দেখতে গেলাম। দুপুরের দিকে মোবাইল ফোন দিয়ে এই কমলার ছবি তুললাম। কমলার রং সবুজ হয়ে গেলেও কিছুদিনের মধ্যে হলুদ হয়ে যেতে পারে। তবে এই কমলা বিদেশি কমলার মতো মিষ্টি হবে না। শখের বশে আমাদের পুকুর পাড়ে এই কমলা গাছটি লাগাই। আমাদের কমলা লেবু গাছে প্রচুর কমলা লেবু। এই দৃশ্যটা আমার কাছে খুব সুন্দর লাগছিল।

This picture is a picture of a native orange. On the edge of our pond I planted a beautiful native orange lemon tree. I went to see my orange lemon tree at noon. Around noon I took a picture of this orange with my mobile phone. Although the color of the orange has turned green, in a few days it may turn yellow. However, this orange will not be as sweet as foreign oranges. I planted this orange tree on the bank of our pond as a hobby. Lots of orange lemons in our orange lemon tree. This scene looked very nice to me.


IMG_20211001_152009.jpg


ছবিটি একজন ভ্রমণপিপাসু পেয়ারা বিক্রেতার। আজ বিকেলে চাঁদপুর মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম। সেখানে থাকাকালীন এই পেয়ারা বিক্রেতার ছবি তুললাম। তার সাথে মজা করে পেয়ারা মাখানো খেলাম। বিকেলে চাঁদপুর মাঠ থেকে ছবিটি তুলেছি। খেলার অর্ধেক সময়ে এই পেয়ারা খেতে যেতাম। তখন আমি আমার মোবাইল ফোন দিয়ে এই পেয়ারা বিক্রেতার ছবি তুললাম। তিনি খুব সুন্দরভাবে পেয়ারা কেটে বিক্রি করছেন। পেয়ারা খেতে খুব সুন্দর লাগছিল।

This picture is of a traveling guava seller. I went to watch the football match held at Chandpur ground this afternoon. While there, I took a picture of this guava seller. I ate guava makhano jokingly with him. I took the picture from Chandpur ground in the afternoon. I went to eat this guava at half time of the game. Then I took a picture of this guava seller with my mobile phone. He is cutting and selling the guavas very nicely. It looked very nice to eat the guavas.


IMG_20210925_161808.jpg

এই ছবিটি সন্ধ্যার আকাশের একটি হলুদ ছবি। সন্ধ্যায় যখন আমি আমার গ্রামের রাস্তায় হাঁটছিলাম তখন আমি এই সুন্দর হলুদ আকাশের দৃশ্যের ছবি তুলছিলাম। সন্ধ্যার দৃশ্যটি খুব সুন্দর ছিল। আমি সন্ধ্যায় এই ছবিটি সুন্দর করেছি। গ্রামের রাস্তা ধরে হাঁটতে গিয়েছিলাম কিন্তু আজও হাঁটতে গেছি। হাঁটতে হাঁটতে এই সুন্দর আকাশের ছবি তুললাম। রংধনুর সাত রঙে আকাশকে সাজাতে মনে হলো আকাশের রঙ। এটি আমার কাছে খুব সুন্দর একটি দৃশ্য ছিল।


This image is a yellow image in the evening sky. As I was walking down the street in my village in the evening I took pictures of this beautiful yellow sky view. The view was very nice in the evening. I made this picture beautiful in the evening. I went for a walk along the village road but I still went for a walk today. As I was walking, I took a picture of this beautiful sky. The color of the sky seemed to decorate the sky in seven colors of the rainbow. It was a very nice scene to me.


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  


** Your post has been upvoted (13.24 %) **